Thoughts of Billal

Thoughts of Billal আমার নতুন পেজ সবাই ফলো দিয়ে সাথে থাকবেন

04/08/2025

মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়েও মেধা খাটিয়ে পেয়েছি সফলতার দেখা। চাইলে আপনারাও সফল হবেন মেধা খাটিয়ে ভাবেন একা...!

উলিপুরের বিখ্যাত ক্ষীরমহন , সেই স্বাদ
03/08/2025

উলিপুরের বিখ্যাত ক্ষীরমহন , সেই স্বাদ

বিকেল ৪ টায় কুড়িগ্রাম
02/08/2025

বিকেল ৪ টায় কুড়িগ্রাম

02/08/2025
রংপুরে খুব ভালো লাগতাছে 🥰✌️
01/08/2025

রংপুরে খুব ভালো লাগতাছে 🥰✌️

আমার সাথে দেখা করার অপেক্ষায় যারা আছেন ঠিক এভাবেই আপনাদের সাথে দেখা হয়ে যাবে আপুটার মত অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার সা...
31/07/2025

আমার সাথে দেখা করার অপেক্ষায় যারা আছেন ঠিক এভাবেই আপনাদের সাথে দেখা হয়ে যাবে আপুটার মত অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে দেখা হচ্ছে রংপুরে আপনাদের সাথে হবে আপনাদের জেলায়...!

 #জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে: ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি ঢাকা মহানগরীতে এক হ...
04/06/2024

#জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে: ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

ঢাকা মহানগরীতে এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না। জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ মঙ্গলবার ( ০৪ জুন ২০২৪) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষে ঢাকা মহানগর এলাকার পশুর হাট কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ইজারাদারদের উদ্দেশ্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, গরু কোন হাটে যাবে সেটা ব্যবসায়ীরা আগে থেকেই ট্রাকের সামনে ব্যানারে লিখে রাখবেন। প্রয়োজনে ব্যানারে হাটের ইজারাদারের মোবাইল নাম্বার লিখে রাখবেন। এমন কোন ঘটনা ঘটলে হাইওয়ে এলাকায় হাইওয়ে পুলিশ এবং ঢাকা মহানগর এলাকায় ডিএমপি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় ডিএমপি কমিশনার বলেন, যেখানে গরুর হাট নয় সেখানে যেন হাট না বসে সেটা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট পুলিশরা দেখবেন। নদীপথে নৌকা বা ট্রলারে গরু আসলে সেগুলো নৌ পুলিশ দেখভাল করবে। এক্ষেত্রে ডিএমপি নৌ পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে।

তিনি বলেন, গরুর হাটে জেলা ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, স্থানীয় পুলিশ ও হাটের ইজারাদারগণ সমন্বয় করে কাজ করবেন। হাট পরিচালনা কমিটি হাটে স্থানীয় পুলিশের নাম্বার প্রদর্শন করে ব্যানার টানাবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন এবং সেখানে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকবেন।

ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় যাতে যান চলাচলে অসুবিধা না হয় এজন্য ইজারাদারগণ ব্যারিকেড দিয়ে হাটের সীমানা নির্ধারণ করে দিবেন। জাল নোট সনাক্তকরণে পুলিশ সহায়তা করবে। অজ্ঞান পার্টি মলম পার্টি প্রতিরোধে পর্যাপ্ত পুলিশ থাকবে। হাট সংশ্লিষ্ট ব্যক্তিরা এক্ষেত্রে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন। ইজারাদারগণ মাইকিং করে সবাইকে সচেতন করবেন।

এ সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট সমূহের নিরাপত্তা, মানি এস্কর্ট ও জালনোট সনাক্তকরণ, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, র্যা ব, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ ব্যাংক, ঢাকা রেঞ্জ পুলিশ, ঢাকা জেলা প্রশাসক, ডিপিডিসি, ডেসকো ও ডিএনসিসির প্রতিনিধিগণ, ঢাকা মহানগরের সকল গরুর হাটের ইজারাদারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 #পিবিআই নরসিংদী কর্তৃক লিবিয়া থেখে মানব পাচার মামলার ভিকটিম উদ্ধার* গ্রেফতার -০৩ লিবিয়া থেকে মানব পাচার মামলার ভিকটিম র...
04/06/2024

#পিবিআই নরসিংদী কর্তৃক লিবিয়া থেখে মানব পাচার মামলার ভিকটিম উদ্ধার* গ্রেফতার -০৩

