Taqwa Foundation

Taqwa Foundation জনস্বার্থে আস্থার সাথে সুন্নাহার পথে।

একটি অরাজনৈতিক ও মানবিক সেবামূলক সংগঠন।

Taqwa Foundation  এর সম্মানিত অর্থ সম্পাদক হাফিজ মাওলানা Akmam Fokrul (ফখরুল  ইসলাম)  আজ যুগলবন্দী হলেন, আল্লাহ তার দাম্...
28/08/2025

Taqwa Foundation এর সম্মানিত অর্থ সম্পাদক হাফিজ মাওলানা Akmam Fokrul
(ফখরুল ইসলাম)
আজ যুগলবন্দী হলেন,
আল্লাহ তার দাম্পত্য জীবন সুখময় করুক,
জিবনের শেষ অব্দি দুজন দুজনের ভরসাস্থল হউক।
দুজনের ভালোবাসা হউক রাসুল সা. ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রা.এর মত

ফাউন্ডেশনের পক্ষ থেকে বিবাহকে স্বরণীয় করে রাখতে
ক্রেস্ট তুলে দিচ্ছেন ফাউন্ডেশনের সেক্রেটারি Islam Jewel
ও সাংগঠনিক সম্পাদক খাব্বাব বিন হুসাইন
ও সহকারী অর্থ সম্পাদক Samad Ashraf
ও দপ্তর সম্পাদক আবু তাহের.

দূর থেকে ভালোবাসা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান Abdul Karim Salman
সাধারণ সম্পাদক MD Fozor Ahmed ও
Shah Ehsanur Rashid

আল্লাহ তাদের দাম্পত্য সুখময় করুক।

তাকওয়া ফাউন্ডেশন,
জনস্বার্থে আস্থার সাথে সুন্নাহার পথে।

তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত সদস্য প্রিয় ভাই Oliur Rahman   অসুস্থ হয়ে মৌলভীবাজার লাইফলাইন হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে ...
12/08/2025

তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত সদস্য
প্রিয় ভাই Oliur Rahman অসুস্থ হয়ে মৌলভীবাজার লাইফলাইন হাসপাতালে ভর্তি হয়।
পরবর্তীতে
শারীরিক উন্নতি না হওয়ায় সিলেট নর্থইস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল্লাহ তায়ালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন
তাকওয়া ফাউন্ডেশন তার পরিপূর্ণ সুস্থতার জন্য
আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ কামানা করতেছেন

অগ্নিকুণ্ডে ঝরে গেল কতগুলি নিষ্পাপ ফুল...উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায়কোমলমতি শি...
22/07/2025

অগ্নিকুণ্ডে ঝরে গেল কতগুলি নিষ্পাপ ফুল...
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায়
কোমলমতি শিশুদের হৃদয়বিদারক মৃত্যুতে
তাকওয়া ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত।

এই দুঃসহ ক্ষত কোন শব্দে সান্ত্বনা দেয়া যায় না...
আল্লাহ রাব্বুল আলামিন শিশুদের জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করুন
এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে অগাধ ধৈর্য ও শক্তি দান করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তাকওয়া ফাউন্ডেশন
জনস্বার্থে আস্থার সাথে সুন্নাহার পথে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনশোক ও দুঃখের সাথে জানাচ্ছি,আমাদের খুব প্রিয় ও পরিচিত মুখশমশেরনগর ঈগল নার্সারি ও ক...
20/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

শোক ও দুঃখের সাথে জানাচ্ছি,
আমাদের খুব প্রিয় ও পরিচিত মুখ
শমশেরনগর ঈগল নার্সারি ও কুমিল্লা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী
জনাব আশিকুর রহমান ভাই
আজ সকাল ৮:৩০ মিনিটে
কুলাউড়া উপজেলার দক্ষিণ হিঙ্গাজিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

তাকওয়া ফাউন্ডেশন–এর পক্ষ থেকে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন
ও পরিবার-পরিজনকে ধৈর্যের সাথে এই শোক বহন করার তাওফিক দেন।

আমিন।

আশিক ভাই তার জীবদ্দশায় আমাদের ফাউন্ডেশনকে অনেক পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন তিনি আমাদের একজন হিতাকাঙ্ক্ষী ছিলেন।

আলহামদুলিল্লাহ আমাদের তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মহোদয়দের প্যানেল। আমরা অনেকটাই গর্বিত এ পরিবার,আমরা উনাদের মত...
16/06/2025

