Moments with Rakib Akash

Moments with Rakib Akash "Exploring life through travel, cricket, and movies. Sharing music, video edits, and all things creat

15/06/2025

পেজটি বড় করতে চাইলে একটিভ বন্ধু বাড়ানোই মূল চাবিকাঠি। তাই দেরি না করে এখনই ফলো করুন ।

নির্জন পথ, সবুজ ঘেরা, নীল আকাশে হাসি,গাছের ছায়ায় মিশে আছে প্রকৃতির ভালোবাসি।হাওয়া বয়ে আনে গ্রামের স্নিগ্ধতা, শান্তির গান...
15/06/2025

নির্জন পথ, সবুজ ঘেরা, নীল আকাশে হাসি,
গাছের ছায়ায় মিশে আছে প্রকৃতির ভালোবাসি।
হাওয়া বয়ে আনে গ্রামের স্নিগ্ধতা, শান্তির গান,
এই পথ যেন ডাকে মনের গোপন কোনে প্রাণ। 🌿🌞

13/06/2025

দীর্ঘদিন পর গ্রামে ফিরেছে অরণ্য। শহরের কংক্রিটে বসে বসে ক্লান্ত হয়ে গিয়েছিল সে। রোজ সকালে ট্রাফিকের শব্দে ঘুম ভাঙতো, আর রাতে ঘুমোতে যেতো হেডফোনে কৃত্রিম ঝরনার শব্দ শুনে।

কিন্তু এখানে...
এই গ্রামের সকালে ঘুম ভাঙে পাখির ডাক আর দূরের বাঁশবনের দুলুনিতে।
হাওয়া যখন ধানক্ষেত ছুঁয়ে আসে, মনে হয় কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।

একদিন সকালে সে হাঁটতে বের হয়। কুয়াশার চাদরে মোড়ানো পথ, পাশে সবুজ মাঠ। হঠাৎ থেমে যায় সে—একটা ছোট গাছের নিচে দাঁড়িয়ে।

গাছটা যেন বলছে—
"ফিরে এসেছো? আমি তো অপেক্ষায় ছিলাম। তুমি যখন চলে গিয়েছিলে, আমি তখন খুব ছোট ছিলাম। এখন আমি ছায়া দিতে পারি। বসো একটু, গল্প করি।"

অরণ্য হেসে ফেলে। সে বসে পড়ে ঘাসের উপর। মাটির গন্ধ, পাখির শব্দ, আর নরম আলোয় চারপাশ এক ধরনের শান্তিতে ভরে যায়।

গাছের পাতায় ঝিরঝিরে বাতাস বইছে।
হয়তো সত্যিই—এটাই সবুজের চিঠি।
শহরের ক্লান্ত অরণ্যের কাছে তার প্রকৃত ঠিকানা ফিরে এসেছে।

শুভ সকাল
13/06/2025

শুভ সকাল

প্রাণের প্রিয় ক্যাম্পাস
10/06/2025

প্রাণের প্রিয় ক্যাম্পাস

ঈদে বাড়িতে আসলে আগের মতো ফিল পাওয়া যায় না 🥲🥲🥲
08/06/2025

ঈদে বাড়িতে আসলে আগের মতো ফিল পাওয়া যায় না 🥲🥲🥲

07/06/2025

🌙 ছেলের ঈদ, বাবার কষ্ট 🌙
ঈদের আর মাত্র একদিন বাকি।
ঢাকার অলিগলিতে সবার হাতে শপিং ব্যাগ, মুখে ঈদের আনন্দ।
কিন্তু শহরের পাশে এক ঝুপড়িতে বসে আট বছরের মারুফ জানেই না ঈদ মানে কী।
ওর কাছে ঈদ মানে—একদিন ভালো খাবার পাওয়া যায় কিনা।

মারুফের বাবা রিকশা চালান। ঈদের সময় বেশি ভাড়া পাওয়া যায়, তাই ভোর থেকে রাত অবধি চালান।
তবু প্রতিদিনই বাসায় ফিরে বলে,
“এবার ঈদের জামা কিনতে পারবো না, বাবু। খরচ বেশি, আয় কম।”

মারুফ কিছু বলে না, শুধু চুপচাপ জানালার পাশে বসে পাশের বাসার ফ্যান্সি কাপড় পরা বাচ্চাগুলোর দিকে চেয়ে থাকে।

ঈদের সকালে ঘুম ভাঙতেই মারুফ দেখে, মাথার পাশে একটা ছোট প্যাকেট।
খুলে দেখে — একদম চকচকে নীল পাঞ্জাবি!
আর পাশে একটা চিরকুট:

“বাবু, তোর মুখের হাসিই আমার ঈদ।
কষ্ট করে একটু ধার করলাম — পর তো দেখি, কেমন লাগে?”
— তোর আব্বু ❤️

মারুফ চোখ মুছে জামাটা বুকে চেপে ধরে।
সেই ঈদে তার পাঞ্জাবি ছিল সবচেয়ে সুন্দর, কারণ তাতে লেগে ছিল বাবার ঘামের গন্ধ, আর ভালোবাসার ছোঁয়া।

07/06/2025

🌙✨ ঈদ মোবারক! ✨🌙
আলহামদুলিল্লাহ! নতুন ভোর, নতুন অনুভূতি, নতুন খুশি নিয়ে এলো পবিত্র ঈদের দিন।
প্রতিটি মন ভরে উঠুক শান্তি, ভালোবাসা আর আনন্দে।
পরিবার, বন্ধু আর প্রিয়জনদের সঙ্গে কাটুক জীবনের সেরা মুহূর্তগুলো।
ঈদের প্রথম সকাল সবার জন্য হোক মঙ্গলময় ও আনন্দময়। 🌸🤍

Address

Savar
1349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moments with Rakib Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category