
08/10/2023
থাক আর অজুহাত দিতে হবে না।
আমি জানিতো তোমার অজুহাতের কত ডালপালা।
চাইলেই যেকোনো একটা ডাল থেকে অজুহাত নামিয়ে এনে আমায় বুঝ দিতে পারো।
আমারি ভুল, এসব অজুহাতগুলোকে এতদিন সত্যি ভেবে মেনে নিয়েছিলাম।
এবারে আর মানতে পাচ্ছিনা, প্লিজ মুক্ত হও নাহয় মুক্তি দাও।
#অনুভূতির_নীলে
© মোঃ আখলাকুজ্জামান