Mtv Islamic Media

Mtv Islamic Media নিয়মিত নিত্যনতুন বাংলা ওয়াজ মাহফিল, ইসলামিক ভিডিও, হামদ, নাত, গজল ও ইসলামি সঙ্গীত পেতে পেজটি ফলো করুন

07/06/2024

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে!
আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা,
সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা,
ঈদ মুবারক♥️♥️

মযলুম কারা বিজয়ী আলেমদের পাগড়ি প্রদান করে আমীরে  মুহতারাম অনন্য নজীর স্থাপন করলেন। এ তে কারামুক্ত আলেমদের দায়িত্ব আরো বে...
03/06/2024

মযলুম কারা বিজয়ী আলেমদের পাগড়ি প্রদান করে আমীরে মুহতারাম অনন্য নজীর স্থাপন করলেন।
এ তে কারামুক্ত আলেমদের দায়িত্ব আরো বেড়ে গেলো। আশা করি তারা সে দায়িত্বের গুরুত্ব অনুধাবনে সক্ষম হবেন ইনশাআল্লাহ! বিশেষতঃ উম্মাহ্'র আরো বড় মযলুম ত্যাগী সদস্য যারা এখনো আঁধার উপত্যকার বাসিন্দা হয়ে আছেন তাদের কল্যাণে কিছু করা যেন অগ্রাধিকার পায়।
কারাগারের নির্জনতার গভীর উপলব্ধিগুলো সবার হৃদয়ে আশা করি সক্রিয় থাকবে।
আল্লাহতা'আলার সব দেখে আছেন, ইবরত হাসিল না করলে আমরা তার রোষানলে পড়ে যেতে পারি।

Harun Izhar

হেফাজতে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক  আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম এবং নতুন পাঠ্য পুস্তকের বাস্তবত...
02/06/2024

হেফাজতে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম এবং নতুন পাঠ্য পুস্তকের বাস্তবতা ও ভবিষ্যত- শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন সংগঠনের সহকারী মহাসচিব আল্লামা M***i Sakhawat Hossain Razi হাফি,

Mtv Islamic Media

'প্রচলিত মিলাদ কিয়াম' বিষয়ে বাহাস!বেদাতিদের জনমের শ্রেষ্ঠ একটা শিক্ষা হয়ে যাবে যদি গাবগাছির মতো না পালায়!!স্থান: মহিষপ...
01/06/2024

'প্রচলিত মিলাদ কিয়াম' বিষয়ে বাহাস!
বেদাতিদের জনমের শ্রেষ্ঠ একটা শিক্ষা হয়ে যাবে যদি গাবগাছির মতো না পালায়!!

স্থান: মহিষপাড়া পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, মধুপুর, টাঙ্গাইল।
তারিখ: ২ ই জুন, ২০২৪ ঈসাব্দ, রোজ রবিবার।
সময়: বিকাল তিনটা।

প্রচলিত কিয়ামপন্থীদের দাবী: নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা করতে করতে হঠাৎ দাঁড়িয়ে দরূদ পাঠ করা মুস্তাহাব মুস্তাহসান তথা বিশেষ সওয়াবের কাজ। এ পদ্ধতির মিলাদ কিয়াম বিরোধীরা নবীর দুশমন।

বিরোধীদের দাবী: উপরোক্ত পদ্ধতির মিলাদ কিয়ামের বিশেষ সওয়াবের কাজ হওয়া বিষয়ে কুরআন সুন্নাহে কোন প্রমাণ নেই।

প্রচলিত মিলাদ কিয়াম বিরোধী মুনাজির হিসেবে থাকবেন:
১ @মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, ঢাকা।
২ মুফতী শামসুদ্দোহা আশরাফী, ঢাকা।

বিশেষ দ্রষ্টব্য: এই বহাস কে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিক সাংগঠনিক বিভিন্ন ব্যস্ততা থাকার পরেও অংশগ্রহণ করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক @মুফতি রেজাউল করিম আবরার।

প্রচলিত মিলাদ কিয়ামপন্থী মুনাজির হিসেবে উপস্থিত থাকবেন:
১ মাওলানা আলাউদ্দীন জিহাদী।
২ মাওলানা নাসির বিল্লাহ রব্বানীসহ আরো অনেকে।

