NITERian - নিটারিয়ান

NITERian - নিটারিয়ান We the NITERians. You can ask any questions about NITER and send us your any funny or serious idea about your University, with your name & batch.

We will publish it in our page.

কোহিনূরের আলোয় আলোকিত নিটারের প্রশাসনিক ভবন…কিন্তু দুঃখের বিষয়, কোহিনূরের আলো যে নিটারের ছাত্র/ছাত্রী হলে পৌঁছায় না…গ...
22/04/2025

কোহিনূরের আলোয় আলোকিত নিটারের প্রশাসনিক ভবন…
কিন্তু দুঃখের বিষয়, কোহিনূরের আলো যে নিটারের ছাত্র/ছাত্রী হলে পৌঁছায় না…

গত এক সপ্তাহ ধরে হলে থাকা শিক্ষার্থীরা কী অমানবিক কষ্টে সিটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তা কেবল তারাই জানে। সন্ধ্যা নামলেই শুরু হয় সংগ্রাম—আলো নেই, বিদ্যুৎ নেই, আছে শুধু মোবাইলের ক্ষীণ ফ্ল্যাশলাইট আর প্রচণ্ড গরমের সাথে লড়াই। শুনেছি বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোয় পড়েছিলেন—তারা তো সেটাও পায় না। পায় শুধু গরম আবহাওয়া আর ডজন খানেক মশার কামড়।

এই ছাত্রদের কথা মাথায় রেখেই নাকি আনা হয়েছে একটি নতুন জেনারেটর—যেটি ক্যাম্পাসে আসতেই লেগেছে এক বছর। এখন এটি কেচি গেটে এক বন্দি রুমে চিড়িয়াখানার প্রাণীর মতো সংযোগহীন অবস্থায় পড়ে আছে। কবে যে এর আলো হোস্টেলে পৌঁছাবে, তা জানেন শুধু ঐ আলোকিত ভবনের প্রাজ্ঞ কর্তারাই।

আর কিছুই বলব না, শুধু এইটুকু শুনুন—ক্যাম্পাসের ছেলে-মেয়েগুলো অনেক কষ্টে আছে।

হল লাইফ (বয়েস) – এক স্মৃতিময় যুদ্ধের নামসকাল থেকে বিকেল ৪টা—এক্সাম, ক্লাস, ল্যাব শেষ করে ছেলেপেলেগুলো ক্লান্ত শরীরে ফিরে...
21/04/2025

হল লাইফ (বয়েস) – এক স্মৃতিময় যুদ্ধের নাম

সকাল থেকে বিকেল ৪টা—এক্সাম, ক্লাস, ল্যাব শেষ করে ছেলেপেলেগুলো ক্লান্ত শরীরে ফিরে আসে হলে, একটু শান্তিতে রেস্ট নেবে বলে। কিন্তু আসার সাথে সাথেই চলে যায় কারেন্ট! যাই হোক তখন বিকেল, বিকেলটা সবুজ ক্যাম্পাসে হেঁটে, মাঠে খেলাধুলা করে, গল্প করে কোনোভাবে কাটিয়ে দেয়।

সন্ধ্যা হলে সবাই ফ্রেশ হয়ে, নামাজ পড়ে, একটু রেস্ট নিয়ে পড়তে বসে আগামীকালের এক্সামের প্রস্তুতির জন্য। আর তখনই আবার চলে যায় কারেন্ট ৩/৪ ঘণ্টা নেই, আসে আধা ঘণ্টার জন্য, আবার ঠিক সেভাবে চলে যায় ২-৩ ঘন্টার জন্য। এমন লোডশেডিং যেন রাত্রিকে করে তোলে এক অবিচ্ছেদ্য যুদ্ধক্ষেত্র। এর মধ্যে আবার ঘুম হাস্যকর।

গরম, মশা, অন্ধকার সব কিছু উপেক্ষা করেও মোবাইলের ফ্ল্যাশ অন করে রাতভর বসে থাকে কিছু ছেলেপেলে কারণ সামনে এক্সাম, ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, ক্লাবের কাজ শেষ করতে হবে।

এদিকে জেনারেটরের আশ্বাস মেলে বারবার, কিন্তু বাস্তবতা বলে—আমাদের হয়তো বিএসসি ইঞ্জিনিয়ারিংটা শেষ হয়ে যাবে এটা পাবো না। কানেকশন কবে দেবে সেটা খোদা জানে।

