প্রাণের শহর শেরপুর বগুড়া

প্রাণের শহর শেরপুর বগুড়া online newspepar www.pranershohorbd.net
(3)

বগুড়ায় বাসচাপায় পথচারীর মৃ'ত্যুবগুড়া প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধা'ক্কা'য় বিপুল কুন্ডু (৪০) নামে এক প...
12/09/2025

বগুড়ায় বাসচাপায় পথচারীর মৃ'ত্যু

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধা'ক্কা'য় বিপুল কুন্ডু (৪০) নামে এক পথচারীর মৃ'ত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বনানী বাজার এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দু'র্ঘ'ট'না ঘটে।

নি'হ'ত বিপুল কুন্ডু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ঝিকড়া গ্রামের শিবেন্দ্রনাথ কুন্ডুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপুল কুন্ডু রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস তাকে ধা'ক্কা দেয়। এতে তিনি গু'রু'ত'র আ'হ'ত হন। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন। দু'র্ঘ'ট'না'র পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

যারা অবৈধ পথে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, তাদের জন্য বিএনপির দরজা তারেক রহমান বন্ধ করে দিয়েছেনস্টাফ রিপোর্টার:বিএনপির...
12/09/2025

যারা অবৈধ পথে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, তাদের জন্য বিএনপির দরজা তারেক রহমান বন্ধ করে দিয়েছেন

স্টাফ রিপোর্টার:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি জনগণের দল। জনগণের পালস বুঝে, জনগণের পছ্ন্দ-অপছন্দ ও ভালো-মন্দ আমলে নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হয়। তিনি বলেন, রাজনীতির প্লাটফর্ম ব্যবহার করে যারা অবৈধ পথে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, তাদের জন্য বিএনপির দরজা তারেক রহমান বন্ধ করে দিয়েছেন।

তিনি আজ সন্ধ্যায় হলুয়াঘাট পৌর শহরের আকনপাড়া মাদরাসা প্রাঙ্গণে ২ নং পৌর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন আওয়ামী লীগ রাজনীতিকে নস্ট করে গেছে। রাজনীতির নামে তারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি,দখলবাজি, সন্ত্রাস করে আওয়ামী রাজনীতিকে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে গেছে । নিজেরা গণশত্রুতে পরিণত হয়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গেছে। তিনি বলেন রাজনীতির সুদিন,খারাপ দিন আছে। বিএনপির রাজনীতিতে খারাপদিন যাতে না আসে, সেজন্যে তারেক রহমান রাজনীতিতে পরিবর্তনের জন্য কাজ করছেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি তিনি বিএনপি নেতাকর্মীদের জনকল্যাণমুখী কাজে নিয়োজিত করেছেন। জনগণের রয়ে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপি কল্যাণমুখী রাস্ট্র গঠন করবে। ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন জনগণের কল্যাণ ও দেশ রক্ষা ছাড়া বিএনপির অভিধানে অন্য কিছু নাই ।

তিনি বলেন, বিএনপির নাম ব্যাবহার করে অপকর্মকারীদের তারেক রহমান ক্ষমা করেন নাই। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নিয়েছেন। এটা রাজনীতির পরিবর্তনের উদাহরন। তিনি বলেন, বিএনপিকে ব্যাবহার করে অপকর্ম করে অবৈধ পথে আংগুল ফুলে কলাগাছ হতে চান, তাদের জন্য বিএনপির দরজা বন্ধ করে দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকারে বা বিরোধী দলে যে অবস্থানে থাকুক না কেনো, দেশ ও জনকল্যাণে বিএনপি অবদান রাখছে। আগামী রোজার পূর্বে সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, দেশ, জাতি ও গণতন্ত্রের বৃহত্তর প্রশ্নে আগামী নির্বাচন সফল, অর্থবহ করতে হবে। নির্বাচনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে।

হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্ল্যার সভাপতিত্বে ও তাজিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , যুগ্ম আহবায়ক ইসহাক আলী মাষ্টার, হুমায়ূন কবীর , মনিরুজ্জামান স্বাধীন , শামসুল আলম শামস, সিদ্দিক মোল্লা , অনোয়ার হোসেন , হামিদুর রহমান , মখলেসুর রহমান বক্তব্য আরএসখেন ।
সম্মেলনে নুরুল হককে সভাপতি, ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক, রেজাউল করিমকে সিনিয়র সহ সভাপতি, সুলতান আহমেদকে যুগ্ম সম্পাদক ও চাঁন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

‎বগুড়া শেরপুরে ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ে কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত‎ ‎বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাত...
12/09/2025

