Shaon Sikder

Shaon Sikder ����
(1)

বরিশালে এক শিশুকে দত্তক নিয়ে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে এডলিন বিশ্বাস নামের এক নারীর বিরুদ্ধে। শিশুটিকে গত মঙ...
02/01/2026

বরিশালে এক শিশুকে দত্তক নিয়ে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে এডলিন বিশ্বাস নামের এক নারীর বিরুদ্ধে। শিশুটিকে গত মঙ্গলবার পুলিশ উদ্ধার করে নিরাপদ হেফাজতে রেখেছে। এডলিন বিশ্বাসকে আটক করা হয়েছে, তবে তার ভাই জনি বিশ্বাস পলাতক রয়েছেন ¹ ²।

শিশুটির আসল মা মরিয়ম আক্তার জানিয়েছেন, তিনি একাধিকবার মেয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু দত্তক পরিবার তাকে বাধা দেয়। শিশুটি আদালতে জানিয়েছে, সে সিঁড়ি পরিষ্কার করার সময় এডলিনের ভাই জনি বিশ্বাস তাকে যৌন নিপীড়ন করতো। আদালত এডলিন বিশ্বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ²।

এডলিন বিশ্বাস নিজেই থানায় ডায়রি করে জানিয়েছিলেন যে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ তদন্তে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে। ভুক্তভোগীর অভিযোগ, তাকে নির্যাতন ও যৌন হয়রানি করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে সে বাসা থেকে পালিয়েছে ¹।

গত দুই বছরে বরিশালে অন্তত 35টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।

বাংলাদেশের নাম করে ভারতে অস্ত্র বিতরণ, ভয়ংকর ভিডিও ভাইরাল! 🙄
02/01/2026

বাংলাদেশের নাম করে ভারতে অস্ত্র বিতরণ, ভয়ংকর ভিডিও ভাইরাল! 🙄

আজ হাসনাত আব্দুল্লাহ, এই কথা বলেছেন। তার এই মন্তব্য করাটা কে আপনারা কি মনে করছেন??
02/01/2026

আজ হাসনাত আব্দুল্লাহ, এই কথা বলেছেন। তার এই মন্তব্য করাটা কে আপনারা কি মনে করছেন??

😭😭😭 মুস্তাফিজুর রাহমান কে হত্যার হুমকি😭😭
02/01/2026

😭😭😭 মুস্তাফিজুর রাহমান কে হত্যার হুমকি😭😭

👍👍
02/01/2026

👍👍

বগুড়ায় মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতির পর অ*স্ত্র*সহ ডাকাত দল আটক। 👍👍👍
02/01/2026

বগুড়ায় মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতির পর অ*স্ত্র*সহ ডাকাত দল আটক। 👍👍👍

02/01/2026

পবিত্র জুম্মা মোবারক লাইফ।

দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান | Zaima Rahman | Khaleda Zia
02/01/2026

দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান | Zaima Rahman | Khaleda Zia

রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ...
01/01/2026

রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিক্সার চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারটির মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে।

মোমর্শ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মোচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারের ক্রসিংয়ে মুখোমুখী সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের। এতে অটোরিক্সা ও মোটরসাইকেল দুমড়ে মুছড়ে যায়।

নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ি ধলপুরে থাকতেন তিনি। আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে ( ¹, ², ³)।

এছাড়া, মোটরসাইকেলের পেছনে আরো একজন ছিল, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন ( ⁴)।

চট্টগ্রামে প্রশিক্ষিত গাড়ি চোর চক্রের দুই সদস্য রাসেল ও হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বিশেষভাবে তৈরি মাস্টার কি ...
01/01/2026

চট্টগ্রামে প্রশিক্ষিত গাড়ি চোর চক্রের দুই সদস্য রাসেল ও হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বিশেষভাবে তৈরি মাস্টার কি দিয়ে মাত্র দুই মিনিটে গাড়ি চুরি করতে পারদর্শী। গত ২৭ ডিসেম্বর রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার চুরি হয়, যা তিন দিন পর কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড থেকে উদ্ধার করা হয়।

