Md Zahid

Md Zahid Never forget to thank Allah in every situation you find yourself....

03/12/2023

তানজিনা তাবাচ্ছুম ___

আরে ও তো গার্মেন্টস থেকে উঠে এসেছে, ক্ষেতে কাজ করতো আবার ভাব নেয়।

লিবিয়ার পার্লামেন্ট ইসরায়েলপন্থী দেশগুলোকে তেল সরবরাহ স্থগিত করার আহ্বান জানিয়েছেন।  তারা বিদেশী ইসরায়েল-পন্থী রাষ্ট...
26/10/2023

লিবিয়ার পার্লামেন্ট ইসরায়েলপন্থী দেশগুলোকে তেল সরবরাহ স্থগিত করার আহ্বান জানিয়েছেন।
তারা বিদেশী ইসরায়েল-পন্থী রাষ্ট্রদূতদেরও দেশ ছেড়ে চলে যেতে বলেছেন।

কমিশনার সাহেব বলেন আমাদের দেশে যারা গরিব, কম শিক্ষিত, তারা বিদেশে গিয়ে দেশে টাকা পাঠায়। আর শিক্ষিত লোকেরাই দুর্নীতি করে ...
25/10/2023

কমিশনার সাহেব বলেন
আমাদের দেশে যারা গরিব, কম শিক্ষিত, তারা বিদেশে গিয়ে দেশে টাকা পাঠায়। আর শিক্ষিত লোকেরাই দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।

25/10/2023

হামাস যুদ্ধদের কাছে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে লাখো মানুষর সমাবেশ হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাস প্রায় ২২০ জনকে জিম্মি হিসেবে ধরে রেখেছে। এর মধ্যে থেকে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান থেকে লিফলেট ফেলা হয়েছে, লিফলেটে লিখা ছিলো,“আপনি যদি আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যত চান, তা...
24/10/2023

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান থেকে লিফলেট ফেলা হয়েছে, লিফলেটে লিখা ছিলো,
“আপনি যদি আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যত চান, তাহলে আমাদের বলুন জিম্মিরা কোথায় আছে।

হামাসের কাছে ২০০ ইসরায়েলি নাগরিক জিম্মি আছে।

আপনি যদি জিম্মিদের সম্পর্কে তথ্য প্রদান করেন, ইসরায়েলি সেনাবাহিনী আপনাকে, আপনার সন্তানদের এবং আপনার বাড়িগুলিকে সুরক্ষিত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার প্রতিশ্রুতি দেয় এবং আপনাকে নগদ পুরস্কার প্রদান করবে।

আমরা আপনাকে সম্পূর্ণ গোপনীয়তার গ্যারান্টি দিচ্ছি।"

বুইড়া নটির হেডার দাম ১ কুটি ৭৩ লাখ --- রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১০ বছরে হরিলুট হয়েছে ৩০২ কোটি টাকার বেশি।অর্...
24/10/2023

বুইড়া নটির হেডার দাম ১ কুটি ৭৩ লাখ ---

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১০ বছরে হরিলুট হয়েছে ৩০২ কোটি টাকার বেশি।
অর্থলুটের এ ঘটনায় শীর্ষে রয়েছেন সাবেক অধ্যক্ষ ড. শাহান আরা বেগম।
অধিকাংশ অর্থ লুটে জড়িয়ে পড়েছে তার নাম। টানা ১৮ বছর অধ্যক্ষ থাকাকালীন দুর্নীতির জাল ফেলে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা।

23/10/2023

বিভক্তিই আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা।

ইহুদীদের মধ্যে একতা আছে,তাদের মধ্যে কংগ্রেস আছে, প্রেসিডেন্ট বা নেতা আছে। নির্দিষ্ট সময় পরপর তাদের সম্মেলন হয়।
বিপরীতে মুসলিমদের মধ্যে কোন একতা নেই, কোন সংগঠিত রূপ নেই, কোন নেতা নেই। উন্নতি তাদের হবে? নাকি আমাদের?

