AERE Crushes & Confessions

AERE Crushes & Confessions লিখে ফেলুন না বলা কথাগুলো।

আর বেশি বেশি করে ক্রাশ খাবেন

 TO: Mimiya JannatHsc batch 2022এই মেয়ে শুনো, তুমি এতো সুন্দর কেন?  তোমার দিকে তাকালেই আল্লাহ'র শুকরিয়া আদায় করার ইচ্ছা ...
27/05/2022



TO: Mimiya Jannat
Hsc batch 2022

এই মেয়ে শুনো, তুমি এতো সুন্দর কেন? তোমার দিকে তাকালেই আল্লাহ'র শুকরিয়া আদায় করার ইচ্ছা করে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর।

আমার চোখে দেখা সব থেকে বেশি সুন্দর আমার মা, তারপরেই তুমি। ( তোমাকে ২য় বললাম বলে অভিমান করো না, আমি মা কেই সবার আগে রাখবো)

আমার নিজেকে ধন্য মনে হয় কারন আল্লাহর এই অপরুপ সৃষ্টি ( তোমাকে ) দেখার সৌভাগ্য আমার হয়েছে। তোমাকে আপন করে পাওয়ার ভিশন ইচ্ছা মনে পুষে রেখেছি। জানি সেই সাধ্য আমার নেই।
তবু তোমাকে ভালোবেসে যাব অনন্তকাল। কারন আমি বিশ্বাস করি, কাউকে আপন করে পাওয়ার জন্যই ভালোবাসতে হবে এমন না। তোমাকে পাই বা না পাই সারাজীবন ভালোবেসে যাব।

প্রতিটা গভীর রাতে , আমি আল্লাহর দরবারে হাত পেতে একটা কথাই বলি আল্লাহর ইবাদতের জন্য পরকালে যদি সুখের স্থান জান্নাত পাই আল্লাহর কাছে তুমি জান্নাত কে চেয়ে নিব।

এখন না হয় তুমি আমার হলে না, তখন কিন্তু না করতে পারবে না।

27/05/2022

কেমন আছো বাবুরা?
তোমাদের সাথে কত শত বছর দিল খুলে কথা হয়না😪

16/05/2022

ব্যক্তিগত কিচ্ছু সমস্যার কারণে পেজে সময় দিতে পারছি না। অনেকেই পেজে মেসেজ দিয়েই যাচ্ছেন।
নিজেদের তো ব্যক্তিগত লাইফ বলে কিছু থাকে ভাই/আপু 😀
এভাবে ডেস্পারেট হবার কি আছে?
আজকে কনফেশন না দিতে পারলে কাল দিবো। সময় দেন ভাই।
ফ্রি হয়ে সবার মেসেজের রিপ্লাই দিবো অধৈর্য্য হইয়েন না।।
ধন্যবাদ 🙂।

 From : চিনবা না।🫣To : MD Fahim Dewan (my future hubby 🤭),(আমার একমাত্র ভালোবাসার মানুষ)Class: nine (science)প্রথমেই বলে...
14/05/2022



From : চিনবা না।🫣

To : MD Fahim Dewan (my future hubby 🤭),(আমার একমাত্র ভালোবাসার মানুষ)
Class: nine (science)

প্রথমেই বলে রাখি আমি তোমার junior.....🤷🏻‍♀️

আমার ভালোবাসার মানুষটা আশা করি তুমি ভালো আছো ।🥰😊
মনে মনে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি ।🤭
তোমাকে প্রথম কবে দেখেছিলাম সবার মতো তারিখ মনে নেই। 🥴তবে ২০১৯ এ তোমাকে প্রথম দেখেছিলাম এটা মনে আছে ।🥲
অনেক দিন Facebook friend ছিলাম Msg দেওয়ার সাহস হয়নি কখনো।😑😑 প্রতিদিন তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকি । তুমি আমার দিকে তাকিয়ে দেখও না।🙄
সামনে যেয়ে কথা বলার সাহস হয়নি।🥹 যদিও তুমি অনেক মেয়ের সাথে কথা বলো।😩
হয়তো তোমার friend তবে আমার অনেক খারাপ লাগে।😫