লিবিয়া থেকে মানব পাচার মামলার ভিকটিম রোমেল মিয়া (৩৪) উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত মানব পাচার চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই নরসিংদীর জেলা। গত ২৪ মে ২০২৪ খ্রিঃ তারিখে তাকে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পিবিআই পুলিশ হেফাজতে গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। ওয়াসিম হোসেন (২৮), ২। সোহেল (২৪) এবং ৩। আকারিছ মিয়া (৫৪)
আজ ৪ জুন ২০২৪ তারিখ সকাল ১১.৩০ টায় পিবিআই হেডকোয়ার্টার্সে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলেন ধরেন পিবিআই নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ এনায়েত হোসেন মান্নান। এ সময় পিবিআই হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (সিআরও এন্ড মিডিয়া) জনাব আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব নাসিম মিয়া এবং পিবিআই নরসিংদী জেলার পুলিশ পরিদর্শক (নিঃ) সাব্বির মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

বাদী অভিযোগে উল্লেখ করেন যে, আসামী ১। রহমত উল্লাহ(৩৫) ২। মোঃ বিল্লাল মিয়া (৩৫), ৩। ফাতেমা (৩০), ৪। ওয়াসিম হোসেন (২৮), ৫। সোহেল (২৪), ৬। ছানাউল্লাহ (২৫), ৭। আকারিছ মিয়া (৫৪), অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে যে, আসামী রহমত উল্লাহ এর সাথে পূর্বে থেকে বাদীর চাচাতো ভাই আরাফাত লিবিয়া থাকতেন। তারই সুবাদে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। বাদীর ভাই রোমেল(৩৫) কে লিবিয়ায় নেওয়ার বলে ৪ লক্ষ টাকা করে চুক্তিবদ্ধ হয়ে গত ০৬/০৩/২০২৪ ইং তারিখ ইসলামী এজেন্ট ব্যাংকের একাউন্ট নং ২০৫০২১৮০২০২৮২৫৭০৫ এবং ২০৫০২১৮০২০২৮২৫৭০৪ তে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা দেয় এবং গত ১৪/০৩/২০২৪ ইং তারিখ বাংলাদেশী ১,২৪,০০০/-টাকার সমপরিমান ইউএস ডলার সাথে করে নিয়া বিবাদীর দেওয়া টুরিস্ট ভিসায় প্রথমে ঢাকা হইতে দুবাই যায়। পরে দুবাই হতে মিশর হয়ে লিবিয়ায় নিয়ে যায় এবং বাকি ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা গত ২৩/০৩/২০২৪ ইং তারিখ নেয়। এরপর হতে ১নং আসামী যোগাযোগ বন্ধ করে দেয়। কিছুদিন পর সহযোগি অজ্ঞাত আসামীগন বাদীর ইমু নম্বরে ভিডিও কলে লাইভে এসে ভিকটিমকে মারধর করতে থাকে এবং বাঁচাতে চাইলে মুক্তিপন বাবদ ১২,০০,০০০/-(বার লক্ষ) টাকা দাবী করে। ০৭/০৪/২০২৪ তারিখ আসামী মোঃ বিল্লাল হোসেন বাদীর চাচাতো ভাই তৌহিদের ইমুতে ১টি ব্যাংক একাউন্ট নম্বর ও ১২ টি বিকাশ নম্বর দিয়ে মুক্তিপন হিসেবে দ্রুত ১২,০০০০০/-(বার লক্ষ) টাকা পাঠাতে বলে। এছাড়াও ১টি ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট নম্বর দেয়। ০৭/০৪/২০২৪ তারিখ বাদী ১নং আসামীর বাড়ীতে গিয়ে ৩নং আসামী ফাতেমার নিকট ঘটনার বিষয়ে জানালে বাদীর সাথে বাকবিতন্ডা হয়। পরবতীর্তে আসামী বিল্লাল ও তার সহযোগী আসামীরা বাদীর ইমুতে ১২ টি বিকাশ নম্বর পাঠিয়ে ১২ লক্ষ টাকা তাৎক্ষনিক পাঠাতে বলে।

গত ১০/০৪/২০২৪ খ্রিঃ তারিখ বাদী বাবুল ও তার আত্মীয় স্বজন পিবিআই নরসিংদী কার্যলয়ে এসে পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) কে কান্না ভারাক্রান্ত ভাবে জানান তার ভাই ভিকটিম রোমেল (৩৪) কে একটা চক্র লিবিয়াতে জিম্মি ও আটক করে রেখে ব্যপক অত্যাচার নির্যাতন করছে এবং ইমু এর মাধ্যমে ভিডিও কল লাইভ এ দেখিয়ে দেখিয়ে ব্যপক মারপিট করছে ও মুক্তিপন হিসেবে ১২ লক্ষ বাংলাদেশী টাকা দাবী করছে। মুক্তিপন দাবীকারী আসামীগন বাংলাদেশী এবং বাংলায় কথা বলে। ভিকটিম রোমেলকে লাইভে মারপিট করায় সে হাউমাউ করে কান্নাকাটি করছে এবং বাবা মা স্ত্রী ভাইদের ভিডিওতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে টাকা না পাঠালে ওরা আমাকে মেরে ফেলবে বলে কান্নাকাটি করে এবং জিম্মিকারীদের মুক্তিপনের টাকা পাঠাতে বলে। এছাড়া জিম্মিকারীগন প্রতিদিন অনেকবার করে টাকা পাঠানোর তাগাদা দিতে থাকে এবং টাকা না পাঠালে কখনো বলে হাত কেটে ফেলব, কখনো বলে মেরে ফেলব, লাশও দেখতে পাবিনা।

