
10/10/2025
আমার বাড়ির ভাত বাদে দুনিয়ার সব মজা লাগে😐।
আর ফুচকার কথাতো বলাই যাবে না।😐
এখন আমার আশেপাশের কিছু মানুষ কইবে, "দিন রাইত ডায়েট করে আর আই ছে খাইতে ভাল্লাগে কইতে😡"।
তাদের উদ্যেশ্য করে বলতে চাই,
" ওরে ভাই, আমি ডায়েট করি না😓। আমার মনে অনেক খুদা😊 কিন্তু পাকস্থলীখানা ছোটো 🥺। তাই যত কিছু খাইতে মনে চায় সব খাইতে পারি না😐।
゚