
14/08/2025
পাকিস্তান শাহিনসের রান পাহাড় টপকাতে যেমন শুরু দরকার ছিল, সেটাই পেয়েছিল বাংলাদেশ 'এ' দল। সাইফ হাসান ও জিশান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে রীতিমতো রানবন্যা বইয়ে দেয় টাইগাররা। তাতে বড় রান তাড়ার শক্ত ভিত পায় তারা। তবে তাদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়েও আর কেউই নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি। তাতে ৭৯ রানে হেরেছে বাংলাদেশ।
ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছে ইয়াসির খান। বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।