25/06/2025
"যে মব তুমি করেছ লালন, আজ সে-ই তোমার দিকে ছুরি তাক করেছে!”😂😂😂
১১ মাস ধরে দেশের রাজপথে, ক্যাম্পাসে, জনসভায়,গাড়িতে,শিক্ষা প্রতিষ্ঠানে,আদালতে,এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে “মব জাস্টিস” নামের এক বিভীষিকা চালিয়েছে একটি সংগঠিত গোষ্ঠী। তারা আওয়ামী লীগের ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত যে, ‘মব জাস্টিসের’ নামে পিটিয়ে চলেছে,যে কাউকে যখন-তখন।কখনো বিরোধী মতালম্বীদের গণধোলাই দিচ্ছে,আবার কখনো সাংবাদিক ও শিক্ষকদের।কাউকেই কোনোকিছু করতেই ছাড়ছেনা।
আর এই পুরো সময়টায়, দেশের তথাকথিত নোবেল লোরিয়েট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ সুদী ইউনুস ছিলেন চুপ!
🔹 তিনি কখনো মবকে থামাননি,
🔹 কখনো এসব গণপিটুনির বিরুদ্ধে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি,
🔹 বরং নীরব থেকে, ‘ডিজাইনার’ ভাব নিয়ে, এই মবের ভিতর দিয়েই এক প্রকার রাজনৈতিক ‘রিসেট’ বাটনে চাপ দিয়েছেন—যা তার নিজের স্বীকারোক্তি।
আজ যখন সেই মব তার নিজের দিকেই মুখ ঘোরাচ্ছে—তখন তিনি বলছেন, “আইনের শাসন দরকার”, “মব চলতে পারে না”।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—এই মব কালচারের প্রধান নীরব পৃষ্ঠপোষক ছিলেন তিনি নিজেই।
এবং যখন পিনাকী ভট্টাচার্য তাকে “সুশীলের বাচ্চা” বলে তাচ্ছিল্য করেন, তখন সেটা শুধু বিদ্রূপ নয়—একটি ঐতিহাসিক নৈতিক ব্যর্থতার কটু স্মরণ।
⸻
🔍 প্রশ্নগুলো তাই খুবই সরল:
▪️ আপনি যদি সত্যিই শান্তি চান, তবে ১১ মাস আগে থেকেই কেন এই সহিংসতাকে নিন্দা জানালেন না?
▪️ “রিসেট বাটন” চাপা মানে কি—পুরো ইতিহাস ভুলে গিয়ে নিজেই এক ‘নতুন গণতন্ত্রের প্রতিমা’ হয়ে ওঠা?
▪️ যে রাজনৈতিক পরিমণ্ডল আপনি গড়েছেন, সেখানে সত্য, শিষ্টাচার ও ন্যায় কোথায়?
▪️ আজ যখন সেই মব আপনাকে “কুলাঙ্গার” বলছে, তখন কি সেটা বুমেরাং নয়, নাকি আপনি নিজেই নিজের ফাঁদে পড়েছেন?
⸻
🔚
ড. ইউনুস সাহেব আপনি নোবেল পেয়েছেন—এটা সত্যি।
কিন্তু রাষ্ট্র চালানো, নৈতিকতা রক্ষা করা, গণতন্ত্রের ভিত্তি রক্ষা করা—এটা নোবেল দিয়ে হয় না।
যে মানুষ ১১ মাস ধরে সহিংসতার বিরুদ্ধে নীরব ছিলেন, তার আজকের উচ্চারণ যতই সুশীল হোক, তা শুধু বিবেকহীন রাজনৈতিক নাটকের এক দৃশ্যপট ছাড়া আর কিছুই নয়।
⸻
✍️ শামীমা আকতার সোমা
একজন নাগরিক, যে চায় সত্যের জয় আর ভণ্ডামির পরাজয়
#মবনাই_গণতন্ত্র_নয়
োমার_বুমেরাং
#গণতন্ত্র_নয়_গণপিটুনি
#ভণ্ড_সুশীলের_বিচার_চাই
#রিসেট_নাটক_বন্দ_হোক
#ডক্টরইউনুস_গণবিচারের_পৃষ্ঠপোষক
#মবশাসনের_শেষ_দিন
#গণধোলাইতে_গণতন্ত্র_মরে
#সুশীল_নাকি_নাট্যকার
াসের_নীরবতা_মানে_সমর্থন