তানজিনা তাবাচ্ছুম ___
আরে ও তো গার্মেন্টস থেকে উঠে এসেছে, ক্ষেতে কাজ করতো আবার ভাব নেয়।
রাঘাদ সাদ্দাম হোসেন।
ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়েকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বাগদাদের আদালত।
বাবার শাসনামলের প্রশংসা করায় গত রোববার তাঁকে সাজা দেওয়া হয়।
সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাত ও বোন রানার জর্ডান নির্বাসিত জীবন যাপন করছেন এবং গত রোববার তাঁর অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেওয়া হয়।
লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেন থেকে ছোঁড়া ৩টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে
ইরান-সমর্থিত হুথিদের দ্বারা নিক্ষেপ করা ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলগুলি 'সম্ভাব্যভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হয়েছিল :: পেন্টাগন
মুসলিম উম্মাহ, সময় চলে এসেছে, বিপদ সংকেত বেজে গিয়েছে।
ফিলিস্তিনের পবিত্র ভূমি তোমাদেরকে ডাকছে,,
তোমরা জেগে উঠো,, রবের দেওয়া হাত গুটিয়ে বসে থেকো না,, জেগে উঠো আরব বিশ্ব,,
গাজা যেন এখন আগ্নেয়গিরির ভয়ংকর অগ্নুৎপাত ---
দুই সপ্তাহ, ৪০০০ জনেরও বেশি নিহত, এবং যুদ্ধ এখনও শেষ হয়নি।
তবুও মোনাফেক ভিতু মেরুদণ্ড হীন আরব নিরব দর্শকের ভূমিকায় অবস্থান করছেন---
ইসরায়েলি যুদ্ধবিমান গাজা উপত্যকার মাঝখানে নুসিরাত ক্যাম্পের একটি ব্যস্ততম বাজারে বোমা বর্ষণ করেছে।
ফিলিস্তিনের জনগণের পক্ষে অস্ট্রেলিয়ার জনগণ ----
গাজার এক #ফিলিস্তিনি ছেলে ধ্বংসস্তুপের মধ্য দিয়ে খনন করার চেষ্টা করছে এই আশায় যে সে তার পরিবারকে খুঁজে পাবে ইসরায়েল দ্বারা তাদের বাড়ি মাটিতে সমতল করার পর।
#গাজা গণহত্যা
আল-কাসাম ব্রিগেড কাতারের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় দুই আমেরিকান বন্দীর মুক্তির দৃশ্য প্রকাশ করেছেন---
গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আহত এই ছোট্ট ফিলিস্তিনি মেয়েটিকে গতকাল রাতে হাসপাতালে ভর্তি করা হয়।
গত রাতে গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।
পৃথিবী কেমন বুঝে উঠবার আগেই পৃথিবীর সবচেয়ে বড় নিষ্ঠুর নির্মমতার স্বীকার! ( গাজা )
হামাসের ড্রোনে বাজিমাত!
আল-কাসাম ব্রিগেড আজ প্রকাশ নতুন ড্রোন প্রদর্শন করেছে, গতকাল আইওএফ "মেরকাভা" ট্যাঙ্কগুলি ধ্বংস করতে ব্যবহৃত হয়েছিল।