আলহামদুলিল্লাহ আমাদের তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মহোদয়দের
প্যানেল।
আমরা অনেকটাই গর্বিত এ পরিবার,আমরা উনাদের মত যোগ্য ব্যাক্তিদের পেয়েছি।
যারা আমাদের ফাউন্ডেশনের উপদেষ্টা হিসাবে দাওয়াত কবুল করেছেন।

আমাদের এ ফাউন্ডেশনে যিনি প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন
তিনি শুধু গোটা সিলেট নয় পুরো বাংলাদেশের গর্ব, হযরত মাওলানা মুফতি মুশাহিদ আলি কাসেমী দা. বা, এ ছাড়া ও আমাদের উপদেষ্টা প্যানেলে রয়েছেন সবাই সম্মানিত ব্যাক্তিবর্গ, যাদেরকে পেয়ে আসলেই আমরা অনেকটাই উচ্চাসিত,

ইনশাআল্লাহ আমরা তাদের পরামর্শে,এবং আমাদের মুরব্বিদের দিকনির্দেশনা নিয়ে সম্মুখ পানে এগিয়ে চলবো।

আল্লাহ আমাদের এই ফাউন্ডেশনকে কবুল করুক আমিন

Taqwa Foundation
জনস্বার্থে আস্থার সাথে সুন্নাহার পথে

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের তাকওয়া ফাউন্ডেশনের আজকের সম্মানিত উপদেষ্টা মহোদয়দের নিয়ে  আজকের দিকনির্দে...
15/06/2025

আলহামদুলিল্লাহ
আল্লাহর অশেষ মেহেরবানীতে
আমাদের তাকওয়া ফাউন্ডেশনের আজকের সম্মানিত উপদেষ্টা মহোদয়দের নিয়ে আজকের দিকনির্দেশনা মূলক পরামর্শ সভা সম্পন্ন হয়েছে,
ভাই ভাই হোটেলের দ্বিতীয় তলার হল রুমে।

উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং কমিটির সকল সদস্য বৃন্দ

যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাকওয়া ফাউন্ডেশন পরিবার। বিশেষত চেয়ারম্যান এবং সেক্রেটারি।
এবং বিগত রমজানের আয় এবং ব্যায় হিসাব প্রকাশ করা হয়েছে
এবং কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়েছে,
যেগুলোতে সকলেই ঐক্য মত প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ।
এবং আগামীতে প্রতিটি কাজ যেন সুন্দরভাবে করতে পারি
এবং কাজ যেন আরো উন্নতি হয় এই ব্যাপারে আমাদের উৎসাহিত করেছেন
সম্মানিত উপদেষ্টা মহোদয় গন।

ইনশাআল্লাহ আমাদের মানবতার কাজ সারা বৎসর চলমান থাকবে ইনশাআল্লাহ

Taqwa Foundation
জনস্বার্থে আস্থার সাথে সুন্নাহার পথে

তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব ফজর আলী  সাহেব দীর্ঘ কয়েক যুগ সিঙ্গেল থাকার পর এবার যুগলজীবনে আবদ্ধ হলেন আম...
12/06/2025

তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব ফজর আলী সাহেব দীর্ঘ কয়েক যুগ সিঙ্গেল থাকার পর
এবার যুগলজীবনে আবদ্ধ হলেন

আমরা ফাউন্ডেশন পরিবার তার দাম্পত্য জিবন সুখময় হউক সেই কামনা করি

সেই সাথে ফাউন্ডেশনের সকল সদস্য কে
একদিন উনার আহলিয়ার বানানো রেসিপি তে।
নিমন্ত্রণ করা হউক, জোড় দাবি ✊

সবাই আওয়াজ তুলুন।

আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখময় করুক

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই বোনদের জানাই ঈদ-উল আজহার শুভেচ্ছা ,ঈদ মোবারক |
06/06/2025

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই বোনদের জানাই ঈদ-উল আজহার শুভেচ্ছা ,
ঈদ মোবারক |

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের জানাই ঈদ-উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক শুভেচ্ছান্তে সাধারণ সম্পাদ...
06/06/2025

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের জানাই ঈদ-উল আজহার শুভেচ্ছা
ঈদ মোবারক

শুভেচ্ছান্তে সাধারণ সম্পাদক তাকওয়া ফাউন্ডেশন শমশেরনগর

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share