Newspost Tv

Newspost Tv বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা প্রতিজ্ঞাবদ্ধ

নিউস পোস্ট টিভি বাংলার মানুষের কথা বলে। গ্রাম গঞ্জ থেকে ভিবিন্ন ধরণের বাস্তব মানুষের জীবনী ও সুখ দুঃখ নিয়ে তথ্য চিত্র পরিবেশন করে থাকে।

26/02/2025

রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ ১০ লক্ষ টাকার ক্ষতি,

বিশেষ প্রতিনিধিঃ- সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধিঃ সোনাইমুড়ী রাতের আধারে এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকালে মাছ নিধনের বিষয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক খোরশেদ আলম, তার বাড়ী ২নং নদনা, গজারিয়া গ্রামে।

ভুক্তভোগী কৃষক খোরশেদ আলম বলেন, আমার পুকুরে (২৪ ফেব্রুয়ারী) সোমবার রাতের কোন এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। আমি রাতে বেলায় কয়েকজন যুবককে আমার পুকুরের আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে। হয়তো তারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলেছে। আমি গরীব মানুষ বিভিন্ন এনজিও ব্যাংক থেকে লোন করে, আমি এই মৎস্য খামার দিয়েছি, আমি কিভাবে ব্যাংক এনজিও ঋণ পরিশোধ করবো। আমার প্রায় ১০ লক্ষ টাকার মাছ মেরে পেলা হয়েছে। যারা আমার মাছের খামারে এত বড় ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত-পূর্বক, আইন আনুক ব্যবস্থা গ্রহণ করার জন্য, প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ বিষয়ে খোরশেদ আলমের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।

07/12/2024

সোশ্যাল মিডিয়ায় গুজব রটানোর প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন,

বিশেষ প্রতিনিধি: নোয়াখালী সোনাইমুড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজব রটানোর প্রতিবাদে, শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টায়, উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে, সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুতুব উদ্দিন সানি সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে, তার নাম ব্যবহার করে, একটি কুচক্রী মহল দুই লক্ষ টাকা চাঁদাদাবী করে, এবং বিভিন্ন ফেসবুক পেইজ থেকে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে। এতে তিনি সহ তার দলের সুনাম ক্ষুন্ন হয়েছে বলে সানী জানান। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সানী আরো বলেন, ২নং নদনা ইউনিয়ন, নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উল্যার একটি লিখিত অভিযোগকে পুঁজি করে 'প্রধান শিক্ষকের কাছে বিএনপি নেতার চাঁদাবাজি' শিরোনামে ৬/১২/২০২৪ ইং তারিখে একাধিক বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ থেকে, মিথ্যা সংবাদ প্রচার করা হয়। তবে প্রধান শিক্ষক জাফর উল্যা সংবাদকর্মীদের জানান, তার কাছে কেউ চাঁদাদাবী করেননি, এবং এবিষয়ে আমি কারো কাছে কোন অভিযোগ করিনি। কিন্তু তিনি জানান, গত কিছুদিন আগে সানি সাহেবের সাথে, স্কুল প্রতিষ্ঠান এর অবকাঠোমোগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে প্রতিষ্ঠানের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে, তাই আমি না জেনে, জেলা বিএনপি'র কমিটির কাছে একটি অভিযোগ দিয়েছি। পরে আমি বিষয়টি ভুল বুঝতে পেরে অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছি, এবং ভুল স্বীকার করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষমা চেয়েছি। তবে অভিযোগ প্রত্যাহার হলেও কে বা কারা উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রতিহিংসা মূলক, কয়েকটি ফেসবুক পেইজ থেকে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তাই তিনি উপজেলার কর্মরত সাংবাদিক মহলের দৃষ্টি আকর্ষণ করে এই ধরনের মিথ্যা সংবাদ গুজব যাতে প্রচার না করে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এসময় সংবাদ সম্মেলনে সোনাইমুড়ী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল বিপুল শঙ্কক নেতাকর্মী ও সোনাইমুড়ী প্রেসক্লাব, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সোনাইমুড়ী উপজেলা শাখার ১ম সভা অনুষ্ঠিত সোনাইমুড়ী সংবাদদাতাঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরা...
23/11/2024

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সোনাইমুড়ী উপজেলা শাখার ১ম সভা অনুষ্ঠিত

সোনাইমুড়ী সংবাদদাতাঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সোনাইমুড়ী উপজেলা শাখার নবগঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় তাজমহল চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ফোরাম সোনাইমুড়ী উপজেলা শাখা ও সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া।
ফোরামের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা, সৈয়দ মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ফজলুল হক, ইয়াকুব আল মাহমুদ, সহ সম্পাদক মোঃ সেলিম, আব্দুস সালাম মাসুম, আনিসুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান, আবু বকর সিদ্দিক, নুর মোহাম্মদ সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক টি এ সেলিম, অনুপ সিংহ, কোষাধ্যক্ষ এম এ রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক হানিফ রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সামছুদ্দিন, আপ্যায়ন সম্পাদক মাহফুজুর রহমান ভূঁইয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক হারিছ মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজ বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ড. ইউনূসক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছ...
31/08/2024

