10/02/2024
◾দ্রুত ব্য'থা নিরাময় করতে চান?যারা দীর্ঘদিন ধরে ঔষধ খাচ্ছেন,কোন ভাবেই নিজেকে সুস্থতার দিকে নিতে পারছেন না।তাদেরকে বলছি,হিজামা এবং অর্গানিক স্বাস্থকর খাবার খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।এতে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ❣️
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
◾হিজামা কি 👇
হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানসম্মত সহজ, নিরাপদ এবং অত্যান্ত কার্যকরী প্রাচীন চিকিৎসা। যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভূক্ত।হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত (toxin) বের করে ফেলা হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়,নার্ভগুলো একটিভ হয়,শরীর হয় সুস্থ সবল এবং শক্তিশালী।যা সারা বিশ্বে কাপিং(cupping therapy) নামে পরিচিত।বিভিন্ন সেলিব্রিটিরাও হিজামা/কাপিং করিয়ে থাকেন।যেমনঃশহীদ আফ্রিদি,রোনালদো,নেইমার,বিরাট কোহলি,মাহমুদউল্লাহ রিয়াদ,মাওলানা তারেক জামিল ইত্যাদি।
◾অভিজ্ঞ হাতে কেন হিজামা করাবেন?
অভিজ্ঞ হাতে হিজামা করালে কোন ব্যথা পাবেন না ইনশাআল্লাহ।আমরা আরামদায়ক ভাবে হিজামা করে থাকি।এটা দেখতে ভয়ের কিন্তু করতে আরাম।যদিও সবার হাতের কাজ এক নয়।তাই একটু যাচাই বাচাই হিজামা করা উত্তম।তাছাড়া আমরা রোগ ভিত্তিক সঠিক পয়েন্টে সঠিক পদ্ধতিতে হিজামা করে থাকি।যার ফলে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া খুব দ্রুত রোগ মুক্ত হওয়া যায় ইনশাআল্লাহ। হিজামা করে আশাকরি নিরাশ হবেন না ইনশাআল্লাহ✌️
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
◾হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-
🍀এলার্জি
☘️এজমা বা শ্বাসকষ্ট
☘️হাই-ব্লাড প্রেসার
🍀চর্মরোগ
🍀মাইগ্রেন
☘️মাথা ব্যথা
☘️বাত ব্যথা
☘️কোমর ব্যথা
☘️হাটু ব্যথা
☘️ঘাড়ে ব্যথা
☘️মাংস পেশির ব্যথা
☘️দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
☘️মেরুদন্ড ব্যথা
🍀গোড়ালি ব্যথা
🍀স্পোর্টস ইঞ্জুরি
🍀গেটে বাত
🍀চুল পড়া সমস্যা
🍀রিউমাটয়েড আর্থ্রাইটিস
🍀সায়েটিকা
🍀ঘুমের সমস্যা।
🍀মানসিক সমস্যা
🍀হতাশা
🍀স্মরন শক্তির দূর্বলতা
🍀প্যারালাইসি
🍀হাত পা অবশ
🍀পায়ের পাতা ব্যথা
🍀হাড় ক্ষয়
☘️সে!ক্সু!য়াল প্রবলেম
☘️শরীর দুর্বল
🍀বডি ডিটক্স ইত্যাদি
👉তাছাড়া নিকোটিনের ক্ষতির প্রভাব থেকে বাচঁতে ধুম'পায়ীদের জন্য হিজামা খুবই উপকারি।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
◾হাদিস:
🌹নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(সহিহ বুখারী-৫২৯৪)
🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে(সুনানে তিরমিযীঃ২০৫২)
🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)
👉সুন্নাহ দিন হিসেবে সোমবার,মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে খালি পেটে হিজামা করা উত্তম তাছাড়া জরুরি প্রয়োজনে যে কোন দিন হিজামা করা যায় ইনশাআল্লাহ
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
◾ হিজামার উপকারিতা হলোঃ
🌱 শরীর থেকে টক্সিন রিমুভ হয়।
🌱 শরীরে প্রাকৃতিক ভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়।🌱 রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়।
🌱 ইন্সটেন্ট ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়।
🌱 নার্ভগুলো একটিভ হয়।
🌱 শরীরের কোষগুলো তাদের শক্তি ফিরে পায়।
🌱 শরীরের অঙ্গ-প্রতঙ্গের কার্যকারিতা বৃদ্ধি করে।
🌱 যার ফলে শরীর হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
◾ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
◾আমাদের সেবা সমূহঃ
▪️ওয়েট কাপিং (হিজামা)
▪️ ড্রাই কাপিং
▪️ ম্যাসেজ কাপিং
▂▂▂▂▂▂▂▂▂▂▂
🏨 চেম্বারের ঠিকানাঃপার্বতিনগর, থানা রোড, সাভার, ঢাকা-১৩৪০
☎️মোবাইল: 01637-880124