28/11/2025
দেখেন সব সময় যে শুধু মেকআপ করে, ফিল্টার দিয়ে এডিট করে ছবি আপলোড দেই এমন কিন্তু না। বাসায় কিন্তু আমার এই হালই থাকে সব সময়, তবে ছবিটা ছিলো আরও দেড় বছর আগের যখন আমি অনেক মোটা ছিলাম। আমি কি সুন্দর আনমনে কান চুলকাচ্ছিলাম আর ইনায়ার পাপা কি যত্ন করে আমার ছবিটা তুলে রেখেছে। সে আমাকে ব্ল্যাকমেইল করছিলো আর বলছিলো আমার এই ছবি সে সবাইকে দেখাবে আর আমাকে পচাবে। আমি বললাম যা খুশি করেন। কান চুলকানো কি অপরাধ নাকি? মানুষ কি কান চুলকায় না? মানুষের জীবনে ওয়াশরুমে যাওয়া যেমন জরুরি কান চুলকানোটাও আপনি ফেলে দিতে পারবেন সেইটাও কোন অংশে কম জরুরী না। 😁
এখানে হয়তো আমাকে একটু মোটা আর পচা দেখা যাচ্ছে তবে কোন ব্যাপার না। এখন আমি মোমোটামুটি সব ভাবেই কমফোর্টেবল থাকতে শিখে গেছি। ইদানীং কেন জানি রিয়েল সব কিছুই ভালো লাগে, সেইটা নিজের অপছন্দ হলেও মনে হয় যে, কেউ ফেইক অনুভূতি দেখানোর চেয়ে আমার প্রতি তার যে একটা খারাপ অনুভূতির প্রকাশ করে এইটা থেকে দুইজনেরই লাভ হয়। ফেইক কোন কিছু এখন আর নিতে পারি না হতে পারি না। 😐
আমার এই ছবি দেখার পরে কারোর বাসায় কাজের আন্টি, আপার দরকার হলে আমাকে জানাবেন।
-
-
-
-
-
-
না না এতোটাও আশা রাখবেন না যে আমি নিজে যাবো। তবে ইদানীং আমি বুয়া সাপ্লাইয়ের কাজ করছি।😁