GB Insiders

GB Insiders বিশ্ববিদ্যালয়ের আপডেট জানতে এবং জানাতে যুক্ত থাকুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন – ২০২৫ এর শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে
07/10/2025

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন – ২০২৫ এর শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে

06/10/2025

আজ প্রশাসনের কাছে পরীক্ষা পেছানো ও রুটিন সংক্রান্ত বিষয়ে যাওয়া হয়েছিল।
রেজিস্ট্রার স্যার ও কন্ট্রোলার স্যার আমাদের বক্তব্যের সঙ্গে একমত হলেও, ভিসি স্যার পরীক্ষার সময়সূচি পরিবর্তনে অনড় অবস্থানে রয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—পরীক্ষার তারিখ কোনোভাবেই পরিবর্তন করা হবে না।
আমরা অন্তত পরীক্ষার আগে পর্যাপ্ত বিরতি (গ্যাপ) দেওয়ার অনুরোধ জানাই, কারণ তিন ক্রেডিটের পরীক্ষার আগেও কোনো ছুটি রাখা হয়নি। কিন্তু তিনি তাতেও রাজি নন।
এদিকে অনেক বিভাগেই এখনো সঠিকভাবে কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি। কোর্স অসম্পূর্ণ রেখেই পরীক্ষা নেওয়া হচ্ছে, আবার পরীক্ষার আগে কোনো বিরতিও দেওয়া হচ্ছে না।
সেমিস্টার ফি গুলা কি এইজন্যই দেই আমরা??

© Nuruzzaman Prince

নতুন বেতন স্কেলে নার্সদের স্যালারি শুরু৩৬,০০০ টাকা থেকে।😊
05/10/2025

নতুন বেতন স্কেলে নার্সদের স্যালারি শুরু
৩৬,০০০ টাকা থেকে।😊

05/10/2025

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানায়। বিস্তারিত প্রতিবেদনে...
© গবিসাস

05/10/2025

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পবিত্র কুরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে তারা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী অনিক তরফদার বলেন, “আমরা ভিন্ন ধর্মের হলেও একসাথে মিলেমিশে বসবাস করি। সবার উচিত একে অপরের ধর্মকে সম্মান করা। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এবং আমরা এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদূল দেওয়ান বলেন, “পবিত্র কুরআন অবমাননার ঘটনায় আমাদের অন্তরে গভীর আঘাত লেগেছে। এটি শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত নয়, বরং বাংলাদেশের শান্তিপূর্ণ ও সম্প্রীতিমূলক পরিবেশ নষ্ট করার চেষ্টা। মানসিক অসুস্থতা বা অন্যান্য অজুহাতে ঘটনাকে হালকাভাবে নেওয়া যাবে না। দ্রুত তদন্ত করে দেশি-বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে।”

গকসুর কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম বলেন, “দেশে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় দৃষ্টান্ত স্থাপন সম্ভব হয়নি। এবার যেন অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, আমরা সেই দাবি জানাই।”

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ভবিষ্যতে কেউ যেন ধর্ম অবমাননার সাহস না পায়, সে জন্য আইনি শাস্তি আরও কঠোর করা জরুরি। তারা বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ম অবমাননার শাস্তির বিধান আরও শক্তিশালী করার আহ্বান জানান।

পাহাড় দখল করতে এসে, সেনাবাহিনীর কাছে পরাস্ত....কাউন্টারটা সেই ছিলো। ধন্যবাদ তানভীর সুমনকে।
01/10/2025

পাহাড় দখল করতে এসে, সেনাবাহিনীর কাছে পরাস্ত....

কাউন্টারটা সেই ছিলো।
ধন্যবাদ তানভীর সুমনকে।

ম্যামকে অভিনন্দন! ❤️
01/10/2025

ম্যামকে অভিনন্দন! ❤️

27/09/2025

"স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী
আমরা থামবো না।"

সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশী। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

মোঃ রায়হান খান,
নবনির্বাচিত জিএস,
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ২০২৫

26/09/2025

অভিনন্দন!! গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ নব নির্বাচিত সবাইকে। একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আপনাদের যাত্রা শুভ ও সাফল্যমণ্ডিত হোক। যে কোন বহিঃ রাজনীতির প্রভাবমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবেদিতপ্রাণ সেবক হিসেবে দায়িত্ব পালনে এগিয়ে যান। নিরন্তর শুভকামনা ❤️

মজার বিষয় হচ্ছে সবচাইতে বেশি ২৩৯৪ ভোট পেয়েছে ভিপি বা জিএস প্রার্থী নয়, সর্বোচ্চ ২৩৯৪ ভোট পেয়েছে সাহিত্য সম্পাদক মো: মারুফ!! যা নির্বাচিত ভিপি এর মোট ভোটের (৬৯২) প্রায় সারে ৩ গুন!! জিএস এর দ্বিগুন!

২য় সর্বোচ্চ ভোট ও কোন ভিপি বা এজিএস প্রার্থী পায়নাই। ২য় সর্বোচ্চ ২১৯৫ ভোট পেয়েছে সহ: সাহিত্য সম্পাদক লিশা চাকমা! যা ভিপি এর ৩ গুনের ও বেশি!