তুমি কখনোই বুঝতে পারবে না আমার কতটা খারাপ লাগে ।🥺
ভেবেছিলাম তোমায় নিয়ে confession দিবো কিন্তু আমার আগেই অন্য কেউ দিয়েছে।😟
মেয়েটির পরিচয় বের করার অনেক চেষ্টা করেছি কিন্তু কোন লাভ হয়নি।🤦🏻‍♀️
জানি না কেন তোমাকে দেখলে অনেক ভয় হয় ।🧟
তোমাকে নিয়ে কথা শেষ হবে না ।🐸 এতো মেয়েদের সাথে কথা বলবা না ।
আবার তোমার নাকি মেয়ে best friend আছে নাম জানি বললাম না।🥴
ওর সাথে এতো কথা কেন বলো । কথা বলবা না।🥴🤫
আমার একটাই চাওয়া তুমি সবসময় ভালো থেকো আমার ভালোবাসার মানুষটা।😙💛
I really love you 👻🥰

 from : পরিচিত কেউ to: shawon Chowdhury Class 9(science) আসসালামু আলাইকুম প্রিয়। কিভাবে শুরু করব বুঝতে পারছিনা।🥴 তোমাকে...
13/05/2022



from : পরিচিত কেউ
to: shawon Chowdhury
Class 9(science)

আসসালামু আলাইকুম প্রিয়।
কিভাবে শুরু করব বুঝতে পারছিনা।🥴 তোমাকে যে আমি প্রথম দেখায় ভালোবেসেছি তা নয়। আমি তোমাকে আগে সহ্য ই করতে পারতাম না। কারন তুমি একটু বেশি ই চঞ্চল ছিলে।এখন ও আছো। তবে তোমার এই চাঞ্চল্য টাই আমাকে এখন বেশি মুগ্ধ করে। তোমার attitude, মায়া ভরা innocent চেহারা, তোমার মায়া ভরা দুটি চোখ,তোমার হাসি সবই আমার খুব প্রিয়। তবে তোমার দুটি অগোছালো eyebrow আর গোছলো চুল আমার একটু বেশিই প্রিয়। তুমি আমার যে শুধু crush তা না তুমি আর প্রথম ভালোবাসা।তুমি যদিও কোনো মেয়ে দের সাথে কথা বল না।কিন্ত কোন মেয়ে যদি তোমার দিকে তাকায় বা কোন রকম react করে তখন আমার সহ্য হ্য় না। যাই হক আমি তো এর আগে কাওকে confession দেই নাই তাই কি বলব বুজতে পারতাছি। আমি তোমাকে কখন নিজের মুখে বলতে পরব না তাই এই confession এ বলে একটু হাল্কা হলাম আর কি😁তো I love you ❤️🙈🙈.তোমায় এদিন না দেখলে তোমার সাথে একদিন কথা না হলে মনে হয় দম বন্ধ হয়ে যায়।যদিও বাস্তবে কখনো কথা বলি নাই। তাও কখনো school miss দিও না।

 To : Farabiya Islam JaraInter 2nd year (humanities)আল্লাহ...কি যে লিখবো😑This is the 1st and last confession of my life....
13/05/2022



To : Farabiya Islam Jara
Inter 2nd year (humanities)

আল্লাহ...কি যে লিখবো😑
This is the 1st and last confession of my life. প্রথম যখন তোমাকে দেখি, কেমন অদ্ভুত প্রশান্তি মন জুড়ে বয়ে চলেছিলো। তারপর থেকে এখন পর্যন্ত আর কাওকে ভালোলাগেনি।

The way u look, the way u smile, the way u talk...ufff🙃
তোমার ফ্রেন্ডলিস্টে আমার জায়গা হওয়ার পর থেকে প্রতিটা দিন প্রোফাইলে ঘুরা, তোমার ছবির সাথে কথা বলা,

"ভালোবাসি" কথাটা তোমার চোখে চোখ রেখে বলতে চাই, কিন্তু তোমার সামনে গেলেই এত নার্ভাস লাগে, কিছু বলবো তো দূরের কথা, তোমার চোখের দিকে তাকাতেই পারিনা ঠিক মত😪..I really love u like u are "The Only One".. 🥺
Bye the way...🥰

 from : পরিচিত কেউ to: shawon Chowdhury Class 9(science) আসসালামু আলাইকুম প্রিয়। কিভাবে শুরু করব বুঝতে পারছিনা।🥴 তোমাকে...
12/05/2022



from : পরিচিত কেউ
to: shawon Chowdhury
Class 9(science)

আসসালামু আলাইকুম প্রিয়।
কিভাবে শুরু করব বুঝতে পারছিনা।🥴 তোমাকে যে আমি প্রথম দেখায় ভালোবেসেছি তা নয়। আমি তোমাকে আগে সহ্য ই করতে পারতাম না। কারন তুমি একটু বেশি ই চঞ্চল ছিলে।এখন ও আছো। তবে তোমার এই চাঞ্চল্য টাই আমাকে এখন বেশি মুগ্ধ করে। তোমার attitude, মায়া ভরা innocent চেহারা, তোমার মায়া ভরা দুটি চোখ,তোমার হাসি সবই আমার খুব প্রিয়। তবে তোমার দুটি অগোছালো eyebrow আর গোছলো চুল আমার একটু বেশিই প্রিয়। তুমি আমার যে শুধু crush তা না তুমি আর প্রথম ভালোবাসা।তুমি যদিও কোনো মেয়ে দের সাথে কথা বল না।কিন্ত কোন মেয়ে যদি তোমার দিকে তাকায় বা কোন রকম react করে তখন আমার সহ্য হ্য় না। তোমাকে একদিন না দেখলে ভালো লাগে না দমবন্ধ হয়ে আসে। যাই হোক, আমি তোমাকে কখন নিজের মুখে বলতে পরব না তাই এই confession এ বলে একটু হাল্কা হলাম আর কি😁তো I love you ❤️🙈🙈