23/10/2023

রাঘাদ সাদ্দাম হোসেন।

ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়েকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বাগদাদের আদালত।
বাবার শাসনামলের প্রশংসা করায় গত রোববার তাঁকে সাজা দেওয়া হয়।
সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাত ও বোন রানার জর্ডান নির্বাসিত জীবন যাপন করছেন এবং গত রোববার তাঁর অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেওয়া হয়।

তুরস্কের প্রেসিডেন্টের বিমানটি চিকিৎসা সহায়তা নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে----স্থানীয় সময় সকাল ১০:৪৫ এ আঙ্কারা এ...
23/10/2023

তুরস্কের প্রেসিডেন্টের বিমানটি চিকিৎসা সহায়তা নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে----

স্থানীয় সময় সকাল ১০:৪৫ এ আঙ্কারা এসেনবোগা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানটিতে ২০ জন বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পেশাদার চিকিৎসক রয়েছেন

গাজা উপত্যকার জন্য নির্ধারিত ওষুধ ও চিকিৎসা সামগ্রী বোঝাই একটি তুর্কি প্রেসিডেন্টের বিমান আঙ্কারা থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছে।

মিশরের স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতাযর পরিকল্পনার অংশ হিসেবে সিনাই উপদ্বীপের এল-আরিশ বিমানবন্দর এবং রাফাহ সীমান্ত ক্রসিং-এ মিশরের এল-আরিশ বিমানবন্দরে ফিল্ড হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা অধ্যয়ন পরিচালনা করবে এই দলটি, যার মধ্যে ডাক্তাররা রয়েছেন।।।

Anadolu agency....

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মামলার শুনানি হয়েছে আজ ---পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...
23/10/2023

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মামলার শুনানি হয়েছে আজ ---

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের সহকর্মী শাহ মাহমুদ কুরেশিকে ২৩/১০/২০২৩ সোমবার দক্ষিণ এশিয়ার রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে।
আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মামলার শুনানি করেন, যেখানে খানকে বন্দী রাখা হয়।

অবশ্য ইমরান খান এবং কুরেশি অভিযোগের জন্য দোষী নয় বলে স্বীকার করেছেন।

news collection
Anadolu agency

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত --------জর্ডানে ইসরায়েল বিরোধী উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইসরায়েল তাদের নাগরিকদের 'যত তাড়াতাড়ি সম্ভ...
22/10/2023

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত --------

জর্ডানে ইসরায়েল বিরোধী উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইসরায়েল তাদের নাগরিকদের 'যত তাড়াতাড়ি সম্ভব' জর্ডান ছেড়ে যেতে বলেছে ----

ইসরায়েল তার নাগরিকদের অবিলম্বে মিশর এবং জর্ডান ত্যাগ করার এবং অন্যান্য আঞ্চলিক দেশে ভ্রমণ এড়াতে আহ্বান জানিয়েছে, কারণ গাজায় তাদের যুদ্ধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান বিমান হামলায় এপর্যন্ত ৪,৪৫৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল,তন্নধ্যে শিশু: ১,৭৫৬ জন,নারী: ৯...
22/10/2023

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান বিমান হামলায় এপর্যন্ত ৪,৪৫৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল,তন্নধ্যে শিশু: ১,৭৫৬ জন,
নারী: ৯৬৭ জন,আহত: ১৩,৬৫১ জন।

বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ: ১,৪০০ জন।

- ইসরায়েলি আগ্রাসনের শিকার ৭০ শতাংশই নারী, শিশু ও বৃদ্ধ।
- ৫১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত ও আহত হয়েছেন ৮৭ জন
- লক্ষ্যবস্তুতে পরিণত এবং জ্বালানি সংকটের কারণে ৭টি হাসপাতাল এবং ২৫টি স্বাস্থ্যকেন্দ্র সেবার বাইরে চলে গিয়েছে।

২২ অক্টোবর ২০২৩

লেবাননের সীমান্তের কাছে একটি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের আঘাতে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত এবং তিনজন আহত হয়েছে-----...
21/10/2023

লেবাননের সীমান্তের কাছে একটি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের আঘাতে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত এবং তিনজন আহত হয়েছে------

একটি বিবৃতিতে বলা হয়েছে তিন জন সৈন্য আহত এবং চতুর্থ একজন উত্তর ইসরায়েলের মার্গালিওটের কাছে মৃত্যু।

লেবাননের গ্রুপ হিজবুল্লাহ শুক্রবার বলেছে যে তারা উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছে।

Anadolu agency...

