Ehan Fashion

Ehan Fashion Online shoping platform in Savar

বিচারের দাবি জানাই 😃
06/01/2025

বিচারের দাবি জানাই 😃

06/01/2025

ডালিমের রসে এখনো পুষ্টিগুণ বিদ্যমান! তাই, গত কয়দিনের রোজা আমরা ডালিম দিয়ে ভাঙলাম!
😜😝😆

28/12/2024

মিজানুর রহমান আজহারীর কক্সবাজার মাহফিল 🔥
১৫ লক্ষ মানুষ কক্সবাজারের পেকুয়ায় মাহফিলে সাক্ষী হয়ে থাকলেন

27/12/2024

২০০ টাকার পেয়াজ এখন ৫০ টাকা , ৪০০ টাকার কাচা মরিচ ৬০ টাকা কেজি। সব ধরনের সবজি সস্তা। আফসুস মারানির পুতেরা এখন কেন কেউ ফেসবুকে পোস্ট মারান না?

20/12/2024

এ আবার কেমন প্যারা 😰


খোকন চন্দ্র বর্মণদের মতো হাজারো মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। এই মানুষগুলো কি আর ফিরতে পারবে স্বাভাবি...
13/12/2024

খোকন চন্দ্র বর্মণদের মতো হাজারো মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। এই মানুষগুলো কি আর ফিরতে পারবে স্বাভাবিক জীবনে?

স্যালুট এই বীরদের, এই ঋণ শোধ করার সামর্থ আমাদের নেই..এই ক্ষতি পুরণও করতে পারবো না। মহান রব তাদের সহায় হোন।

10/12/2024

মুফতি ইলিয়াছুর রহমান জিহাদীর গাড়ি ভাঙচুর।সিরাজগঞ্জ বহুলি ইউনিয়নের মুসলিম নগর পদমপাল গ্রামে ওয়াজ মাহফিল করতে এসে ঘটনা ঘটে। উল্লেখ্য পার্শ্ববর্তী দুই একটা গ্রামে ওয়াজ মাহফিল করতে এসে টাকা লেনদেনের বিষয় নিয়ে লোকজনের সাথে
রেষারেষি ছিল। স্থানীয়দের ধারণা পার্শ্ববর্তী সেই সকল গ্রামের ছেলে পেলে এসে গাড়িটি ভাঙচুর করেছে যার দায়ভার এসে পড়েছে পদমপাল গ্রামবাসীদের উপর। বহিরাগত লোকজন যারা বাইরে থেকে ওয়াজ শুনতে এসেছিলেন তারা বলেন আশি হাজার টাকার নিচে এই হুজুর ওয়াজ করে না কিন্তু হুজুরের ওয়াজের মধ্যে তেমন দামি কোন কিছু প্রতিফলিত হয় না উনি ধর্মকে পূজি করে ব্যবসা করতেছেন। ৮০ হাজার টাকার কমে উনি মাহফিল করেন না। আল্লাহর রাসূলের কথা প্রচার করতে মানুষ খুশি হয়ে যেটা দিবে সেটাই যথেষ্ট না। হুজুর ৮০ হাজার টাকাও নিয়েছেন আবার মহিলা প্যান্ডেলে ওনার গাড়ির ড্রাইভারকে দিয়ে ওনার মসজিদের উন্নয়নের জন্য আলাদাভাবে টাকা উত্তোলন করিয়েছে।অথচ এই মাহফিলটি ছিল মুসলিম নগর পদমপাল গ্রামের মসজিদের উন্নয়নের জন্য অথচ তিনি এর জন্য মাহফিল থেকে কোন প্রকার কালেকশনও করিয়েও দেননি উল্টো মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী তার নিজের মসজিদের জন্য কালেকশন করে নিয়েছেন। তিনি লানত করেন এই এলাকার কোন ছেলে পেলে মানুষ হবে না। নবী রাসূলগণের উম্মত হিসেবে একজন মুফতি কি এমন লানত করতে পারেন। হতে পারে এটা তার কর্মফল।
#মুফতি #ইলিয়াছুর রহমান জিহাদি

কপি পোস্ট ফেইসবুক থেকে সংগৃহীত

Same same 😁
09/12/2024

Same same 😁

29/11/2024

avengers মুভির বাংলা ভার্সন 😂

29/11/2024

আর এই জন্যই বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ বলা হয় ।

Address

Bank Colony
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Ehan Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ehan Fashion:

Share