Art And Craft By Tanha

Art And Craft By Tanha Train your mind to see good in every situation �

Decor your kitchen with our customize kitchen decor item 🥀
03/08/2025

Decor your kitchen with our customize kitchen decor item 🥀

প্রতারক! প্রতারক! প্রতারক! এই মহিলাকে চিনে রাখুন।ভুল করেও পারসেল দিবেন না।আমি অগ্রিম ২০০ টাকা নিয়েও তার প্রতারণার হাত থে...
31/07/2025

প্রতারক! প্রতারক! প্রতারক!
এই মহিলাকে চিনে রাখুন।ভুল করেও পারসেল দিবেন না।আমি অগ্রিম ২০০ টাকা নিয়েও তার প্রতারণার হাত থেকে রেহাই পাইনি।মহিলা এত্ত বর বাটপার।ডেলিভারি ম্যান আমাকে নিজে পরে কল দিয়ে তার নামে রিপোর্ট করতে বলছে।সে পারসেল নিয়ে গেলেই সবার সাথে এমন করে।৬৫০ টাকা দিয়ে অর্ডার করে রাইডার কে বলে ৪০০ টাকা দিয়ে নাকি অর্ডার করছে।আমি বলছি আপনি রাইডার কে ম্যাসেজ দেখান কিন্তু সে কেন রাইডার কে তার মোবাইল দেখাবে বলতেছে।
বাধ্য হয়ে আমাকে ২০০ টাকা নিয়ে পারসেল দিতে।হইছে।আর নয় সে টাকাও দিবে না পারসেল ও দিবে না।এত্ত জঘন্য মহিলা আমি আমার জীবনে দেখি নাই।

আমি এই পোস্টের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই।
অনলাইন বিজনেসে বিশ্বাস, সম্মান আর আন্তরিকতা সবচেয়ে বড় সম্পদ। কিন্তু কিছু লোক সেটার মানে বোঝে না।

আশা করি, কেউ এমন পরিস্থিতির শিকার হলে মুখ বুজে সহ্য করবেন না। আওয়াজ তুলুন।

---

#প্রতারণা #অনলাইন_বিজনেস #কাস্টমার_নির্বাচন #সতর্কবার্তা #প্রতারনা #প্রতারণা #কাস্টমার_নির্বাচন

31/07/2025

৩ বছর অনলাইন বিজনেস করার পর আজ সত্যিই হতবাক হলাম!

আজকের অভিজ্ঞতা ছিল সবচেয়ে বাজে – এক প্রতারক মহিলা কাস্টমারের পাল্লায় পড়লাম।

তিনি ৬৫০ টাকার একটি পারসেল অর্ডার করেন। ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যান, তখন তিনি বলেন, "এটা তো ৪০০ টাকার পার্সেল!" — অথচ অর্ডার দেওয়ার সময় সবকিছু স্পষ্টভাবে জানানো হয়েছিল।

এরপর তিনি বলেন, “আমি পার্সেল রাখব, কিন্তু ৪০০ টাকা দিয়ে রাখব। আর যদি না রাখি, তাহলে আমাকে অগ্রিম যে ২০০ টাকা পাঠিয়েছি, সেটাও ফেরত দিতে হবে!”

মানে—প্রতারণার সব সীমা ছাড়িয়ে গেছে। পার্সেল নিচ্ছেন, আবার নিজের মত করে দাম ঠিক করছেন, আবার টাকা কম দিতে চান—এই রকম কাস্টমারদের জন্যই অনলাইন বিজনেসে অনেক সময় মন ভেঙে যায়।

অবশেষে আমি কম টাকা দিয়ে পারসেল দিয়ে দিতে হল।ডেলিভারি ম্যান আমাকে বলছে আপু ওনারা সবার সাথে এমন করে
আমি এই পোস্টের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই।
অনলাইন বিজনেসে বিশ্বাস, সম্মান আর আন্তরিকতা সবচেয়ে বড় সম্পদ। কিন্তু কিছু লোক সেটার মানে বোঝে না।
আশা করি, কেউ এমন পরিস্থিতির শিকার না হন।ওনারা জামাই বউ ২ জনই প্রতারক।

