16/03/2025
সব দোষ তো আর পুরুষ মানুষের উপরে চাপিয়ে দিলে হবে না!!
আপনার মেয়ে কোনো ধরণের বৈধ সম্পর্ক ছাড়া কক্সবাজারে যাচ্ছে, মেয়ে বন্ধুর বাড়িতে রাতে থেকে পড়বে নাকি বয়ফ্রেন্ডের সাথে হোটেলে যাবে খোঁজ নেন। আপনার মেয়ে এতোই বিদ্যাসাগর হলে নিজের বাড়িতে পড়তে পড়তে পেরেশান হয়ে যাবে বন্ধুর বাসায় যেয়ে রাতে থাকার প্রয়োজন নেই।
প্রতিটা পরিবারের উচিত পরিবারের মেয়ে/মেয়েদেরকে ২৪/৭ মনিটরিং করেন। আইফোন যদি ফ্যামিলি থেকে না দেয়া হয়ে তাহলে মেয়ে কি করে আইফোন পেয়েছে এইসবের খোঁজ খবর নেন।
গিফট হিসেবে মেয়েরা একজন আরেকজনকে একটা ভালো লিপিস্টিক-ও কিনে দেয়না আর আইফোন দিবে এমনটা বললে বিশ্বাস ও করবেন না।
আপনার মেয়ে আইফোন কোথায় পেয়েছে খোঁজ নেন। মেয়ের হাতে ২-লাখের আইফোন এইটা কোনো অর্জন না। দেখেই খুশি হওয়ার কোনো কারণ নেই।
ডাব্লিও এইচ প্রশ্নের সঠিক ব্যবহার করেন।
কোথায় যায়?
কখন যায়?
কখন আসে?
কার সাথে যায়?
কেন যায়?
প্রয়োজনের অতিরিক্ত স্বাধীনতা মেয়েদের শাহবাগী ফ্যা,,মিনিস্ট , অনিরাপদ, অরক্ষিত এবং দু,,শ্চরিত্রা বানাবে।
মেয়েদের প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা এবং টেকনোলজি, টেকনোলজিক্যাল গ্যাজেটের সহজলভ্যতা, ব্যবহারও ক্ষতির কারণ হতে পারে।
এখন রাতের ১০ টা বাজে। একান্তই জরুরী না হলে কোনো মেয়ের বিনা প্রয়োজনে রাস্তায় বের হয়ে অনিরাপদ বা অরক্ষিত জায়গায় যেয়ে স্বাধীনতা দেখানোর যুক্তি সঙ্গত কারণ থাকতে পারেনা।
কোনো মেয়ে খুব বেশি চুলপাকনামী করলে তার পরিণতিও তেমনি হবে। এর জন্য নিজস্ব কিছু দায়-দায়িত্ব অবশ্যই আছে।
স্বাধীনতার মানে তো নিরাপত্তা! স্বাধীন চিন্তা! স্বাধীন জীবনযাপন ! অধিকার ও দায়িত্ব! অর্থনৈতিক ও সামাজিক মুক্তি!
এখন কেউ যদি বে,,হায়াপনা, অশ্লী লতা, উশৃঙ্খলতা, অনিরাপদ বা অরক্ষিত পরিবেশ, শাহা/বাগী মনোভাব, ফ্যামি/নিজম, নাস্তি কতা, বে / শ্যাবৃত্তি, ম/দ, জু,,য়া, নে,শা, স/ ন্ত্রাসী, দু/র্নীতি ইত্যাদি ইত্যাদির বাস্তবায়নকে স্বাধীনতা হিসেবে উপস্থাপন করতে চায় তো তাকে চূড়ান্ত শাস্তি দিতে হবে।
মেয়েরা সাজুগুজু করবে, এই বি/ড়ি খাওয়া, ম/দ-গা/জা খাওয়া, উ,,ল/ঙ্গ হয়ে সমাজে অপসংস্কৃতির প্রচার-প্রচারণা আবার কবে থেকে স্বাধীনতার রূপকে পরিণত হয়েছে?
রাত ১২-টায় মেয়েটা বিনা কারণে রাস্তায় বের হয়ে দেশের জন্য অস্কার জিতবে নাকি অলিম্পিক বা বিশ্বকাপের গোল্ড মেডেল জিতবে বা কোনো নোবেল জিতবে !!
খোঁজ রাখুন।
পরিমার্জিত।