 To: Asadullah SunnyClass: SSC Batch 2k23 (Science)প্রিয়,,,, তুমি হয়তো কখনো জানবে না আমি তোমাকে কতটা ভালোবাসি।🥺 প্রতিটা ...
10/05/2022



To: Asadullah Sunny
Class: SSC Batch 2k23 (Science)

প্রিয়,,,,
তুমি হয়তো কখনো জানবে না আমি তোমাকে কতটা ভালোবাসি।🥺 প্রতিটা মূহুর্তে তোমার অস্তিত্ব অনুভব করি।😌 আমার কাছে ভালোবাসা মানে তুমি।🥀 যদি কখনো জানতে চাও কেনো ভালোবাসি, তাহলে আমি নির্বাক।☹️ কিন্তু তোমাকে ভালোবাসি। ❤️

দুঃখিত,,, তোমাকে সামনাসামনি কিছু বলার মত সাহস এখনো হয়নি। 😶 ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলাটা কঠিন কাজ।😫 তাই এখানে নিজের অনুভুতি অস্ফুট আস্ফালন করা ছাড়া আর কোনো উপায় নাই।😩 তোমার প্রতি ভালোবাসাটাও শব্দে বর্ননা করা অসম্ভব।🤐

শত শত কনফেশনের ভিড়ে আামার ছোট্ট কনফেশনটি হয়তো হারিয়ে যাবে। তুমিও হয়তো মূল্য দিবে না। ভালো থেকো প্রিয় ❤️

তুমি বিহীন শূন্য শহর মন
এই অনুভব কতটুকু বুঝো?

ইতি
তোমার অপরিচিতা

 To: RisatClass:10Group: Commerce(roll-1)                 সা‌হিত‌্য দিয়ে চি‌ঠি লিখ‌লেই বু‌ঝি প্রিয়তমার মন পাওয়া যায়? আ‌ম...
10/05/2022



To: Risat
Class:10
Group: Commerce(roll-1)

সা‌হিত‌্য দিয়ে চি‌ঠি লিখ‌লেই বু‌ঝি প্রিয়তমার মন পাওয়া যায়?
আ‌মি তো কো‌নো ক‌বি কিংবা লেখক নই। আ‌মি নিতান্তই একজন সাধারণ মানুষ, আর দশটা সাধারণ মানুষ যেভা‌বে প্রেমে প‌ড়ে, আ‌মিও তার ব‌্যতিক্রম নই। ভা‌লোবাসাটা খুব অমূল‌্য সম্পদ। এই সম্পদটা আপনাকে দি‌তে চাচ্ছি সেই ক‌বে থে‌কেই, কিন্তু তুমি নি‌তে চাচ্ছো কিনা সেটাই তো অজানা।
সেই কবে থেকেই আইডিতে ঢু মেরে আপনায় দেখি, আপনার চঞ্চলতা আমার খুবই পছন্দের। তবে কখনো নক দেওয়া হয়নি।

 From:পরিচিত কেও To :Mehejabin Muniat (Megha😇💘)class :9(science)আসসালামু আলাইকুম।প্রিয়☺️আশা করি ভালো আছো।কিভাবে যে শুরু ...
09/05/2022



From:পরিচিত কেও
To :Mehejabin Muniat (Megha😇💘)
class :9(science)
আসসালামু আলাইকুম।প্রিয়☺️
আশা করি ভালো আছো।কিভাবে যে শুরু করব বুঝতে পারছি না😅
খুবই ইচ্ছা করছিল তোমাকে এগুলো বলার কিন্ত বলবো কিভাবে!!!তোমার কোনো pic নাই।।আর তুমিও এমন যে fb তে কখনো pic dao na. অনেক কষ্টে ai pic ta tomar
akta friend ar kas theke niyesi r akhn to shobshomoi dekhi😊
তুমি অন্য মেয়েদের থেকে অনেক আলাদা।আজ কালকার দিনে এমন মেয়ে খুব কমই দেখা যায়।এত ভদ্র,চুপচাপ থাক।যা আমাকে মুগ্ধ করেছে।তোমার মার্জিত ব‍্যবহার,সামাজিক আচরন এক কথায় awesome 💙আর তোমার মায়াবী চোখ;;চোখের পাপরি উফফ joss
❤️ভালোবেসে ফেলেছি প‍্রিয়🥀
জানি তুমি এসব proposal এ পাত্তা দিবা না।তবুও ভালবাসি তোমাকে।

