HM Helen Inspirator

HM Helen Inspirator A man without an aim is a ship without a rudder

একদিন শখ করে নরক দেখতে চাইলাম। স্রষ্টা আমারে নরক দেখাইলো।সারাদিন পর ঘরে ফিরে দেখলাম, কেউ নাই ... বুকের মধ্যে সারাদিনের জ...
18/09/2025

একদিন শখ করে নরক দেখতে চাইলাম। স্রষ্টা আমারে নরক দেখাইলো।
সারাদিন পর ঘরে ফিরে দেখলাম, কেউ নাই ... বুকের মধ্যে সারাদিনের জমানো কথা ছিলো, শোনার কেউ নাই ... এক আধটা দীর্ঘশ্বাসও লুকানো ছিলো, খেয়াল করার কেউ নাই ... দুই চোখে ভীষণ ক্লান্তি ছিলো, শক্ত করে জড়ায় ধরার কেউ নাই !!

স্রষ্টা আমারে নরক দেখাইলো ... সেই নরকে আগুন ছিলো না ... সেই নরকে আমার ঘর ছিলো, আমার জমানো অনেক গল্প ছিলো, কিন্তু সেই গল্প শোনার মানুষ ছিলো না।

অবশেষে  সারাজীবনের জন্য যে  তোমারে পাইলোসে যেনো তোমারে আগলে রাখে ভীষণ যত্নে।আমি ভাঙ্গাচোরা মানুষ। 😅তোমারে ছোঁয়ার সাধ্য ...
18/09/2025

অবশেষে সারাজীবনের জন্য যে তোমারে পাইলো
সে যেনো তোমারে আগলে রাখে ভীষণ যত্নে।
আমি ভাঙ্গাচোরা মানুষ। 😅
তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিল না।
তবুও স্বপ্ন দেখে গেছিলাম তোমারে নিজের কইরা পাওয়ার।
😢আমি হতভাগা এতই কমদামি।
স্বপ্ন কেনার দামদরে তোমারে হারাইয়া ফেলছি 😅
যে তোমারে জিইতা নিল সে যেন তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয়😢আমি চাইনা ভালোবাসা কমতি পরলে তুমি আমারে মনে করো।তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইব আমার লাইগা
আমি চাই তুমি সুখী থাকো আজীবন।
দুঃখ তোমারে মানায় না 😢🥀
যার কাছে থাক ভালো থেইকো।
কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস
সব বিফলে যাইবো।আমার ভালবাসার দিকে তাকাইয়া হইলেো তুমি ভালো থাইকো

কাউকে কষ্ট দেয়ার নিয়ত থাকলে, দেন! কোনো সমস্যা নাই!ঠকানোর হইলে, ঠকান! কোন ব্যাপার নাহ!কাউকে কোন প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে...
18/09/2025

কাউকে কষ্ট দেয়ার নিয়ত থাকলে, দেন! কোনো সমস্যা নাই!
ঠকানোর হইলে, ঠকান! কোন ব্যাপার নাহ!
কাউকে কোন প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে ফেলছেন?' গায়েও লাগাচ্ছেন না? আচ্ছা!
কারো হক নষ্ট করতেছেন 'করেন, করেন!

যা করছেন বা করতেছেন;করেন!'কিন্তু,এইসব আপনার জীবনে কয়গুণ হয়ে ফেরত আসবে এটাও চিন্তা করে রাইখেন! ❤️

মানুষ সম্ভবত সবকিছুকে অস্বীকার করতে পারে কেবল মৃ*ত্যু আর একাকিত্ব ব্যতিত!❤️‍🩹
18/09/2025

মানুষ সম্ভবত সবকিছুকে অস্বীকার করতে পারে কেবল মৃ*ত্যু আর একাকিত্ব ব্যতিত!❤️‍🩹

মানুষ হারিয়ে যায়, কিন্তু স্মৃতি গুলো কখনো হারায় না..!!
18/09/2025

মানুষ হারিয়ে যায়, কিন্তু স্মৃতি গুলো কখনো হারায় না..!!

