31/07/2025
জীবনে এমন কিছু মানুষ আসে, যারা দুই পাশে খেলতে ভালোবাসে একদিকে একরকম, আরেকদিকে আবার উল্টো আচরণ। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, বুঝবেন এরা আসলে কোনো পক্ষের না, এরা শুধু সুবিধার পক্ষে। এরা চায় সবাই তাকে পছন্দ করুক, সবাই তাকে গ্রহণ করুক। কিন্তু এদের মধ্যে কোনো নীতি নেই, কোনো স্পষ্টতা নেই। এমন মানুষকে চিনতে সময় লাগে, কারণ এরা আসে বন্ধু রূপে, কলিগ রূপে, কাছের মানুষ রূপে।
এমন অনেক মানুষকে খুব কাছ থেকে দেখেছি, যারা একজন সম্পর্কে পেছনে ভয়ংকর সব কথা বলে, তাকে ছোট করে, অপমান করে অথচ, সেই একই মানুষকে সামনে দেখলে মনে হয় যেন তারা আত্মার আত্মীয় চোখে চোখ রেখে হাসছে, খোঁজ নিচ্ছে, যত্ন নিচ্ছে, একজন এজনের বাসায় যাচ্ছে, সে এক দেখার মত দৃষ্য! এটা নাকি সৌজন্যতা! Formalities!
আসলে এটা আসল ভদ্রতা নয়, এটা ভ%% ণ্ডামি। সবাই আপনাকে পছন্দ করবে না, আপনিও লবাইকে পছন্দ করবেন না, এটা স্বাভাবিক এবং গ্রহণযোগ্য। ভদ্রতা মানে হলো সম্মানজনক একটা সম্পর্ক বজায় রাখা। না খুব বেশি, না খুব কম। কিন্তু যখন কেউ আপনার সামনে মিষ্টি কথাবার্তা বলে, আর পেছনে তার উল্টো কিছু বলে, তখন সেটা খুব ভয়ংকর!
ভদ্রতা শেখা ভালো, কিন্তু তার আগে তো আমার মনে হয় দরকার সততা শেখা। ভদ্রতা তখনই অর্থবহ, যখন তা আসে অন্তর থেকে, আন্তরিকতা থেকে। আপনি কাউকে সামনে ভালোবাসা, শ্রদ্ধা বা কৃতজ্ঞতার অভিনয় দেখিয়ে পেছনে যদি তাকে ছোট করেন, অপমান করেন, তাহলে আপনি শুধু তাকে না, নিজেকেও ছোট করছেন।একটা ব্যক্তিত্ববান মানুষ কখনো এমন করতে পারে না।
Choose your circle wisely as true friends bring peace, not drama. Surround yourself with honesty and loyalty, and distance from those who play both sides. Your peace is your greatest treasure, save it.