Mariyam Noor

Mariyam Noor আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বার-কাতুহ্।
"প্রচার করো যদি একটিমাত্র আয়াত ও হয়।"
(20)

19/07/2025

*একটি প্রশ্নের ১০ টি জবাবঃ

দশজনের একটি দল হযরত আলি (রাঃ)-কে জিজ্ঞাসা করলেন—
"জ্ঞান আর ধন—এই দু’টির মধ্যে কোনটি শ্রেষ্ঠ..??"

হযরত আলি (রাঃ) প্রত্যেককে ভিন্ন ভিন্ন উত্তর দিলেন।

১.ধনসম্পদ হচ্ছে ফেরাউনদের উত্তরাধিকার, আর জ্ঞান হলো নবিদের উপহার।

২.তোমাকে ধনের পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকেই পাহারা দেয়।

৩.যার কাছে সম্পদ আছে,তার অনেক শত্রু হয়;
আর যার জ্ঞান আছে,তার অনেক বন্ধু হয়।

৪.সম্পদ বিতরণ করলে কমে যায় কিন্তু জ্ঞান বিতরণ করলে তা বাড়তেই থাকে।

৫.ধনী মানুষ সাধারণত কৃপণতায় ঝুঁকে পড়ে কিন্তু জ্ঞানী ব্যক্তি উদারতায় উৎসাহিত হয়।

৬.ধন চুরি হয়ে যেতে পারে কিন্তু জ্ঞানকে চুরি করা যায় না।

৭.ধন সীমিত,তার হিসাব রাখা যায় কিন্তু জ্ঞান অসীম,তার কোনো সীমা নেই।

৮.ধন সময়ের সাথে কমতে থাকে কিন্তু জ্ঞান কখনও কমে না।

৯.ধন অনেক সময় হৃদয় ও মস্তিষ্ককে অন্ধকার করে দেয় কিন্তু জ্ঞান হৃদয় ও মস্তিষ্ককে আলোকিত করে।

১০.ধন ফেরাউন ও নমরুদের মতো মানুষকে ‘আমি ঈশ্বর’ বলাতে বাধ্য করেছে কিন্তু জ্ঞান মানুষকে সত্যিকারের উপাস্য সম্পর্কে পরিচিত করিয়েছে।

(পাকিস্তানের লেখক,মাওলানা আবদুল্লাহ দানিশ সাহেবের একটি কিতাব থেকে নেওয়া)।

Mariyam Noor

19/07/2025

"আমি তাদেরকে অল্পকালের জন্য (দুনিয়ার সুখ) উপভোগ করতে দেব।
তারপর তাদেরকে এক কঠিন আযাব ভোগ করতে বাধ্য করব।"

(সুরাঃলুকমান,আয়াত-৩১ঃ২৪)।

Mariyam Noor

*তাওবা কবুলের একটি আলামত হলো, অতীতের গুনাহের কথা মনে হলে ব্যক্তির কান্না আসবে এবং ভবিষ্যতে আবারও গুনাহে জড়িয়ে পড়ার ভয় কা...
19/07/2025

*তাওবা কবুলের একটি আলামত হলো, অতীতের গুনাহের কথা মনে হলে ব্যক্তির কান্না আসবে এবং ভবিষ্যতে আবারও গুনাহে জড়িয়ে পড়ার ভয় কাজ করবে, খারাপ সঙ্গী-সাথীদের ছেড়ে সে নেককারদের সাথে চলা শুরু করবে।"

(শাকীক আল-বালখি রাহিমাহুল্লাহ)।

(সূত্রঃসিয়ার আলাম আন-নুবালা-৩১৫/৯)।

"A sign of sincere repentance is that when a person remembers their past sins,it brings them to tears and they fear falling into sin again in the future. They abandon bad companions and start walking with the righteous."

(Shaqeeq al-Balkhi (Rahimahullah)).

(Source-Siyar A'lam an-Nubala-9/315).

Mariyam Noor

Alhamdulillah...Thank you for gifting me ★ STAR'S.Mariyam Noor
19/07/2025

Alhamdulillah...

Thank you for gifting me ★ STAR'S.

Mariyam Noor

19/07/2025

"পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর
পিতা- মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট।"

(তিরমিযী,সনদ হাসান,মিশকাত হা-৪৭১০)।

"The pleasure of Allah lies in the pleasure of the parents,
and His displeasure lies in their displeasure."

(Tirmidhi,Hasan chain,Mishkat Hadith-4710).

Mariyam Noor

17/07/2025

17/07/2025

"হে ঈমানদারগণ..!!
তোমরা আল্লাহকে ভয় কর এবং
সঠিক কথা বল।"

(সূরাঃআল আহযাব,আয়াত-৭০)।

Mariyam Noor

17/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Alhamdulillah...Thank you for gifting me ★ STAR'S.Robert YouStoopid & Benjie Adonis & Monje EdgarMariyam Noor
17/07/2025

Alhamdulillah...

Thank you for gifting me ★ STAR'S.

Robert YouStoopid & Benjie Adonis & Monje Edgar

Mariyam Noor

17/07/2025

*লুকমান হাকিম (রহ.)-কে জিজ্ঞাসা করা হলো,
তিনি কীভাবে হেকমত অর্জন করলেন..??

তিনি বললেন,
"সত্য কথা বলা,
আমানত রক্ষা করা এবং
অহেতুক বিষয় পরিত্যাগ করার মাধ্যমে।"

(মুয়াত্তা-১৮৫৯)।

Luqman the Wise (rahimahullah) was asked how he attained wisdom.

He replied,
"By speaking the truth,
fulfilling trusts and
avoiding things that do not concern me."

(Muwatta-1859).

Mariyam Noor

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Mariyam Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mariyam Noor:

Share