পুলিশ সুপার পিবিআই নরসিংদী এর প্রত্যেক্ষ দতারকি ও নেতৃত্বে বিষয়টি যাচাই পূর্বক সত্যতা পাওয়া যায় এবং জানা যায় যে, ভিকটিম রোমেল(৩৪) কে কার্পেট ফ্যাক্টরীতে কাজ দেওয়ার কথা বলে লিবিয়াতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি চক্র ৪,০০,০০০/- টাকা দুবাই হয়ে, মিশর হয়ে লিবিয়াতে নিয়ে যায় এবং একপর্যায়ে লিবিয়ার মিশরাতা লাকায় বন্ধি করে অত্যাচার নির্যাতন শুরু করে। ১২ লক্ষ টাকা দাবী করে। পরবতীর্তে আরো জানা যায় যে, লিবিয়ার উক্ত ঘটনাস্থলে ভিকটিম রোমেল সহ আরো অনেক বাংলাদেশী আটক ছিল। চক্রটি তাদেরকে অত্যাচার করে নিয়মিত মুক্তিপন আদায় করছে এবং অভিযোগের বিষয়টি পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি জনাব মিরাজ উদ্দিন আহমেদ, বিপিএম (সেবা) পিপিএম স্যার ও অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সায়েদুর রহমান স্যারগনকে জানানো হয় এবং তাদের প্রত্যেক্ষ দিক নির্দেশনায় ভিকটিম রোমেলকে লিবিয়ার জিম্মি দশা হতে নিরাপদে উদ্ধার ও জিম্মিকারী ও মুক্তিপন চক্রের বাংলাদেশে অবস্থানকারী সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ যে, আসামীগন লিবিয়া থেকে বারবার ভয় দেখায় ঘটনাটি পুলিশকে জানালে ভিকটিম রোমেলকে হত্যা করা হবে এবং তার লাশও পাওয়া যাবে না। প্রতিদিন অনেকবার টাকার জন্য তাগাদা দিতে থাকলে পিবিআই এর কার্যক্রম গোপন রেখে অপরাধীদের ব্যাংক একাউন্ট ও বিকাশ নাম্বর চাওয়া হলে তারা একটি ব্যাংক একাউন্ট ও অনেকগুলো বিকাশ নাম্বর দেয়। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ০৪ টি বিকাশ একাউন্টে মোট ১,৫০,০০০/- টাকা পাঠানো হয়। চক্রটি টাকা রিসিভ করে তারা আরো টাকা পাঠাতে তাগাদা দেয়। এই পর্যায়ে পিবিআই নরসিংদী ও পিবিআই হেডকোয়ার্টার্সের মোট ৩টি টিমের সমন্বয়ে একসাথে ঢাকার দোহার, নবাবগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরব এবং নরিসিংদীর রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তাৎক্ষণিক ভাবে মুক্তিপন দুইজন আসামী (ওয়াসিম হোসেন ও আকারিছ মিয়া) গ্রেফতার করা সহ অপরাধ কর্মে ব্যবহৃত ৯টি মোবাইল সেট, মুক্তিপনের ১,৫০০,০০০/- টাকা ও বিকাশ সিমসহ মোট ২২টি সিম কার্ড জব্দ করা হয়।

তাৎক্ষণিক ভাবে লিবিয়াতে জিম্মিকারীদের মুল হোতা বাংলাদেশে অবস্থানকারী আসামী সোহেলকে গ্রেফতার করা না যাওয়ায় আরো ব্যাপক অভিযান ও তৎপরতা পরিচালনা করা হয়। যাহাতে আসামীগন পালিয়ে দেশের বাহিরে যেতে না পারে সেমোতাবেক সকল বিমান বন্দর ও স্থলবন্দরে আসামীদের নাম সহ ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়। একপর্যায়ে আসামী সোহেল দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য হযরত শাহজালাল বিমান বন্দরে গেলে গত ১৯/০৪/২০২৪ খ্রিঃ টঝ—ইঅঘএখঅ, অওজখওঘঊঝ ইঝ৩৪৫ যোগে শারজাহ দুবাই বহির্গমন ইমিগ্রেশন সম্পন্ন করাকালে আসামী সোহেলকে আটক করা হয়। আসামী সোহেল রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে ব্যাপক তথ্য প্রদান করে এবং তার মোবাইল দিয়ে লিবিয়ায় অবস্থানরত অজ্ঞাতনামা আসামীগন দীর্ঘ সময় কথা বলে ভিকটিম রোমেলকে ছাড়তে রাজি হয় এবং ভিকটিমকে মারপিট বন্ধ করে।