আল্লাহ তাআলা হকের বিজয় দান করুন। বিদআতমুক্ত দ্বীন পালনের তৌফিক দান করুন।

আমীন।

ইমাম মাহদী আছেন কোথায়,তাঁর জন্মস্থান ও তাকে পাবো কোন দলে?বিষয়টি পর্যালোচনা করে দেখা যাকঃআল্লাহর মনোনীত খলিফা ইমাম মাহদী ...
01/06/2024

ইমাম মাহদী আছেন কোথায়,তাঁর জন্মস্থান ও তাকে পাবো কোন দলে?

বিষয়টি পর্যালোচনা করে দেখা যাকঃ

আল্লাহর মনোনীত খলিফা ইমাম মাহদী ৪০ বছর বয়সে হজ্জ্বের সময় পবিত্র কাবা শরীফে তার আবির্ভাব হবে।

তবে ৪০ বছর পর্যন্ত আল্লাহ তায়ালা মাহদীকে গোপন রাখবেন, যাতে কাফেররা কোন ভাবেই চিনতে না পারে।

হাদিস পর্যালোচনা করলে দেখা যায়, ইমাম মাহদীর শত্রু সুফিয়ানী মক্কায় কুরাইশ বংশের কিছু লোকদেরকে হত্যা পর্যন্ত করবে, যাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী নামে কারো আবির্ভাব হতে না পারে। তা সত্ত্বেও ঈমানদারেরা মক্কায় মাহদীকে ঠিকই চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করেই তার হাতে বাইয়াত নিবে এবং খলিফার আসনে নিযুক্ত করবে।

মুসলিম উম্মাহর মুমিন ও ঈমানদারদের বোঝার জন্য চলুন কিছু বিষয় আলোচনা সাপেক্ষে দেখে নেওয়া যাক।

১.হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, মাহদীর আগমন (জন্ম) হবে এমন একটি গ্রাম থেকে, যাকে" কারাহ " বলা হয়।
(লেখকঃ আল্লামা জালাল উদ্দিন সুয়ুতী (রহঃ), আল আরিফুল আরদি ফি আখবারিল মাহদী)

ইমাম মাহদী "কারাহ" নামক গ্রাম থেকে আসবেন (অর্থাৎ জন্ম গ্রহণ করবেন)।
(রিসালাত আল খুরুজ আল মাহদী পৃষ্ঠা নং - ৬৯)

২.রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, একজন লোক (মাহদী) মদিনা থেকে (একটি বড় থেকে) মক্কায় আসবেন, লোকজন তার অনিচ্ছা সত্ত্বেও কাবা শরীফ ও মাকামে ইব্রাহিমের পাশে বাইয়াত গ্রহণ করবে (খলিফা নিয়োগ করবে)

(লেখকঃ মারী বিন ইউসুফ কারামী হাম্বলী, (ফাতাওয়ায়ে আল ফিকহ ফিল মাহদী আল মুনতাজার)

৩.সৈয়দ আহমেদ হিশামুদ্দিন (রাহঃ) ইমাম মাহদীর জন্মস্থান সম্পর্কে লিখেছেন, "কাকেশাশ" অঞ্চলের সর্বোচ্চ চুড়া, যেখানে সূর্যের রশ্মি পরে, সেখানকার মুসলমানদের থেকে একজন লোক (ইমাম মাহদী) আসবেন।

(উসমান ইউকসেল সারদেনগেকটিঃ মাবেদসিজ সাহের (যার বাংলা অর্থ হল, যেখানে কোন উপাসনালয় নাই) পৃষ্ঠা নং - ১০৭)

*** "কারাহ" বা, "কারাকুল" নামে মধ্যযুগে যে গ্রাম বা, শহরের নাম পাওয়া যায় সেগুলো হল মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, এবং পূর্ব তুর্কিস্থান এর সীমান্তবর্তী এলাকায়।

এ দেশে হয়তো ইমাম মাহদর আসতে পারেন। যদিও আল্লাহ আলম।আল্লাহ ভালো জানেন। চলুন এ বিষয়টা একটু দেখে আসা যাকঃ

