
22/06/2025
মজার গল্প "আমি বড় হয়েছি!"
ছেলেটি উঠে দাঁড়াল কংক্রিটের খাঁজে, চোখে চশমা, মুখে গম্ভীর ভঙ্গি।
মা বললেন,
— “নাম নেমে আয়, পড়ে যাবি!”
সে জবাব দিল,
— “আমি আর ছোট নই, আমি বড় হয়েছি!”
বাবা হেসে বললেন,
— “তাই নাকি? তাহলে নিজেই আইসক্রিম কিনে এনে দেখাও!”
ছেলেটা একবার সমুদ্রের দিকে তাকাল, একবার বাবার দিকে...
তারপর চুপচাপ নেমে এল। 😅
কারণ, দোকানটা ছিল অনেক দূরে — আর সেখানে যেতে হলে মা'র হাত ধরতেই হতো!
Pinky Rebeiro Prithy-পৃথি