তারার গল্প Life of Tarannum.

তারার গল্প Life of Tarannum. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তারার গল্প Life of Tarannum., Digital creator, Dhaka.
(1)

তারা, খান আর তাদের তাওয়াফ এর গল্প 💝
আমাদের তিন জনের খুনশুটির ছোট্ট সংসার। 👨‍👩‍👦

"ওয়াতু ইজ্জু মানতাশা উ ওয়াতু জিল্লু মানতাশা"
ইজ্জত দেয়ার মালিক যিনি, বে-ইজ্জত করার মালিকও তিনি। 🤲😇

অল্পতে রেগে যায় এমন পুরুষকে বিয়ে করা থেকে নিজেকে বিরত রাখো।তার রাগ শুধু ক্ষণিকের কিছু মুহূর্ত নষ্ট করবে না —তা ধ্বংস করে...
05/07/2025

অল্পতে রেগে যায় এমন পুরুষকে বিয়ে করা থেকে নিজেকে বিরত রাখো।

তার রাগ শুধু ক্ষণিকের কিছু মুহূর্ত নষ্ট করবে না —
তা ধ্বংস করে দেবে তোমার মনকে,
তোমার মানসিক শান্তিকে,
এমনকি তোমার ভবিষ্যৎ সন্তানদের জীবনকেও।

জীবনসঙ্গী হিসেবে এমন একজন পুরুষকে বেছে নাও,
যার হৃদয়ে রয়েছে ধৈর্য, সহনশীলতা আর শান্তি।
প্রার্থনা করো এমন একজন মানুষের জন্য,
যার পাশে জীবনটা সহজ হবে, কঠিন নয়।

মনে রেখো, জীবন এমনিতেই যথেষ্ট কঠিন —
নিজ হাতে সেটাকে আরও কঠিন করে তুলো না। 💔

আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে। সামান্য কিছু হলেই রেগে যায়। 👉কেন জানেন? আপনার মিষ্টি বউটা এখন ...
02/07/2025

আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে। সামান্য কিছু হলেই রেগে যায়।

👉কেন জানেন?

আপনার মিষ্টি বউটা এখন মা…
একটা শব্দ, যার পেছনে লুকানো হাজারটা না বলা কষ্ট।
সবাই বলে খিটখিটে মেজাজ, রাগী স্বভাব—
কিন্তু কেউ ভাবে না, সে কতটা হতাশ তার জীবন নিয়ে

সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়—
এই কথাটা সবাই বলে।
কিন্তু সেই বদলে যাওয়া জীবনে, নিজের জন্য একটু সময়, কিছু সখ পূরণ থাকে না

সে কেন আগের মতো হাসে না?

কেন একটু কিছু হলেই রেগে যায়?

কিন্তু কখনো কি জিজ্ঞেস করি—
তোমার কি লাগবে? কোন কাজে তোমার সাহায্য লাগবে কিনা?

একজন মা,
যে সারারাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে,
যে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়,
প্রতিদিন চলে যুদ্ধ সংসারের কাজ, বাচ্চা সামলানো সব মিলিয়ে নিজের জন্য ১ মিনিট সময় থাকে না।
তারপরও মা হাসিমুখে সব কাজ করছে কারণ তার কাছে নিজের থেকে সংসার ও তার বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ।

যে দিনের পর দিন নিজের শরীর, মন, স্বাধীনতা সব বিসর্জন দেয়—
তাকে আমরা শুধুই “দায়িত্বশীল” বলে পাশ কাটিয়ে যাই।

আয়া, বুয়া, দারোয়ান — সবার শ্রমের দাম আছে।
শুধু একজন মায়ের শ্রমটাই “স্বাভাবিক” ধরে নেই।

তাকে কেউ ধন্যবাদ দেয় না,
কেউ বোঝে না,
শুধু বলে—
“তুমি তো সারাদিন ঘরেই থাকো, এত ক্লান্তি কিসের?”
“সব তো আছে, তাও এমন খিটখিটে কেন?”