হযরত জাফর সাদিক (রহঃ) থেকে বর্নিত তিনি বলেন, "বনি তামিম গোত্রের শুয়াইব ইবনে সালেহ প্রাচ্যের সমরখন্দ থেকে আবির্ভূত হবেন"। (উল্লেখ সমরখন্দ এলাকাটি বর্তমান উজবেকিস্তানের একটি এলাকার নাম). [কিতাবুল গাইবাত]

হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, মাহদী (আঃ) এবং শুয়াইব ইবনে সালেহ একই জেলা বা, প্রদেশের অন্তর্ভুক্ত হবেন"।[কিতাবুল ফিতানঃ হাদিস নং - ৮৯৯]

একটি হাদীস থেকে জানা যায় , খোরাসানের কালো পতাকাবাহী দল যদি বের হয়, তাহলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিবে। কিন্তু রাসূলুল্লাহ (সাঃ) কেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও যোগ দিতে বলেছেন?

অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হল, তাজিকিস্তান, উজবেকিস্তান ও পূর্ব তুর্কিস্থানের এই "কারাকুল" হল একটি পাহাড়ি এলাকা এবং এখানে সবসময়ই বরফ আচ্ছাদিত থাকে।

হযরত ছওবান (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, “তোমাদের ধনভাণ্ডারের (রাজত্বের জন্য) নিকট তিনজন বাদশাহ এর সন্তান যুদ্ধ করতে থাকবে। কিন্তু ধনভাণ্ডার (রাজত্ব) তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক (খোরাসান) থেকে কতগুলো কালো পতাকাবাকী দল আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই লড়বে, যেমনটি কোন সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি”। বর্ণনাকারী বলেন, তারপর নবীজি (সাঃ) আরও একটি বিষয় উল্লেখ করে বললেন, “তারপর আল্লাহর খলীফা মাহদির আবির্ভাব ঘটবে। তোমরা যখনই তাঁকে দেখবে, তাঁর হাতে বাইয়াত নেবে। যদি এজন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয়, তবুও যাবে। সে হবে আল্লাহর খলীফা মাহদি”।

[সুনানে ইবনে মাজা; খণ্ড ২, পৃষ্ঠা ১৩৬৭; মুসতাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ৫১০]

এছাড়াও অসংখ্য হাদীসে বলা হয়েছে, মাহদী পূর্বদিকের একটি শহরে জন্মগ্রহণ করবেন।

তাজিকিস্তান ও উজবেকিস্তানের এই "কারাকুল" এলাকাটি কিন্তু মক্কা ও মদিনা থেকে পূর্ব দিকেই অবস্থিত।আর "কারাকুল" এলাকাটি থেকে বর্তমান আফগানিস্তানের দূরত্ব খুব একটা বেশি নয়। আর খোরাসানের কালো পতাকাবাহী দল যেহেতু এই এলাকা থেকেই বের হবে, তাই এখানেই মাহদীর জন্মস্থান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

হযরত সুফিয়ান কালবী (রাঃ) হতে বর্ণিত যে, তিনি বলেন মাহদীর দলে এক কম বয়সী, পাতলা দাড়ি বিশিষ্ট, এবং হলুদ বর্ণের এক তরুন যুবক(হারস হাররাস)বের হবে। আর ’ওয়ালীদ হলুদ বর্ণ’ উল্যেখ করেন নাই। যদি পাহাড়ের সাথে যুদ্ধ করে তাহলে পাহাড়কে কাপিয়ে দিবে। আর ওয়ালীদ বলেন ’ভেঙ্গে ফেলবে’।
[ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ৯০২ ]

এক লোক মা-আরউন্নহর (নদীর ওপার) থেকে রওনা হবে, যার নাম হবে হারছ হাররাছ। তার বাহিনীর সম্মুখ অংশের সেনাপতির নাম হবে মানসুর, যে (খেলাফত বিষয়ে) মুহম্মদ বংশের জন্য পথ সুগম করবে বা শক্ত করবে, যেমনটি কুরাইশ আল্লাহর রাসুল (সঃ) কে ঠিকানা দান করেছিল। তার সাহায্য সহযোগিতা করা কিংবা তার ডাকে সাড়া দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য বলে বিবেচিত হবে”। [সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৯০]

