21/10/2025
প্রায়শই হারিয়ে যাচ্ছে ইচ্ছে, গভীর চিন্তা,যোদ্ধ করার মত মনবল,আর কুড়ে নিচ্ছি পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত। কবে কখন কার সনে কি বলেছি কার মনে ব্যাথা দিয়েছি ভুলে গেছি হারিয়েছি মনের পরে না কভু। গড়তে গিয়ে যা ধরেছি কাচের মত ভেঙে গেছে তছনছ আলিঙ্গন।