গল্প কথা

গল্প কথা বদলাইনি 🌼
বুঝতে শিখেছি 😊

একটা গল্প শুনবেন???একজন আগুন্তকঃ দেখতে খুবই সাধারণ ছিল। কোনো এক বিশেষ জায়গায় তার সাথে আমার প্রায়ই দেখা হতো কিন্তু কখনো ...
03/08/2025

একটা গল্প শুনবেন???
একজন আগুন্তকঃ দেখতে খুবই সাধারণ ছিল। কোনো এক বিশেষ জায়গায় তার সাথে আমার প্রায়ই দেখা হতো কিন্তু কখনো কথা হতো না তেমনভাবে তাকিয়েও দেখা হতো না। তারপর একদিন হঠাৎ ঘুমের মধ্যে আমার স্বপ্নে তার আগমন হল দেখলাম তার হাত ধরে দাড়িয়ে আছি একটা ছাঁদের ওপর। ঘুম ভাঙার পরে খুব হতভম্ব হলাম.... এটা আবার কেমন স্বপ্ন ছিল? যাই হোক তারপর থেকে তার সাথে দেখা হলেই আমি দূর থেকে লুকিয়ে তাকে পর্যবেক্ষণ করতাম। তারপর একদিন খেয়াল করলাম সেও আমাকে আড় চোখে তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে কিন্তু আমাকে বুঝতে দেয় না। একদিন দুজন দুজনকে লুকিয়ে দেখতে গিয়ে চোখে চোখ পড়ে গেল দু'জনের। ইসসস্ ধরা পড়ে গেলাম দু'জনেই। তারপর প্রায়ই দুজনের চোখাচোখি হতে থাকে। সাধারণ থেকে অসাধারণ হতে শুরু করলো সে আমার চোখে। শুধু চোখেই দেখা হতো কখনো কথা হতো না তার সাথে। খুব চাইতাম সে আমার সাথে একটু আগ বাড়িয়ে কথা বলুক কিন্তু নাহ ছেলে তো ভীষণ লাজুক আর ভীতু স্বভাবের। তারপর সাহস করে একদিন নিজেই একটি টিস্যু পেপারে আমার সাথে যোগাযোগ করার একটি মাধ্যম দিলাম তাকে। সে যখন টিস্যু পেপারটি হাতে পেল তখন তার চোখ মুখের অবস্থা দেখার মতো ছিল না যেন সে প্রস্তুতই ছিল না ওই মূহুর্তের জন্য। তারপর থেকেই শুরু হয়ে গেল আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। রাতে একটা অচেনা নাম্বার থেকে ফোনে একটা কল আসতেই বুক টা ধুক করে উঠলো হাত পা ঠান্ডা হয়ে গেল কন্ঠটা জমে গেল খুব কষ্ট করে ফোনটা রিসিভ করে হ্যালো বললাম ওপাশ থেকে একটা ভাড়ি কন্ঠে মৃদু করে বলল......" সাদিয়া বলছেন? "
তারপর.........
বাকিটা আর একদিন বলছি।

আমিতো একদম জমিদারনী হয়ে গেছি সারাদিন শুধু খাও দাও ঘুমাও আর মোবাইল গুতাও 😁
01/08/2025

আমিতো একদম জমিদারনী হয়ে গেছি সারাদিন শুধু খাও দাও ঘুমাও আর মোবাইল গুতাও 😁

01/08/2025

বড় হ‌ওয়ার পর এটাই ছিল প্রথম নৌকা ভ্রমন খুবই এক্সাইটেড ছিলাম সেদিন আবার খুব ভয়ও পাচ্ছিলাম তার হাত চেপে বসেছিলাম কিছুখন তারপর দেখলাম যে নাহ্ বেশ ভালই লাগছে মুহূর্তটা উপভোগ করতে শুরু করলাম আমি। আমার চোখে মুখে আনন্দ দেখে সে বারবার আমাকে তাকিয়ে দেখছিল আর আমাকে ছোট বাচ্চার মতো মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তারপর তীরে নৌকা থামলো। যাহ্ এত তারাতাড়ি নদী শেষ হয়ে গেল....? আমার গালে হাত বুলিয়ে দিয়ে সে বলল নদী শেষ হয় নি আমাদের যাত্রা শেষ আর একদিন নিয়ে আসবো কেমন? নাহ্ বাবা আর কখনো উঠবো না বেশ ভয়ও পেয়েছি 😮‍💨। সে দাঁত কেলিয়ে হো হো করে হেসে বলল বলদী মেয়ে....। 🙄

30/07/2025

যে স্বামী যৌবনে স্ত্রী-সন্তানের মূল্য বোঝে না, বার্ধক্যে তাকেও কেউ গুরুত্ব দেয় না। কারণ সম্পর্কের মূল্য সময়মতো না দিলে,
সময়ও একদিন সেই মানুষকে অবমূল্যায়ন করে দেয়…

29/07/2025
24/07/2025

এত তাড়া কিসের সব ভালো একটু দেরি করেই হয় খারাপটা ধৈর্য ধরে সহ্য করতে হয়।

বৃহস্পতিবার রাতে জামাইয়ের আবদার রামেন 🍜 ゚viralシfypシ゚viralシ
24/07/2025

বৃহস্পতিবার রাতে জামাইয়ের আবদার রামেন 🍜
゚viralシfypシ゚viralシ

23/07/2025

মা কি আর জানত আজ সকালের বিদায় শেষ বিদায় জানলে তো আর ঘুম থেকেই ডেকে তুলতো না নিজ হাতে তৈরি করে স্কুলে দিয়ে আসতো না
😭🤲

20/07/2025

কাইজ্জা তো আবার লাইগা গেল ফেসবুকে 😂😂😂

Address

Savar
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্প কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share