Saif al islam

Saif al islam ان الله مع الصابرين

🥺
17/12/2024

🥺

বর্তমান সময়ের সবচেয়ে বড়ো সংবাদ

17/12/2024
06/09/2024

Hasina vokto 🙃

19/06/2024

😔

24/05/2024

পৃথিবীর সবচেয়ে রিলেক্সিং ব্যাপার হলো যখন আপনার কাউরে ইমপ্রেস করার নাই।

না ফ্রেন্ডস,না ফ্যামিলি,না সোসাইটি,না প্রেমিক অথবা প্রেমিকা। ফাইট ক্লাব সিনেমা যারা দেখেছেন তারা খেয়াল করছেন কিনা জানি না, সেখানে একটা সুন্দর কথা আছে- লুজিং অল হোপস ইজ দ্য আলটিমেট ফ্রিডম।

সবকিছু ছেড়ে দিয়ে তারপর আপনি যা অর্জন করেন সেটাই একেকটা দুর্দান্ত ব্যাপার।

পৃথিবীর হুর যখন কথা শোনেনা।😿 #ফান_পোস্ট  please
30/03/2024

পৃথিবীর হুর যখন কথা শোনেনা।😿

#ফান_পোস্ট
please

28/03/2024

গতকাল স্টুডেন্ট পড়াচ্ছি । এমন সময় আন্টি আসলো ।

- বাবা তোমার টাকাটা ঈদের পরে দিলে চলবে ? একটু প্রবলেমে আছি।
যদিও টাকাটা আমার খুবই প্রয়োজন তবুও ভদ্রতার খাতিরে বললাম চলবে।

আজ স্টুডেন্ট পড়াচ্ছি। হঠাৎ ছাত্র জিজ্ঞেস করলো- স্যার কোন ব্রান্ডের ফ্রীজ ভাল ?
- কেন?
- সোমবারে আমরা একটা ফ্রীজ কিনবো।
- কত টাকার মধ্যে কিনবা?
- ৫০/৬০ হাজার।

ভাবতে লাগলাম আমার টাকাটা দিতে পারবেনা, প্রবলেমে আছে। অথচ ফ্রিজ কিনবে। এমন সময় ছাত্র বলে উঠল স্যার সোমবারে সম্ভবত পড়াতে পারবেন না।
- কেন?
- আমাদের আরো কিছু শপিং বাকি।

ভাবতে লাগলাম দুনিয়াতে কত বিচিত্র ধরনের মানুষের বসবাস। আমার ৩ হাজার টাকা তোমাদের জন্য প্রবলেম। ঈদ তোমাদের জন্য। তোমরাই ঈদ কর, কেনাকাটা কর। মেসের এক ছোট ভাইয়ের জুতা ধার করে ব্যবহার করি। ভাবছিলাম টিওশনির টাকা পেলে
একজোড়া জুতা আর ছোটবোনের জন্য কিছু কিনব।
পারলাম না।💔
~unknown

31/01/2024

“শরীরের ব্যথা কিছুই না। শরীরের ব্যথার জন্য ঔষধপত্র আছে। ডাক্তার - কবিরাজ আছে। মনের ব্যথার কিছুই নেই।”

—হুমায়ূন আহমেদ (আমাদের শাদা বাড়ি)

31/01/2024

অতোটা প্রেমের প্রয়োজন নেই
ভাষাহীন মুখ নিরীহ জীবন
প্রয়োজন নেই- প্রয়োজন নেই।

কিছুটা হিং'স্র বি'দ্রো'হ চাই কিছুটা আ'ঘা'ত
রক্তে কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাই
চাই কিছু লাল তীব্র আ'গু'ন।

~ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

30/01/2024

মানুষ বাঁচে মানুষের জন্য
একা কি আর বাঁচা যায়?
কল্পনাতে হলে ও মানুষ কাউকে নিয়ে সংসার সাজায়।


লেখা: আখলাক

30/01/2024

যে কোনো সম্পর্ক ভাঙনের প্রথম ধাপ হচ্ছে অবহেলা, হোক সেটা বন্ধুত্ব কিংবা প্রেয়সীর প্রেম।

লেখা: আখলাকুজ্জামান

লেবু জিনিসটা পৃথিবীতে আসছে তিনটা কাজ করতে।১. খাবারে টক স্বাদ আনতে।২. প্রচুর ভিটামিন সি সাপ্লাই দিতে।৩. ফ্রিজে ডিমের কেইজ...
29/01/2024

লেবু জিনিসটা পৃথিবীতে আসছে তিনটা কাজ করতে।

১. খাবারে টক স্বাদ আনতে।

২. প্রচুর ভিটামিন সি সাপ্লাই দিতে।

৩. ফ্রিজে ডিমের কেইজে আধাকাটা অবস্থায় শুকায়া পইচ্চা ম*রতে। 😑

29/01/2024

আজ দীর্ঘ ৩টা বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম। বাচ্চা কোলে নিয়ে দাড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে। প্রচন্ড ঘামতেছে আর অস্থির হয়ে এ্যাটেন্ডেন্সকে বলতেছে একটু তাড়াতাড়ি করেন।

