Chitra Bichitra

Chitra Bichitra portal news & Video channel in Bangladesh Bengali contents (news & entertainment) all over the World.

11/11/2024

আসিফ নজরুলের অজ্ঞতা ! হাসিনাকে ধরতে ইন্টারপোলে রেড নোটিশ ! Asif Nazrul Red Notice Sheikh Hasina আসিফ নজরুলের অজ্ঞতা,আসিফ নজরুলড. আসিফ নজর....

24/10/2024
17/10/2024

ইউনেস্কো বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণকে ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত ।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ কে যারা অস্বীকার করে,তারা বাংলাদেশ এর স্বাধীনতাকে অস্বীকার করে। বাংলাদেশটা স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর যারা স্বাধীনতা কি বিশ্বাস করে না, তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতেই পারে এটা স্বাভাবিক। পাকিস্তানের প্রেতাত্মা রা এখনো বাংলাদেশ মেনে নিতে পারে নাই আজও । সত্যি আমরা অভাগা জাতি।

10/10/2024

যারা ১৯৭১ সাথে ১৯২৪ এর পার্থক্য করেন!

অবশ্যই ১৯৭১। কারণ ৭১ সাল আমাদের কে দিয়েছে একটা দেশ যার নাম বাংলাদেশ, দিয়েছে পৃথিবীর বুকে একটা মানচিত্র। ৩০ লক্ষ শহীদ ও মা বোনের ইজ্জতের বিনিময়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

২৪ সাল কখনোই একাত্তরের সাথে কম্পেয়ারে আসে না। যারা করেন তারা ভুল করছেন। তাদের সুবুদ্ধির উদয় হোক। আবেগ কেটে যাক। ২৪ কে বড় করে দেখলে ১৯৭১ একাত্তরের যুদ্ধকে এবং দেশকে কে এবং মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়।যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ।
২৪ শে বিশ্বাসী মানুষগুলো এবিষয বুঝেন কিনা জানিনা ।
অবশ্য বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মানুষও আছে।যারা একাত্তরে স্বাধীনতা বিশ্বাস করে না এখনো করেনা।

অবশেষে শেক্সপিয়ারের একটা কথা মনে পড়ে, "যে তার দেশকে ভালোবাসে না, তার মতো হতভাগ্য আর কেউ নেই, , যে দেশকে ভালোবাসার সে তার মাকেও ভালবাসতে পারে না।

https://youtu.be/lZfICT-DhYY
14/07/2024

https://youtu.be/lZfICT-DhYY

#লাউক্ষেত #লাউক্ষেত থেকে লাউ কাটলাম, অন্য এক অনুভূতি।

09/06/2024

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ইউনিয়নের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ ও ইতনা গ্রামের আংশিক চিত্র

Address

77, Uttarpara, ( Nama Bazar), Dhaka
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Chitra Bichitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chitra Bichitra:

Videos

Share