21/10/2023

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেন থেকে ছোঁড়া ৩টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে

ইরান-সমর্থিত হুথিদের দ্বারা নিক্ষেপ করা ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলগুলি 'সম্ভাব্যভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হয়েছিল :: পেন্টাগন

21/10/2023

মুসলিম উম্মাহ, সময় চলে এসেছে, বিপদ সংকেত বেজে গিয়েছে।
ফিলিস্তিনের পবিত্র ভূমি তোমাদেরকে ডাকছে,,
তোমরা জেগে উঠো,, রবের দেওয়া হাত গুটিয়ে বসে থেকো না,, জেগে উঠো আরব বিশ্ব,,

21/10/2023

গাজা যেন এখন আগ্নেয়গিরির ভয়ংকর অগ্নুৎপাত ---
দুই সপ্তাহ, ৪০০০ জনেরও বেশি নিহত, এবং যুদ্ধ এখনও শেষ হয়নি।
তবুও মোনাফেক ভিতু মেরুদণ্ড হীন আরব নিরব দর্শকের ভূমিকায় অবস্থান করছেন---

21/10/2023

ইসরায়েলি যুদ্ধবিমান গাজা উপত্যকার মাঝখানে নুসিরাত ক্যাম্পের একটি ব্যস্ততম বাজারে বোমা বর্ষণ করেছে।

21/10/2023

ফিলিস্তিনের জনগণের পক্ষে অস্ট্রেলিয়ার জনগণ ----

21/10/2023

গাজার এক #ফিলিস্তিনি ছেলে ধ্বংসস্তুপের মধ্য দিয়ে খনন করার চেষ্টা করছে এই আশায় যে সে তার পরিবারকে খুঁজে পাবে ইসরায়েল দ্বারা তাদের বাড়ি মাটিতে সমতল করার পর।

#গাজা গণহত্যা

21/10/2023

আল-কাসাম ব্রিগেড কাতারের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় দুই আমেরিকান বন্দীর মুক্তির দৃশ্য প্রকাশ করেছেন---

21/10/2023

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদকে #রিয়াদে আগমনে স্বাগত জানিয়েছেন।

21/10/2023

গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আহত এই ছোট্ট ফিলিস্তিনি মেয়েটিকে গতকাল রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

গত রাতে গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মি জুডিথ ও নাটালি রানান ----জুডিথ রানান, বাম, এবং তার মেয়ে নাটালি, ১৮, নাটালির সাম্প...
20/10/2023

হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মি জুডিথ ও নাটালি রানান ----

জুডিথ রানান, বাম, এবং তার মেয়ে নাটালি, ১৮, নাটালির সাম্প্রতিক উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর। রানান পরিবারের পক্ষ থেকে ইসরায়েলের রাব্বি মেইর হেচটের দেওয়া।

টাইমস অফ ইসরায়েলের,, একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত দুই জিম্মি জুডিথ রানান এবং তার মেয়ে নাটালি নিশ্চিত করেছেন।

এই দুই দুজনেরই আমেরিকান নাগরিকত্ব রয়েছে।

20/10/2023

পৃথিবী কেমন বুঝে উঠবার আগেই পৃথিবীর সবচেয়ে বড় নিষ্ঠুর নির্মমতার স্বীকার! ( গাজা )

20/10/2023

হামাসের ড্রোনে বাজিমাত!

আল-কাসাম ব্রিগেড আজ প্রকাশ নতুন ড্রোন প্রদর্শন করেছে, গতকাল আইওএফ "মেরকাভা" ট্যাঙ্কগুলি ধ্বংস করতে ব্যবহৃত হয়েছিল।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Zahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creators in Savar

Show All