‎বগুড়া শেরপুরে ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ে কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত


‎বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ে কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী মোঃ ফজলুর রহমান খোকন

‎অনুষ্ঠানে স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রদর্শনীতে কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং পরিবেশবান্ধব কৃষি উপকরণ প্রদর্শিত হয়।
‎ মোঃ ফজলুর রহমান খোকন সভাপতির বক্ত্যে বলেন, "দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকে আরও সমৃদ্ধ করতে হবে।"

‎অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৬৩৫তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিতবগুড়া জেলার'শেরপুর সাহিত্য চক্র'এর ৬৩৫তম পাক্ষিক অধিবেশন আজ ১...
12/09/2025

বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৬৩৫তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

বগুড়া জেলার'শেরপুর সাহিত্য চক্র'এর ৬৩৫তম পাক্ষিক অধিবেশন আজ ১২ সেপ্টেম্বর-২০২৫ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩.৩০ টায় সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি'র সভাপতিত্বে "শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ"এ অনুষ্ঠিত হয়।
অধিবেশনে উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং আগামী দুই বছরের জন্য ২১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন, শেরপুর সাহিত্য চক্রের সভাপতিমণ্ডলীর সদস্য, সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট লোকসাহিত্য গবেষক প্রফেসর ড. বেলাল হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য মো. রুহুল আমীন ও খন্দকার মাহবুবুর রহমান রাংগা।
কার্যনির্বাহী কমিটি নিম্নরূপ:
সুলতান মাহমুদ (সভাপতি) বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন (সাধারণ সম্পাদক) জীবন সাহা (সাংগঠনিক সম্পাদক) মো. আজিজুল হক (সহ-সভাপতি) মো. আব্দুস সামাদ (সহ-সভাপতি) মামুন চৌধুরী (সহ-সভাপতি) গোলাম রসুল (যুগ্ম সম্পাদক) ফকির আবু সাঈদ (যুগ্ম সম্পাদক) ইফতেখার আলম ফরহাদ (সহ-সাংগঠনিক সম্পাদক) মুসান্না হাবিব (কোষাধ্যক্ষ) সাকিল মাহমুদ (তথ্য ও প্রচার সম্পাদক) বি এম হাফিজুর রহমান (দপ্তর সম্পাদক) ফকির মুহম্মদ আমিনুল ইসলাম (সংস্কৃতি বিষয়ক সম্পাদক) মীর এনামুল (ক্রীড়া সম্পাদক) এম আর জামান (সদস্য) আরিফুল ইসলাম (সদস্য) সুশীল চন্দ্র পাল (সদস্য) আগুন্তুক সেন (সদস্য) চন্দন ঘোষ (সদস্য) সুমন মোহন্ত (সদস্য) মাত্রা ঠাকুর (সদস্য)।
একই সঙ্গে ১১ সদস্য বিশিষ্ট সভাপতিমণ্ডলীর নামও ঘোষণা করা হয়। সভাপতিমণ্ডলী নিম্নরূপ:
১. মো. আব্দুস সালাম
২. প্রফেসর খৈয়াম কাদের
৩. প্রফেসর ড. বেলাল হোসেন
৪. প্রফেসর ডা. আমিরুল হোসেন চৌধুরী
৫. আব্দুর রউফ খান
৬. রুহুল আমীন
৭. খন্দকার মাহবুবুর রহমান রাংগা
৮. জিয়াউদ্দিন লিটন
৯. আব্দুল জুব্বার
১০. অমরকৃষ্ণ পাল নাণ্টু
১১. সুলতান মাহমুদ রনি (পদাধিকার বলে)
স্বরচিত লেখা পাঠ করেন- আব্দুল জুব্বার, জিয়াউদ্দিন লিটন, নীল মাধব পাল, দ্বীপ সরকার, অনন্য রাসেল, মো. আব্দুস সামাদ, এম আর টি আরজু, বি. এম. হাফিজুর রহমান, মীর এনামুল, ফকির মুহম্মদ আমিনুল ইসলাম, মামুন চৌধুরী, হান্নান আরণ্যক, জীবন সাহা, ইফতেখার আলম ফরহাদ, নাছিমা আকতার জাহান আলো, সুশীল চন্দ্র পাল, সুব্রত কুমার সেন, মো. আব্দুল বারী, ফেরদৌস জামান খোকন, সুমন মোহন্ত, মো. আল আমিন সরকার, মাত্রা ঠাকুর, বিচিত্র সৈকত, তামিম। আবৃত্তি করেন, মাহিন ও আরিশা।
উপস্থিত ছিলেন- খন্দকার নাজমুল হক, মো. গোলাম রসুল, অমরকৃষ্ণ পাল নাণ্টু, মু. সাইফুল ইসলাম, মো. আজিজুল হক, মো. আরিফুল ইসলাম, সাকিল মাহমুদ, মুসান্না হাবিব, জয়াউল হক, জাকিয়া সুলতানা, ফাতিমা তুস সাদিকা, রঞ্জিত কুমার ও আব্দুল করিম।
সমালোচনার দায়িত্ব পালন করেন, দ্বীপ সরকার।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন প্রমুখ।