৩য় সর্বোচ্চ ভোট ও জিএস বা ভিপি এর নয়। ৩য় সর্বোচ্চ ১৮৭৬ ভোট পেয়েছে প্রপচার সম্পাদক মো: জান্নাতুল ফেরদৌস!! এটাও ভিপি এর ২ গুনের ও বেশি!

এই ভোট এর সংখ্যায় ক্যাম্পাসে তাদের বিপুল জনপ্রিয়তা বোঝা যাচ্ছে!! যা তাদের প্রতি শিক্ষার্থীদের আস্থার অসামান্য প্রতিদান।

তবে ভিপি পদে তুমুল প্রতিযোগিতা হয়েছে। ৬৯২ পেয়ে নির্বাচিত হলেও নিকটতম ৪ জন প্রতিদ্বন্ধী ৬৭৭, ৬৫৮ ৫৮৬ ও ৫৫২ ভোট পেয়েছে!

ভিপি: ইয়াছিন আল মৃদুল দেওয়ান - বাংলা বিভাগ
জিএস: মো: রায়হান খান
এজিএস: সামিউল হাসান শোভন
কোষাধ্যক্ষ: খন্দকার আব্দুর রহিম
ক্রীড়া সম্পাদক: ফয়সাল আহমেদ
সহ ক্রীড়া সম্পাদক: আব্দুল্লাহ আল নোহান
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো: মারুফ
সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: লীশা চাকমা
দপ্তর সম্পাদক: শারমিন আক্তার
প্রচার সম্পাদক: মো: জান্নাতুল ফেরদৌস
সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক: মো: মনোয়ার হোসেন অন্তর

© PUSAB

26/09/2025

আমিও মানিনা মানবো না... 🤨✊

অভিনন্দন!! গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ নব নির্বাচিত সবাইকে। একমাত্র বেসরকারি ...
25/09/2025

অভিনন্দন!! গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ নব নির্বাচিত সবাইকে। একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আপনাদের যাত্রা শুভ ও সাফল্যমণ্ডিত হোক। যে কোন বহিঃ রাজনীতির প্রভাবমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবেদিতপ্রাণ সেবক হিসেবে দায়িত্ব পালনে এগিয়ে যান। নিরন্তর শুভকামনা ❤️

মজার বিষয় হচ্ছে সবচাইতে বেশি ২৩৯৪ ভোট পেয়েছে ভিপি বা জিএস প্রার্থী নয়, সর্বোচ্চ ২৩৯৪ ভোট পেয়েছে সাহিত্য সম্পাদক মো: মারুফ!! যা নির্বাচিত ভিপি এর মোট ভোটের (৬৯২) প্রায় সারে ৩ গুন!! জিএস এর দ্বিগুন!

২য় সর্বোচ্চ ভোট ও কোন ভিপি বা এজিএস প্রার্থী পায়নাই। ২য় সর্বোচ্চ ২১৯৫ ভোট পেয়েছে সহ: সাহিত্য সম্পাদক লিশা চাকমা! যা ভিপি এর ৩ গুনের ও বেশি!

৩য় সর্বোচ্চ ভোট ও জিএস বা ভিপি এর নয়। ৩য় সর্বোচ্চ ১৮৭৬ ভোট পেয়েছে প্রপচার সম্পাদক মো: জান্নাতুল ফেরদৌস!! এটাও ভিপি এর ২ গুনের ও বেশি!

এই ভোট এর সংখ্যায় ক্যাম্পাসে তাদের বিপুল জনপ্রিয়তা বোঝা যাচ্ছে!! যা তাদের প্রতি শিক্ষার্থীদের আস্থার অসামান্য প্রতিদান।

তবে ভিপি পদে তুমুল প্রতিযোগিতা হয়েছে। ৬৯২ পেয়ে নির্বাচিত হলেও নিকটতম ৪ জন প্রতিদ্বন্ধী ৬৭৭, ৬৫৮ ৫৮৬ ও ৫৫২ ভোট পেয়েছে!

ভিপি: ইয়াছিন আল মৃদুল দেওয়ান - বাংলা বিভাগ
জিএস: মো: রায়হান খান
এজিএস: সামিউল হাসান শোভন
কোষাধ্যক্ষ: খন্দকার আব্দুর রহিম
ক্রীড়া সম্পাদক: ফয়সাল আহমেদ
সহ ক্রীড়া সম্পাদক: আব্দুল্লাহ আল নোহান
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো: মারুফ
সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: লীশা চাকমা
দপ্তর সম্পাদক: শারমিন আক্তার
প্রচার সম্পাদক: মো: জান্নাতুল ফেরদৌস
সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক: মো: মনোয়ার হোসেন অন্তর

©PUSAB

25/09/2025

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে, বাহির থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভাঙার চেষ্টাও করেন তারা...

© গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি- গবিসাস

#নির্বাচন

Address

Nolam
Savar
1149

Alerts

Be the first to know and let us send you an email when GB Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GB Insiders:

Share