01/09/2025
কবিতা : যৌতুক নামের কৌতুক
কলমে : শামীম হাসান ...................................................
নাম কি তোমার ?
সামছুন্নাহার
বয়স বলো ?
চলে ষোলো
পড়াশোনা ?
আছে জানা
কোন ক্লাস ?
নাইন পাস
রান্না-বান্না, কাপড় কাচা ।
পারো তো ঘর মোছা?
বেলতে জানো রুটি?
জ্বি ,সবি মোটামুটি ।
খুলো তো ঘোমটা,
দেখি তো চুলটা ।
লম্বা নাকি খাটো ,
একটু তো হাঁটো ।
দেখি তো পা'গুলো ,
ফর্সা নাকি কালো ।
কালো কিংবা ফর্সা ,
তাতে নাই সমস্যা ।
হাদিয়া ঠিকঠাক পেলে ,
বিয়েতে রাজি হবে ছেলে ।
ছেলে আমাদের চাকরি করে,
রাজধানীর ঢাকা শহরে ।
অনেক বেশি মাইনা,
যৌতুক আমরা চাইনা ।
তবে পারলে একটা গাড়ি,
আসবে জামাই শুশুর বাড়ি ।
পায়ে হেঁটে কেমনে আসে,
যাবে বংশের মান ভেসে ।
তাই একখান গাড়ি চাওয়া,
তেমন নাই চাওয়া পাওয়া ।
খাট,পালং,শুকেজ ,আয়না ,
এগুলো তো বলতে হয় না ।
এসব ছাড়া ঘর কি সাঁজবে ?
বিয়ের পর তো তোমারই থাকবে ।
পারলে একটা রঙ্গিন টিভি,
বাসায় বসে দেখলে মুভি,
যৌতুক নয় ,হাদিয়া সবি ।
চুপ করেন মশাই,
আর কিছু শুনতে না চাই ।
বলছি শুনেন মন দিয়ে,
করছি না আমি এই বিয়ে ।
আমার পিতা গরীব চাষা,
নাই অত টাকা পয়সা ।
পড়েন নি এমন দায়ে,
কন্যা সন্তান জন্ম দিয়ে ।
হাদিয়া নামে চেয়ে যৌতুক,
ভালোই তো করলেন কৌতুক ।
যৌতুক নামের কৌতুক যারা বলে,
একগাল থুথু মারি তাদের কপালে।
কৌতুক করা যাদের এত সাধ,
থুথু ছাড়া ঘুচবে না সেই অপরাধ।