
23/06/2025
মাদক মুক্ত সামাজ গাড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে আজ তার রি ধারাবাহিকতায় আলোকিত যুব সমাজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফুটবল উপহার দেওয়ার হয়।এভাবে এগিয়ে যাক আগামির যুব সমাজ। আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুটবল প্লেয়ারদের হাতে তুলে দেয় আসিফ,নিশান,রাজিব,ও রাসেল।ধন্যবাদ ফাউন্ডেশনের সাথে যুক্ত সকলকে।আজকের তরুনরাই আগামির ভবিষ্যত।সবাই মিলে একসাথে পথ চলা শুরু হোক এখান থেকেই।আলোকিত যুব সমাজ ফাউন্ডেশনের আগামিতে আরও বড় বড় পরিকল্পনা আছে।যেটা সকলের সহোযোগিতায় এগিয়ে যাবে।ধন্যবাদ সকলকে।