
03/03/2025
কোনো প্রকার কুরিয়ার চার্জ কিংবা ডাক খরচ ছাড়াই ঘরে বসে সংগ্রহ করুন শালুক ফ্রানৎস কাফকা সংখ্যা।
🌹♥🌷
প্রকাশিত হয়েছে বহুকাঙ্ক্ষিত শালুক কাফকা সংখ্যা ২০২৫ : “রূপান্তরিত পাঠশালায় অনিবার্য কাফকা“। অগ্রিম বিকাশ পেমেন্টের মাধ্যমে ঘরে বসে সংখ্যাটি সংগ্রহ করার সুযোগ দিচ্ছে শালুকের সম্পাদকীয় দফতর। কোনো প্রকার কুরিয়ার চার্জ ছাড়াই দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলেই স্বল্পতম সময়ের মধ্যে আপানার হাতে পৌঁছে যাবে শালুকের এই নতুন সংখ্যাটি। সেক্ষেত্রে আগ্রহীগণ ইনবক্সে ঠিকানা দিন ও বিকাশ নাম্বারটি জেনে নিন।
৯৩৬ পৃষ্ঠার এ সংখ্যাটির মূল্য রাখা হয়েছে মাত্র ৭০০ টাকা।
এ সুযোগ রয়েছে দেশের বাইরের জন্যও। সেক্ষেত্রে কুরিয়ার/ডিএইচএল/ডাক খরচ আপনাকে বহন করতে হবে। দেশের ভিতরে কোনো প্রকার কুরিয়ার চার্জ কিংবা ডাক খরচ লাগবে না।