👉এই কথাগুলো যখন তার কানে আসে,
👉সে আরো হতাশ হয়ে যায়। ডিপ্রেশনে পড়ে যায়। আরো অধৈর্য হয়ে পড়ে

সে কোনো স্বীকৃতি চায় না,
কোনো বেতন চায় না।
শুধু চায় কেউ একজন বলুক—
"তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি।"

👉আমি বুঝি এই সামান্য কথাটাই একটি মাকে হতাশা থেকে বের করতে পারে। ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে।

এই লেখা শুধু একজন মায়ের না,
এটা হাজারো মায়ের মনের কথা —
যারা প্রতিদিন নিঃশব্দে একটা পৃথিবী গড়ে তোলে,

আপনার মিষ্টি বউটা মিষ্টি মিষ্টি কথা বলত যদি আপনি তার যুদ্ধের একজন সঙ্গী হতেন।

সংগৃহীত

স্বামী আসার আগেই ঘরের সমস্ত কাজ শেষ করে বিশ্রাম নেওয়া নারী, ঘরে ফিরে স্ত্রীকে পরিপাটি ও নিশ্চিন্ত দেখে “সারাদিন শুধু শুয়...
29/06/2025

স্বামী আসার আগেই ঘরের সমস্ত কাজ শেষ করে বিশ্রাম নেওয়া নারী, ঘরে ফিরে স্ত্রীকে পরিপাটি ও নিশ্চিন্ত দেখে “সারাদিন শুধু শুয়ে-বসে কাটাও” বলে কপাল কুঁচকানো কিছু অতি বুঝদার স্বামী।

অতএব, কিছু কাজ বাকি রাখুন। স্বামী ফিরলেই শুরু করুন ড্রামা সহকারে, বালিশ নাড়ুন, ঝাড়ু দিন, হাঁপাতে হাঁপাতে বলুন, “এই বুঝলেন! একটু সময়ই পাই না!”

পারলে হালকা একটা ঝাড়িও দিন, “আপনারা তো শুধু অফিস করেন, আর আমাদের ২৪ ঘণ্টাই অফিস!”

জানেন-ই তো, কিছু “লাইভ শো” না দেখলে অনেকেই বিশ্বাস করে না! 💁‍♀️

😜😜

সন্তান নিজের সম্পদ ♥️তাদের কেউ খোঁজ নিলো কি নিলো না, দেখলো কি দেখলো না এসব  চিন্তা করার কোন মানে নেই ।   সন্তানকে ভালোবা...
28/06/2025

সন্তান নিজের সম্পদ ♥️
তাদের কেউ খোঁজ নিলো কি নিলো না, দেখলো কি দেখলো না এসব চিন্তা করার কোন মানে নেই । সন্তানকে ভালোবাসার জন্য কাউকে অনুরোধ করবেন না কারো স্নেহের ভিক্ষা চেয়ে নিজেকে ছোট করবেন না ।
💜 অন্য কেউ সন্তানকে অধিক ভালবাসবে এমনটা আশা করে থাকবেন না।
💙 সন্তানের জন্য যতটুকু করার দরকার সবই আপনি করুন । সন্তানের প্রতি নিজের ভালোবাসায় কোনো ঘাটতি রাখবেন না।
অন্য কেউ আপনার সন্তানের জন্য ভালো কিছু করবে এমনটা আশা করে বসে থাকবেন না ।

💜 সন্তানরা যতদিন আপনার কাছে আছে ততদিন আপনার ভালবাসার ছায়ায় তাদের ঘিরে রাখুন ।
আপনি আছেন বলেই তারা নিরাপদ ।
💝 সন্তানের প্রতি মা এবং বাবার ভালোবাসা যদি থাকে সন্তানেরা কখনোই আর ভালোবাসার অভাবে কাঁদে না ।

🧿

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বউয়ের হয়ে যায়,কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেকে...
26/06/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বউয়ের হয়ে যায়,
কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা, মেয়ে সুখে থাকলেই আপনি সুখি, আপনি কখনও এটা তুলনা করেননা
যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে,
আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন, মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন, সামর্থের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান |

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবীও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছে এতো খরচা করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের
ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেই
যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর,তোকেই এর সমাধান করতে হবে,
বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে।

ছেলে বৌ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে, ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করেতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান।

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা, কোন দায়িত্ব আরোপ করেননা, তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব,
অনেক কিছু আশা করেন, এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেননা সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ।

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে ।তোর জন্য এতো খরচা করেছি, ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি | তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে |

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বৌ কেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে |

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে | 💔

26/06/2025

স্বামীর আবদারে সুরমা মাছ ভাজলাম 😇
ভিডিওতে শেষে আমার হাসবেন্ড এর রিয়েকশনটা দেখবেন 😂😂😂

স্বামী ভাল হলে মধ্যরাতেও মাছ রান্না করতে সমস্যা নাই 😋

#সুরমামাছ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারার গল্প Life of Tarannum. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share