ভালো থেকো প্রিয়তমা❤️

 To: hidden 🥀From: shinthya AfrinClass: 9 (commerce)কি বলে শুরু করবো বুঝতে পারতেছি না।😅তোমাকে আমি 1 বছর যাবৎ follow করতে...
09/05/2022



To: hidden 🥀
From: shinthya Afrin
Class: 9 (commerce)

কি বলে শুরু করবো বুঝতে পারতেছি না।😅
তোমাকে আমি 1 বছর যাবৎ follow করতেসি কিন্তু তুমি পাত্তাই দেও না😑
1st যখন তোমাকে দেখছি তার চেয়ে এখন তুমি খুব সাধারণ হয়ে গেছো🥀
কিন্তু বলো তো তোমার মধ্যে এমন কি আছে যে তাও আমার তোমাকে এত ভালো লাগে🥰

তোমার চঞ্চলতা আমাকে মুগ্ধ করেছে।😍
তুমি একটু আমাকে পাত্তা দেও বুঝছো 😒
(বড় দের কথা শুনতে হয়😁)

আর হ্যাঁ তোমার গালের টোল টা দেখলে আমি মনে হয় বার বার নতুন করে তোমার উপর ক্রাশ খাই 😑🥀
একদিন তোমাকে follow করে তোমার বাসায় গেছিলাম আমাকে দেখছো নাকি জানি না। যদি তুমি বুঝো আমি কে একটু পাত্তা দিও🙂

অনেক বলে ফেলসি 😅
ভালো থেকো🥀

আল্লাহ হাফেজ ❤️🥀
ইতি,,
তোমার চেনা কেউ

It is the day of bliss and rejoices, a day to reflect and ponder. Most of all a day to celebrate together. Eid Mubarak t...
02/05/2022

It is the day of bliss and rejoices, a day to reflect and ponder. Most of all a day to celebrate together. Eid Mubarak to our beloved AERE family.

 From:অতৃপ্ত ভালোবাসাTo: Salman Bhuiyan (আমার চাল্লু)Class: 9( science )আমি তোমাকে অনেক দিন ধরেই নিজের করে ফেলেছি।কিন্তু...
02/05/2022



From:অতৃপ্ত ভালোবাসা
To: Salman Bhuiyan (আমার চাল্লু)
Class: 9( science )

আমি তোমাকে অনেক দিন ধরেই নিজের করে ফেলেছি।কিন্তু কখনো বলা হয়নি।তাতে সমস্যা নেই।আমি ভালোবাসলেই হবে।তুমি জানলে কখনোই আমাকে গ্রহণ করবে না।কিন্তু আমি তোমাকে নিজের অজান্তেই গ্রহণ করেছি। হয়তো আমরা কখনো দুজন দুজনার হতে পারবো না কিন্তু আমি তোমাকে শত মাইল দূরে থেকেই ভালোবাসব।আমি অনেকদিন তোমাকে মজার ছলে বলেছি যে i love you তুমিও মজার ছলে আই লাভ ইউ টু বলেছো। কিন্তু ওইযে মজার ছলে বলেছো।কখনো তোমাকে খোলাখুলি বলিনি যদি তুমি আমার সাথে কথা বলাই বন্ধ করে দাও সেই ভয়ে।তোমার থেকে অনেক দূরে চলে গেছি। তোমার শহরে আর নেই আমি কিন্তু তুমি এখনো আছো আমার সেই প্রিয় এ ই আর ই তেই।তুমি হয়তো এই পোস্ট টি পড়ার পর আমাকে খুজবে কিন্তু আমিতো তোমার থেকে অনেক দূরে। ভালো থেকো কবি😚😚😚😚।

ইতি
অতৃপ্ত ভালোবাসা

 From: গণধোলাই খাওয়ার ইচ্ছে নেই, আন্দাজ করেন আপনার  ফ্রেন্ড লিষ্টের কেউ🙄To: Shamiya Tanjin Sumi (Nilanjana) Inter 2nd y...
01/05/2022



From: গণধোলাই খাওয়ার ইচ্ছে নেই, আন্দাজ করেন আপনার ফ্রেন্ড লিষ্টের কেউ🙄
To: Shamiya Tanjin Sumi (Nilanjana)
Inter 2nd year