এখানে আমু নদীর ওপারে অবস্থিত বলতে মধ্য এশিয়ার দেশগুলোকে ইসলামের পরিভাষায় ‘মা-আরউন্নহর’ বা ‘নদীর ওপার’ বলা হয়। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান,কাজিকিস্তান এর অন্তর্ভুক্ত।

তাই যারা ইমাম মাহদীর আবির্ভাবের অপেক্ষায় রয়েছেন, তাঁদেরকে অবশ্যই মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, তাজিকিস্তান, পূর্ব তুর্কিস্থান, আফগানিস্তান, কাজাকিস্তান এসকল দেশ সমূহের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে।

এছাড়াও মধ্য এশিয়ার কালো পতাকাবাহী দল গুলো যেমনঃ
১.Cacusas emirate, vilayat (ইসলামিক ইস্টেট এর মধ্য এশিয়ার শাখা)

২.Islamic movement of Uzbekistan - (IMU)

৩.East Terkistan Islamic parties,

৪.আনসার আল ফুরকান (ইরানের আল কায়দার শাখা)

৫.Islamic state of Khurasan এই সকল কালো পতাকাবাহী দল গুলোর উপরও তীক্ষ্ণ নজর রাখা খুবই জরুরী।

উপরোক্ত সবগুলো দলের সাথে সবগুলো দলের কম বেশি সম্পর্ক রয়েছে তাছাড়া তালেবান ও পাকিস্তানের জিহাদীপন্থীদের সাথে তাদের যোগাযোগ রয়েছে। এ দলগুলো তৈরি হয়েছে শুধু আল্লাহ এর জন্য খিলাফাহ প্রতিষ্ঠা করতে। তবে বিশ্বের অপশক্তিগুলো এদের কে টেরোরিস্ট বলে আখ্যা দিয়েছেন। তবে বুঝুন ব্যপারটা।

তবে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সব কিছু ভালে জানেন তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ছাড়া কেউ গায়েব জানেন না তবে তিনি তার মনোনীতদের মধ্যে যাকে যতটুকু জানানোর প্রয়োজন মনে করেন তাকে ততটুকু জানিয়ে থাকেন।

আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুক ও ইমাম মাহদীর সহযোগী যোদ্ধা হিসেবে কবুল করুন। এবং তার হাতে বাইয়াত নিতে পারি আর ইসলামের খিলাফাহ প্রতিষ্ঠায় নিজের জান কুরবান করে দিতে পারি।

হে খোদা! তুমি অনাদি ও অনন্ত। তুমি ব্যতীত আর কেউ উপাস্য নেই। যখন তুমিই অসীম, তখন তুমি ব্যতীত আর দ্বিতীয় কে থাকতে পারে? আমার মতো জ্ঞানহীন অজ্ঞ ব্যক্তি আল্লাহ্‌কে কিভাবে চিনতে পারে? আমি এ পৃথিবী থেকে সে পবিত্র স্বত্বা পর্যন্ত কিভাবে পৌঁছতে পারি? সেখানে পৌঁছার মত আমার জ্ঞান নেই, শক্তি নেই।

তুমি লাভ-লোকসানের সীমা থেকে পবিত্র। না হযরত মূসার (আঃ) দ্বারা তোমার কোন উপকার হয়, না ফেরআউন তোমার কোন ক্ষতি করতে পারে। পৃথিবীর কোন বস্তুই তোমার মতো প্রশস্ত নয়! যখন কেউই তোমার স্বত্বার মূলতত্ত্ব জানতে সক্ষম নয়, তখন আমি তোমার পরিচয় জ্ঞান কিভাবে লাভ করতে পারি?

