MYS world

MYS world Thank you for following us.
(28)

আল্লাহ মহান!!
04/07/2025

আল্লাহ মহান!!

26/06/2025
23/06/2025

১৪ হাজার কোটি টাকার মালিক হয়েও—একটি মৌমাছির কাছে হার মানলেন তিনি...

সঞ্জয় কাপুর।
একজন শিল্পপতি। একজন স্বপ্ন নির্মাতা।
কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী—বলা হয়, তার জীবন ছিল আলোর নিচে আর আড়ালের ভিতর বহু প্রশ্নের গন্তব্য।

বয়স ছিল মাত্র ৫৩ ,যখন মানুষ খানিকটা থামে, পেছনে তাকায়, সামনের পথটা আরেকবার সাজিয়ে নিতে চায়।

পলো খেলছিলেন—এমন একটি খেলা, যেটা শুধু খেলা নয়, বরং একটা মানচিত্র, যেখানে কিছু মানুষ নিজেকে শক্তিশালী বলে ভাবতে ভালোবাসে।
হঠাৎই একটা মৌমাছি উড়ে এলো।
চোখের পলক ফেলার আগেই ঢুকে গেল তাঁর গলার ভিতর।

তিনি থেমে গেলেন।
শেষ কথা শুধু এটুকু—"আমার গলায় একটা পোকা ঢুকে গেছে…"
তারপর ধীরে ধীরে শুরু হলো শ্বাসকষ্ট।
চারপাশে মানুষ দৌড়াচ্ছে, চিকিৎসা চলছে,
কিন্তু সময় আর থেমে থাকলো না।

সব ছিল তাঁর চারপাশে—
অগাধ সম্পদ, প্রাইভেট জেট, বিলাসবহুল হাসপাতালের এক্সেস, সেরা চিকিৎসক, সর্বোচ্চ প্রযুক্তি।
কিন্তু কোথাও কেউ তাকে আর ফিরিয়ে আনতে পারলো না। একটা মৌমাছি দেখিয়ে দিল—নানুষ কতটা অসহায়, ক্ষুদ্র আর নির্ভরশীল,

কারণ, জীবন কখনও টাকার অঙ্কে চলে না।

একটি মৌমাছির জন্য থেমে গেল একটি প্রভাবশালী জীবনের সমস্ত গল্প।

আমরা ভাবি, টাকা থাকলেই বুঝি সব সম্ভব।
শান্তি কেনা যাবে, সুস্থতা নিশ্চিত করা যাবে, সময়কে আটকে রাখা যাবে।

কিন্তু বাস্তবতা অন্যরকম।

জীবন আসলে খুব সূক্ষ্ম, খুব ভঙ্গুর।

জীবনটা আসলেই কতটা অনিশ্চিত।

আজ যদি আমাদের চারপাশে ভালোবাসার মানুষগুলো থাকে, সুস্থ শরীর থাকে, কিছুটা সময় থাকে—
তবে সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় অর্জন।

কারণ, জীবনের শেষ মুহূর্তে কেউই আর নিজের ব্যাংক ব্যালান্সের কথা ভাবে না।

সেখানে শুধু থাকে—একটি নিঃশ্বাসের অপেক্ষা।


12/06/2025

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when MYS world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MYS world:

Share

Category