02/01/2026
বরিশালে এক শিশুকে দত্তক নিয়ে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে এডলিন বিশ্বাস নামের এক নারীর বিরুদ্ধে। শিশুটিকে গত মঙ্গলবার পুলিশ উদ্ধার করে নিরাপদ হেফাজতে রেখেছে। এডলিন বিশ্বাসকে আটক করা হয়েছে, তবে তার ভাই জনি বিশ্বাস পলাতক রয়েছেন ¹ ²।
শিশুটির আসল মা মরিয়ম আক্তার জানিয়েছেন, তিনি একাধিকবার মেয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু দত্তক পরিবার তাকে বাধা দেয়। শিশুটি আদালতে জানিয়েছে, সে সিঁড়ি পরিষ্কার করার সময় এডলিনের ভাই জনি বিশ্বাস তাকে যৌন নিপীড়ন করতো। আদালত এডলিন বিশ্বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ²।
এডলিন বিশ্বাস নিজেই থানায় ডায়রি করে জানিয়েছিলেন যে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ তদন্তে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে। ভুক্তভোগীর অভিযোগ, তাকে নির্যাতন ও যৌন হয়রানি করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে সে বাসা থেকে পালিয়েছে ¹।
গত দুই বছরে বরিশালে অন্তত 35টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।