Glow By Rimu

Glow By Rimu নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন🌿😉

🍎 আনারের উপকারিতারক্ত বৃদ্ধি ও রক্তশূন্যতা দূর করে — আনারে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বাড়ায়।হজমে সহায়তা করে...
13/08/2025

🍎 আনারের উপকারিতা

রক্ত বৃদ্ধি ও রক্তশূন্যতা দূর করে — আনারে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বাড়ায়।

হজমে সহায়তা করে — এর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হজম ভালো রাখে ও কোষ্ঠকাঠিন্য কমায়।

হৃদরোগের ঝুঁকি কমায় — আনারের পলিফেনলস ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

ত্বক ও চুলের জন্য ভালো — কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে উজ্জ্বল ও চুলকে মজবুত করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে — ভিটামিন C ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

12/08/2025

গাজরের তৈরি সাবান ৭দিনে ত্বক করবে ক্লাস স্কিন #ফর্সা_হওয়ার_ক্রিম

11/08/2025

ঘরে তৈরি স্যাফরন নাইট ক্রিম ৭ দিনে ত্বক হবে দুধের মত ফর্সা #ফর্সা_হওয়ার_ক্রিম

Gd Morning Everyone 🌈🤍
11/08/2025

Gd Morning Everyone 🌈🤍

09/08/2025

চালের তৈরি সাবান মাত্র ৩দিনে ত্বক হবে ধবধবে ফর্সা Home Made Rice Soap Beauty Tips 😍

ছোট বেলায় এটা কে কে খেয়েছেন?🫠 অনেক বছর পর খেলাম আমি।🥲
09/08/2025

ছোট বেলায় এটা কে কে খেয়েছেন?🫠
অনেক বছর পর খেলাম আমি।🥲

Good Morning Everyone 🌺
08/08/2025

Good Morning Everyone 🌺

হাতের তৈরি এই ফেস প্যাকটি একবার ব্যবহারে বেঁচে যাবে আপনার লাখ লাখ টাকা।🤫 ভিডিও আসছে আজ সন্ধ্যা ৬ টায়।🌿
07/08/2025

হাতের তৈরি এই ফেস প্যাকটি একবার ব্যবহারে বেঁচে যাবে আপনার লাখ লাখ টাকা।🤫 ভিডিও আসছে আজ সন্ধ্যা ৬ টায়।🌿

🌼 স্কিনের জন্য হলুদের উপকারিতা:1. অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল– ব্রণ, ইনফেকশন ও র‍্যাশ দূর করতে সাহায্য করে।2....
07/08/2025

🌼 স্কিনের জন্য হলুদের উপকারিতা:

1. অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল
– ব্রণ, ইনফেকশন ও র‍্যাশ দূর করতে সাহায্য করে।

2. স্কিন উজ্জ্বল করে
– নিয়মিত ব্যবহারে ত্বক ফর্সা ও উজ্জ্বল দেখায়।

3. ডার্ক স্পট ও দাগ হালকা করে
– পিগমেন্টেশন, ব্রণের দাগ কমাতে কার্যকর।

4. অ্যান্টি-এজিং প্রভাব
– বলিরেখা ও ত্বকের বয়সের ছাপ কমায়।

5. ত্বকের প্রদাহ কমায়
– এলার্জি বা সানবার্নে আরাম দেয়।

6. ত্বক টানটান ও কোমল করে
– স্কিন ফার্ম রাখে এবং ময়েশ্চার ধরে রাখে।

7. এক্সফলিয়েটর হিসেবেও কাজ করে
– ত্বকের মৃত কোষ দূর করে।

নিচে কালো জিরার ৫টি উপকার নিচে দেওয়া হলো:1. ✅ হজমে সহায়তা করে – কালো জিরা হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিক ও অম্বলের সমস্...
06/08/2025

নিচে কালো জিরার ৫টি উপকার নিচে দেওয়া হলো:

1. ✅ হজমে সহায়তা করে – কালো জিরা হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিক ও অম্বলের সমস্যা কমায়।

2. ✅ ইমিউন সিস্টেম শক্তিশালী করে – এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

3. ✅ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে – নিয়মিত সেবনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

4. ✅ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে – এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

5. ✅ ত্বকের জন্য উপকারী – কালো জিরার তেল ব্রণ, দাগ ও ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে।

নেহারি❤️ /তেলের পিঠা 😍 কার কোনটা পচ্ছন্দ কমেন্ট করে বলে যান দেখি। 🤗
04/08/2025

নেহারি❤️ /তেলের পিঠা 😍 কার কোনটা পচ্ছন্দ কমেন্ট করে বলে যান দেখি। 🤗

বুদ্ধিমানরাই বলতে পারবে। 😜
02/08/2025

বুদ্ধিমানরাই বলতে পারবে। 😜

Address

Savar

Telephone

+8801879598266

Website

Alerts

Be the first to know and let us send you an email when Glow By Rimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Glow By Rimu:

Share

Category