Soma's Dream

Soma's Dream Assalamualaikum.... ❤️

"সবাইকে page welcome "

🥺 “মিষ্টি মিষ্টি কথা বলা মেয়েটা হঠাৎ এত রাগী হয়ে গেল কেন?”যে মেয়েটা একসময় হাসি দিয়ে মন জিতে নিত,আজ সে সামান্য কিছুতেই রে...
31/05/2025

🥺 “মিষ্টি মিষ্টি কথা বলা মেয়েটা হঠাৎ এত রাগী হয়ে গেল কেন?”

যে মেয়েটা একসময় হাসি দিয়ে মন জিতে নিত,
আজ সে সামান্য কিছুতেই রেগে যায়, চুপচাপ থাকে, খিটখিটে মেজাজে দিন কাটায়।

🤱 কারণ, সে এখন একজন মা।
একটি ছোট্ট পরিচয়, যার পেছনে লুকিয়ে আছে হাজারো না বলা কষ্ট...

👩‍👧 সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়—
এই লাইনটা সবাই বললেও,
🕰️ সেই জীবনে তার নিজের জন্য থাকে না একটুও সময়।
🎨 পুরোনো শখগুলো হারিয়ে যায়
📉 জীবনের রঙগুলো মলিন হয়ে পড়ে।

🤔 কখনো কি ভেবে দেখেছেন...

কেন সে আগের মতো প্রাণ খুলে হাসে না?

কেন সে এত চুপচাপ হয়ে গেছে?

কেন অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায়?

❓ কখনো কি জিজ্ঞেস করেছেন...
“তোমার কিছু লাগবে?”
“আমি কিছু সাহায্য করতে পারি?”

একজন মা...
🌙 সারারাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে,
🥣 নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়,
🧹 কাজ, সংসার, বাচ্চা—সব মিলিয়ে নিজের জন্য ১ মিনিটও পায় না।

তবুও সে হাসে...
কারণ তার কাছে পরিবারই সব!

🙁 কিন্তু আমরা কী করি?
🗣️ বলি, “তুমি তো ঘরেই থাকো, এত ক্লান্ত কেন?”
🗣️ “সব তো আছে, তাও এত রাগ কেন?”
এমন কথা শুনে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে,
🥺 হতাশায় ডুবে যায়,
🧠 ডিপ্রেশনের দিকে ধেয়ে যায়…

তবুও সে চায় না কিছু…
❌ চায় না বেতন
❌ চায় না পুরস্কার
✅ শুধু চায় একটা কথা—
🫶 “তুমি অনেক কষ্ট করো… আমি বুঝি।”

এই একটুকু ভালোবাসা
❤️ তাকে ফিরিয়ে আনতে পারে নিজের কাছে,
🕊️ মুক্তি দিতে পারে মানসিক বিষণ্ণতা থেকে।

এই লেখা শুধু একজন মায়ের জন্য নয়…
এই লেখা হাজারো মায়ের মনের কথা,
👩‍👧‍👦 যারা প্রতিদিন নিঃশব্দে গড়ে তোলে একটি সুন্দর পৃথিবী।

🥰 আপনার সেই মিষ্টি স্বভাবের বউটা আজও মিষ্টি হতো,
যদি আপনি তার যুদ্ধের একজন সঙ্গী হতেন…

05/05/2025

﴿وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ﴾
[ إبراهيم: 7]

আর স্মরণ করো! তোমাদের প্রভু ঘোষণা করলেন --, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। [সূরা ইবরাহীম: 7]

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান :।
12/04/2025

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান :।

12/04/2025
10/04/2025

Must watch this video 💔🥹
..






06/04/2025
🖤
06/04/2025

🖤

04/02/2025

সন্তান লালন পালনে মাকে খোঁচা না দিয়ে, অন্যের সাথে তুলনা না করে, উৎসাহ দিন, সহযোগিতা করুন, মা আস্থাশীল হবেন।
মোট কথা,মা'কে জ্ঞান নয়, পারলে সাহায্য করুন আর না পারলে চুপ থাকুন।🥀🌿

Alhamdulillah... ❤️
25/07/2024

Alhamdulillah... ❤️

02/07/2024

Assalamualaikum.....!

Address

Bangabandhu Road, Ashulia
Savar
1341

Alerts

Be the first to know and let us send you an email when Soma's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soma's Dream:

Share