তারার গল্প Life of Tarannum.

তারার গল্প Life of Tarannum. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তারার গল্প Life of Tarannum., Digital creator, Savar.
(1)

তারা, খান আর তাদের তাওয়াফ এর গল্প 💝
আমাদের তিন জনের খুনশুটির ছোট্ট সংসার। 👨‍👩‍👦

"ওয়াতু ইজ্জু মানতাশা উ ওয়াতু জিল্লু মানতাশা"
ইজ্জত দেয়ার মালিক যিনি, বে-ইজ্জত করার মালিকও তিনি। 🤲😇

বিয়ের পরে প্রথম প্রথম এমন ভালোবাসা থাকে 💝 এর পরে ২/৪ বছরে সব হাওয়া হয়ে যায়।তখন শুধু মনে থাকে বাচ্চার ডায়পারের কথা 🥲 বি দ...
09/08/2025

বিয়ের পরে প্রথম প্রথম এমন ভালোবাসা থাকে 💝
এর পরে ২/৪ বছরে সব হাওয়া হয়ে যায়।তখন শুধু মনে থাকে বাচ্চার ডায়পারের কথা 🥲

বি দ্র: বিয়ের পর প্রথম বিবাহ বার্ষিকীতে এভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছিলো 😁🥰

You're not just my husband, you're my rock, my biggest supporter, and my best friend. I'm so grateful to have you in my ...
08/08/2025

You're not just my husband, you're my rock, my biggest supporter, and my best friend. I'm so grateful to have you in my life. Thank you for always having my back and for being so incredibly kind and generous.You deserve all the happiness & love. I wanted to feel you special.I hope you like all these small things. & also Thanks for the gifts 🥰 S.A. Khan

Happy Anniversary to us ❤️💜 তারার গল্প Life of Tarannum.

Video will be coming soon 😁

আজ আব্বু আম্মুর আর আমাদের বিবাহ বার্ষিকী। তাই সকাল থেকেই মনটা খারাপ। আব্বুর জন্মদিন, বিবাহ বার্ষিকী ছোটবেলা থেকেই আমরা ২...
07/08/2025

আজ আব্বু আম্মুর আর আমাদের বিবাহ বার্ষিকী। তাই সকাল থেকেই মনটা খারাপ। আব্বুর জন্মদিন, বিবাহ বার্ষিকী ছোটবেলা থেকেই আমরা ২ ভাই বোন খুব আনন্দ উল্লাসে কাটাতাম।মজার মজার খাবার খেতাম। আমার যখন বিয়ের কথা ঠিক হয়, আব্বু আমার জ্যেষ্ঠ শশুড়কে বলেন, ৭ তারিখেই বিয়ে হবে। যদিও দিনটি ছিলো শনিবার।তবুও আব্বু আগষ্টের ৭ তারিখ থেকে নড়লো না। তারা জুলাই এর শেষে অথবা ৭ তারিখের পরে বলছিল। কিন্তু আব্বু একদমই মত বদলায় নি। ঠিক আব্বুর কথা মতই আব্বুর উপস্থিতিতে বিয়ে হলো। পরে খেয়াল করলাম,আরে আমাদের ৪ জনের বিবাহবার্ষিকী একই দিনে। কিন্তু আল্লাহ আর সুযোগ দিলেন না। কখনো ৭ তারিখ আর একসাথে হতে পারি নি। আজ আব্বু নেই ৮ মাস হয়ে গেলো। আম্মুর জন্য দিনটি খুব কঠিন। কিন্তু আব্বু আমাদের আনন্দের কারণ দিয়ে গেছে। আব্বু না থাকলেও দিনটি যেন আমরা আনন্দের সাথে মনে করি তাই তো আমাকেও একি দিনে বিয়ে করায় গেছে। 😓

ঠিক এমন ৪টার পড়েই কবুল বলেছি।
এক মুহুর্তেই জীবন বদলে গেছে।আজ সংসার এর ৪ টি বছর কিভাবে চলে গেলো বুঝতেই পারছি না। মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো। হাসি কান্না বুঝতে বুঝতেই ৪টি বছর শেষ।
আল্লাহ যেন এভাবেই আমাদের দুজনের পথচলা আরো সহজ করে দেয়।😇