৩ বছর পর দেখে একটু থমকেই গিয়েছিলাম আর এমন জায়গায় দেখা হবে কল্পনাও করতে পারি নাই। ওর অস্থিরতা দেখে আর থাকতে পারলাম না দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম পরক্ষণেই মনে পরলো সে চিনে ফেলবে তো আমায়।

তাই দ্রুত পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম৷

কাছে গিয়ে বলবো আসুন আমার সাথে আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের স'ম'স্ত শ'ক্তি শেষ হয়ে গেলো। আর পারছিলাম না দাড়ায় থাকতে।

তখন সৃতি(আমার অতীত) বলতেছে কি হয়েছে আপনার? কিছু বলবেন? ওর ভয়েস এতদিন পর শুনার পর পা'গ'ল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো চিৎ'কা'র দিয়ে বলি আমি তোমাকে

এখনো ভালোবাসি কিন্ত সেটা তো সম্ভব না।

এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেম্বারে ঢুকাচ্ছি তখনি ওর জামাই চলে আসলো।

সত্যিই তো ওর জামাই অনেক সুন্দর আর যাই হোক আমার থেকে শত কোটি গুন সুন্দর🥰।

এরপর ওদের চেম্বারে তখনি ঢুকিয়ে দিলাম কারন ডাক্তার ছিলেন আমার দুলাভাই তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম।
নিয়মিত মজার সব গল্প পড়তে পে ইজটি ফ লো দিয়ে রাখুন।

আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম৷ কিছুক্ষণ পর বের হলো বের হয়ে সৃতি বলতেছে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আজকে অনেক দেরী হয়ে যেতো।

তারপর চলে গেলো। আমিও একটা রিক্সায় করে বাসায় চলে আসলাম অ'ঝো'রে কা'ন্না শুরু করলাম রুম আ'ট'কি'য়ে। হঠাৎ একটা নোটিফিকেশন আসলো চেক করতে গিয়ে দেখি ৩ বছর আগে বন্ধ হওয়া আইডির সবুজবাতি জ্ব'লে'ছে একটা ছোট্ট ম্যাসেজ

" কি মনে করেছো মাস্ক পড়লে চিনতে পারবো না?😢💔
©️

29/01/2024

অনেক সময়ে কাউকে যখন ভালো লেগে যায়, ভালোলাগাটা শুধু নিজের মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাকে আর নিজ থেকে জানানোর ইচ্ছে করে না। ইচ্ছে করে না তাকে কোনো উপায়ে বোঝানোর।

কখনো কখনো কারো জন্য বুকের ভিতর শূন্যতা অনুভব করলেও তাকে মুখ ফুটে বলা হয় না তোমার জন্য আমার কষ্ট হয়।
তার উপর রাগ কিংবা অভিমান জমে এক পাহাড় হলেও তাকে বলা হয় না, বলতে ইচ্ছে করে না তোমার জন্য আমার মন পোড়ে। তোমার জন্য রোজ বুকের ভিতর অভিমান জমে।

কিছু মানুষের জন্য আমরা একজীবন অপেক্ষা করতে পারি, অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলেও তাকে মুখ ফুটে কখনো বলা হয় না, বলতে ইচ্ছেও করে না, আমি তোমার জনই অপেক্ষা করছি কেনো তুমি বোঝো না।

কারণ যে বোঝার সে খুব সহজেই বুঝে নেয়। যে বুঝেও বোঝে না, তাকে হাজার চেষ্টা করেও বোঝানো সম্ভব হয় না। একটা মানুষের আচরণে অনেক কিছুই বোঝা যায়, আমরা অনেক কথা মুখ ফুটে বলতে পারি না ঠিকই কিন্তু আচরণে তা প্রকাশ করি।

যে মানুষ আমাদের আচরণে বুঝতে পারে না ভালোলাগার কথা, যে বুঝেও আমাদের অনুভূতি গুলো এড়িয়ে যায়। তার কাছে আর কি আশা করা যায়, তাই তাকে আর অযথা বিরক্ত করতেও ভালো লাগে না।

তার সাথে এক আকাশ দুরত্ব না থাকলেও মনের দুরত্ব হয় সহস্র কোটি মাইল।
শুধু মনে হয় সে যদি আমার আবেগ আমার অনুভূতি বুঝতে পারতো তাহলে আর মনের এই দূরত্ব হয়তো থাকতো না।

লেখা: শাহরিয়ার শরীফ

28/01/2024

পুরুষের সাথে সুখে থাকার ম''ন্ত্র হচ্ছে - Love Him a Little &Try To Understand Him more.
নারীর সাথে সুখে থাকার ম''ন্ত্র হলো - Just Love Her. ❤️✨

Address

Dhaka
Savar
1345

Alerts

Be the first to know and let us send you an email when Saif al islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saif al islam:

Share