চাঁদ শুধুই আলো নয়, সে এক নিঃশব্দ অপেক্ষার প্রতীক, যে প্রতিটি রাতেই ফিরে আসে, নিঃশব্দে ভালোবাসে।🖤🤍🥀
18/09/2025

চাঁদ শুধুই আলো নয়, সে এক নিঃশব্দ অপেক্ষার প্রতীক, যে প্রতিটি রাতেই ফিরে আসে, নিঃশব্দে ভালোবাসে।🖤🤍🥀

★•দুঃখ প্রকাশ করতেও একটা বিশ্বস্ত বন্ধু লাগে! সব কষ্ট তো আর সবার কাছে বলা যায় না। কারো কাছে বললে বোঝা মনে হয়, আবার কারো ...
16/09/2025

★•দুঃখ প্রকাশ করতেও একটা বিশ্বস্ত বন্ধু লাগে! সব কষ্ট তো আর সবার কাছে বলা যায় না। কারো কাছে বললে বোঝা মনে হয়, আবার কারো কাছে বললে গোপন কথাই ফাঁস হয়ে যায়..!!
★•বন্ধু যদি সত্যিকার হয়, তবে সে কষ্টকে ভাগ করে নেয় নিজের মতো করে। আনন্দ যেমন ভাগ করলে বাড়ে, দুঃখও ভাগ করলে কমে যায়।
কিন্তু এ যুগে সেই সত্যিকারের বন্ধু পাওয়া বড়ই দুষ্কর! তাই অনেকেই বুক ভরা কষ্ট নিয়েই একা লড়ে যায়। হয়তো কারো চোখে জল দেখা যায় না, কিন্তু হৃদয়ের ভেতরে জমে থাকে অজস্র না-বলা কথা..!!

এক শহরের এক বৃষ্টি...🖤কোথাও কেউ ভিজছে প্রেমে,কোথাও কারো মন খারাপ,কারো বুকে বইছে ঝড়,কারো মনে মেঘলা আকাশ।
16/09/2025

এক শহরের এক বৃষ্টি...🖤
কোথাও কেউ ভিজছে প্রেমে,
কোথাও কারো মন খারাপ,
কারো বুকে বইছে ঝড়,
কারো মনে মেঘলা আকাশ।

😮তোমাকে একজন পেয়েছে মানে আরেক জন  কি বিভৎসভাবে হারিয়েছে।লেখাটা খুব ছোট তবে কথার গভীরতা  বিশাল।  কেউ একজন দিনের পর দিন,মা...
15/09/2025

😮তোমাকে একজন পেয়েছে মানে আরেক জন কি বিভৎসভাবে হারিয়েছে।লেখাটা খুব ছোট তবে কথার গভীরতা বিশাল। কেউ একজন দিনের পর দিন,মাসের পর মাস , বছরের পর বছর কাউকে না পাওয়ার আক্ষেপ করে যাচ্ছে অথচ অন্য কেউ কোনো আক্ষেপ ছাড়ায়, সাধনা ছাড়ায় তাকেই নিজের করে পেয়ে গেলো অথচ সে জানেই না তাকে পাওয়ার জন্য কেউ একজন ক্ষুধার্ত পথিকের মতো পথ চেয়েছিলো।

মানসিক যন্ত্রনায় আজ আমি ক্লান্ত'!🥹🫂🖤
15/09/2025

মানসিক যন্ত্রনায় আজ আমি ক্লান্ত'!🥹🫂🖤

Sometimes i cry for no reason,i just feel so alone, and tired of everything..!❤️‍🩹
15/09/2025

Sometimes i cry for no reason,i just feel so alone, and tired of everything..!❤️‍🩹

প্রিয়  প্রাক্তন 🍁তুমি আমার জীবনে আসার আগে পর্যন্ত আমার জীবনে বড়ো-সড়ো কোনো দুঃখ ছিলো না!  যে টুকু দুঃখ ছিলো, তা চোখের পান...
15/09/2025

প্রিয় প্রাক্তন 🍁
তুমি আমার জীবনে আসার আগে পর্যন্ত আমার জীবনে বড়ো-সড়ো কোনো দুঃখ ছিলো না! যে টুকু দুঃখ ছিলো, তা চোখের পানি গড়িয়ে পড়ার আগেই মিলিয়ে যেতো!

এই যে তুমি আমার হয়েও-হলে না, এই দুঃখটা আমার কাছে সমুদ্রের মতো! যদি পৃথিবীর সমস্ত দুঃখ একদিকে রাখা হয়, আর অন্য দিকে প্রিয় মানুষটা কে হারানোর দুঃখ রাখা হয়! তবে প্রিয় মানুষটাকে হারানোর পাল্লাটাই বেশি ভারী হবে!
পেয়ে হারানোর অনুভূতিটা কাউকে বলে বোঝানো যায় না!

তবুও মানুষ ভালোবাসে, ভালোবাসতে চায় সমস্ত দুঃখের বিপরীতে, একটা নতুন সোনালী সুখের আশায়!.. ❤️‍🩹🌺

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Helen Inspirator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share