13/06/2025
সবাই উদ্দেশ্যে বলতেছি,খারাপ ভাবে কিছু নিলে আপনার পারিবাহিক শিক্ষার অভাব আছে ভাববে এবং পরকীয়ার আপনারই করে তাঁকে বলে আমি মনে করব।।। আমি যখন মিম নামে একটা মেয়েকে পছন্দ করি প্রচুর পরিমাপ ডিপ্রেশনে ছিলাম এবং মাঝেমধ্যে নেশা করে বেড়াতাম, তখন হঠাৎ সে আমাকে লং নাম্বারে কল দেয় তাঁর পর থেকে আমারও দুজন বেস্ট ফ্রেন্ড হয়। বেশ কিছুদিন কথাবার্তা হয় তাঁর মধ্যে সে আমাকে কিছু টাকা কখনো করস না করার জন্য অনুরোধ করে। আলহামদুলিল্লাহ এই কিছু টাকা এখন আমার কাছে এক লক্ষ প্লাস, ইনশাল্লাহ আর কয়েক মাস পর আমি আমার জীবনে প্রথম বাস কিনতে যাচ্ছি। যেহেতু দুই - তিন জন্য মিলে বাস কিনবে তাঁর পরে-ও এটা আমার জীবনে প্রথম বাস ☺️। এই স্বপ্নটা আমার কখনোই পূরণ হতো না, এই মহিলা অর্থাৎ আমার বেস্ট ফ্রেন্ড টাকা জমিয়ে রাখার জন্য অনুরোধ না করতো এই স্বপ্নটাও আমারও কোন পূরণ হতো না । তো সে শুধু আমার বেস্ট ফ্রেন্ড অন্য কিছু না তার সাথে এক বছর ধরে কথা হয় না সম্ভবত আর কখনো হবেও না। তো আমার সফল হওয়ার পিছনে তার অবদান আমার মা-বাবার পর স্থান। যে কিনা আমাকে নতুন করে বাচার পথ দেখিয়েছে 💞 তো ইনশাল্লাহ আমি চাই কিশোরগঞ্জ সদরে গাইটাল বাসস্ট্যান্ডে একসময় আমার সর্বনিম্ন পাঁচটা বাসের মালিক আমি একমাত্র হই।