কলেজ থেকে চিনি তোমায়।খুব অদ্ভুত তুমি। তোমার হাসিটা আমার বেশ পছন্দ…ইশশশ কী সুন্দর গালের টোল তোমার। আররর হুমমম মন ভালো অথবা খারাপ যেমনই থাকুক সবসময় হাসবা।সব চেয়ে কাছ থেকে তোমাকে ক্লাসে ঢোকার সময় দেখি… ক্লাসে ঢোকার সময় আজকের পর থেকে আমার জন্য হলেও হাসবা।আমি দূর থেকে দেখব… আর আমাদের কিন্তু অনেকবার চোখে চোখ পরে … তখন আমার মনে হয় এই মানুষটাকে কেন এত ভালো লাগে? এই ভালো লাগা থেকে আজ এত কিছু লিখছি। আর শুন ক্লাসে কথা কম বলবা। মনোযোগ দিয়ে ক্লাস করবা।
আমার এই চলমান জীবনের যতটুকু তোমায় নিয়ে জড়িত যেমন তোমার হাসি আমার মন ভালো করে দেয় তাছাড়া তুমি অনেক সুন্দর
তোমাকে নিয়ে বেশি কিছু আর লিখতে চায়না কারন তোমাকে নিয়ে লিখতে গেলে আমার কলম এর কালি শেষ হয়ে জাবে ডায়েরির পাতা শেষ হয়ে জাবে তাই আর কিছু বলবোনা শুধু একটা কথায় বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়🥰

তোমার আমার ভালবাসা শেষ হওয়ার নয়💐🌺
শুধু তোমায় কাছে চায় এই হৃদয় 🖤
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখের ই দেশে হারিয়ে🤩
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখের ই দেশে হারিয়ে

সবসময় ভালো থাকো আর নিজের খেয়াল রেখো। 😒

 From: তোমার চেনা হয়েও অচেনা 🙂To : Tabassum Moly Class : nine (commerce)আশা করি ভালোই আছো।🥰তোমাকে অনেকদিন থেকেই একটা কথ...
30/04/2022



From: তোমার চেনা হয়েও অচেনা 🙂
To : Tabassum Moly
Class : nine (commerce)

আশা করি ভালোই আছো।🥰
তোমাকে অনেকদিন থেকেই একটা কথা বলতে চেয়েছি। কিন্তু কখনও বলা হয়ে ওঠেনি।
যখন তোমার সাথে প্রথমবার দেখা হয়েছিল তখনই তোমাকে ভালোবাসে ফেলেছি। তোমার সাথে কথা বললে মনটা অনেক ভালো হয়ে যায়। আবার তোমাকে অন্য কারো সাথে দেখলে আমার একদম ভালো লাগেনা। অনেক jealous হই। হয়তো jealous করানোর জন্যই এমন কর ।

কথাগুলি হয়তো কখনো সামনাসামনি বলতে পারতাম না। আর পারবোই কিভাবে বলো তোমরা মেয়েরা অনেক attitude দেখাও। তুমিও অনেকটা।

জানিনা তোমাকে কখনো পাবো কিনা। তোমাকে না পাওয়ার feelings হয়তো থেকেই যাবে।☺️

ভালো থেকো। আর এত চিকন হয়ে যাচ্ছ কেন দিন দিন। শরীরের যত্ন নিও একটু।❣️
আর একটা কথা ভালো হয়ে যাও।🙂

আমাদের পেজ থেকে কোন দিন আমরা কারো সাথে খারাপ ব্যবহার করি নাই কোন দিন।পেজে তো অনেকেই ইনবক্স করে তাকে নিয়ে কনফেশন ডিলিট দি...
28/04/2022

আমাদের পেজ থেকে কোন দিন আমরা কারো সাথে খারাপ ব্যবহার করি নাই কোন দিন।
পেজে তো অনেকেই ইনবক্স করে তাকে নিয়ে কনফেশন ডিলিট দিতে বলে। যাকে নিয়ে লেখা তার সমস্যা হলেই আমরা ডিলিট করে দেই।কিন্তু এসব কেমন ব্যবহার ভাই😪।
তুমি নেতা হও আর যাই হও তুমি আমাদের চেনো না জানো না। এভাবে নিজের বংশের পরিচয় দিয়ে গেলে🥱।
আর পলিটিকাল পাওয়ার দয়াকরে দেখাবেন না আমাদের এখানে। এই পলিটিক্স ভাই আমিও করি নিজের দলের নাম ভাংঙাইয়া কোথাও দলের নাম খারাপ করি নাই আজ অবদি 😊
আশা করি পলিটিক্স এর আদর্শ অক্ষুণ্ণ রাখবেন।
ধন্যবাদ।
বাদ বাকি সব নিচে দেয়া আছে❤️

27/04/2022



From : চিনবেন না
To : পুষ্পিতা( সম্পূর্ণ নাম জানি না💔)
class 9( science )