বগুড়ার শেরপুরে অটোচালক আবু বক্কর হত্যা মামলার আসামি গ্রেফতারবগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে ৭২ ঘন্টার মধ্যেই শেরপুর উ...
12/09/2025

বগুড়ার শেরপুরে অটোচালক আবু বক্কর হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে ৭২ ঘন্টার মধ্যেই শেরপুর উপজেলার ব্যাটারি চালিত অটোরিকশা চালক আবু বক্কর হত্যা মামলার আসামি সুমন সরকার (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সুমন সরকার শেরপুর পৌরসভার বাগড়া কলোনি এলাকার বাসিন্দা এবং আব্দুল মালেক সরকারের ছেলে।

এ হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিকে আটকের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এনসিএল টি-টোয়েন্টির জন্য নতুন রূপে সেজেছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম।বগুড়াবাসী খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে যান দ্রুত...
12/09/2025

এনসিএল টি-টোয়েন্টির জন্য নতুন রূপে সেজেছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম।
বগুড়াবাসী খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে যান দ্রুত।
🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏃‍♂️🏃‍♂️🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যুজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও ...
12/09/2025

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে তিনি এলে দরজার সামনে লুটিয়ে পড়েন। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আজ হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করল টাইগাররাবিস্তারিত কমেন্টে...
11/09/2025

আজ হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করল টাইগাররা

বিস্তারিত কমেন্টে...

11/09/2025

বাংলাদেশে দইয়ের রাজধানী একমাত্র বগুড়া 🇧🇩
আর প্রথম দই তৈরি হয় প্রাণের শহর শেরপুর বগুড়ায়..
শেরপুর পৌর এলাকার ঘোষপাড়ায়... ❤️

🎬 Film By Rakib hasan on video 👎

বগুড়ার শেরপুরে দুর্নীতির দায়ে শাহবন্দেগী ইউপি চেয়ারম্যন বরখাস্তশেরপুর বগুড়া প্রতিনিধি:বগুড়ার শেরপুরে দুর্নীতি ও অনিয়মের ...
11/09/2025

বগুড়ার শেরপুরে দুর্নীতির দায়ে শাহবন্দেগী ইউপি চেয়ারম্যন বরখাস্ত

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আগামী রবিবার থেকে এই আদেশ কার্যকর করা হবে বলে জানিয়েছন উপজেলা নির্বাহী অফিসার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও ইউনিয়ন পরিষদের প্রকল্পের কাজ সম্পন্ন না করার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসক বগুড়ার সুপারিশের পর তদন্ত কমিটি এসব অভিযোগের সত্যতা প্রমাণ করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান আবুল কালাম আজাদ কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। তাই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, বৃহস্পতিবার দুপুরে আমরা আদেশটি হাতে পেয়েছি। আগামী রবিবার থেকে এটা কার্যকর করা হবে।
উল্লেখ্য, অভিযুক্ত মোঃ আবুল কালাম আজাদ শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান। তিনি স্থানীয় বাংলাদেশ জামায়েত ইসলামীর রাজনীতির সাথে যুক্ত। গত ২০২২ সালের ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি জয় লাভ করেন। এরপর থেকেই স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ করে আসাছিলেন ইউপি সদস্যরা। কিন্তু ইউনিয়ন পরিষদের সচিব আওয়ামী লীগের ঘনিষ্ট হওয়ার কারনে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেননি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৮ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে ১ কোটি ৩০ লক্ষ টাকা লুটপাটের লিখিত অভিযোগ করেন। দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বগুড়া মুসলমানি করানোর সময় পুরুষ অঙ্গের চামড়া কাটতে নিয়ে মাথা কেটে ফেলেছে শিশু শাওনের জীবন আজ অমূল্য। মোঃ আবু বক্কর প্র...
11/09/2025

