ক্রিকেট লাইভ Xpress

ক্রিকেট লাইভ Xpress টাইগারদের ক্রিকেটসহ সব খেলার লাইভ আপ? বাংলাদেশসহ ক্রিকেট দুনিয়ার লাইভ আপডেট জানতে সঙ্গে থাকুন...

পাকিস্তান শাহিনসের রান পাহাড় টপকাতে যেমন শুরু দরকার ছিল, সেটাই পেয়েছিল বাংলাদেশ 'এ' দল। সাইফ হাসান ও জিশান আলমের ঝোড়ো ব্...
14/08/2025

পাকিস্তান শাহিনসের রান পাহাড় টপকাতে যেমন শুরু দরকার ছিল, সেটাই পেয়েছিল বাংলাদেশ 'এ' দল। সাইফ হাসান ও জিশান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে রীতিমতো রানবন্যা বইয়ে দেয় টাইগাররা। তাতে বড় রান তাড়ার শক্ত ভিত পায় তারা। তবে তাদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়েও আর কেউই নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি। তাতে ৭৯ রানে হেরেছে বাংলাদেশ।

ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছে ইয়াসির খান। বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‌‘এ’ দলের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান শাহিনস।ভেন্যু : নর্দার্ন টেরিটরি, অস্ট্রেলিয়া...
14/08/2025

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‌‘এ’ দলের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান শাহিনস।
ভেন্যু : নর্দার্ন টেরিটরি, অস্ট্রেলিয়া।

পাকিস্তান শাহিনস : ৩৯/০
ওভার : ৪

ফ্রিতে এমকেএস ব্যাট দিয়ে খেলবেন সাকিব আল হাসান...
13/08/2025

ফ্রিতে এমকেএস ব্যাট দিয়ে খেলবেন সাকিব আল হাসান...

আগামীকাল বিকাল সাড়ে ৩টায় উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ
13/08/2025

আগামীকাল বিকাল সাড়ে ৩টায় উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ

‘নির্বাচন ও বিজনেস’, যে কারণে ক্রীড়া উপদেষ্টার আস্থা হারান ফারুক
13/08/2025

‘নির্বাচন ও বিজনেস’, যে কারণে ক্রীড়া উপদেষ্টার আস্থা হারান ফারুক

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগের আসরের সাফল্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের পর...
12/08/2025

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগের আসরের সাফল্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের পর এবারের আসর ঘিরে দর্শকদের আগ্রহ এবং প্রত্যাশা দুই-ই বেশি। তবে শুরুতে এই সিরিজ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে।

বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। একই সঙ্গে পুরো সিরিজটি লাইভ দেখা যাবে অস্ট্রেলিয়ার সেভেন প্লাস স্পোর্টসে। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও আটটি সম্প্রচারমাধ্যমের মাধ্যমে টুর্নামেন্টটি দেখা যাবে। সবমিলিয়ে ১০টি চ্যানেল ও প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ।

ভারত ও বাংলাদেশে ফ্যানকোড, নেপালে কেটিভি ম্যাক্স, পাকিস্তানে এ স্পোর্টস ও এআরওয়াই জ্যাপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টেলিভিশন, শ্রীলঙ্কায় স্টিক্স স্পোর্টস, আফ্রিকায় আনবিটেন ও প্রাইমমিডিয়া স্পোর্টস (নির্বাচিত ১৯টি ম্যাচ সম্প্রচার করবে) এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

গতবারের মৌসুমে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করলেও ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। সেই আক্ষেপ ঘোচাতে এবার আরও ভারসাম্যপূর্ণ দল গড়েছে বিসিবি। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গঠিত স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৪ আগস্ট, যেখানে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

মাঠের চতুর্দিকে খেলতে পারেন বলে ‘বেবি এবি’ হিসেবে তকমা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস। জাতীয় দলে আটটি টি-টোয়...
12/08/2025

মাঠের চতুর্দিকে খেলতে পারেন বলে ‘বেবি এবি’ হিসেবে তকমা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস। জাতীয় দলে আটটি টি-টোয়েন্টি খেলেও সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি এই তরুণ ক্রিকেটার। কিন্তু ব্যক্তিগত নবম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করে বসেছেন এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর পদে এখনো বহাল রয়েছেন গামিনি ডি সিলভা। শ্রীলঙ্কান এই কিউরেটরের কাজে নাখোশ বিসিব...
11/08/2025

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর পদে এখনো বহাল রয়েছেন গামিনি ডি সিলভা। শ্রীলঙ্কান এই কিউরেটরের কাজে নাখোশ বিসিবি। ফলে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড। আগামী দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কাজ করবেন তিনি।

দায়িত্ব বুঝে নিতে গতকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর। এরপর আজ দ্বিতীয় দিনেও মিরপুরে আসেন হেমিং। মাঠ কর্মীদের দেন প্রয়োজনীয় নির্দেশনা। এরপর চলে যান মিরপুরের মূল মাঠে। সেখানে গিয়ে দেখেন উইকেটের অবস্থা।

তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় কত টাকা বেতনে চাকরিতে ফিরলেন হেমিং। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, মাসে ৮ হাজার ডলারে চাকরিতে যোগ দিয়েছেন হেমিং। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দশ লাখ টাকার কাছাকাছি। যা দেশের ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত একজন কিউরেটরের সর্বোচ্চ পারিশ্রমিক।

বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করা গামিনি ডি সিলভা মাসিক ৪৫০০ ডলার বেতন পেতেন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৫ লাখ টাকা। অন্যদিকে টনি হেমিং প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা বেতন পাবেন।

শুধু মাসিক পারিশ্রমিকই নয় এর বাইরেও বাড়তি বেশ কিছু সুবিধা পাবেন হেমিং। যেমন গুলশান-২ এ ফার্নিশ ফ্ল্যাট, সার্বক্ষণিক গাড়ি, ৩ হাজার টাকা মোবাইল বিল, বছরে ৫ হাজার ডলার বিমানে যাতায়ত ভাড়া। হেমিংকে বাদ দিতে চাইলে কমপক্ষে দুই মাস আগে বিসিবির জানাতে হবে।

এদিকে টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে টনি হেমিংয়ের নিয়োগ নিয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলছিলেন, ‘তিনি বিশ্বের সেরা কিউরেটরদের একজন। গতবার হয়তো বাংলাদেশে তার অভিজ্ঞতা ভালো ছিল না, কিন্তু এবার প্রস্তাব পেয়ে রাজি হয়েছেন।’

তলানিতে বাংলাদেশ, বিশ্বকাপ খেলা নিয়ে শ ঙ্কা...
11/08/2025

তলানিতে বাংলাদেশ, বিশ্বকাপ খেলা নিয়ে শ ঙ্কা...

The Shakib Al Hasan Family 🤍
10/08/2025

The Shakib Al Hasan Family 🤍

সাউথ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে ট্রাইনেশন সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ...
10/08/2025

সাউথ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে ট্রাইনেশন সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ...

ক্রিকেট ইতিহাসের অন্যতম দক্ষ পেসার ভাবা হয় ওয়াসিম আকরামকে। পাকিস্তানের সাবকে এই পেসারের নিখুঁত অ্যাকশন ও সুইং যেকোনো বোল...
10/08/2025

ক্রিকেট ইতিহাসের অন্যতম দক্ষ পেসার ভাবা হয় ওয়াসিম আকরামকে। পাকিস্তানের সাবকে এই পেসারের নিখুঁত অ্যাকশন ও সুইং যেকোনো বোলারের জন্যই ঈর্ষার। তবে জাসপ্রিত বুমরাহকে ওয়াসিম আকরামের চেয়ে ভালো বোলার ভাবেন ওয়াকার ইউনিস।

ওয়াসিম আকরামের সঙ্গে একই সময়ে জাতীয় দলে খেলেছেন ওয়াকার ইউনিস। ওয়াকারের সঙ্গেই একই গাড়িতে একবার ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। গাড়িতে যেতে যেতেই নাকি তিনি বুমরাহকে নিয়ে এই মন্তব্য করেছিলেন।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন, 'আমরা একটি গাড়িতে ছিলাম। ওয়াকার ইউনুস আমার সঙ্গে ছিলেন। আমি তাকে বললাম, ‘পুরো ক্রিকেট বিশ্ব ওয়াসিম আকরামের ভ্যারিয়েশন ও বল নিয়ন্ত্রণের জন্য তাকে শ্রদ্ধা করে। তিনি ছিলেন অনন্য। বুমরাহ যেন ডানহাতি ওয়াসিম আকরাম, তাই না?

জবাবে ওয়াকার বলেছিলেন, ‘না, সে আমাদের সবার চেয়ে ভালো। আমাদের এই বয়সে এমন ক্রিকেটীয় চিন্তাধারা ছিল না। তাঁর দক্ষতা ভালো, চিন্তাভাবনা ভালো। সে ইতিহাসের সেরা।'

সম্প্রতি ভারতের টেস্ট অধিনায়ক হয়েছেন শুবমান গিল। তবে আলোচনায় ছিলেন বুমরাহও। এই পেসারের নেতৃত্ব নিয়ে আকাশ বলেছেন, 'বলা হচ্ছিল, ভারতের জন্য বুমরাহর চেয়ে ভালো অধিনায়ক হতে পারে না। প্রশ্ন উঠছিল, কেন বোলাররা অধিনায়ক হতে পারে না—কারণ রোহিত শর্মার অধিনায়কত্বে তিনি সহ-অধিনায়ক ছিলেন এবং পার্থে অধিনায়ক হয়ে ম্যাচও জিতেছেন, তাই তাকে অধিনায়ক করা উচিত।'

Address

Shahzadpur

Telephone

+8801922063060

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্রিকেট লাইভ Xpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্রিকেট লাইভ Xpress:

Share