Savar Government University College

Savar Government University College We are making a unity, we want to make lesion to this world

ভর্তির অনলাইন আবেদন ফি বাড়তে পারে। খসড়া নীতিমালায় এ বছর ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল ১৫০ ...
19/07/2025

ভর্তির অনলাইন আবেদন ফি বাড়তে পারে। খসড়া নীতিমালায় এ বছর ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল ১৫০ টাকা। সেই হিসাবে এবার ফি বাড়ছে ৭০ টাকা। তবে চূড়ান্ত নীতিমালায় ফি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কয়টি কলেজ পছন্দক্রম দেওয়া যাবেভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে এ ভর্তির কাজ সম্পন্ন করা হবে।

ভর্তি ফি কোন এলাকায় কতখসড়া নীতিমালায় ভর্তিতে সেশন চার্জ ও ভর্তি ফি কত টাকা নেওয়া যাবে, তা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে (বাংলা ও ইংরেজি ভার্সন) গতবারের মতোই ৫ হাজার টাকা ফি দিতে হবে।

ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার টাকা, জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান দেড় হাজার টাকা করে নেওয়া যাবে।

অন্যদিকে ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা ভার্সনে আগের মতো সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ছাড়া দেশের অন্যান্য মহানগর এলাকার বাংলা ভার্সনের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীপ্রতি বিভিন্ন খাতে (যেমন রেজিস্ট্রেশন ফি, ক্রীড়া ফি) সর্বমোট ৩৩৫ টাকা আগের মতো রাখা হয়েছে।

গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখ ৩ হাজার

মানুষের আসলে চাহিদার কোন শেষ নাই।এই মেয়েটার এই কাজটা করা কি ঠিক হইছে। অনেক ছেলেমেয়েরা আছে যারা পাস করে নাই। GPA5 পেলেই...
18/07/2025

মানুষের আসলে চাহিদার কোন শেষ নাই।এই মেয়েটার এই কাজটা করা কি ঠিক হইছে। অনেক ছেলেমেয়েরা আছে যারা পাস করে নাই। GPA5 পেলেই যে জীবনে অনেক কিছু করতে পারবে তার কি কোন গ্যারান্টি আছে। GPA5 পায় নাই এটাতে কি হয়েছে।

পিরোজপুরের দুটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, আমাদের সব ছাত্...
18/07/2025

পিরোজপুরের দুটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, আমাদের সব ছাত্রী বিবাহিত হওয়ায় ঠিকমতো ক্লাসে আসেনি। তাই লেখাপড়া করতে পারেনি, এ কারণেই সম্ভবত এমন হয়েছে।

এস এস সি পরীক্ষায় ফেইল করা শিক্ষার্থীরা পাশের দাবিতে বিক্ষোভ করছে..শিক্ষা বোর্ডের সামনে 🙂
17/07/2025

এস এস সি পরীক্ষায় ফেইল করা শিক্ষার্থীরা পাশের দাবিতে বিক্ষোভ করছে..শিক্ষা বোর্ডের সামনে 🙂

আমরা টিকটক করি বলে কি আমাদের ফেল করিয়ে দিবে?🗣
17/07/2025

আমরা টিকটক করি বলে কি আমাদের ফেল করিয়ে দিবে?🗣

খবরটা যদি সত্যি হয় তাহলে HSC 2025 পরীক্ষার্থীদের কপালে দুঃখ আছে । কারণ SSC 2025 ব্যাচের খাতাও এইভাবে টিকটকাররা দেখে টিক...
16/07/2025

খবরটা যদি সত্যি হয় তাহলে HSC 2025 পরীক্ষার্থীদের কপালে দুঃখ আছে । কারণ SSC 2025 ব্যাচের খাতাও এইভাবে টিকটকাররা দেখে টিকটকে পোস্ট করেছিলো । আমরা নিউজ করার পরও বোর্ড এর সত্যতা খুঁজে পায়নি । এমন অনেক ঘটনা ঘটেছে । ফলাফল ৬ লাখ শিক্ষার্থী ফেল । এখন HSC 2025 ব্যাচের বেলাও একই কাহিনী হচ্ছে । শিক্ষাবোর্ডের উচিত একশন নেওয়া । শিক্ষার্থীদের ভবিষ্যত নির্ভর করছে খাতার উপর ।

16/07/2025

এখন বলেন, চাকরি ছাড়বেন নাকি পড়াশোনা।
৬০% কার্যকর।

সাভার পাকিজার থেকে থানা স্টান্ডের পানি নিষ্কাশনের ব্যাবস্থা পুনরায় সংষ্কার করা উচিত। এভারে আর কতো?সাধারণ মানুষ তো ভোগান্...
15/07/2025

সাভার পাকিজার থেকে থানা স্টান্ডের পানি নিষ্কাশনের ব্যাবস্থা পুনরায় সংষ্কার করা উচিত। এভারে আর কতো?সাধারণ মানুষ তো ভোগান্তিতে পড়েই নিয়মিত। তাছাড়া সাভারের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্যা ফেস করতেছে।

