12/09/2025
বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৬৩৫তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত
বগুড়া জেলার'শেরপুর সাহিত্য চক্র'এর ৬৩৫তম পাক্ষিক অধিবেশন আজ ১২ সেপ্টেম্বর-২০২৫ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩.৩০ টায় সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি'র সভাপতিত্বে "শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ"এ অনুষ্ঠিত হয়।
অধিবেশনে উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং আগামী দুই বছরের জন্য ২১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন, শেরপুর সাহিত্য চক্রের সভাপতিমণ্ডলীর সদস্য, সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট লোকসাহিত্য গবেষক প্রফেসর ড. বেলাল হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য মো. রুহুল আমীন ও খন্দকার মাহবুবুর রহমান রাংগা।
কার্যনির্বাহী কমিটি নিম্নরূপ:
সুলতান মাহমুদ (সভাপতি) বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন (সাধারণ সম্পাদক) জীবন সাহা (সাংগঠনিক সম্পাদক) মো. আজিজুল হক (সহ-সভাপতি) মো. আব্দুস সামাদ (সহ-সভাপতি) মামুন চৌধুরী (সহ-সভাপতি) গোলাম রসুল (যুগ্ম সম্পাদক) ফকির আবু সাঈদ (যুগ্ম সম্পাদক) ইফতেখার আলম ফরহাদ (সহ-সাংগঠনিক সম্পাদক) মুসান্না হাবিব (কোষাধ্যক্ষ) সাকিল মাহমুদ (তথ্য ও প্রচার সম্পাদক) বি এম হাফিজুর রহমান (দপ্তর সম্পাদক) ফকির মুহম্মদ আমিনুল ইসলাম (সংস্কৃতি বিষয়ক সম্পাদক) মীর এনামুল (ক্রীড়া সম্পাদক) এম আর জামান (সদস্য) আরিফুল ইসলাম (সদস্য) সুশীল চন্দ্র পাল (সদস্য) আগুন্তুক সেন (সদস্য) চন্দন ঘোষ (সদস্য) সুমন মোহন্ত (সদস্য) মাত্রা ঠাকুর (সদস্য)।
একই সঙ্গে ১১ সদস্য বিশিষ্ট সভাপতিমণ্ডলীর নামও ঘোষণা করা হয়। সভাপতিমণ্ডলী নিম্নরূপ:
১. মো. আব্দুস সালাম
২. প্রফেসর খৈয়াম কাদের
৩. প্রফেসর ড. বেলাল হোসেন
৪. প্রফেসর ডা. আমিরুল হোসেন চৌধুরী
৫. আব্দুর রউফ খান
৬. রুহুল আমীন
৭. খন্দকার মাহবুবুর রহমান রাংগা
৮. জিয়াউদ্দিন লিটন
৯. আব্দুল জুব্বার
১০. অমরকৃষ্ণ পাল নাণ্টু
১১. সুলতান মাহমুদ রনি (পদাধিকার বলে)
স্বরচিত লেখা পাঠ করেন- আব্দুল জুব্বার, জিয়াউদ্দিন লিটন, নীল মাধব পাল, দ্বীপ সরকার, অনন্য রাসেল, মো. আব্দুস সামাদ, এম আর টি আরজু, বি. এম. হাফিজুর রহমান, মীর এনামুল, ফকির মুহম্মদ আমিনুল ইসলাম, মামুন চৌধুরী, হান্নান আরণ্যক, জীবন সাহা, ইফতেখার আলম ফরহাদ, নাছিমা আকতার জাহান আলো, সুশীল চন্দ্র পাল, সুব্রত কুমার সেন, মো. আব্দুল বারী, ফেরদৌস জামান খোকন, সুমন মোহন্ত, মো. আল আমিন সরকার, মাত্রা ঠাকুর, বিচিত্র সৈকত, তামিম। আবৃত্তি করেন, মাহিন ও আরিশা।
উপস্থিত ছিলেন- খন্দকার নাজমুল হক, মো. গোলাম রসুল, অমরকৃষ্ণ পাল নাণ্টু, মু. সাইফুল ইসলাম, মো. আজিজুল হক, মো. আরিফুল ইসলাম, সাকিল মাহমুদ, মুসান্না হাবিব, জয়াউল হক, জাকিয়া সুলতানা, ফাতিমা তুস সাদিকা, রঞ্জিত কুমার ও আব্দুল করিম।
সমালোচনার দায়িত্ব পালন করেন, দ্বীপ সরকার।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন প্রমুখ।