সবার আগে বলতে চাই তোমার মত মেয়ে জীবনে একটিও দেখিনি। কারন তোমাকে আমার ভালো লাগার কারন তুমি নিজেই। তুমি যেমনটাই আছো ঠিক সেই ভাবে থাকার চেষ্টা করবা সারা জীবন।
তোমাকে দেখলে আমি এক অন্য দুনিয়ায় হারিয়ে যাই , আমাকে পাগল করে। তোমার প্রাণোচ্ছল চাহনি আমাকে মুগ্ধ করে। তোমার দূরন্তপনা আমাকে মুগ্ধ করে। এক কথায় তোমার সব গুণ আমাকে মুগ্ধ করে।😍😍
শুনেছি অনেক ঝগড়া করতে পারো😑ব‍্যাপার না যে ভালোবাসায় ঝগড়া বেশি সে ভালোবাসা তত সুন্দর😍

এক কথায় তুমি অসাধারণ একটি মেয়ে তোমার জন্য যত বলবো তত কম ।

ইশশশ আমার দুর্ভাগ্য আজ পর্যন্ত তোমার সামনে যেতে পারলাম না🥺🥺। ব‍্যাপার না একদিন খুব কাছ থেকে একে অপরকে দেখবো প্রিয়😊😊

ইতি তোমার দুষ্টুটা😌

 To: আমি নাই বলি , কমেন্টে উল্লেখ এমনিই হবে 😊।Inter 1st year( science🧪)কথায় আছে ঠেলায় পরলে          বাঘে ও ঘাস খায়😅তে...
26/04/2022



To: আমি নাই বলি , কমেন্টে উল্লেখ এমনিই হবে 😊।
Inter 1st year( science🧪)

কথায় আছে ঠেলায় পরলে
বাঘে ও ঘাস খায়😅তেমন হয়ছে আমার অবস্থা,ছবি একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে

*প্রথম দেখাতেই ভালো লাগছে তোমাকে। দূর থেকে দেখতাম তোমাকে। প্রাইভেট এর নাম বলে এসে তোমাকে দূর থেকে দেখতাম।
*ভালোবাসি তোমাকে 😊🫣 । কিন্তু তুমি বুঝো না কেনো?

(দূর থেকে দেখতে দেখতে চোখের পাওয়ার কমিয়ে ফেলেছি এর জন্য কাছে এসেছি ভালোবেসেছি 🙈)

( পিছন পিছন ঘুরতে ঘুরতে পায়ের তলা ক্ষয় করে ফেলেছি এর জন্য পাশে এসে বসেছি ☺️🙈) তা-ও তুমি বুঝো না🤦

 From : Someone 🤓To :  Mahi ( Sunflower ) 🌻SSC 2022আমি জানি  না কিভাবে Crush and Confession দেয়।  কারণ এইটা আমার   প্রথম...
25/04/2022



From : Someone 🤓
To : Mahi ( Sunflower ) 🌻
SSC 2022

আমি জানি না কিভাবে Crush and Confession দেয়। কারণ এইটা আমার প্রথম Crush&Confession দেওয়া। 😑

আমি সত্যিই জানি না তোমার প্রিয় কোনো মানুষ আছে কিনা, থাকলে আমার কিছু করার নেই। তোমাকে জানাতে চাওয়া আমার কিছু কথা।👇

আমার চোখে তুমি দেখতে মাশাল্লাহ।💜 প্রথমত তুমি কেমন তা আমি জানি না, সামনা-সামনি কখনো দেখা হয় নি, দূর থেকে দেখেছি অনেক বার। প্রথম কবে দেখেছি তা ঠিক বলতে পারবো না কিন্তু যত বার এ তোমাকে দেখেছি তোমাকে আমার কাছে নতুন এর মতো লেগেছে আর প্রথম বার দেখেছি এমন অনুভূতি কাজ করেছে।

তোমার চোখ দুটি বড় মায়াবী।💝 যদি পারতাম তোমার সামনে বসে থাকতে তাহলে হয়তো অনেকটা সময় পার হয়ে যেতো শুধু তোমার ঐই দুটি চোখে দিকে তাকিয়ে থাকতে থাকতে।
হাজার সুন্দর মানুষের ভিড়ে
এ দু'চোখ শুধু তোমাকেই খোঁজে❤️🥀

আর তোমার সেই মিষ্টি হাসি কখনো ভুলার মতো না। 💖 তোমাকে যত বার দেখেছি তোমার চেহারার মতো তোমার হাসিটাও সুন্দর। নিসন্দেহে যে কেউ তোমার দুটি মায়াবী চোখ ও হাসির প্রেমে পড়ে যাবে, যেমনটা আমি পাগল হয়ে গেছি। 🥰

