
27/05/2022
TO: Mimiya Jannat
Hsc batch 2022
এই মেয়ে শুনো, তুমি এতো সুন্দর কেন? তোমার দিকে তাকালেই আল্লাহ'র শুকরিয়া আদায় করার ইচ্ছা করে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর।
আমার চোখে দেখা সব থেকে বেশি সুন্দর আমার মা, তারপরেই তুমি। ( তোমাকে ২য় বললাম বলে অভিমান করো না, আমি মা কেই সবার আগে রাখবো)
আমার নিজেকে ধন্য মনে হয় কারন আল্লাহর এই অপরুপ সৃষ্টি ( তোমাকে ) দেখার সৌভাগ্য আমার হয়েছে। তোমাকে আপন করে পাওয়ার ভিশন ইচ্ছা মনে পুষে রেখেছি। জানি সেই সাধ্য আমার নেই।
তবু তোমাকে ভালোবেসে যাব অনন্তকাল। কারন আমি বিশ্বাস করি, কাউকে আপন করে পাওয়ার জন্যই ভালোবাসতে হবে এমন না। তোমাকে পাই বা না পাই সারাজীবন ভালোবেসে যাব।
প্রতিটা গভীর রাতে , আমি আল্লাহর দরবারে হাত পেতে একটা কথাই বলি আল্লাহর ইবাদতের জন্য পরকালে যদি সুখের স্থান জান্নাত পাই আল্লাহর কাছে তুমি জান্নাত কে চেয়ে নিব।
এখন না হয় তুমি আমার হলে না, তখন কিন্তু না করতে পারবে না।