Lucky Lifestyle Vlog 7

Lucky Lifestyle Vlog 7 আল্লাহ ভাগ্যে যা লিখেছেন তাই হবে, আমি শুধু চেষ্টা করে যাচ্ছি।

11/08/2025

আমাদের একসাথে থাকার কথা ছিলো মৃত্যু পর্যন্ত ,অথচ তুমি হয়ে গেলে ক্লান্ত ,আমি হলাম ব্যর্থ। আমাদের দুইজনের মাঝে দুরত্ব বাড়লো।তুমি ভুলে গেলে আমায় ,আমি মনে রাখলাম তোমায়।আমি তোমাকে দোষ দেই না,কারন আমি জানি দোষ টা আমার ই ,আমি এতটা দুর্বল না হলেও পারতাম,,তাহলে হয়তো এতটা কঠিন ভাবে কষ্ট পেতে হতো না।সব কিছু ঠিক থাকার পরেও কেন যেনো সব এলোমেলো হয়ে গেলো। দোষ দেই নিজের ভাগ্যকে,,যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝলো না।আমি চেয়েছিলাম শান্তি ,ভালোবাসা আর একটুখানি যত্ন কিন্তু ভাগ্য আমাকে দিলো কঠিন ভাবে কষ্ট আর দুরদশা,যে কষ্ট জীবন্ত লাশ বানিয়ে দিলো আমায়।আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে।তোমার প্রতি কোনো অভিযোগ নেই,কারন আমি এখন বুঝতে পারি ভালোবাসা জোর করে হয় না,,কিন্ত কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য সহায় হত তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। আজও নিজেকে প্রতিদিন পশ্ন করি কোথায় ভুল ছিলো আমার ,কিন্ত উওর খুঁজে পাই না।হয়তো ভুলটা ছিলো আমার সপ্ন দেখার,,হয়তো ভুলটা ছিলো আমার ভাগ্যের....!💔

09/08/2025

মানুষ প্রথম দিক দিয়ে সত্যিই অনেক ভালোবাসে,এতটাই ভালোবাসে,এতটাই শাসন করে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ভালোবাসা তার নিজের। আসলে অযত্নে রাখা জিনিস টাকে যত্ন করে আবার ফেলে দিলে সে জিনিসটা আরো বেশি ভয়ংকর হয়ে যায়-কুৎসিত হয়ে যায়। সময়ের সাথে সাথে একদিন সবাই বদলে যায় ,কেউ সত্যিকারের ভালোবাসা পেয়েও মূল্য দেয় না,,আবার কেউ না পেয়ে আফসোস করে। ভালোবাসা তখনই সুন্দর যখন দুই দিক থেকে সমান টান থাকে সম্পর্ক বাচানোর জন্য। one side love - বলতে একটা কথা আছে না,এক দিকে ভালোবাসা ,অন্য দিকে অবহেলা ,যদি এমন হয় তাহলে একটা সম্পর্ক যতই গভীর হোক না কেন একদিন বিচ্ছেদ হবেই।-must be-তবে মানুষ বলে না ,হারিয়ে গেলে সে ঠিক বোঝবে আমার মূল্য ,বাস্তবে এমন কিছুই না ,,যে থাকতে বুঝে নাই ,হারিয়ে গেলে সে আমার শূন্যতা কিভাবে বুঝবে....! ঐযে যে একটা কথা আছে না -one side love is best- কথাটা 💯সত্যি,,তবে আমি মনে করি সবার একবার হলেও কাউকে ভালবাসা উচিৎ ,যাতে খুব ভালো ভাবে বুঝতে পারে এই ভালোবাসা জীবন্ত লাশ বানিয়ে দেয়,,আবার এই ভালোবাসা শর্গের এক টুকরো সুখ এনে দেয়,,এইবার আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বল্লাম......!💔

08/08/2025

জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি ,কখনো সময়ের সাথে ,,কখনো কাছের মানুষের সাথে ,,কখনো আবার নিজের সাথে। এমন এক জায়গা এসে দাঁড়িয়েছি এখন আর কেউ নেই আমার পাশে। এখন মনে হচ্ছে জীবনের সব থেকে কঠিন সময় পার করতেছি ,তবে জীবন নিয়ে কোনো আফসোস নেই ,আমিও দেখতে চাই আমার ধৈর্য কতটুকু ,এই বেহাইয়া মনকে কতটুকু শক্ত করতে পারি,আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পথে পথে একটা করে উচিৎ শিক্ষা দিয়েছেন আমাকে।

06/08/2025

মেয়েরা সম্পর্ক বাচানোর আগে চরম ঝগড়া করে লড়াই করে। শুধু এটা বুঝানোর জন্য যে সে এই সম্পর্কটা নষ্ট করতে চায় না।আর যখন সে বুঝতে পারে এসব কিছু করেও কোন অ্যাফেক্ট করছে না ,ঠিক তখনই সে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।💯💔

03/08/2025

অনেক দিন পড়ে লাইভে আসছি,,সবাই ফাষ্ট জয়েন করেন। .

ঐই সময়টা লাইফের বেষ্ট একটা সময় ছিলো ,না ছিলো কারো প্রতি মায়া,না ছিলো কারো প্রতি আবেগ।
03/08/2025

ঐই সময়টা লাইফের বেষ্ট একটা সময় ছিলো ,না ছিলো কারো প্রতি মায়া,না ছিলো কারো প্রতি আবেগ।

03/08/2025

জীবন আরো সুন্দর হতো ,
যদি সময়ের আগে মানুষ চিনতে পারতাম।

21/07/2025

পৃথিবীর অর্ধেক মানুষ ম'রে অসুস্থতায়,,আর বাকী অর্ধেক মানুষ ম'রে হতাশা দুশ্চিন্তায়।

চিন্তা করো না প্রিয় ,কারন সবাই তো মুগ্ধ হয় চেহারায়।আর আমি মুগ্ধ হয়েছি তোমার মায়ায়,তাই প্রিয় তোমাকে আমি কখনো ছেড়ে যাবো না...
20/07/2025

চিন্তা করো না প্রিয় ,
কারন সবাই তো মুগ্ধ হয় চেহারায়।
আর আমি মুগ্ধ হয়েছি তোমার মায়ায়,
তাই প্রিয় তোমাকে আমি কখনো ছেড়ে যাবো না ইনশাআল্লাহ..!

পাপে জয়পাপে খয়,অতি পাপে মরন হয়রুপে রুপান্তর ,সময় কিন্তু জাদুকর।  .
15/07/2025

পাপে জয়
পাপে খয়,
অতি পাপে মরন হয়
রুপে রুপান্তর ,
সময় কিন্তু জাদুকর। .

উপার্জন করতে শিখো ,,নয়তো অযোগ্য ব্যক্তিরা ও কথা শোনাবে। .
13/07/2025

উপার্জন করতে শিখো ,,নয়তো অযোগ্য ব্যক্তিরা ও কথা শোনাবে। .

11/07/2025

আজ অনেক দিন পড়ে লাইভে আসছি,,সবাই ফাষ্ট জয়েন করেন ধামাকা আছে। .

Address

Savar

Telephone

+8801854444429

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lucky Lifestyle Vlog 7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share