
05/10/2023
মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশিত বিশ্বের ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়জন শিক্ষক ও এক শিক্ষার্থী স্থান করে নিয়েছেন।
গবেষকদের এইচ-ফ্যাক্টর, সাইটেশন ও গত একবছরে প্রকাশ পাওয়া গবেষণা প্রবন্ধের উপর ভিত্তি করে গত ৪ অক্টোবর প্রকাশিত এই তালিকায় স্থান পাওয়া জাবি শিক্ষকেরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, প্রাণ রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান
অধ্যাপক মো: ইব্রাহিম খলিল, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক এম শামীম কায়সার, রসায়ন বিভাগের অধ্যাপক এনামুল হক, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ-এর বিভাগের সহকারী অধ্যাপক মো. সাঈদ আল-জামান।
এছাড়াও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মোহাম্মদ এ মামুন এই তালিকায় স্থান পেয়েছেন।