18/10/2025
🔥 আগুন মানে শুধু আগুন না,
এটা অনেক মানুষের স্বপ্ন, পরিশ্রম আর জীবনের গল্প একসাথে পুড়ে যাওয়ার নাম 💔
অনেকে ভাবছেন, “আমার তো কিছু যায় আসে না!”
কিন্তু আসলে এই আগুনের প্রভাব আমাদের সবার জীবনে পড়বে—সরাসরি বা পরোক্ষভাবে।
কারণ এই আগুনে শুধু কিছু পণ্য বা গুদাম নষ্ট হয়নি,
ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতি।
ইমপোর্ট বন্ধ, শিপমেন্টে দেরি, নতুন পণ্য আনতে সমস্যা—সবকিছু মিলে দাম বেড়ে যাবে প্রতিটি জিনিসের।
যারা পোশাক, হ্যান্ডমেড প্রোডাক্ট, বিউটি আইটেম, আর্ট, ক্রাফট—
যে কোনো ধরণের প্রোডাকশনভিত্তিক কাজের সঙ্গে জড়িত,
তাদের জন্য এটা একটা বড় ধাক্কা।
কারণ এর প্রভাব সবার ওপর পড়বে—ডিজাইনার, ব্যবসায়ী, এমনকি ক্রেতার ওপরও।
আগুন শুধু একটা জায়গার ক্ষতি করে না,
এটা পুরো চেইন সিস্টেমকে নড়বড়ে করে দেয়।
আর যখন এই চেইন ভেঙে যায়, তখন ক্ষতি হয় দেশের অর্থনীতি, মানুষের রিজিক আর সৃজনশীলতার ওপরও।
আমরা সবাই যেন সচেতন হই, একে অপরের পাশে থাকি ❤️