19/07/2025
*একটি প্রশ্নের ১০ টি জবাবঃ
দশজনের একটি দল হযরত আলি (রাঃ)-কে জিজ্ঞাসা করলেন—
"জ্ঞান আর ধন—এই দু’টির মধ্যে কোনটি শ্রেষ্ঠ..??"
হযরত আলি (রাঃ) প্রত্যেককে ভিন্ন ভিন্ন উত্তর দিলেন।
১.ধনসম্পদ হচ্ছে ফেরাউনদের উত্তরাধিকার, আর জ্ঞান হলো নবিদের উপহার।
২.তোমাকে ধনের পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকেই পাহারা দেয়।
৩.যার কাছে সম্পদ আছে,তার অনেক শত্রু হয়;
আর যার জ্ঞান আছে,তার অনেক বন্ধু হয়।
৪.সম্পদ বিতরণ করলে কমে যায় কিন্তু জ্ঞান বিতরণ করলে তা বাড়তেই থাকে।
৫.ধনী মানুষ সাধারণত কৃপণতায় ঝুঁকে পড়ে কিন্তু জ্ঞানী ব্যক্তি উদারতায় উৎসাহিত হয়।
৬.ধন চুরি হয়ে যেতে পারে কিন্তু জ্ঞানকে চুরি করা যায় না।
৭.ধন সীমিত,তার হিসাব রাখা যায় কিন্তু জ্ঞান অসীম,তার কোনো সীমা নেই।
৮.ধন সময়ের সাথে কমতে থাকে কিন্তু জ্ঞান কখনও কমে না।
৯.ধন অনেক সময় হৃদয় ও মস্তিষ্ককে অন্ধকার করে দেয় কিন্তু জ্ঞান হৃদয় ও মস্তিষ্ককে আলোকিত করে।
১০.ধন ফেরাউন ও নমরুদের মতো মানুষকে ‘আমি ঈশ্বর’ বলাতে বাধ্য করেছে কিন্তু জ্ঞান মানুষকে সত্যিকারের উপাস্য সম্পর্কে পরিচিত করিয়েছে।
(পাকিস্তানের লেখক,মাওলানা আবদুল্লাহ দানিশ সাহেবের একটি কিতাব থেকে নেওয়া)।
Mariyam Noor