
03/08/2025
একটা গল্প শুনবেন???
একজন আগুন্তকঃ দেখতে খুবই সাধারণ ছিল। কোনো এক বিশেষ জায়গায় তার সাথে আমার প্রায়ই দেখা হতো কিন্তু কখনো কথা হতো না তেমনভাবে তাকিয়েও দেখা হতো না। তারপর একদিন হঠাৎ ঘুমের মধ্যে আমার স্বপ্নে তার আগমন হল দেখলাম তার হাত ধরে দাড়িয়ে আছি একটা ছাঁদের ওপর। ঘুম ভাঙার পরে খুব হতভম্ব হলাম.... এটা আবার কেমন স্বপ্ন ছিল? যাই হোক তারপর থেকে তার সাথে দেখা হলেই আমি দূর থেকে লুকিয়ে তাকে পর্যবেক্ষণ করতাম। তারপর একদিন খেয়াল করলাম সেও আমাকে আড় চোখে তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে কিন্তু আমাকে বুঝতে দেয় না। একদিন দুজন দুজনকে লুকিয়ে দেখতে গিয়ে চোখে চোখ পড়ে গেল দু'জনের। ইসসস্ ধরা পড়ে গেলাম দু'জনেই। তারপর প্রায়ই দুজনের চোখাচোখি হতে থাকে। সাধারণ থেকে অসাধারণ হতে শুরু করলো সে আমার চোখে। শুধু চোখেই দেখা হতো কখনো কথা হতো না তার সাথে। খুব চাইতাম সে আমার সাথে একটু আগ বাড়িয়ে কথা বলুক কিন্তু নাহ ছেলে তো ভীষণ লাজুক আর ভীতু স্বভাবের। তারপর সাহস করে একদিন নিজেই একটি টিস্যু পেপারে আমার সাথে যোগাযোগ করার একটি মাধ্যম দিলাম তাকে। সে যখন টিস্যু পেপারটি হাতে পেল তখন তার চোখ মুখের অবস্থা দেখার মতো ছিল না যেন সে প্রস্তুতই ছিল না ওই মূহুর্তের জন্য। তারপর থেকেই শুরু হয়ে গেল আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। রাতে একটা অচেনা নাম্বার থেকে ফোনে একটা কল আসতেই বুক টা ধুক করে উঠলো হাত পা ঠান্ডা হয়ে গেল কন্ঠটা জমে গেল খুব কষ্ট করে ফোনটা রিসিভ করে হ্যালো বললাম ওপাশ থেকে একটা ভাড়ি কন্ঠে মৃদু করে বলল......" সাদিয়া বলছেন? "
তারপর.........
বাকিটা আর একদিন বলছি।