হে খোদা! সমস্ত পৃথিবী হয়রান, আর তুমি পর্দার পিছনে গোপনে রয়েছ। তোমার সম্মুখের পর্দা উন্মোচন কর, আমাকে আর কষ্ট দিও না! এ পর্দার ব্যবধানে রেখে আমার অন্তরকে আর দগ্ধ করিও না। আমি এ সমুদ্রে (পৃথিবীতে) বিলীন হয়ে গেছি, আমাকে মুক্তি দাও। আমি আকাশের সমুদ্রের মধ্যে পড়ে রয়েছি এবং রহমতের বেষ্টনী থেকে বাইরে রয়েছি। আমাকে এ সমুদ্র থেকে বের করে রহস্যের সন্ধান দাও! তুমিই আমাকে এ সমুদ্রে নিক্ষেপ করেছ এবং তুমিই উদ্ধার করবে।

আমি আপাদমস্তক লোভ-লালসায় ডুবে রয়েছি। তুমি আমার হাত না ধরলে, আমায় সাহায্য না করলে আমার অবস্থা খুবই দুর্দশাগ্রস্ত হবে। আমার অন্তকরণ অযথা ও অর্থহীন চিন্তাধারায় ভরপুর; পাপ করার শক্তিও আমার আর নেই। তুমি আমাকে এ নিন্দনীয় কাজ ও পাপ থেকে মুক্তি দাও, তা না হলে আমি অধম ধ্বংস হয়ে যাব। সকলেই তোমাকে ভয় করে, আর আমি আমাকে ভয় করি! কেননা, আমি সর্বদা তোমাকে মঙ্গলময়রূপে দেখি, আর আমাকে আমি খান্নাসরুপেই বেশি দেখতে পাই।

হে মুখাপেক্ষীহীন খোদা! আমার এ ইচ্ছাকে দেখ এবং আমাকে ভয় থেকে মুক্তি দাও!

হে দয়াময় আল্লাহ তুমি বলেছো যারা অন্ধকারচ্ছন্ন এই সময়ে তোমার পথে জিহাদ করবে তুমি তাদেরকে মুক্তি দিবে এবং তুমি বলেছ যারা শহীদ হবে তাদের মর্যাদা তোমার কাছে অনেক ঊর্ধ্বে। হে আল্লাহ আমাকে গাজী বানানোর দরকার নেই আমাকে শহীদি মৃত্যু নসিব করুন।

হে আল্লাহ এখন গোটা বিশ্ব বিপদের মধ্যে রয়েছে তার থেকে বেশি বিপদে রয়েছে তোমার পথে কালেমার পতাকা উত্তোলন করা মুজাহিদিন ও তার পরিবারবর্গ । হে দয়াময় যদিও আপনি সবকিছু জানেন ও নির্দিষ্ট সময়ের আগে কোন কিছুই সম্ভব নয়। তাই আমাদেরকে আপনি ধৈর্য,ইমান,পেশিশক্তি ও হিকমাহ জ্ঞান দান করুন। হে আল্লাহ সকল মুজাহিদদের আপনি দিনের জন্য কবুল করুন এবং আমাদেরকে মাফ করুন আমিন।

১০৯ বছর বয়সী গহের আলী শুধু পথিকদের ক্লান্তিতে বিশ্রাম নেবার কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে গাছ লাগিয়ে আসছেন। শুরুতে দিনমুজু...
01/06/2024

১০৯ বছর বয়সী গহের আলী শুধু পথিকদের ক্লান্তিতে বিশ্রাম নেবার কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে গাছ লাগিয়ে আসছেন। শুরুতে দিনমুজুরী করলেও একসময় বয়সের ভারে ভিক্ষা করা শুরু করেন গহের আলী, কিন্তু গাছ লাগানো থামান নাই। ভিক্ষা চাওয়ার সময় মানুষের বাড়ি থেকে তালের আঁটি চেয়ে নিতেন তিনি।

এখন সেইসব বাড়ির কিশোররাই গহের আলীর লাগানো গাছ থেকে তাল পেড়ে খায়। এর চেয়ে সুন্দর কি হতে পারে? 💚

সামর্থ্য নয়; ইচ্ছা শক্তিই লক্ষ্যে পৌঁছাবার জন্য গুরুত্বপূর্ণ।

সংগৃহীত পোস্ট।

এক ব্যক্তি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। কিন্তু তিনি বিশ্বাস করেন, মূর্তি পূজা, নবী পুজা অলি পূজা, এবং অন...
31/05/2024

