Tareq Tanim Patowary

Tareq Tanim Patowary “আকাশের মত মোর হৃদয়টা করে দাও
জমিনের মত তুমি ধৈর্য দিয়ে দাও"

এই সময় শীগ্রই ফুরিয়ে যাবে

একজন সুখী মানুষ হতে চাইলে... জীবনের কোন প্রান্তে ঠকে গেলেও,কাউকে ঠকাবেন না...কেউ কষ্ট দিলেও তার প্রতি ক্ষমাশীল হবেন💙
07/07/2025

একজন সুখী মানুষ হতে চাইলে...
জীবনের কোন প্রান্তে ঠকে গেলেও,কাউকে ঠকাবেন না...
কেউ কষ্ট দিলেও তার প্রতি ক্ষমাশীল হবেন💙

05/07/2025

মাতৃভূমির মতো শান্তি আর কোথাও নেই ❤️‍🩹🌸

সবাইকে পবিত্র জুম্মার দিনের শুভেচ্ছা... 🤍জুম্মা মোবারক 🌸
04/07/2025

সবাইকে পবিত্র জুম্মার দিনের শুভেচ্ছা... 🤍
জুম্মা মোবারক 🌸

02/07/2025

প্রশংসা কিভাবে মানুষকে অহংকারী করে তোলে!

26/06/2025

সমুদ্রের প্রতি এক গভীর ভালোবাসা আমার💙🥰

23/06/2025

ইরানের ৩টি নিউক্লিয়ার সাইটে আমেরিকার অ্যাটাক ,তাকলে কি ৩য় বিশ্ব যুদ্ধ খুবই নিকটে?

আমাদের দেশ,আমাদের টিম,আমাদের জার্সি ❤️🥰Thanks DOUR ❤️
22/06/2025

আমাদের দেশ,আমাদের টিম,আমাদের জার্সি ❤️🥰
Thanks DOUR ❤️

আ ফগানি স্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।(ওসামা বিন লা'দেন শহীদ)ইরাকে ২০০৩ সা...
22/06/2025

আ ফগানি স্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।

(ওসামা বিন লা'দেন শহীদ)

ইরাকে ২০০৩ সালে আমেরিকা হা'মলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।

(সাদ্দাম হোসেন শহীদ)

লিবিয়া ২০১১ সালে আমেরিকা হা'মলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।

(গাদ্দাফি শহীদ)

মিশরে ২০১১ সালে আমেরিকার সহযোগিতা সিসি যখন গণহ'ত্যা চালিয়ে ক্ষমতা দখল করে, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।

(মুরসি শহীদ)

২০২৪ আমেরিকার ও ই'জরায়েল মিলে ইব্রাহিম রাইসিকে শহীদ)

এখন ইরান ২০২৫ সালে আমেরিকার সহযোগিতায় ইসরাইলের হা'মলা, এখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।

(আলী খামেনেয়ী শহীদের ধারপ্রান্তে)

অবশিষ্ট রইল বাংলাদেশ-পাকিস্তান Vs ভারত। তখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র। এভাবেই কি নিভে যাবে মুসলিম রাষ্ট্রের প্রদিব গুলো! এখনো সময় আছে এক হও "মুসলিম"

হে প্রভু, আপনি ইরানকে গায়েবি সাহায্যে বিজয় দান করুন, আমিন।

21/06/2025
20/06/2025

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না.....

তে’লা’বি’বের আগের (মি*সাইল-সাক্ষাৎ পূর্ববর্তী) চিত্র ও ডিজাইনগুলি কয়েকদিন দেখেছি। আজকের ডিজাইনগুলোর সৌন্দর্য অন্যরকম। ও...
20/06/2025

তে’লা’বি’বের আগের (মি*সাইল-সাক্ষাৎ পূর্ববর্তী) চিত্র ও ডিজাইনগুলি কয়েকদিন দেখেছি। আজকের ডিজাইনগুলোর সৌন্দর্য অন্যরকম। ওরা তো সুরক্ষা ও বিলাসের এক নিরাপদ ভুবনে ডুবে ছিল। এখন একটু একটু টের পাচ্ছে, আক্রান্ত জীবনটা কী জিনিস। মধু, মাখন আর ফুর্তির মধ্যে ঝাল ও তিতা ঢুকে পড়েছে। আরও দরকার; গা জ্জার চেয়েও সুন্দর একটি বধ্যভূমি তে’লা’বি’বে দরকার। ঝাল ঝাল, তিতা তিতা, বিষ বিষ।

কালবের দল এখনো গা/জ্জা ছাড়েনি। হা|মলা ধ্বং স চালিয়েই যাচ্ছে। অসভ্যের দল চিন্তাও করেনি, সেখানে এত কষ্ট দিয়ে এত নির্মমতা দিয়ে যা যা করছে, দুনিয়াতে তার কিছু ফল-পরিণতি তাদেরকেও ছুঁয়ে যেতে পারে। সেই মজলুম ভূমির বর্তমান ডিজাইন, চিত্র ও পরিস্থিতিই হয়তো তে’লা’বি’বে বাস্তবায়িত হতে চলেছে।

আল্লাহ ইরানের মি*সাইলগুলোতে বরকত দিয়ে দিন। গা/জ্জার হাসপাতালগুলো যারা ধ্বং স করছে তাদের যেনো চিকিৎসা নেবার জায়গা না থাকে। আ-মীন!
— শরীফ মুহাম্মাদ (হাফি.)

Qalbun Saleem - قلب سليم

Address

Senbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tareq Tanim Patowary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tareq Tanim Patowary:

Share