অুতঃপর মোবাইল ফোনে দীর্ঘ আলোচনা ও নাটকীয়তার পরে আসামী সোহেলের কথামতো লিবিয়াস্থ অবস্থানরত আসামীরা ভিকটিম রোমেলকে একদিন সারাদিন ঘুরিয়ে রাত অনুমান ৩ টায় জিম্মি করার ঘটনাস্থ হতে মুক্ত করে লিবিয়ার রাজধানী ত্রিপলীতে আসামী রহমত উল্লাহ কাছে পৌছে দিয়ে ভিকটিমকে ছেড়ে দেওয়ার দায়িত্ব দেয়। দীর্ঘ ২২ দিন অত্যাচার নির্যাতন ও জিম্মি অবস্থায় থাকার পরে তারিখে প্রথমে লিবিয়ার ত্রিপলীতে কৌশলে নিয়ে আসা হয়।

পরবতীর্তে ভিকটিম রোমেলকে ত্রিপলী থেকে দেশে আনার জন্য পাসপোর্ট ভিসা ও বিমান টিকেটের জটিলতা দেখা দেওয়ায় পুলিশ সুপার, পিবিআই নরসিংদী মোঃ এনায়েত হোসেন মান্নান লিবিয়ান এ্যাম্বাসিতে একাধিকবার কথা বলে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই নরসিংদীর টিম বহু চেষ্টার পর ভিকটিম রোমেলকে গত ২৪/০৫/২০২৪ খ্রিঃ নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং পিবিআই নরসিংদী টিম হযরত শাহজালাল বিমান বন্দর থেকে ভিকটিম রোমেলকে রিসিভ করে। ভিকটিম রোমেল লিবিয়াতে জিম্মি দশায় সে ব্যতিত আরো অন্তত ১১ জন বাংলাদেশীকে মুক্তিপনের জন্য বন্ধি দেখেছে বলে জানায়। বিষয়টি যাচাই করা হচ্ছে। এছাড়া তদন্তে প্রাপ্ত ব্যাংক একাউন্ট ও ব্যাপক আর্থিক ট্রানজেক্শন যাচাই করা হচ্ছে। আসামীদের দেওয়া মুক্তিপন আদায়কারী চক্রের ভয়াবহ ও লোম হর্ষক নির্যাতনের বর্ণনা দেয়। সংশ্লিষ্ট ব্যাংক একাউন্ট ও ট্রানজেক্শন যাচাই করা হয় তদন্তকারী কর্মকর্তাঃ পুলিশ পরিদর্শক (নিঃ) সাব্বির মোহাম্মদ সেলিম, পিবিআই নরসিংদী জেলা
তদন্ত তদারকি কর্মকর্তাঃ অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ এনায়েত হোসেন মান্নান, ইউনিট ইনচার্জ, পিবিআই নরসিংদী জেলা

সরকারি সফরে বাংলাদেশে আগমন করলেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ এবং জাম্বিয়া মিলিটারি ট্রেনিং এস্টাবলি...
04/06/2024

সরকারি সফরে বাংলাদেশে আগমন করলেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ এবং জাম্বিয়া মিলিটারি ট্রেনিং এস্টাবলিশমেন্ট এর কমান্ড্যান্ট

সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল Peter Kakowou Lavahun এবং জাম্বিয়া মিলিটারি ট্রেনিং এস্টাবলিশমেন্ট এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল Hedon Mwilu আজ (০৪ জুন ২০২৪) সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। সফরকালে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল Peter Kakowou Lavahun আজ সশস্ত্র বাহিনী বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য যে, তাঁরা আগামী ০৬ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অবলোকনের জন্য বাংলাদেশে আগমন করেন। তাঁদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ, সিয়েরা লিওন ও জাম্বিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে আশা করা যায়।

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা - পুলিশ হেডকোয়ার্টার
04/06/2024

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা - পুলিশ হেডকোয়ার্টার

মহামান্য রাষ্ট্রপতির সাথে বিমান বাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎমহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে ০৪ জুন ২০২৪, ম...
04/06/2024

মহামান্য রাষ্ট্রপতির সাথে বিমান বাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে ০৪ জুন ২০২৪, মঙ্গলবার বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি।

সাক্ষাতকালে বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি বিমান বাহিনীর সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন। সফলভাবে দায়িত্ব পালন করার জন্য মহামান্য রাষ্ট্রপতি বিদায়ী বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বিমান বাহিনীর উন্নয়নে বিদায়ী বিমান বাহিনী প্রধানের ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বিমান বাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

Address

Serpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Billal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share