এক ব্যক্তি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। কিন্তু তিনি বিশ্বাস করেন, মূর্তি পূজা, নবী পুজা অলি পূজা, এবং অন্যান্য সকল ধর্মই সঠিক। সব ধর্মের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়। তবে সে তার নামাজ রোজা হজ যাকাত সহ কাফের।
🎤ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

মহান আল্লাহ বলেন, أَفَغَيْرَ دِيْنِ اللهِ يَبْغُوْنَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُوْنَ ‘তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তালাশ করছে? আসমান ও যমীনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তাঁরই অনুগত হবে এবং তাঁর দিকেই ফিরে যাবে’ (আল ইমরান ৮৩)।

বিশ্বাস পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আর কিছুই নেই। আসুন চোখ বন্ধ করে একবার কল্পনা করি, আমার মা তার জীবনে আমার জন্য ক...
28/05/2024

বিশ্বাস পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আর কিছুই নেই। আসুন চোখ বন্ধ করে একবার কল্পনা করি, আমার মা তার জীবনে আমার জন্য কতটা কষ্ট করেছে ও করে? আর আমি তার জন্য কী করেছি আর করছি। প্লিজ, চোখ বন্ধ করে এক মিনিট মায়ের কথা মনে করুন। মায়ের জন্য চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি আসে তাহলে বুঝবেন আপনি উপলব্ধি করতে পেরেছেন।

যদি আপনার প্রেমিকা, স্ত্রী, শাশুড়ি বা অন্য কেউ মায়ের চেয়ে আপন হয়ে যায় তাহলে নিশ্চিত থাকুন আপনার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। সেটা হয় দুনিয়ায়, না হয় পরকালে।

- এজন্য বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।

(ছবি: ঘূর্ণিঝড় "রিমাল" এ গতকাল ভোলার চরফ্যাসনের দৃশ্য।)

আল্লাহু আকবার😯😯😯গতকাল কক্সবাজার থেকে তুলা ছবি 😯ইতিহাস হয়ে থাকবে এই ছবিটা 🥰
28/05/2024

আল্লাহু আকবার😯😯😯

গতকাল কক্সবাজার থেকে তুলা ছবি 😯
ইতিহাস হয়ে থাকবে এই ছবিটা 🥰

এক নতুন আবিষ্কারে তোলপাড় লাগলো বিশ্বজুড়ে। বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আবেদ চৌধুরী’ একটি নতুন জাতের ধানগাছ উদ্ভাবন করেছেন, যেট...
26/05/2024

এক নতুন আবিষ্কারে তোলপাড় লাগলো বিশ্বজুড়ে। বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আবেদ চৌধুরী’ একটি নতুন জাতের ধানগাছ উদ্ভাবন করেছেন, যেটি একবার রোপণে পাঁচবার ধান দেবে ভিন্ন ভিন্ন মৌসুমে। এই পাঁচ প্রকার ধান হলো বোরো একবার, আউশ দুবার ও আমন দুবার। অর্থাৎ তিন মৌসুমে বা বছরজুড়েই ধান দেবে এই গাছ। তিনি উদ্ভাবিত এই ধানগাছের নাম দিয়েছেন ‘পঞ্চব্রীহি’। পঞ্চ মানে ‘পাঁচ’ আর ব্রীহি মানে ‘ধান’। বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আবেদ চৌধুরী’ - কে শুভ কামনা!!!

আলহামদুলিল্লাহ্!!!

এনারাই আমাদের রত্ন।
উনাদের পরিচিতি সারা বাংলাদেশে হওয়া উচিত । উনারা হলো দেশের প্রকৃত হিরো । !আসুন সবাই এই হিরোকে ভাইরাল করে দেই।

বুখারায় বাহা উদ্দিন নকশেবন্দি রাহি. এর মাকবারা জিয়ারত করে মসজিদে যখন জোহরের নামাজ পড়তে গেলাম, তখন দেখলাম আমাদের ভালবাসা...
24/05/2024