এই হল আমাদের হল লাইফ—আনন্দের, কষ্টের, সংগ্রামের, বন্ধুত্বের আর হাজারো স্মৃতির মিলিত এক রঙিন অধ্যায়। একমাত্র ধৈর্যশীল ছেলেপেলেগুলোই টিকে থাকতে পারে এই চ্যালেঞ্জের মাঝে।

আর যারা এই প্রতিকূলতার মাঝেও টিকে থাকে, তাদের জন্য ইন্ডাস্ট্রিতে লিড দেওয়া কোনো বড় ব্যাপার না।

স্যালুট সেই সব যোদ্ধাদের, যারা চুপচাপ কষ্ট সহ্য করে, মুখে হাসি রেখে এই হল লাইফটা শেষ করে।❤️

পার্থ পাল
১২তম ব্যাচ
পাওয়ার হাউজ

শুভ নববর্ষ কারণ পহেলা বৈশাখ মানেই..... 🤭
14/04/2025

শুভ নববর্ষ
কারণ পহেলা বৈশাখ মানেই..... 🤭

13/04/2025

“এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে”
রবি ঠাকুরের আহ্বানেই প্রাণে বাজুক নতুন বর্ষের সুর।
শুভ পহেলা বৈশাখ!

💐 শুভ নববর্ষ 💐

12/04/2025

March For Gaza…🇵🇸🇵🇸
11/04/2025

March For Gaza…🇵🇸🇵🇸

06/04/2025








তেমন কিছু না ,ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর Physics 2 র ৯০মার্কের প্রশ্নএবংবিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর P...
22/03/2025

তেমন কিছু না ,
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর Physics 2 র ৯০মার্কের প্রশ্ন
এবং
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর Physics 2 র ৬০মার্কের প্রশ্ন
দুইটাই (1,2) পরীক্ষার,,,,,,,

17/03/2025

কখনো কখনো মনে হয়, জীবনের সবচেয়ে বড় সম্পদ আসলে এই মুহূর্তগুলোই। যেখানে আমরা সবাই একত্রিত হয়ে মনের সুখে হাসি, তা ছাড়া কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।

আগামীকাল নিটারের শিক্ষার্থী ও শিক্ষার নিয়তি নির্ধারন দিবস। আগামীকাল গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন...
05/03/2025

আগামীকাল নিটারের শিক্ষার্থী ও শিক্ষার নিয়তি নির্ধারন দিবস। আগামীকাল গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন গুলো থেকে যায়,

১. অভিযুক্ত ১৪ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কি বেকসুর খালাস পেয়ে নিটারে ফিরে আসবে?
২. এদের মধ্যে কিছু আসবে, কিছু আসবে নাহ?
৩. নাকি কেউই ফিরে আসার সুযোগ পাবে না?

তৃতীয় প্রশ্ন দিয়ে শুরু করি, হ্যাঁ?

তৃতীয় প্রশ্নের উত্তর যদি হয় 'না' তাহলে অবশ্যই তা নিটার শিক্ষার্থী ও নিটারের শুভানুধ্যায়ীদের জন্য শোষনমুক্ত নতুন নিটারের প্রত্যাশিত প্রতিচ্ছবি হবে।

কেনো বলেছি এই কথা বেশ কিছু কারণ উপস্থাপন করে যাবো:

১. নিটারে মিজান সিন্ডিকেট এর নতুন করে দূর্নীতি ও শিক্ষার পরিবেশ কলুষিত করার সুযোগ থাকবে না।
২. নতুন করে শিক্ষক সিন্ডিকেট তৈরি করে নিটারের শিক্ষক-শিক্ষার্থী বর্তমানে সহাবস্থানের জায়গা গুলো বিনষ্ট করতে পারবে না।
৩. শিক্ষার্থীরা শিক্ষার যে উদ্দেশ্য নিয়ে নিটারে আসে তা বাস্তবায়ন করতে অযথা নিজের বাবার টাকায় পড়তে এসে আন্দোলন করতে হবে না।
৪. সর্বোপরি, শোষনমুক্ত শিক্ষা আন্দোলনের পরবর্তী নিটার তার শিক্ষক - শিক্ষার্থী নিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলা বলবৎ থাকবে।

