চলার পথে দেখা 01 ツ

চলার পথে দেখা 01 ツ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চলার পথে দেখা 01 ツ, Video Creator, savar Bajar, Savar.
(31)

🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমার নাম, মোঃ ইসমাঈল শরীফ।
আমি একজন মুসলিম। ভালোবাসি সত্য ও সরলতা। আমার শ্রেষ্ঠ উক্তি - লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আমি নবী মোহাম্মদ (সঃ)কে অনুসরণ করি । আল্লাহ আমার রব । ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে চাই ।

04/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

MD Eyahia Hoque, Md Abdurrahim, Anuj Chowdhury Salam, E Asio Jaojao

সবুজের কোলে একলা দুপুর ; নিস্তব্ধতায় ঢেকে আছে ঘাস– বাতাসের সুরে নিভৃত গুঞ্জনে হৃদয়ের ভাষায় প্রকৃতি দিয়ে যায় কবিতার ...
04/08/2025

সবুজের কোলে একলা দুপুর ; নিস্তব্ধতায় ঢেকে আছে ঘাস– বাতাসের সুরে নিভৃত গুঞ্জনে হৃদয়ের ভাষায় প্রকৃতি দিয়ে যায় কবিতার আভাস--! 🌿🌹

🌱

গাছের ডালে লুকিয়ে থাকা এই ফল যেন এক সরল মাধুর্য – প্রকৃতির এক নীরব আশীর্বাদ --;  সবুজের রাজ্যে জাম্বুরা জানায় ঋতুর বার...
04/08/2025

গাছের ডালে লুকিয়ে থাকা এই ফল যেন এক সরল মাধুর্য – প্রকৃতির এক নীরব আশীর্বাদ --; সবুজের রাজ্যে জাম্বুরা জানায় ঋতুর বার্তা --!! 🌿💯

নীরব নিসর্গে তালগাছ দাঁড়িয়ে --; আত্মার আরাম দেয় জলের নিস্তব্ধ দৃশ্য ছায়া–, প্রকৃতি যেন ক্লান্তি ধুয়ে হৃদয়ে বাজায় ...
03/08/2025

নীরব নিসর্গে তালগাছ দাঁড়িয়ে --; আত্মার আরাম দেয় জলের নিস্তব্ধ দৃশ্য ছায়া–,
প্রকৃতি যেন ক্লান্তি ধুয়ে হৃদয়ে বাজায় অনুপম সুরের মায়া --! 🌿🌺💯


ধানের গন্ধ, খড়ের স্তূপ, যেখানে বাতাসে সবুজে ভরা গাছে গাছে প্রশান্তি –সেখানে হৃদয়ের আবাসভূমি গ্রামেই যেনো অপার মায়ায় ...
03/08/2025

ধানের গন্ধ, খড়ের স্তূপ, যেখানে বাতাসে সবুজে ভরা গাছে গাছে প্রশান্তি –
সেখানে হৃদয়ের আবাসভূমি গ্রামেই যেনো
অপার মায়ায় ছড়ায় দীপ্তিময় কান্তি --!




এই গাছটির‌ও ছিলো একদিন ভরা যৌবন,পাখিদের গান, আর সবুজ পাতার ঢল --;আজ সে দাঁড়িয়ে, স্মৃতির ভারে, জীর্ণ প্রহরে,অঙ্ক কষে মি...
02/08/2025

এই গাছটির‌ও ছিলো একদিন ভরা যৌবন,
পাখিদের গান, আর সবুজ পাতার ঢল --;
আজ সে দাঁড়িয়ে, স্মৃতির ভারে, জীর্ণ প্রহরে,
অঙ্ক কষে মিলাচ্ছে তার জীবনের ফলাফল --!! 🌿💯

"""""""""


জলের কূলে আজও থেমে আছে আমাদের,  চুপচাপ কিছু গল্প --;আমার মনে বয়ে ছিল অনুরাগ স্রোত– তুমি ছিলে শুধু বিকল্প ---!! 💕🌿💯     ...
02/08/2025

জলের কূলে আজও থেমে আছে আমাদের, চুপচাপ কিছু গল্প --;
আমার মনে বয়ে ছিল অনুরাগ স্রোত– তুমি ছিলে শুধু বিকল্প ---!! 💕🌿💯



゚viralシ

ছায়া মিশে পথের বুকে সময় হাসে নীরব সুখে ;জীবন গানে বাজে নীরবতা –মাঝে মাঝে থমকে দাঁড়ায়                     __কিছু অপূর...
01/08/2025

ছায়া মিশে পথের বুকে
সময় হাসে নীরব সুখে ;
জীবন গানে বাজে নীরবতা –
মাঝে মাঝে থমকে দাঁড়ায়
__কিছু অপূর্ণতা---!!




ফিরে এসো ভাই শুদ্ধ করো হৃদয় পাপ মোচনের এই তো ক্ষণ--;তাক‌ওয়ার আলো অন্তরে ছড়ালে ঘুচবে মিথ্যা কুটিল মন --! 💚🌿🌹
01/08/2025

ফিরে এসো ভাই শুদ্ধ করো হৃদয়
পাপ মোচনের এই তো ক্ষণ--;
তাক‌ওয়ার আলো অন্তরে ছড়ালে
ঘুচবে মিথ্যা কুটিল মন --! 💚🌿🌹

আসসালামুয়ালাইকুম,, কেমন আছেন প্রিয় বন্ধুরা --! সবাইকে জানাচ্ছি দুপুরের বৃষ্টি ভেজা শুভেচ্ছা --!!🌿❤️   ゚
31/07/2025

আসসালামুয়ালাইকুম,, কেমন আছেন প্রিয় বন্ধুরা --! সবাইকে জানাচ্ছি দুপুরের বৃষ্টি ভেজা শুভেচ্ছা --!!🌿❤️

জীবন হলো বনবীথি,যতই চলি তত‌ই জ্যোতি --!জীবন ঠিক এই ছায়াঘেরা পথের মতো– শান্ত সবুজ --; শুধু সামনে চালার ডাক --! শুভ সকাল ...
31/07/2025

জীবন হলো বনবীথি,
যতই চলি তত‌ই জ্যোতি --!

জীবন ঠিক এই ছায়াঘেরা পথের মতো– শান্ত সবুজ --; শুধু সামনে চালার ডাক --! শুভ সকাল বন্ধুরা --!🌺

বাদলের এই নাচন গানে হৃদয়ে বাজে বীণ --!            গল্প গাঁথে মায়া             হঠাৎ রৌদ্র ছায়া চুপিচুপি আসলো বুঝি শ্রা...
30/07/2025

বাদলের এই নাচন গানে
হৃদয়ে বাজে বীণ --!
গল্প গাঁথে মায়া
হঠাৎ রৌদ্র ছায়া
চুপিচুপি আসলো বুঝি শ্রাবণ মেঘের দিন
__আহা কি রঙিন --!! 💚


Address

Savar Bajar
Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when চলার পথে দেখা 01 ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category