বুখারায় বাহা উদ্দিন নকশেবন্দি রাহি. এর মাকবারা জিয়ারত করে মসজিদে যখন জোহরের নামাজ পড়তে গেলাম, তখন দেখলাম আমাদের ভালবাসার ছাত্র ভাইয়েরাও নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করছেন।

নামাজান্তে ছাত্র ভাইয়েরা লম্বা সময় নিয়ে তাসবিহ, তাহলিল এবং মোনাজাত করলেন। তাদের সাথে দুই হাত তোলে আমীন বলার তাওফিক হলো।

মুনাজাত শেষ করে আমি সালাম দিয়ে বাংলাদেশ থেকে এসেছি বলে পরিচয় দিলাম। তারা খুশি হলেন এবং বললেন, তারা কাবুল সিটির বিভিন্নে দায়িত্বে রয়েছেন এবং ডেপুটি মেয়র সাহেবের সাথে ইলমের শহর বুখারা এবং সমরকন্দে সফরে এসেছেন।

আমি কী করি জানতে চাইলে যখন বললাম, বাংলাদেশে এক দারুল ইফতার খেদমতে আছি, তখন কিছুটা অবাক হয়ে জানতে চাইলেন তোমার বয়স কত!

বাংলাদেশের মুসলমান তাদের ভালবাসে এবং তাদের জন্য দোয়া করে এ কথা শুনে তারা খুব খুশি হয়ে বললেন, পৃথিবীর সব মুসলমান ভাই ভাই।

এরপর তারা তাদের গন্তব্যে চলে গেলেন। আমিও বুখারা শহরে চলে গেলাম। সাথে থাকল ছাত্র ভাইদের সামান্য সময়ের সংস্পর্শ লাভের সৌরভ।

পৃথিবীর নানা প*রা*শ*ক্তিকে প*রা*জিত করে ছাত্র ভাইয়েরা এ পর্যন্ত এসেছে। আল্লাহর সাহায্যের কারণে পৃথিবীর কেউ তাদের প*রা*জি*ত করতে পারে নি। পারবেও না ইনশাআল্লাহ।

🖋️ মুফতী রেজাউল করীম আবরার দাঃ বাঃ

একটা পূর্ণ বয়স্ক নিম গাছ ৮০টন এসির সম পরিমান বাতাস ঠান্ডা করতে পারে। তো আপনার বাড়ীর  চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে প...
24/05/2024

একটা পূর্ণ বয়স্ক নিম গাছ ৮০টন এসির সম পরিমান বাতাস ঠান্ডা করতে পারে। তো আপনার বাড়ীর চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে পারেন তাহলে সেটা একটা সবুজ বেল্ট এর মতো কাজ করবে, যার কারনে আপনার বাসার ভেতরে একটা "মাইক্রোক্লাইমেট" তৈরি হবে।

মাইক্রোক্লাইমেট কী?

এই ধরুন আমাদের দেশের একটা ক্লাইমেট আছে, এখন সেটা গরম। তবে আপনি যদি চান এইখানেই আপনি কিছুটা যায়গা নিয়ে আলাদা এক রকম ক্লাইমেট তৈরি করতে পারবেন, আপনার ইচ্ছে অনুয়ায়ী।

ধরুন আপনি চাইলেন একটা নির্দিষ্ট যায়গার তাপমাত্রা আশপাশের চেয়ে কয়েক ডিগ্রি কম রাখবেন, সব সময়ে যেনো শীতল লাগে, সেটা সম্ভব, এবং সেটা মাইক্রোক্লাইমেট তৈরির মাধ্যমেই সম্ভব। মাইক্রোক্লাইমেট সৃষ্টির জন্যে অনেক গুলো বিষয় নজর রাখতে হয়, এই যেমন সুনির্দিষ্ট গাছ, জলাধার, সঠিক স্থানে স্পেস তৈরি ইত্যাদি।

সেই সুনির্দিষ্ট গাছের একটা নিম। এমন আরো কিছু গাছ আছে। এই যেমন, দেবদারু, জারুল, মেহগনি।

এই বর্ষায় একটি করে শীতলতা প্রদানকারী গাছ রোপন করুন!

Address

Birulia Road
Savar
1343

Alerts

Be the first to know and let us send you an email when Mtv Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mtv Islamic Media:

Share

Category