জানি না কখনো তোমার সাথে সামনা-সামনি দেখা হবে কিনা। তোমার দুটি মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকতে পারবো কিনা, ঐই সুযোগ কখনো হবে কিনা তা আমি বলতে পারবো না। যদি মনে করো এগুলো মন-গলানো কথা তাহলে এটি তোমার সম্পূর্ণ ভুল ধারণা। সব গুলো কথাই মন থেকে বলা।

সময় হইলে একটু Massage Request টা চেক করো। পেলেও পেয়ে যেতে পারো তোমার জন্য জাগ্রত সেই Someone কে। 🤔 প্রপোজ টা না হয় তুমিই করো আমাকে🥰

সবশেষে একটাই কথা যেখানেই থাকো, যার সাথেই থাকো ভালো থেকো প্রিয় ❣️

আর হে ভালো করে পড়ালেখা করো সামনে এক্সাম 😒

 From : নাম বললেও চিনবা না😌To :নওরিন আক্তার লাবনী💖class :SSC batch 2k24আমার সপ্নের রাজকুমারী, তোমাকে প্রথম দেখেছি ১ জানু...
24/04/2022



From : নাম বললেও চিনবা না😌
To :নওরিন আক্তার লাবনী💖
class :SSC batch 2k24

আমার সপ্নের রাজকুমারী,
তোমাকে প্রথম দেখেছি ১ জানুয়ারি,২০১৯ সালে।স্কুলে হিরোইন এর মতো এন্ট্রি হয় তোমার।জোরে বাতাস চলছিলো, আর সেই বাতাস পার করে তুমি আসছিলে।আর আমি তোমায় দু চোখ ভরে দেখছিলাম,তোমাকে দেখার যেন কোনো শেষ নেই।😌💗তোমার কথা বলা,রাস্তায় হাটার সময় মাথা নিচু করে হাটা,তোমার স্টাইল, তোমার ব্যবহার তোমার ওই কিউট, মায়াবী চেহারা সব মিলিয়ে তুমি আমার কাছে একটা পরী!🥰
আমাকে তুমি চিনো না,চিনবে কি করে?ছেলেদের কে তো পাত্তাই দাও না।🙂💔কতো বার তোমার আশে পাশে ঘুরি সারা দিন, একবার ফিরেও তাকাও না🥀তবে হ্যাঁ, তুমি খুব ভালো মনের একজন মানুষ💖কখনো তোমার নামে কোনো খারাপ কিছু শোনা যায় না।সবাই কে খুব সহজেই মাফ করে দাও।একটা মানুষ এতোটা ভালো কি করে হতে পারে?আমি জানি তুমি খুব নরম মনের মানুষ,খুবই ইনোসেন্ট 🥰এতো গুলা বছর ধরে তোমায় দেখছি,যতো দেখছি ততোই মুগ্ধ হচ্ছি।আমি জানি তোমাকে ভালোবাসি বলে কোনো লাভ হবে না। কারণ তুমি প্রতিদিনই তো ৩-৪ জনকে রিজেক্ট করে দাও😅এতো প্রপোজ এর ভিড়ে আমার টা উধাও হয়ে যাবে😪তোমাকে নিয়ে লেখা আমার কখনোই শেষ হবে না।যে তোমায় নিজের করে পাবে, তার থেকে ভাগ্যবান এই দুনিয়ায় হয়তো আর কেউ নেই!😊সবশেষে এইটুকুই বলতে চাই যে,ভালোবাসি তোমায়❤️ভীষণ রকম ভালোবাসি। এই ভালোবাসা কখনোই শেষ হবে না। ভালো থেকো প্রিয়!!😌🌸
ইতি,
তোমার এক অচেনা.....🥀

https://www.facebook.com/profile.php?id=100080729135160

 From: তোমার পরিচিত কেউ । To : Fahim Dewan Class : nine (science)Assalamulaikum.....আশা করি ভালো আছো ।কিভাবে শুরু করবো ব...
23/04/2022



From: তোমার পরিচিত কেউ ।

To : Fahim Dewan
Class : nine (science)

Assalamulaikum.....

আশা করি ভালো আছো ।
কিভাবে শুরু করবো বুঝতে পারছি না।
সময় থাকতে কখনো বলা হয়নি তোমাকে ভালো লাগে।আর আমি জানি এখন বলে কোন লাভ নেই।
অনেক কষ্ট করে খোঁজ নিয়ে জানতে পেরেছি তোমার দুইটা বউ আছে।🙂👍
এটা শুনে আমি বাকিটা ইতিহাস। 🙂💔
As a friend you're best ......☺️🖤

#তুমি কল্পনায় আমার হলেও বাস্তবে অন্য কারো।😊
তোমার প্রতি ভালোলাগাটা একদিনে সৃষ্টি হয়নি।
যদিও প্রথম দেখায় তোমাকে ভালো লেগেছিল।

