GB Insiders

GB Insiders বিশ্ববিদ্যালয়ের আপডেট জানতে এবং জানাতে যুক্ত থাকুন

গবিতে বিএলআরআই এর নিয়োগবিধিতে বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন  বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআর...
03/11/2025

গবিতে বিএলআরআই এর নিয়োগবিধিতে বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই) নিয়োগবিধিতে পশু চিকিৎসা ও পশু পালন বিষয়ে সমন্বিত বিএসসি ডিগ্রি (B.Sc. in Vet. Sci. & A.H.) অন্তর্ভুক্ত না করায় নিয়োগে বৈষম্যের প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘নিয়োগ নিয়ে টালবাহানা চলবে না’, ‘প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

অনুষদের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কম্বাইন্ড ডিগ্রিধারীদের নিয়োগে বৈষম্য করছে। এটি আমাদের প্রতি স্পষ্ট অবিচার। আমরা ইতিমধ্যে প্রাণিসম্পদ ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার ম্যামসহ বিএলআরআই কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি, কিন্তু তারা বারবার বিষয়টি উপেক্ষা করছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।”

এ বিষয়ে প্রতিবাদে অংশ নেওয়া অনুষদের শিক্ষার্থী মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, “দেশের প্রাণিসম্পদ উন্নয়নের বৃহত্তর স্বার্থে ২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে কম্বাইন্ড ডিগ্রি (B.Sc. Vet. Sci. & A.H.) চালু হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই কোর্স চালু করা হয়। আমরা পশু চিকিৎসা ও পশু পালন—উভয় বিষয়ে সমন্বিত জ্ঞান অর্জন করি। অথচ বিএলআরআই আমাদের কোনো গবেষণা বা চাকরির সুযোগ দিচ্ছে না। এটি বৈষম্যমূলক ও স্বৈরাচারী আচরণ।”

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘অধিকারের নামে কেন এই বৈষম্য?’, ‘কম্বাইন্ড ডিগ্রিধারী ছাত্র-ছাত্রী চাই ন্যায্য সম্মান’, ‘কম্বাইন্ড ডিগ্রি অপরাধ নয়’, ‘ভেটেরিনারি একটাই পরিবার, কম্বাইন্ড ডিগ্রিতে সমান অধিকার’, ‘আদিম পশু পালনে নয়, বরং সমন্বিত ভেটেরিনারি শিক্ষা দেশের সম্মান’—এমন বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা আরও জানান, বৈষম্যমূলক নিয়োগবিধি দ্রুততম সময়ে সংশোধন না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন এবং উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

Seminar on "The Green Profession: Building a Rewarding career in agriculture"Keynote speaker :Khondokar Mohammed Firoz A...
03/11/2025

Seminar on "The Green Profession: Building a Rewarding career in agriculture"

Keynote speaker :
Khondokar Mohammed Firoz Ahmed
Chief Executive officer (CEO), Fasal agro industry Ltd., Bangladesh

Organized by : Centre for Multidisciplinary Research (CMR), Gono Bishwabidyalay

© Faculty of Agriculture, Gono Bishwabidyalay

03/11/2025

পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও আমাদের নীতি-নৈতিকতার কতটা অধঃপতন হলে এমন নির্লজ্জতার পরিচয় দিতে পারে।

রেগুলার তারা এসব কর্মকান্ড করে ক্যাম্পাসের বাসে বসে।আশেপাশের স্টুডেন্টদের কথা একবার ও ভাবে না।আবার এদের শোকজ করলেও কিছু পাবলিক এসে বলবে,এদের পারমিশন নিছি কিনা?

এরা এতটা বাজে অবস্থায় ছিল যে ভিডিও করতেও লজ্জা লাগছিলো,এতোটুকু দেখানোর মতো জন্য এটা দেওয়া হলো।এর আগেও অনেকজনকে এই ম্যাটারে পোস্ট শেয়ার করতে দেখেছি অথচ উন্নতির পরিবর্তে আরো অবনতি হয়েছে।

এসব নোংরামির শেষ কোথায়?

© IU Crush & Confession

03/11/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উন্নয়ন কাজে সহোযোগিতায় জামায়াতে ইসলামীর (দশ লক্ষ) টাকার চেক হস্তান্তর!!

এমন কাজ দেখতেও ভালো লাগে। এমন রাজনীতি করুক সব রাজনৈতিক দলগুলো। ❤️

আর কী দেখার বাকি আছে?
03/11/2025

আর কী দেখার বাকি আছে?

03/11/2025

ঢাবি শিক্ষক শেহরীন আনিম ভূইয়া মোনামী একটি মা/মলা করেছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মামলার ১ নম্বর বিবাদী (আসামি) সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে তার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন। এতে ক্যাপশন দেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’। বিবাদীর পোস্টের স্ক্রীনশট ও আইডি লিংকও যুক্ত করা হয়েছে।

২ নম্বর বিবাদী লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ শেহরীন আনিম ভূইয়া মোনামীকে ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে তার নিজের আইডিতে একটি ফটোকার্ড শেয়ার দেন। এছাড়াও সেখানে তাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করেন।

এছাড়া আরো কয়েকজন রয়েছে।
এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।
সব কিছুতে এরা রাজনীতি খুঁজে। যেই ম্যাম হাজার বার বলল সে রাজনৈতিক কেউ না, তবুও তার পেছনে ** মতো লেলিয়ে পড়েছে এই অনলাইন এক্টিভিস্ট গুলো।

01/11/2025

লালটুপি মিছিল যাত্রা ❤️

স্থান : সাভার, সিআরপি এলাকা।

01/11/2025

শাস্তির ধরণটা সুন্দর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনারে অংশগ্রহনের উদ্দেশ্যে জিবিসিডিসি...কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত “ইয়ুথ...
31/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনারে অংশগ্রহনের উদ্দেশ্যে জিবিসিডিসি...

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত “ইয়ুথ পার্লামেন্ট অন জাস্ট এনার্জি ট্রানজিশন” অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি)।
সঙ্গে রয়েছেন জিবিসিডিসি'র মেন্টর
তানিয়া আহমেদ
সহকারী অধ্যাপক, ফার্মেসী বিভাগ
গণ বিশ্ববিদ্যালয়।

© Gono Bishwabidyalay Career Development Club - GBCDC

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন শিক্ষানবিশ সদস্য অন্তর্ভুক্তি।সকলকে অভিনন্দন ❤️‍🩹
30/10/2025

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন শিক্ষানবিশ সদস্য অন্তর্ভুক্তি।
সকলকে অভিনন্দন ❤️‍🩹

30/10/2025

সিরিয়াসলি 😲💥

Address

Nolam
Savar
1149

Alerts

Be the first to know and let us send you an email when GB Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GB Insiders:

Share