আসলে বিয়ে হল অনেকটা তিন-পায়ে দৌড়ের সমগোত্রীয়। বাঁধা পা দু’টো একসঙ্গে আগে ফেলতে হয়। এক ছন্দে দৌড়তে পারলে দিব্যি দৌড়বে, কোনও ঝামেলা নেই। যে যার মতো দৌড়তে গেলেই হুমড়ি খাবে দু’জনেই। সুতরাং হয় নিয়ম মেনে পা ফেলে ছোটো, নয়তো দড়িটা খুলে ফেলে যে যার নিজের পথে হাঁটো।---------- 🥲

একজন ভালো স্বামী জীবনে থাকলে,আর কোন বন্ধুর প্রয়োজন হয় না।দিনশেষে ঘরে ফিরলে, যার কাধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানো যায়।যার হাসি দেখলে জুড়িয়ে যায় পরান।
যার একটু ভালোবাসা পেলে আমার সকল কষ্ট, হতাশা, সবকিছু দূর হয়ে যায়।আপনি আমার জীবনে সেই একজন।আপনাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। S.A. Khan 💜

06/08/2025

পুরুষ মানুষ খুব খারাপ 💔
গিফট দেয়ার ভয়ে বিবাহ বার্ষিকীর আগের দিন ঝগড়া লাগায়, পরের দিন পর্যন্ত চালায়। তাহলে আর গিফট দেয়া লাগে না।
What a Mastermind !😑💔

04/08/2025

ভুল থেকে মানুষ শুধরায়, আমি ভুল থেকে উৎসাহ নিয়ে আবার ভুল করি 🫣

বাপের বাড়ির চায়ের এক অন্যরকম স্বাদ। নিজের বাসায় আপনি যতই দামি মগে মজা করে ঘন দুধ দিয়ে বেশি করে জাল দিয়ে সুন্দর পরিবেশনে ...
04/08/2025

বাপের বাড়ির চায়ের এক অন্যরকম স্বাদ। নিজের বাসায় আপনি যতই দামি মগে মজা করে ঘন দুধ দিয়ে বেশি করে জাল দিয়ে সুন্দর পরিবেশনে চা বানায় খান না কেন, বাপের বাড়িতে সেই পুরোনো মগ ভরে সেই পুরোনো ফ্লেবারের এক মগ চা খেলে মনে হয় জীবন এখনো সেখানেই থেমে আছে। মাঝে মাঝেই বিকেল হলে মায়ের সাথে বসে চা খেতে চলে যাই। আমাদের মা এখন অনেকটা বদলে গেছে, বসে বসে আমাকে হাদিসের গল্প শোনায়, মাঝে মধ্যে আব্বুকে নিয়ে গল্প বলে, শুনতে বেশ ভালোই লাগে। খুব নস্টালজিয়া কাজ করে। মনে হয়, ইশ! ঘড়িটা যদি কেউ একটু পিছিয়ে দিতো। 🥲

বিয়ে পরবর্তী সময়ে শ্বশুরবাড়ি যাওয়ার পর বাপের বাড়ির চা-এর প্রতি আকর্ষণ বোধ করা একটি স্বাভাবিক অনুভূতি। এটি সাধারণত শ্বশুরবাড়ির পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লাগা, বাপের বাড়ির স্মৃতি ও ভালোবাসার টান এবং নিজের পরিবারের প্রতি টান অনুভব করা থেকে হয়ে থাকে।😇

মা দিয়েই মামা, মায়ের ভাই মামা। মামা এমন একজন ব্যক্তি যিনি সবসময় ভালোবাসার এবং স্নেহের প্রতীক। মামা মানে শুধু একটি সম্পর...
03/08/2025

মা দিয়েই মামা, মায়ের ভাই মামা। মামা এমন একজন ব্যক্তি যিনি সবসময় ভালোবাসার এবং স্নেহের প্রতীক। মামা মানে শুধু একটি সম্পর্ক নয়, মামা মানে একজন পরামর্শদাতা ও গাইডলাইন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে মামা সেই ব্যক্তি যিনি তার অভিজ্ঞতা দিয়ে ভাগিনাকে সঠিক পথ দেখান। যদিও সবার মামা এক হয় না। 🥲

