04/08/2025
অনুপম রায়ের একটা গানের লাইন - সব পেলে নষ্ট জীবন।
আসলেই, সব পেতে হয় নাহ। হোক কষ্ট কিংবা সুখ।
যারা বেশী সুখ পায়, তাদের বাস্তব সম্পর্কে জ্ঞান থাকে না। মানুষকে মানুষ মনে করে না।
সব কিছুই রঙিন লাগে। মানুষের যে কষ্ট থাকতে পারে, তারা এটা ভুলে যায়।
তেমনই, বেশী কষ্ট পেতে হয় না।
বেশী কষ্ট পেলে, অনেক মানুষই আত্মহত্যা করে।
জীবনের লাইন থেকে বিচ্যুতি হয়ে যায়।
প্রতিটি মানুষের কষ্ট কি জিনিস বুঝা উচিৎ। অভাব বুঝা উচিৎ।
ভীষণ কষ্টের পর সুখ আসলে, সুখ কতটা অপেক্ষিক তার তৃপ্তি নেয়া উচিত।