চলার পথে দেখা 01 ツ

চলার পথে দেখা 01 ツ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চলার পথে দেখা 01 ツ, Video Creator, savar Bajar, Savar.
(41)

🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমার নাম, মোঃ ইসমাঈল শরীফ।
আমি একজন মুসলিম। ভালোবাসি সত্য ও সরলতা। আমার শ্রেষ্ঠ উক্তি - লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আমি নবী মোহাম্মদ (সঃ)কে অনুসরণ করি । আল্লাহ আমার রব । ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে চাই ।

মন খারাপের ঔষধ __ একটুখানি নীল আকাশ, সাদা মেঘের খেলা এবং সবুজ প্রকৃতির মেলা --! 🌱🌱 ゚viralシfypシ゚
28/09/2025

মন খারাপের ঔষধ __ একটুখানি নীল আকাশ, সাদা মেঘের খেলা এবং সবুজ প্রকৃতির মেলা --! 🌱🌱

゚viralシfypシ゚


গাছে কলার মোচা_ এই ফসল যেন আশার প্রথম দুয়ার --;আকাশ ছোঁয়া সৃষ্টির গল্পে_ প্রকৃতির বুকে জন্ম নিল জীবনের সোনালী অধ্যায়-...
27/09/2025

গাছে কলার মোচা_ এই ফসল যেন আশার প্রথম দুয়ার --;
আকাশ ছোঁয়া সৃষ্টির গল্পে_ প্রকৃতির বুকে জন্ম নিল জীবনের সোনালী অধ্যায়--! 💚

আজ সবে খুলে দিয়ো হৃদয়ের সব দার,গুনাহ মাফের আহবানেডাকে র'ব যে আবার --!সিজদায় মুছে যাক জীবনের গুণাহ সব,রহমতে ভরে দাও হে...
26/09/2025

আজ সবে খুলে দিয়ো
হৃদয়ের সব দার,
গুনাহ মাফের আহবানে
ডাকে র'ব যে আবার --!

সিজদায় মুছে যাক
জীবনের গুণাহ সব,
রহমতে ভরে দাও
হে আমার প্রিয় র'ব --!




ছোট্ট কিছু স্বপ্ন আশায় এই পৃথিবী গড়া _মৃত্যু একদিন সবার সামনে এসে দিবে ধরা --!সবাই তোময় ছেড়ে যাবে স্বজন যারা আছে, মৃ...
25/09/2025

ছোট্ট কিছু স্বপ্ন আশায়
এই পৃথিবী গড়া _
মৃত্যু একদিন সবার সামনে
এসে দিবে ধরা --!

সবাই তোময় ছেড়ে যাবে
স্বজন যারা আছে,
মৃত্যু তোমার আপন হয়ে
থাকবে আশে-পাশে !

মৃত্যু-ভয়ে চাঁদেও যদি
বানাও তুমি বাড়ি _
আজরাইল এসে প্রাণটা তোমার
নিয়ে যাবে কাড়ি --!


#মৃত্যু #প্রাণ #দুনিয়া ゚viralシfypシ゚viralシalシ

হতাশা বিদায় নিয়ে আশা রবে বেঁচে,সুদিনের ইশারাতে প্রাণ উঠে নেচে -!বেদনা ঘুচায়ে তুমি খুলে ফেলো দোর,সুখের ঠিকানা ছুঁয়ে ড...
24/09/2025

হতাশা বিদায় নিয়ে
আশা রবে বেঁচে,
সুদিনের ইশারাতে
প্রাণ উঠে নেচে -!
বেদনা ঘুচায়ে তুমি
খুলে ফেলো দোর,
সুখের ঠিকানা ছুঁয়ে
ডাকে নয়া ভোর --!



নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের পাল_শরৎ হাওয়ায় কাশফুলেরা হচ্ছে বেসামাল--!ভোর বিহানে শিউলি ঝরে মাখে শিশির বুকে ;শরৎ স...
23/09/2025

নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের পাল_
শরৎ হাওয়ায় কাশফুলেরা
হচ্ছে বেসামাল--!

ভোর বিহানে শিউলি ঝরে
মাখে শিশির বুকে ;
শরৎ সুরে বাজলো বাঁশি
নীরবতার সুখে --!





22/09/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

MD Eyahia Hoque, Mohammed Anam Uddin, Kamal Amin, Michelle Talukdar, Md Faruk Hossain

ইচ্ছে-গুলো জাগ্রত হয় হঠাৎ সুপ্ত মায়ায় --আবদ্ধ হয় কল্পনারা অনুরাগের ছায়ায় --! 🌿🌹 ゚viralシ
22/09/2025

ইচ্ছে-গুলো জাগ্রত হয়
হঠাৎ সুপ্ত মায়ায় --
আবদ্ধ হয় কল্পনারা
অনুরাগের ছায়ায় --! 🌿🌹

゚viralシ


21/09/2025

আপনার হৃদয়ে শক্ত করে লিখুন যে, আজকের দিনটিই আপনার কাছে বছরের সেরা একটি দিন ।

আসলে আমাদের জীবন এক অদ্ভুত সৌন্দর্য উপভোগ করার মত ; অকারণে রাগ অভিমান করে জীবনের সুন্দর সময় গুলো আমরা নষ্ট করে ফেলি__ য...
21/09/2025

আসলে আমাদের জীবন এক অদ্ভুত সৌন্দর্য উপভোগ করার মত ; অকারণে রাগ অভিমান করে জীবনের সুন্দর সময় গুলো আমরা নষ্ট করে ফেলি__ যেই সময়গুলো আর কখনো আসবে না ফিরে--! এই সুন্দর সময়গুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক দামি উপহার । তাই চলুন_ সুন্দর সময়গুলো নষ্ট না করে উপভোগ করি এবং একে অন্যের সাথে মিলেমিশে থাকি --!

゚viralシ

20/09/2025

আলহামদুলিল্লাহ 🌺
ফজর মোবারক 💕

আসসালামুয়ালাইকুম, প্রিয় স্টার টেন্ডার ভাইয়েরা ! গর্বিত মুহূর্তের উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ...
20/09/2025

আসসালামুয়ালাইকুম, প্রিয় স্টার টেন্ডার ভাইয়েরা ! গর্বিত মুহূর্তের উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে ,, আলহামদুলিল্লাহ,, আল্লাহ সবাইকে নেক হায়াত প্রদান করুন,, আমীন --!! 🌺🌻💯💕

Address

Savar Bajar
Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when চলার পথে দেখা 01 ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category