Ks Stories BD

Ks Stories BD "As-Salaamu-Alaikum" thanks for visit our page, stay connect with us lots of love guys...❤️😊

দেখেন সব সময় যে শুধু মেকআপ করে, ফিল্টার দিয়ে এডিট করে ছবি আপলোড দেই এমন কিন্তু না। বাসায় কিন্তু আমার এই হালই থাকে সব সময়...
28/11/2025

দেখেন সব সময় যে শুধু মেকআপ করে, ফিল্টার দিয়ে এডিট করে ছবি আপলোড দেই এমন কিন্তু না। বাসায় কিন্তু আমার এই হালই থাকে সব সময়, তবে ছবিটা ছিলো আরও দেড় বছর আগের যখন আমি অনেক মোটা ছিলাম। আমি কি সুন্দর আনমনে কান চুলকাচ্ছিলাম আর ইনায়ার পাপা কি যত্ন করে আমার ছবিটা তুলে রেখেছে। সে আমাকে ব্ল্যাকমেইল করছিলো আর বলছিলো আমার এই ছবি সে সবাইকে দেখাবে আর আমাকে পচাবে। আমি বললাম যা খুশি করেন। কান চুলকানো কি অপরাধ নাকি? মানুষ কি কান চুলকায় না? মানুষের জীবনে ওয়াশরুমে যাওয়া যেমন জরুরি কান চুলকানোটাও আপনি ফেলে দিতে পারবেন সেইটাও কোন অংশে কম জরুরী না। 😁

এখানে হয়তো আমাকে একটু মোটা আর পচা দেখা যাচ্ছে তবে কোন ব্যাপার না। এখন আমি মোমোটামুটি সব ভাবেই কমফোর্টেবল থাকতে শিখে গেছি। ইদানীং কেন জানি রিয়েল সব কিছুই ভালো লাগে, সেইটা নিজের অপছন্দ হলেও মনে হয় যে, কেউ ফেইক অনুভূতি দেখানোর চেয়ে আমার প্রতি তার যে একটা খারাপ অনুভূতির প্রকাশ করে এইটা থেকে দুইজনেরই লাভ হয়। ফেইক কোন কিছু এখন আর নিতে পারি না হতে পারি না। 😐

আমার এই ছবি দেখার পরে কারোর বাসায় কাজের আন্টি, আপার দরকার হলে আমাকে জানাবেন।

-

-

-

-

-

-

না না এতোটাও আশা রাখবেন না যে আমি নিজে যাবো। তবে ইদানীং আমি বুয়া সাপ্লাইয়ের কাজ করছি।😁

ভাই আমার ফ্রেন্ডলিস্টের একজন আছে, যে কিনা টাকা খরচ করে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। কয়েকদিন আগে দেখলাম হেলিকপ্টারে করে হিমালয় ...
24/11/2025

ভাই আমার ফ্রেন্ডলিস্টের একজন আছে, যে কিনা টাকা খরচ করে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। কয়েকদিন আগে দেখলাম হেলিকপ্টারে করে হিমালয় পর্বত শৃঙ্গ দেখতে গেছে বুদ্ধির কতো অভাব।😐 আর আমি ঘরের মধ্যে শুয়ে শুয়েই দুনিয়াটা ঘুরে ফেলতাছি আল্লাহ আমার মাথায় কতো বুদ্ধি দিছে! ওইযে ওই হেলিকপ্টারটা দেখছেন ওইটা কিন্তু আমার পার্সোনাল হেলিকপ্টার, আমাকে নামায় দিয়ে গেছিলো যেই আমার এতো সুন্দর দৃশ্য উপভোগ করা শেষ তাই আমাকে ফিরে নেওয়ার জন্য আবার চলে আসছে। এখন এই পোস্টটাও কিন্তু আমি হিমালয় পর্বতের সবচেয়ে উচু যায়গায় বসে করছি। 😁

