মিঠু

মিঠু ভালোবাসার গল্প দিয়ে সাজানো আমাদের পেজ?

মাশাআল্লাহ গরিবের ঘরে পরী😍😍
30/06/2025

মাশাআল্লাহ গরিবের ঘরে পরী😍😍

নতুন পানির মাছ ❤️
29/05/2025

নতুন পানির মাছ ❤️

জেনে নিন মেজারমেন্ট টেপ সম্পর্কে | Measurement Tapeগার্মেন্টস কোয়ালিটির কাজ শিখতে সবার আগে মেজারমেন্ট ভালো ভাবে জানতে হ...
25/05/2025

জেনে নিন মেজারমেন্ট টেপ সম্পর্কে | Measurement Tape
গার্মেন্টস কোয়ালিটির কাজ শিখতে সবার আগে মেজারমেন্ট ভালো ভাবে জানতে হবে ৷ মেজারমেন্ট ছাড়া কোয়ালিটির কোন মুল্য নেই গার্মেন্টস জগতে ৷ সুতরাং মেজারমেন্ট জানতে হলে আগে মেজারমেন্ট টেপ সম্পর্কে ভালো জানতে হবে ৷ দেখুন নিচের দিকে মেজারমেন্ট টেপ সম্পর্কে A to Z তুলে ধরা হয়েছে ।

✅ মেজারমেন্ট:
মেজারমেন্ট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ পরিমাপ, পরিমান কিংবা মাপ। মেজারমেন্ট এর ইংরেজি বানান Measurement. ইংরেজি Measure (পরিমাপ করা) থেকে এসেছে ।
Measurement. কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা ওজন। বা অন্য কিছুর যে মাপ নেয়া হয় সেটাই মেজারমেন্ট ৷

✅মেজারমেন্ট বলতে কি বোঝ ?
উওরঃ মেজারমেন্ট অর্থ হচ্ছে পরিমাপ করা ! যে কোন পণ্যের গুণগত মান ও মাপ সঠিক রাখার জন্য মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
একটা মেজারমেন্ট টেপকে কয় ভাগ করা হয়?
*একটা মেজারমেন্ট টেপকে ২ ভাগে ভাগ করা! হয় । (১) ইঞ্চি
(২) সিএম,

✅ একটা মেজারমেন্ট টেপ-এ কয় ইঞ্চি ?
*একটা মেজারমেন্ট টেপ-এ ৬০ ইঞ্চি ৷
✅ একটা মেজারমেন্ট টেপ-এ সি এম & মিলিমিটার আছে?
*১৫০ সি,এম এবং ১৫০০ মিলিমিটার আছে।
✅ ১ ইঞ্চিকে আবার ৮ ভাগে ভাগ করা হয় এবং ১ সিএম কে ১০ ভাগে ভাগ করা হয়।
(বায়ার স্পেক শীট অনুযায়ী মেজারমেন্ট করতে হবে।)
✅ আমরা জানি সাধারনত:
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
১২ ইঞ্চি = ১ ফুট
৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ
৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
✅ ইঞ্চি মেজারমেন্ট :
*১ম অংশ ৮ ঘরের সুত্র:
১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার
১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার
২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার
৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার
৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার
৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার
৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার
৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার
⇘ ২য় অংশ ১৬ ঘরের সুত্র:
১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) বা ১.৫৯ মিলিমিটার
৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা) বা ৪.৭৬ মিলিমিটার
৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা) বা ৭.৯৪ মিলিমিটার
৭/১৬ ইঞ্চি = ৩. ১/২ (সাড়ে ৩ সুতা) বা ১১.১১ মিলিমিটার
৯/১৬ ইঞ্চি = ৪. ১/২ (সাড়ে ৪ সুতা) বা ১৪.২৯ মিলিমিটার
১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা) বা ১৭.৪৬ মিলিমিটার
১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা) বা ২০.৬৪ মিলিমিটার
১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ সাড়ে ৭ সুতা বা ২৩.৮১ মিলিমিটার

তোমাদের আঞ্চলিক ভাষায় ইহাকে কি বলে,,🥰
23/05/2025

তোমাদের আঞ্চলিক ভাষায় ইহাকে কি বলে,,🥰

একজন পাগল হয়েছে 😌আরেকজন একই পথে পা বাড়িয়েছে 😔
12/05/2025

একজন পাগল হয়েছে 😌
আরেকজন একই পথে পা বাড়িয়েছে 😔

ফ্যামিলি যখন ভুল ডিসিশন নেয়! 🙂
28/04/2025

ফ্যামিলি যখন ভুল ডিসিশন নেয়! 🙂

😥 চোখে এখনো লাজ ভাঙেনি। যুগলবন্দী জীবনের মাত্র ৭ দিন। শুকায়নি নববধূর হাতের মেহেদিও। হয়তো একগাদা স্বপ্নও সাজিয়েছিলেন। ...
20/07/2022