বগুড়া মুসলমানি করানোর সময় পুরুষ অঙ্গের চামড়া কাটতে নিয়ে মাথা কেটে ফেলেছে

শিশু শাওনের জীবন আজ অমূল্য।

মোঃ আবু বক্কর প্রামানিক (৩৩), পিতা মৃত শফিকুল ইসলাম, সাং কালশিমাটি পূর্বপাড়া। ১নং আসামী মোঃ আনিছার রহমান (৫০), শহরের ১৬ নং ওয়ার্ড নিশিন্দারা। বাবরীর পক্ষ নেওয়া হুমকি দাতা ২ নং আসামী মোঃ দুলু (৪৫), পিতা মৃত আমজাদ, সাং কালশিমাটি মধ্যপাড়া উভয়ের থানা ও বগুড়া দ্বয়ের বিরুদ্ধে গত ৩০/০৮/২০২৫ তারিখে বগুড়া সদর থানায় এজাহার দায়ের করেন, আবু বক্কর প্রামানিক।
শাওন প্রামানিক (৮) এর, মুসলমানি করানোর জন্য ১নং আসামী বাবরী মোঃ আনিছার রহমান (৫০), শাওনের পুরুষ অঙ্গের সামনের চামড়া না কেটে, পুরুষ অঙ্গের মাথা কেটে, বাবরী পাঞ্জাবী পকেটে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিলো। বর্তমানে শাওনের জীবন অস্বাভাবিক পর্যায়ে আছে, আগামী ১৫ তারিখে ডাক্তারি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে। শাওনের পিতা আবু বক্কর প্রামানিক দিনমজুরি কাজ করে তার সংসার চালাতে হয়। গত ৩০ আগস্ট থেকে তার অসুস্থ ছেলের পিছনে সময় ব্যয় করতে হচ্ছে, এ কারণে তিনি কাজকর্ম করতে পারছেন না। অসহায় শিশু শাওনের চিকিৎসার জন্য গ্রামবাসী আর্থিক সহযোগিতা করেছেন। শাওনের চিকিৎসার জন্য আরো অনেক টাকা প্রয়োজন যা, পিতা আবু বক্করের দ্বারা সম্ভব না।শাওনের পুরুষঅঙ্গের চামড়া কাটতে মাথা কেটে ফেলেছে! শাওনের জীবন আজ অমূল্য : বগুড়া থানায় এজাহার দায়ের করার পরেও পুলিশের বলিষ্ঠ কোন ভূমিকা নাই ? সুচিকিৎসার জন্য আপনারা যে যেখান থেকে পারেন আর্থিক সহযোগিতা করে অসহায় শিশু শাওনের পাশে দাঁড়ান। যোগাযোগ করুন পিতা আবু বক্কর প্রামানিক-০১৭৪৭২১২৩৭৭

নিম্ন আয়ের মানুষদের শিক্ষা-স্বাস্থ্যসেবা বিনা মূল্যে দেওয়ার ব্যবস্থা করা হবে : আমিনুল হকঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়...
11/09/2025

নিম্ন আয়ের মানুষদের শিক্ষা-স্বাস্থ্যসেবা বিনা মূল্যে দেওয়ার ব্যবস্থা করা হবে : আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, ‘জনগণের ভোটে আমরা নির্বাচিত হলে নিম্ন আয়ের মানুষদের জন্য বিনা মূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।’

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩ নং ওয়ার্ড ডি ব্লক এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

উন্নয়ন ও সামাজিক প্রতিশ্রুতি উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘স্বল্প আয়ের মানুষরা যেন কম খরচে সামাজিক অনুষ্ঠান করতে পারে সে জন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরির ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরো জানান, খেলাধুলার প্রসার ঘটাতে প্রতিটি ওয়ার্ডে খালি জায়গায় খেলার মাঠ গড়ে তোলা হবে।

সভায় স্থানীয়রা অভিযোগ করেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। জবাবে আমিনুল হক আশ্বাস দেন, ঢাকা-১৬ আসনের ফুটপাত দখলমুক্ত করা হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে। এ ছাড়া মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, চাঁদাবাজি ও দখলদারি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

নাগরিক সুবিধা নিশ্চিতকরণে আমিনুল হক প্রতিশ্রুতি দেন মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় আধুনিক উদ্যোগ নেওয়া হবে, পানির সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করা হবে।

তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। এ জন্য প্রতিদিনই আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মতবিনিময়সভা করছি। সুস্থ জাতি ও মানবিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, মোকছেদুর রহমান আবির, পল্লবী থানা বিএনপি সাবেক সহসভাপতি মাহাফুজ হুসাইন খান সুমন, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ উপস্থিত ছিলেন।

Address

Serpur

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের শহর শেরপুর বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রাণের শহর শেরপুর বগুড়া:

Share