15/09/2025
আলহামদুলিল্লাহ
আলোকিত যুব সমাজ ফাউন্ডেশন এর উদ্যোগ সেন্ট লুইস স্কুলের বড় মাঠটি সংস্করণের কাজ সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।
দীর্ঘদিন ধরে মাঠটি খেলার উপযোগী ছিল না তাই এলকার যুব সমাজ খেলাধুলা থেকে ধুরে সরে যাচ্ছিলো। তাই স্কুল কর্তিপক্ষদের সাথে নিয়ে সকলে সম্বলিত মতামতের ভিত্তিতে মাঠটি আলোকিত যুব সমাজ ফাউন্ডেশন এর ভলেন্টিয়াররা নিজ উদ্যোগএ এবং আমাদের আলোকিত যুব সমাজ ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য Rana Masud ভাই Parves Mamun ভাই Salahuddin Khan ভাই এর প্রচেষ্ঠায় কাজটি সম্পন্ন হয়েছে। কাজের সময় আলোকিত যুব সমাজ ফাউন্ডেশনের এক ঝাক যুবক সার্বিক সহায়তা করছেন তাদের কে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা সমাজের ভালো কাজ সারা জীবন মনে রাখবে।
সমাজের বৃত্তবান সকলের কাছে অনুরোধ আমাদের মাঠ সংস্কারের এখনো কিছু কাজ বাকি তাই আমাদের কিছু ফান্ডের দরকার যারা সমাজসেবা মূলক কাজ করতে চান দয়া করে আমাদের আলোকিত যুব সমাজ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন।
ধন্যবাদন্তে
আলোকিত যুব সমাজ ফাউন্ডেশন