মামা ভাগিনার জীবনের সব হাসি-আনন্দ ও দুষ্টুমির সঙ্গী হন। জীবনের সুখ-দুঃখ ভাগাভাগির ক্ষেত্রে মামার ভূমিকা অতুলনীয়। যখন জীবনে কোনো বিপদ আসে বা কোনো কষ্ট হয়, মামা সবসময় ভাগিনার জন্য নিরাপদ আশ্রয়। তার স্নেহ ও সাহচর্য ভাগিনাকে দুঃখ ভুলিয়ে দেয়। 😇

মামাদের ভালোবাসা সব সময় নিঃস্বার্থ হয়, তাদের ভালোবাসায় কোন বিনিময় থাকে না। ভাগিনাদের জন্য তাদের ভালোবাসা চিরদিন অটুট থাকে। মামা এবং ভাগিনার মধ্যে দুষ্টুমি ও মজার ঘটনাগুলো একটি সম্পর্ককে স্মৃতিময় করে তোলে। মামা শুধুমাত্র মজা করেন না, তিনি ভাগিনাকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাও দেন। মামার দেওয়া উপদেশ জীবন গঠনে সহায়ক। 😇

আমি আযলানের মামার জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। সবসময় যেন আযলানের মাথার উপর মামা নামক ছায়াটা থাকে। 💙

Mazumder Turag


⚠️কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে এত্তো লাফালাফি করার কিছু নাই। একটা সময় আমিও অনেক বেহুশ ছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পাবো, এখনো দ...
01/08/2025

⚠️কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে এত্তো লাফালাফি করার কিছু নাই।
একটা সময় আমিও অনেক বেহুশ ছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পাবো, এখনো দিচ্ছে না কেনো ইত্যাদি। সোনার হরিণ রুপার হরিণ যাই বলেন আর্নিং করা খুবই কষ্টকর। একটা সময় ১ হাজার ভিউতে ১ সেন্ট দিতো আর এখন শুনলাম ৩ হাজার ভিউতে ১ সেন্ট দেয় তাও হাই লেভেল এংগেইজমেন্ট থাকতে হয়। ছবি আপলোড করলে যদি এংগেইজমেন্ট ২/৩শ হয় তারপর ১ সেন্ট পাবেন।
আর ভিডিও থেকে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম থেকে ইনকাম করতে হলে প্রতি ভিডিওতে ভিউজ লাগবে ৩+ হাজার আর এংগেইজমেন্ট তো আছেই। মোটকথা আপনার ভিডিও ভাইরাল না হলে আপনি কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম থেকে আর্নিং পাবেন না।
যা দুই এক সেন্ট পাবেন ছবি/লিখা আর স্টোরি থেকে তাও ভালো এংগেইজমেন্ট লাগবে। আমাদের মতো ছোট ইউজারদের বড় আর্নিং প্রোগ্রাম হচ্ছে স্টার প্রোগ্রাম, এই কথার প্রমাণ পাবেন কিছুদিন যাক তারপর। যতদিন ভিডিও ভাইরাল হবে না ততদিন সোনার হরিণ থেকে সোনার ডিম তো দূরের কথা মাটির ডিম ও দিবে না। (প্রমাণিত)
সবশেষে বলবো, নিজের প্রোফাইল টা বড় করেন এক্টিভ ফলোয়ার নিয়ে আসেন। রিপ্লাই কমেন্ট এর মাধ্যমে এংগেইজমেন্ট হাই করেন, অন্যের কমেন্টে রিয়েক্ট করেন এই ক্ষুদ্র কাজেই আপনার ফলোয়ার এংগেইজমেন্ট দুটাই বাড়বে। আর এংগেইজমেন্ট বাড়লে ভিডিওতে ভিউ বাড়বে। ( নতুন ইউজারদের জন্য)
ধন্যবাদ সবার সফলতা আসুক দোয়া রইলো। 🤲