ধামরাই কলেজ থেকে পরিক্ষা দিতে আসা একজন নারী শিক্ষার্থী বলেন,বাসের কন্টাকটার আমাকে পানির মধ্যে নামিয়ে দিয়েছে। তার পাশ থেকে একটা বাস বেশি গতিতে যাওয়ার ফলে পানির ঢেউ এসে হাটু পযন্ত ভিজে গেছে।এমন শরীর নিয়ে ৩ ঘন্টা পরিক্ষা দেওয়া আমার জন্য খুবই কষ্ট হয়েছে।

আমি আর চাই না আমার মতো আর কোন ভাই-বোন এই সমস্যায় পড়ুক।তাই আমি এই এলাকায় থাকা দায়িত্বশীল নাগরিক ও সাভারের সকল শিক্ষার্থীদের অনুরোধ করবো আপনাদের হস্তক্ষেপে যায়গাটার সংষ্কার করুন।

আর যেন আমার মতো কারো এমন অবস্থা না হয়।

এটা সংষ্কার করা এখন সময়ের দাবি।তাই এলাকার ছাত্র জনতার একটা আন্দোলন করা উচিত বলে আমি মনে করি।

তাই আপনাদের সমর্থন চাই।

আজ সাভার পাকিজাতে কার কার সাথে এমন হইছে?পিকচার:এআই
15/07/2025

আজ সাভার পাকিজাতে কার কার সাথে এমন হইছে?

পিকচার:এআই

 অটোরিকশায় উটাতে প্রায়ই দেখি, মেয়েরা কেয়ারলেস থাকে, বিশেষত বোরকার অতিরিক্ত অংশ / ওড়না রিকশার চাকায় লেগে থাকে, যার ফলে দূ...
15/07/2025


অটোরিকশায় উটাতে প্রায়ই দেখি, মেয়েরা কেয়ারলেস থাকে, বিশেষত বোরকার অতিরিক্ত অংশ / ওড়না রিকশার চাকায় লেগে থাকে, যার ফলে দূর্ঘটনা ঘটতে পারে! সাভার কলেজের মেয়েদের দেখা যায় এ অবস্থায়! বি কেয়ারফুল!🥰 photo made by AI

post it for awareness

15/07/2025

✔আ‌‌‌‌‌‌‌পনারা যারা ২য় মেরিট লিস্ট রেজাল্ট ~ মাইগ্রেশন এর রেজাল্ট ~কোটা এর রেজাল্ট -
~ ১ম - ২য় - ৩য় রিলিজ স্লিপ এর জন্য অপেক্ষা করছেন কথা গুলো তাদের জন্যঃ

✪২য় মেরিট লিস্ট রেজাল্টঃ ১৯- ২০ জুলাই এর মধ্যে প্রকাশিত হবে। আর ২য় মেরিট এর জন্য কোন আবেদন এর প্রয়োজন নেই। ১ম মেরিট লিস্ট রেজাল্ট এর মতোই ২য় মেরিট লিস্ট প্রকাশিত হবে।

✪ মাইগ্রেশন এর রেজাল্টঃ ২য় মেরিট লিস্ট এর সাথেই মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে। মাইগ্রেশন এ বিষয় পরিবর্তন হলে আবার নতুন করে ভর্তির প্রয়োজন নেই। ফরম টা তুলে কলেজ এ জমা দিলেই হবে।

✪ কোটার রেজাল্টঃ ২য় মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর পর এই কোটার রেজাল্ট প্রকাশিত হবে।

✪ ১ম রিলিজ স্লিপ এর আবেদনঃ ২য় মেরিট লিস্ট এবং কোটা রেজাল্ট এর পর তাদের ভর্তি কার্যকর হওয়ার সাথে সাথে ১ম রিলিজ স্লিপ এর আবেদন শুরু হবে ইনশাআল্লাহ। তার জন্য ৫ টি কলেজ চয়েজ দিয়ে আবেদন করতে পারবেন। এটা নির্ভর করে কোন কলেজ এ কয়টি সিট খালি আছে তার উপর।
[বিঃদ্রঃ পয়েন্ট বুঝে কলেজ চয়েজ দিবেন আপনার একটু ভুলে ১ বছর পিছিয়ে যেতে পারেন ]

✪২য় ও ৩য় রিলিজ স্লিপঃ ১ম রিলিজ স্লিপ এর পর যেই কলেজ গুলোতে সিট বাকি থাকবে তারা ২য় এবং ৩য় রিলিজ স্লিপ এর লিস্ট প্রকাশিত করবে।

✪ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন তারিখ প্রকাশ করবে। গ্রুপে সাথে সাথে দিয়ে দেওয়া হবে, ধন্যবাদ🥰

✪✪মোঃ রবিউল ইসলাম
টংগী সরকারি কলেজ

15/07/2025

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Savar Government University College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share