এখন প্রশ্ন যদি হয় একবারে প্রথমটি তাহলে আসলেই সবার জন্য মাথা ব্যাথার বিষয়।

এই মাথা ব্যাথা আর যন্ত্রনা শুধু অধ্যয়নরত শিক্ষার্থীদেরেই না।
এই যন্ত্রনা হওয়া উচিত প্রাক্তন নিটারিয়ানদের;
এই যন্ত্রনা হওয়া উচিত নিটারের বর্তমান শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ;
এই যন্ত্রণা হওয়া উচিত নিটারের বর্তমান পরিচালক সম্মানিত আশেকুল আলম রানা স্যারের;
এই যন্ত্রনা হওয়া উচিত, সম্মানিত তদন্ত কমিটি, BTMA এর সম্মানিত ব্যাক্তিবর্গের এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্যারের;
সব শেষে এই যন্ত্রনার ভাগিদার BTMC ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়।
কেনো যন্ত্রনা হওয়া উচিত, তা যদি মাথায় না আসে তাহলে বলবো দয়া করে আমরা অন্তত পূর্বের আন্দোলন গুলোর তিক্ত অভিজ্ঞতা আর মনে করতে চাই না।

প্রথম প্রশ্নের সূত্র ধরে আরেকটি প্রশ্ন করতে হয় যে, নিটার প্রশাসন, তদন্ত কমিটি, BTMA, গভর্নিং বডির চেয়ারম্যান সহ এত গুলো গুরুত্বপূর্ণ মানুষদের এই ১৪ জনকে কেনো আবার ফিরিয়ে আনতে চায়?
এই প্রশ্নের বেশ কিছু সম্ভাব্য উত্তর হতে পারে,

১. হয়তো এই ১৪ জনের দুর্নীতির সহায়ক এবং সাক্ষী ছিলেন এরা;
২. হয়তো এই ১৪ জনের ক্ষমতার দাম্ভিকতার কাছে এরা আসলে কিছুই না;
৩. সব শেষে ১৪ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো তাঁরা আসলে আমলেই না নিয়ে হালকা ভাবে দেখছেন।

যদি প্রথম পয়েন্ট সত্যি হয়, তবে নিটারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এই দুর্নীতিগ্রস্থ পরিচালনা পর্ষদের বেড়াজাল থেকে বের হয়ে পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়ের পথে সকলে মিলে এগিয়ে চলার সময় চলে এসেছে।

দ্বিতীয় পয়েন্টে উত্তরটা অযৌক্তিক। যেখানে প্রতিষ্ঠানের প্রধান অংশীদার শিক্ষার্থীরা চাচ্ছে না, সেখানে এই ভয় নিতান্তই অমূলক।
তৃতীয় পয়েন্টে যদি তারা ভাবতে থাকেন তাহলে এই ছোট্ট একটা ক্যাম্পাসে এত গুলো চোর-বাটপার পুষে রেখে এত গুলো শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদের কেউ দেয় নি।
কথা বলতে চাইলে ১৪ বছরের অনেক কথা বলতে হয়। সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিবো কোথা?

এখন পঁচে যাওয়া পায়ে যখন ঔষধে কাজ হবে না, তখন পা কেটে ফেলায় বুদ্ধিমানের কাজ, নতুবা পুরো শরীরে পচন ধরতে সময় লাগবে না।
BTMA এর অনেক প্রতিষ্ঠান আছে, এই ১৪ জনের কর্মসংস্থান করে দিয়ে তাদের রাজার হালে রাখার সদিচ্ছা থাকলে তারা কিন্তু তা করতে পারে। কিন্তু নিজেদের প্রতিষ্ঠানে চোর-বাটপার কে রাজার হালে রাখার বোকামি হয়তো করবেন না!

কিন্তু আমাদের পক্ষ থেকে সোজা বাংলা ভাষায় একটাই আলাপ,
"১৪ জন নিটারে এলে,
জ্বলবে আগুন নিটার জুড়ে!"
"১৪ জনের দোষরেরা
হুঁশিয়ার - সাবধান "
"১৪ জনের কালো হাত,
ভেঙে দাও গুড়িয়ে দাও"
জনৈক কমরেডের ভাষায়, "এর আগে তো আমগোরে মাইরা ক্যাম্পাস থেকে পালাইসোস, মান সম্মান থাকলেও একটাও আসতি না! নেক্সট টাইম আসলে হাত পা জায়গায় থাকবো না; মব-জাস্টিস!
ইনকিলাব জিন্দাবাদ! "
শুভকামনা আগামীকালের জন্য। আশা করি নিটারের ভবিষ্যতের কথা চিন্তা করে ১৪ জনের কাউকেই আসতে দেওয়া হবে না।
জয়তু নিটার।

27/02/2025

Address

Kohinoor Gate, Nayarhat
Savar
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when NITERian - নিটারিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share