আজ বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ড. ইউনূস

ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, এদিন বিকেল ৩টায় বৈঠক শুরু হবে; যা চলবে রাত ৮টা পর্যন্ত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ দিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি।

গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে।

শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ড. ইউনূস
এরপর এ দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের তিন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন।

তারা বলেছেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে। ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেন।

যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠকঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ...
29/08/2024

যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক চলছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়েছে।

এর আগে, সকাল ১০টা থেকে উপদেষ্টাদের যমুনায় প্রবেশ করতে দেখা যায়। দুপুর আড়াইটা পর্যন্ত বৈঠকটি চলবে বলে জানা গেছে।

গত ২৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব নিজের হাতে রেখেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। গত ৮ আগস্ট বঙ্গভবনের দরবার হলে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

ড. ইউনূসের পর শপথ নেন ১৩ উপদেষ্টা। তারা হলেন ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম এবং শারমিন মুরশিদ। পরদিন ৯ আগস্ট প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সবশেষ শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে নতুন করে আরও চার উপদেষ্টা শপথ নেন। নতুন উপদেষ্টারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। ওইদিন অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।

বন্যার পানিতে ডুবে গেছে নোয়াখালী। টানা বর্ষণ, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং খাল দখলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ভ...
21/08/2024

বন্যার পানিতে ডুবে গেছে নোয়াখালী।

টানা বর্ষণ, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং খাল দখলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ভয়াবহ বন্যার সাক্ষী হতে যাচ্ছে জেলা শহরসহ পুরো নোয়াখালীবাসী। ইতোমধ্যে নোয়াখালী পৌরসভাসহ প্রায় সব উপজেলা পানিতে ভাসছে। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতা বন্যার আকার ধারণ করেছে। ডুবে গেছে শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌর এলাকার প্রায় লক্ষাধিক মানুষ।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে জেলা শহর মাইজদীর বিভিন্ন দপ্তর সংলগ্ন এলাকা ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতা কবলিত হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের নিচের কক্ষ, পুলিশ সুপারের কার্যালয়, জেলা আবহাওয়া অফিস, জেলা মৎস্য অফিস, প্রেসক্লাব, রেডক্রিসেন্ট, বিআরডিবি, ম্যাটস্, বিদ্যুৎ অফিস, সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ড কক্ষ, শহীদ ভুলু স্টেডিয়াম, বন বিভাগের বাংলো, নোয়াখালী সরকারি কলেজ, মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অনেক অফিস।

এদিকে জেলার প্রধান সড়কের একটি অংশসহ টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, ডিসি সড়ক, মহিলা কলেজ সড়ক, জেলখানা সড়ক, মাইজদী বাজার সড়কসহ বিভিন্ন সড়ক এখন কয়েক ফুট পানির নিচে। এতে ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী মানুষ।

স্থানীয়রা বলছেন,পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর এ দুর্ভোগ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। দেশের প্রথম শ্রেণির পৌরসভাগুলোর একটি। দীর্ঘদিন ধরে এ শহরে জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। কালেভাদ্রে কয়েকটি ড্রেনের কাজ করা হলেও সেগুলো নিম্নমানের। হালকা বৃষ্টিতেই এসব ড্রেন দিয়ে পানি নামতে অনেক সময় লাগে।

এ ছাড়াও পানিবন্দি হয়ে পড়েছে নোয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় ২৬ হাজারেরও বেশি পরিবার। স্থানীয় মাছচাষিরা জানান, জেলার প্রতিটি ইউনিয়নে ছোট বড় মিলিয়ে ২৫-২৭টি মাছের প্রজেক্ট ছিল। এ বন্যায় প্রায় সব প্রজেক্ট ডুবে গেছে। সপ্তাহব্যাপী এ বন্যায় বহু পরিবারের রান্নাঘরসহ চুলা পর্যন্ত ডুবে যাওয়ার কারণে সদর উপজেলার নেওয়াজপুর ও চর উরিয়ার ৭শ থেকে ১ হাজার মানুষ শুকনো খাবার খেয়েই দিন কাটাচ্ছে। বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া ও দিনমজুর মানুষের কর্মসংস্থান। এ ছাড়াও বিপাকে পড়েছেন গরু, ছাগলসহ গবাদিপশু পালনকারীরা।

স্থানীয়রা জানান, এই মুহূর্তে বন্যার্ত এলাকার বাসিন্দারা খাদ্য সংকটে ভুগছে। তাদের জন্য ত্রাণ সাহায্য জরুরি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়াসহ নানা পানি বাহিত রোগ।

এদিকে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পানি কমে গেলে প্রতিষ্ঠান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বন্যাকবলিতদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ,ঢাকাঃ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন...
19/08/2024

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ,

ঢাকাঃ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিস্তারিত আসছে....

