13/07/2025
আলহামদুলিল্লাহ।
হযরত মাহতাবউদ্দিন চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা হযরত শাহ কালা রহঃ মাজার ভাদাইর দেউল শমশেরনগর এর ছাত্র মোঃ এহতেশাম কবির নাদভী নজরানা শেষে আজ পবিত্র কুরআন শরীফ হিফজে ছবক নিয়েছে। আল্লাহ পাক যেন তাকে কবুল করেন- আমিন।