তোমাকে দেখে মনে হয়েছিল আমি এই ছেলেটিকেই খুঁজতেছি ।
জানি না কখনো তুমি আমার হবে কিনা।
আজ এই পর্যন্তই থাক...
....... ভালো থেকো ....
........beloved.........
🖤🖤

 Asraful Islam Srabon Inter 2nd year (humanities)আসসালামু আলাইকুম,কেমন আছো? ভালই তো আমারে ছাড়া🙁 কি বলবো🙄 ফাস্ট টাইম  কা...
22/04/2022



Asraful Islam Srabon
Inter 2nd year (humanities)

আসসালামু আলাইকুম,

কেমন আছো? ভালই তো আমারে ছাড়া🙁 কি বলবো🙄 ফাস্ট টাইম কাউকে নিয়ে বলতেছি একটু বুইঝেন😏

প্রথম যেদিন দেখেছিলাম তোমারে পুরাই পাগল হয়ে গেছিলাম তোমার কথার 🥺, কি স্টাইল, ভয়েসটা 😩 তোমার গলায় গান 😍 হায়য়য়য়!!! আর তোমার ওই savage ভাবটা। আর তুমি কত কিউট, গোলুমোলু 😩 i like golumolu🥺 তোমার উপর অন্যরকম একটা ফিলিংস আসে🥰 এখনতো তো কথাই বলো না 😑 কেন ইগনোর করো 🥺

আবার শুনছি কোন মাইয়ার পিছে বলে ঘুরো😑 এতদুর থেকে তো মার দেওয়া যাবে না তা না হলে ইচ্ছামত মারতাম😏 আশাকরি আমি কে তুমি বুঝে যাবা🥰 কোন একদিন দেখা হবে আমাদের 😇 তোমারে নিয়ে বলতে গেলে আর শেষ হবে না😌
আপনি ভালো থাইকেন 😏🥰

ইতি আপনার আপনজন💗😌

 From : হয়তো চিনবা....To : Redoyan Ahamed Class : SSC batch 2k23প্রিয় …তোমাকে কি বলে যে সম্বোধন করব বুঝতে পারছি না। তাই...
21/04/2022



From : হয়তো চিনবা....
To : Redoyan Ahamed
Class : SSC batch 2k23

প্রিয় …
তোমাকে কি বলে যে সম্বোধন করব বুঝতে পারছি না। তাই প্রিয় শব্দটার পর জায়গাটা খালি রাখলাম। তুমি তোমার ইচ্ছে মত কিছু একটা বসিয়ে নিয়ো 💝
যাই হোক, ভালো আছো?তেমন কিছু বলবো না। শুধু কিছু কথা ছিলো, মনে গিট বেঁধে আছে যেন। না বললেই নয় বলেই বলা.. জানো, আমি না এতো ভালো লিখতে জানি না! এখন কি লিখছি তাও জানিনা। মনে যা আসছে তাই লিখছি....
আমি জীবনে অনেক ভুল করেছি। তবে এত এত ভুলের মাঝে তোমাকে ভালোবাসাটাই সঠিক!
তুমি জানো? খুব মন খারাপ থাকলেও যখন তোমার ছবি দেখি,তখন বড্ড ভাল্লাগে। আমি জানিনা তুমি আমার কে হও,কতটা আপন। তবে, তোমাকে ভাবলে এক প্রকার মানসিক শান্তি পাওয়া যায়। জানো,তোমাকে দেখতে কত ইচ্ছা হয়! ওহ! কেমন করে জানবে..তুমি কি আর আমায় চেনো!! 😅
আচ্ছা, ধর হঠাৎ কোনো একদিন তোমার সামনে যেয়ে বললাম....অন্তত জানো আমার তোমাকে খুব ভাল্লাগে! তুমি কি এড়িয়ে যাবে?

আমি জানি না আমি তোমাকে পাবো কি পাবো না। তোমাকে আমি পেয়েও পাচ্ছি না আবার হারিয়েও হারাচ্ছি না। তুমি বরং এই অল্প পাওয়ার আশায় আর ক্ষাণিক হারানোর ভয়ের মাঝেই থাকো....

শুনো শুনো...!! ভালোবাসি..বড্ড ভালোবাসি! ভালোবাসিইইইই🤍

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when AERE Crushes & Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Comments

❤️❤️❤️❤️
❤️❤️❤️
HSC -2022batch ki dosh krlo,,ato sundor sundor cele meye thakte tara kn. confession passe,nh.....khub dhokkhojonok🥺🥺🥺🥺🥺.
আমি যানি নাহ আমি তোমাকে কতোটা ভালোবাসি 🤷‍♂️কিন্তু আমি যানি আমি তোমার সাথে সাজেক ঘুরতে যাইতে চাই 🥰
আরেহ! আণবিকেরও দেখি ক্রাশ এন্ড কনফেশন পেইজ আছে! 🤭