বেশিক্ষন ঠান্ডার মধ্যে থেকে আমার চেহারাটা হালকা উনিশ-বিশ দেখাতে পারে এটা দেখে ঘাবরাবেন না, এটা সত্যি আমি। দেশে ফিরে আপনার সাথে দেখা করবো ইনশা-আল্লাহ আর সাথে করে কিছু বরফ নিয়ে আসবো।😉

23/11/2025

রাত ১টা বাজে যখন গরম গরম ল্যাটকা খিচুড়ি খেতে ইচ্ছা করে। 😋

21/11/2025

মাঝে মাঝে আমার এমনই মনে হয়। 😂

14/11/2025

😇😇😇

12/11/2025

কি সাউন্ড রে বাবা...!!!😂😂😂

10/11/2025

সত্যি কথা। 😁

02/11/2025

২০২৫ তো শেষ হয়ে যাচ্ছে আপনার কেমন কাটলো এই বছর টা? অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ তবে অনেক কিছুতে ব্যার্থ হয়েছি অনেক শখের কিছু হারিয়েছি। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কারন আল্লাহর পরিকল্পনা আমাদের সকল পরিকল্পনার উর্ধে এবং সেরা। ❤️ #

30/10/2025

আজকে সকালে আমি ইনায়া ঘুম থেকে উঠার আগেই ওর পাপা রেডি হয়ে ঢাকা চলে গেছিলো, তার কি কি যেন কাজ ছিলো তাই। সে যাওয়ার পরে আজকে মনে হলো আমি আর ইনায়াও একটু বাইরে যাবো অনেক দিন ইনায়াকে নিয়ে বাইরে যাই না। পরে ওর বাবাকে কল দিয়ে বললাম পরে সে পারমিশন দিলো। এরপর আমি ইনায়া রেডি হয়ে ইনায়ার দাদিকে বলে বাসা থেকে বের হলাম আর আমাদের সাথে নিপা ভাবি আর মানহাও এসেছিলো। এরপর বাইরে খাওয়া দাওয়া স্টার্ট করছি এমন সময় ইনায়ার পাপার কল এখনো বাসায় আসো না কেন বাবুর ঘুমের সময় হয়ে গেছে, অন্য সময় সে ঢাকা গেলে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় আজকে তারাতাড়ি চলে আসাতে আমাদের আর আড্ডা দেওয়া হলো না কোন মতো খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে দেখি রুমের দোলনার উপরে কয়েকটা গ্যাজেটের ব্যাগ তার মধ্যে একটাতে নতুন ফোন। আর সেইটাও সিলভার কালার। যেইটা আমার পছন্দের কালার। সে ওয়াশরুম থেকে বের হয়ে বলছে তোমার 16 pro max টা যা যা লাগে রেখে খালি করে আমাকে দিয়ে দিও ওইটা আমি অফিসের কাজে লাগাবো আর তুমি এইটা ইউজ কইরো। মানে সারপ্রাইজ দেয় তাও মনে হয় বাসায় বাজার আনছি গুছায় রাখো এমন কইরা। 😐🙄

আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, ইনায়াও নিপা ভাবি মানহার সাথে অনেক মজা করেছে।❤️

এইবার বলি আসল কথা, ভাবছেন আহা জামাইডা কতো ভালো না চাইতেই দিয়া দেয়। কালকে ব্যাটার কাজের একটা ফোন নষ্ট হয়ে গেছে, তাই সে ভাবছে নতুন একটা ফোন কিনবে। তখন আমি বললাম তাইলে আমরা কেন বদলা বদলি করি না, আমার এইটা মাত্র ৫/৬ মাস আগে কিনছি আমারটা আপনি নেন আপনার নতুনটা আমারে দিয়েন। ব্যাটায় তখন কোন মতেই রাজি হয় নাই, বলে তোমারটাও নতুন কয়দিন আগেই দিছি। আর সারপ্রাইজ এইজন্য বললাম আজকে মনটা নরম কেমনে হইলো, এমনি এমনি দিয়া দিলো এইটা বুঝলাম না। 🤔🫡🙄😁

23/10/2025

Badly need a vacation... 😔

10/10/2025

এটাই বাস্তব। 😐

08/10/2025

😀😀😀

Address

Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Ks Stories BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share