😥 চোখে এখনো লাজ ভাঙেনি। যুগলবন্দী জীবনের মাত্র ৭ দিন। শুকায়নি নববধূর হাতের মেহেদিও। হয়তো একগাদা স্বপ্নও সাজিয়েছিলেন। জনম জনমের পথ পাড়ি দিবে বলে হাত রেখেছিল পল্লী বিদ্যুতের কর্মকর্তা হিমেলের হাতে।

কিন্তু সেই হাত নিরব নিস্তেজ এক কফিনের উপর। খুনসুটি আর মুঠো মুঠো প্রেমের ডালি নিয়ে অপেক্ষার পরিবর্তে শেষ গন্তব্যে পৌঁছে দিচ্ছেন প্রিয়তমকে।

ওপারে ডাক কখন আসে, মানুষ জানে না। প্রতিটি চলে যাওয়ার পিছনে কত কত স্বপ্ন আর গল্প যে জমা থাকে। সেই অব্যক্ত বেদনা সারা জীবন কুড়ে কুড়ে খেলেও মুখ ফুটে প্রিয়তমকে আর বলা হবে না।

সদ্যই হিমেল পাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মধ্যবিত্ত পরিবারের অন্য আট/ দশটা ছেলের মতোই ভেবেছিলেন এবার বাবা-মায়ের মুখে একটু হাসি ফুটুক। নিচ্ছিলেন বিসিএস পরীক্ষার প্রিপারেশন। প্রস্তুতি নিচ্ছিলেন রিটেন পরীক্ষা দেয়ার। তবে এর মধ্যেই চাকরি হয়ে যায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে।

বিয়ে করেছেন এই ঈদের ছুটিতে, এক সপ্তাহও পার হয়নি। কিন্তু সৃষ্টিকর্তা একটা ভিন্ন উপাখ্যান লিখে রেখেছেন, যা আমরা কখনোই জানিনা জানতে পারিও না। কেবল সাক্ষী হই কখনোবা উপাখ্যানের চরিত্র হই।

ছুটি শেষে হিমেল পরশুই ফিরেছিলেন কর্মস্থলে। গতকাল শখের বশে সহকর্মীদের সঙ্গে গিয়েছিলেন হাওরে মাছ ধরতে। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অল ওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর কাছে জাল ‍দিয়ে মাছ ধরতে গিয়ে তিনি প্রবল স্রোতে তলিয়ে যান।

একদিন পর আজ মিলেছে হিমেলের লাশ। আর সেই লাশ পরম মমতায় আগলে গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাচ্ছেন প্রিয়তমা স্ত্রী।

হিমেল ক্যাম্পাসেরই ছোট ভাই। কিন্তু পরিচয় নেই। কিন্তু এভাবে চলে যাওয়াটা খুব পীড়া দিচ্ছে। আল্লাহ ছেলেটাকে ওপারে ভালো রাখুক।

- মন খুলে হাসতে জানলে জীবন সুন্দর। 🤍🥀
14/07/2022

- মন খুলে হাসতে জানলে জীবন সুন্দর। 🤍🥀

10/07/2022

একটা মেয়েও অনলাইনে নাই; সবাই ভুঁ ড়ি পরিষ্কার করতেছে!'🙂

এই সুযোগে আজকে অনেকে "ঈদ মোবারক" বলে Conversation শুরু করবে!'💁‍♂️
10/07/2022

এই সুযোগে আজকে অনেকে "ঈদ মোবারক" বলে Conversation শুরু করবে!'💁‍♂️

09/07/2022

-When I see cutest me in front of the mirror 🥀🥰

কই রে তোরা 🙂তাড়াতাড়ি খাইতে আয়! আজকে পাকা কাঁঠাল দিয়ে পাঙ্গাশ মাছ রান্ধছি😊শুক্রবার স্পেশাল 😍
09/07/2022

কই রে তোরা 🙂তাড়াতাড়ি খাইতে আয়! আজকে পাকা কাঁঠাল দিয়ে পাঙ্গাশ মাছ রান্ধছি😊
শুক্রবার স্পেশাল 😍

Address

Savar

Opening Hours

Monday 01:00 - 12:00
Tuesday 01:00 - 12:00
Wednesday 01:00 - 12:00
Thursday 01:00 - 12:00
Friday 01:00 - 12:00
Saturday 01:00 - 12:00
Sunday 01:00 - 12:00

Telephone

+8801987654321

Alerts

Be the first to know and let us send you an email when মিঠু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category