#প্রতারণা #অনলাইন_বিজনেস #কাস্টমার_নির্বাচন #সতর্কবার্তা

Ready to go🥀Alhamdulillah ❤️
29/07/2025

Ready to go🥀
Alhamdulillah ❤️

গন্তব্য : ধানমণ্ডি 🥀আলহামদুলিল্লাহ ❤️মেটারিয়াল: কাঠসাইজ:১০/২. ৫ ইঞ্চি
28/07/2025

গন্তব্য : ধানমণ্ডি 🥀
আলহামদুলিল্লাহ ❤️

মেটারিয়াল: কাঠ
সাইজ:১০/২. ৫ ইঞ্চি

গন্তব্য : উত্তরাআলহামদুলিল্লাহ ❤️অর্ডার করতে ইনবক্স করুন🥀
23/07/2025

গন্তব্য : উত্তরা
আলহামদুলিল্লাহ ❤️
অর্ডার করতে ইনবক্স করুন🥀

গন্তব্য : নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ ❤️বাগানবিলাস মিরর 🥀
21/07/2025

গন্তব্য : নারায়ণগঞ্জ
আলহামদুলিল্লাহ ❤️
বাগানবিলাস মিরর 🥀

বাগানবিলাস মিরর🥹এত্ত কিউট মাশাল্লাহ ❤️‍🔥সবার অর্ডার এর কাজ চলছে। খুব দ্রুত পাঠিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ 🥰
20/07/2025

বাগানবিলাস মিরর🥹
এত্ত কিউট মাশাল্লাহ ❤️‍🔥
সবার অর্ডার এর কাজ চলছে। খুব দ্রুত পাঠিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ 🥰

Add a little love to your entrance! ❤️Beautiful handcrafted Home Sweet Home nameplates with your names –Perfect for gift...
20/07/2025

Add a little love to your entrance! ❤️
Beautiful handcrafted Home Sweet Home nameplates with your names –
Perfect for gifts, new homes, or just because! 🏠

Review 🥹
19/07/2025

Review 🥹

ধম বন্ধ হয়ে যাওয়ার মত একটা সকাল…আজ ঘুম ভাঙলো না সেই চেনা ডাকে।নেই কোনো ছোট্ট পায়ের শব্দ, নেই কোনো নরম মিউমিউ আওয়াজ।যে প্...
17/07/2025

ধম বন্ধ হয়ে যাওয়ার মত একটা সকাল…
আজ ঘুম ভাঙলো না সেই চেনা ডাকে।
নেই কোনো ছোট্ট পায়ের শব্দ, নেই কোনো নরম মিউমিউ আওয়াজ।
যে প্রতিদিন “আয়” বললেই ছুটে আসতো কোলে, আজ সে নেই।
সকালটা একেবারেই ফাঁকা লাগছে, যেন প্রিয় কিছু হারিয়ে গেছে নয়—ছিঁড়ে গেছে হৃদয়ের একটা অংশ।

তোর ছোট ছোট আচরণ, ভালোবাসা, অভিমান—সবই চোখে ভাসে। নিঃশব্দ এক সকাল যেন বুকের ওপর পাথর চাপা পড়ে আছে।

এলছা শুধু একটা বিড়াল না, ও আমার নিঃসঙ্গ সময়ের সঙ্গী, আমার মন ভালো করার জাদু।

আজ ঘুম থেকে উঠে যখন ওকে দেখতে পেলাম না, বুঝতে পারলাম, কিছু একটা ঠিক নেই।
ডাকলাম… অপেক্ষা করলাম… কিন্তু কোথাও কোনো সাড়া নেই।
ঘরের কোণগুলো খালি খালি লাগছে। ওর সবকিছু পড়ে আছে, কিন্তু ও নেই।

আল্লাহ এ কেমন কষ্ট 🥲


Address

Savar, Dhaka
Savar

Telephone

+8801303646575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Art And Craft By Tanha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Art And Craft By Tanha:

Share