জীবনে এমন কিছু মানুষ আসে, যারা দুই পাশে খেলতে ভালোবাসে একদিকে একরকম, আরেকদিকে আবার উল্টো আচরণ। আপনি যদি মনোযোগ দিয়ে দেখে...
31/07/2025

জীবনে এমন কিছু মানুষ আসে, যারা দুই পাশে খেলতে ভালোবাসে একদিকে একরকম, আরেকদিকে আবার উল্টো আচরণ। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, বুঝবেন এরা আসলে কোনো পক্ষের না, এরা শুধু সুবিধার পক্ষে। এরা চায় সবাই তাকে পছন্দ করুক, সবাই তাকে গ্রহণ করুক। কিন্তু এদের মধ্যে কোনো নীতি নেই, কোনো স্পষ্টতা নেই। এমন মানুষকে চিনতে সময় লাগে, কারণ এরা আসে বন্ধু রূপে, কলিগ রূপে, কাছের মানুষ রূপে।

এমন অনেক মানুষকে খুব কাছ থেকে দেখেছি, যারা একজন সম্পর্কে পেছনে ভয়ংকর সব কথা বলে, তাকে ছোট করে, অপমান করে অথচ, সেই একই মানুষকে সামনে দেখলে মনে হয় যেন তারা আত্মার আত্মীয় চোখে চোখ রেখে হাসছে, খোঁজ নিচ্ছে, যত্ন নিচ্ছে, একজন এজনের বাসায় যাচ্ছে, সে এক দেখার মত দৃষ‍্য! এটা নাকি সৌজন্যতা! Formalities!

আসলে এটা আসল ভদ্রতা নয়, এটা ভ%% ণ্ডামি। সবাই আপনাকে পছন্দ করবে না, আপনিও লবাইকে পছন্দ করবেন না, এটা স্বাভাবিক এবং গ্রহণযোগ্য। ভদ্রতা মানে হলো সম্মানজনক একটা সম্পর্ক বজায় রাখা। না খুব বেশি, না খুব কম। কিন্তু যখন কেউ আপনার সামনে মিষ্টি কথাবার্তা বলে, আর পেছনে তার উল্টো কিছু বলে, তখন সেটা খুব ভয়ংকর!

ভদ্রতা শেখা ভালো, কিন্তু তার আগে তো আমার মনে হয় দরকার সততা শেখা। ভদ্রতা তখনই অর্থবহ, যখন তা আসে অন্তর থেকে, আন্তরিকতা থেকে। আপনি কাউকে সামনে ভালোবাসা, শ্রদ্ধা বা কৃতজ্ঞতার অভিনয় দেখিয়ে পেছনে যদি তাকে ছোট করেন, অপমান করেন, তাহলে আপনি শুধু তাকে না, নিজেকেও ছোট করছেন।একটা ব‍্যক্তিত্ববান মানুষ কখনো এমন করতে পারে না।

Choose your circle wisely as true friends bring peace, not drama. Surround yourself with honesty and loyalty, and distance from those who play both sides. Your peace is your greatest treasure, save it.

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। 😞দশ মিনিট পর স্ত্রীর ফোন, "আমি যেদিকে দুচোখ যা...
28/07/2025

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। 😞

দশ মিনিট পর স্ত্রীর ফোন, "আমি যেদিকে দুচোখ যায় চললাম তোমার সংসার, ছেলেমেয়ে সব ফেলে।"
স্বামী "ঠিক আছে, যাও" বলে ফোন কেটে দিল। এটা বিশ্বাস!😌

দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে আর রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া।🥰
এরপর দুজন দুই রুমে মন খারাপ করে করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান।
বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে খেলাধুলা করাতে চলে গেল। এটা দায়িত্ববোধ।😇

স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা। খেতে গিয়েও কি ভেবে খেল না। ঠিক করল স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটা অপেক্ষা।🥲

বেডরুমে এসে স্ত্রীর মোবাইলে মেসেজ করল, "তুমি যে কারণে যেতে পার নি, আমিও সে কারণে খেতে পারি নি।" এটা ভালোবাসা!❤️

শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকেয়ে রাখার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার।♥️♥️

“যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয...
27/07/2025

“যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।”
― Humayun Ahmed

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারার গল্প Life of Tarannum. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share