গাড়ির মালিক, একজন চিকিৎসক, গাড়িটি লালখান বাজার ইঞ্জিনিয়ার স্টুডেন্টের সামনে রেখে পার্কিং করে ড্রাইভার সহ ভিতরে একটি মিটিংয়ে চলে যান। পরে এসে দেখেন গাড়িটি নেই। পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করে এবং চোরদের গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনেই প্রশিক্ষিত চোর এবং চট্টগ্রামে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কাছে পাওয়া গেছে একটি মাস্টার কি, যা দিয়ে যেকোনো গাড়ির লক খোলা যায় ¹।

বিধি তুমি বলে দাও আমি কার, একটি জীবনে দুইটা মনের দাবিদার। আমি তখন নতুন হাই স্কুলে ভর্তি হয়েছি, ক্লাস 6 এ পরি। ফুল নেবো ...
01/01/2026

বিধি তুমি বলে দাও আমি কার, একটি জীবনে দুইটা মনের দাবিদার। আমি তখন নতুন হাই স্কুলে ভর্তি হয়েছি, ক্লাস 6 এ পরি। ফুল নেবো না অশ্রু নেবো এই ছবিটা দেখেছিলাম, হাহা হা হা! এই ছবির মত এই ভাই দের অবস্থা হয়েছে। ছবির ভিতর সম্পর্কটা পবিত্র ছিল, আর এদের সম্পর্ক অপবিত্র।।

খালেদা জিয়ার নীরব ছায়াসঙ্গী ফাতেমা বেগম: ইতিহাসের আড়ালের এক অবিচ্ছেদ্য নামবিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ...
31/12/2025

খালেদা জিয়ার নীরব ছায়াসঙ্গী ফাতেমা বেগম: ইতিহাসের আড়ালের এক অবিচ্ছেদ্য নাম
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি আলোচনায় উঠে এসেছে একটি নীরব নাম—ফাতেমা বেগম। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে যিনি খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে থেকেছেন, সংকটের প্রতিটি মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন নিঃশব্দে।
বাংলাদেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে খালেদা জিয়া যেমন নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি তাকে আগলে রাখতে নিরলস ভূমিকা রেখেছিলেন ফাতেমা বেগম। রাজনীতির ইতিহাসে বহু নাম উচ্চারিত হলেও ইতিহাসের আড়ালে থেকে যান কিছু নীরব মুখ—ফাতেমা বেগম তেমনই একজন।
হাসপাতাল, কারাগার, গৃহবন্দী জীবন কিংবা বিদেশ সফর—খালেদা জিয়ার জীবনের প্রতিটি অধ্যায়েই অবিচ্ছেদ্য উপস্থিতি ছিল তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক সময় কটাক্ষ করে বলেছিলেন, ‘কারাগারেও খালেদা জিয়ার ফাতেমাকে লাগবে।’ সেই বক্তব্যই যেন প্রমাণ করে, খালেদা জিয়ার জীবনে ফাতেমার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল।
এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশেই ছিলেন গৃহকর্মী পরিচয়ে শুরু করা ফাতেমা বেগম। সময়ের ব্যবধানে তিনি আর শুধু গৃহকর্মী ছিলেন না, হয়ে উঠেছিলেন একান্ত সঙ্গী ও নির্ভরতার প্রতীক।
ফাতেমা বেগমের জন্ম ভোলার এক দরিদ্র পরিবারে। ভাই-বোনের মধ্যে বড় হওয়ায় সংসারের দায়িত্ব ছোটবেলা থেকেই তার কাঁধে এসে পড়ে। পরবর্তীতে স্থানীয় যুবক মোহাম্মদ হারুনকে বিয়ে করলেও ২০০৮ সালে অসুস্থ হয়ে স্বামীর মৃত্যু হয়। দুই সন্তানকে নিয়ে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান তিনি।
২০০৯ সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ নেন বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নেত্রীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন ফাতেমা বেগম।
তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, নেই কোনো দলীয় পদ। তবুও ইতিহাসের কঠিন সময়গুলোতে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য—নীরব, নিরলস এবং বিশ্বস্ত।
রোমান্স তালুকদার

Address

Shariatpur
Shariatpur

Alerts

Be the first to know and let us send you an email when Shaon Sikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaon Sikder:

Share