নোয়াখালী সুধারাম থানাতে গুলি,নোয়াখালী ব্যুরোঃ নোয়াখালীর সুধারাম মডেল থানায় গুলির অভিযোগ উঠেছে। শনিবার (৩ আগস্ট) বিকেলের ...
03/08/2024

নোয়াখালী সুধারাম থানাতে গুলি,

নোয়াখালী ব্যুরোঃ নোয়াখালীর সুধারাম মডেল থানায় গুলির অভিযোগ উঠেছে। শনিবার (৩ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন দুর্বৃত্তরা সুধারাম মডেল থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বিভিন্ন দিক থেকে দুর্বৃত্তরা থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে ইট-পাটকেল এবং ঢিল ছুড়তে থাকে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও থানার বিল্ডিংয়ের জানালার কাচ ভেঙে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে বিএনপির শীর্ষ তিন নেতার বাড়িতে হামলার অভিযোগ
এর আগে, শনিবার বিকেল চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মামলা, হত্যার বিচারসহ ৯ দফা দাবি বাস্তবায়নে নোয়াখালীতে ছাত্র, শিক্ষক-জনতার সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

অভিযোগ উঠেছে, আন্দোলনকারীদের ওই বিক্ষোভ মিছিল থেকে বিকেল পৌনে ৫টার দিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরের মাইজদী বাজার থেকে ছাত্রজনতার সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলের সামনের প্রধান সড়কে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, চৌমুহনী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও জনতা নিহতের সহপাঠীদের হত্যার বিচার ও দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

এ ছাড়াও আটক শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমনপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

রোববার থেকে সকাল ৬টা-রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিলআগামীকাল রোববার থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়লো। কাল থেকে পরবর্তী ঘ...
03/08/2024

রোববার থেকে সকাল ৬টা-রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল

আগামীকাল রোববার থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়লো। কাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (৩ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌ ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অন্য জেলায় জেলা প্রশাসকরা (ডিসি) কারফিউ শিথিল বা বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার পতনের দাবিতে রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ প্রেক্ষাপটে‌ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ গত বুধবার থেকে আজ শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা কারফিউ শিথিল রয়েছে। এ চারদিন কারফিউ বলবতের সময় রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত।

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪চট...
03/08/2024

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
চট্টগ্রাম: নগরের বহদ্দারহাট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে চারজন ।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল নগরের বহদ্দারহাট এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। আহত চারজনের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক গুলিবিদ্ধ চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যায় নিউ মার্কেট থেকে মিছিলের একটি অংশ টাইগারপাস মোড়ে এসে পুলিশ বক্স ভাঙচুর চালায়।

পরে নগরের দুই নম্বর গেইট এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বাড়িতে হামলা এবং বহদ্দারহাটে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতেও হামলা চলানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বহদ্দারহাটের দিকে আসলে পুলিশ তাদের থামানো চেষ্টা করে।

এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের একাধিক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কল রিসিভ করেননি।

জাতির উদ্দেশ্যে ভাষণে কোটা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীবুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ই...
17/07/2024

জাতির উদ্দেশ্যে ভাষণে কোটা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইয়াসিন কবির জয়/সৌজন্য ছবিX
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইয়াসিন কবির জয়/সৌজন্য ছবি

কোটা নিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে। আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করে।

তিনি বলেন, এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ আছে। এমন অবস্থায় রাস্তায় আন্দোলন করে দুষ্কৃতিকারীদের সুযোগ করে দেবেন না।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে। এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ আছে। আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে। এমন অবস্থায় রাস্তায় আন্দোলন করে দুষ্কৃতিকারীদের সুযোগ করে দেবেন না।

শেখ হাসিনা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে ঢুকে যারা হত্যাকাণ্ড, লুটপাট ও নাশকতা চালিয়েছে তাদের শাস্তির মুখোমুখি করা হবে। হত্যাকাণ্ডসহ যে সব অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু বিচারের ও ন্যায়বিচারের স্বার্থে সে সব বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে।

উল্লেখ্য, দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট।

এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটাবিরোধীরা। ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, সাত কলেজসহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে।

এরমধ্যে গত মঙ্গলবার মঙ্গলবার দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরে একজন রয়েছেন।

এদিকে পরিস্থিতির যেন আরও অবনতি না হয় সে জন্য দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়।

তবে কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। এ নিয়ে বুধবার দুপুরের পর থেকেই বিভিন্ন ক্যাম্পাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারীরা। এতে বিভিন্ন ক্যাম্পাসে অনেকেই আহত হয়েছেন।

Address

Gulshan 2
Shahzadpur
1212

Alerts

Be the first to know and let us send you an email when Newspost Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newspost Tv:

Share