
18/09/2025
একদিন শখ করে নরক দেখতে চাইলাম। স্রষ্টা আমারে নরক দেখাইলো।
সারাদিন পর ঘরে ফিরে দেখলাম, কেউ নাই ... বুকের মধ্যে সারাদিনের জমানো কথা ছিলো, শোনার কেউ নাই ... এক আধটা দীর্ঘশ্বাসও লুকানো ছিলো, খেয়াল করার কেউ নাই ... দুই চোখে ভীষণ ক্লান্তি ছিলো, শক্ত করে জড়ায় ধরার কেউ নাই !!
স্রষ্টা আমারে নরক দেখাইলো ... সেই নরকে আগুন ছিলো না ... সেই নরকে আমার ঘর ছিলো, আমার জমানো অনেক গল্প ছিলো, কিন্তু সেই গল্প শোনার মানুষ ছিলো না।