Shaon Sikder

Shaon Sikder ����
(1)

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের কসাই এলাকায় মোবাইল ফোন মেরামতের দোকান চালাতেন আকাশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবক সানি...
16/11/2025

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের কসাই এলাকায় মোবাইল ফোন মেরামতের দোকান চালাতেন আকাশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবক সানির কাছে ডিসপ্লে মেরামতের বকেয়া ১২০০ টাকা দাবি করলে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে সানি। ঘটনাস্থলেই মারা যান আকাশ। শনিবার চান্দনাইশ থেকে সানিকে গ্রেপ্তার করে র‍্যাব। তার দেয়া তথ্যে আরও দুজনকে আটক করা হয়। রিয়াজুদ্দিন বাজারের উকিলবাড়ি জামে মসজিদের সামনের নালা থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। র‍্যাব জানায়—সানি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবেই আকাশকে জখম করে পালিয়ে যায়।

এদিকে শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি ফ্ল্যাট থেকে গলাকাটা অবস্থায় দম্পতি ইমরান ও রহিমাকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই মারা যান স্ত্রী রহিমা, আর গুরুতর আহত ইমরানকে নেওয়া হয় হাসপাতালে। আটক করা হয়েছে রহিমার প্রথম ঘরের ১৬ বছরের মেয়েকে। পুলিশ জানায়, টিকটকে আসক্ত ছিল কিশোরীটি এবং ঘটনার রাতে তার কক্ষে উপস্থিত ছিল তিন টিকটকার।

ঘটনাদুটি নিয়ে সিআইডি ও পিবিআই তদন্ত শুরু করেছে। তদন্ত কর্মকর্তারা জানান—মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের সত্য উদঘাটনে সময় লাগবে। সম্প্রতি ভাড়া বাসায় উঠেছিলেন ইমরান–রহিমা দম্পতি। দেশজুড়ে আলোচিত এই দুই নৃশংস ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে জনমনে ক্ষোভ বাড়ছে।

তিনি একজন অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না। কিন্তু সে ভিক্ষার থালা হাতে না নিয়ে, গাছে গাছে ডাপ পেরে দিয়ে জীবিকা চালাচ্ছে৷ স...
15/11/2025

তিনি একজন অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না। কিন্তু সে ভিক্ষার থালা হাতে না নিয়ে, গাছে গাছে ডাপ পেরে দিয়ে জীবিকা চালাচ্ছে৷ সে বলে আমি ত কাজ করতে পারি, তাহলে ভিক্ষা কেনো করবো। সেলুট জানাই এই ভাই কে।

মাত্র ১৫ বছরের তানভীর। রাঙামাটির এক কিশোর, যার স্বপ্ন ছিল খেলাধুলা করে বড় হওয়ার। কিন্তু সামান্য এক ফোঁড়া অপারেশনের পর ...
15/11/2025

মাত্র ১৫ বছরের তানভীর। রাঙামাটির এক কিশোর, যার স্বপ্ন ছিল খেলাধুলা করে বড় হওয়ার। কিন্তু সামান্য এক ফোঁড়া অপারেশনের পর শুরু হলো তার জীবনের দুঃস্বপ্ন। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকা তানভীরকে চিকিৎসকের কাছে নিলে জানা যায়—তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।

তানভীরের বাবা প্রতিবন্ধী; কোনো কাজ করতে না পারায় সংসারের চাকা চলে না। অভাবের চাপে অসুস্থ সন্তানকে নিয়ে মা আশ্রয় নিয়েছেন রাঙামাটি রিজার্ভবাজারের শহীদ আব্দুল একাডেমীর পাশে মামার বাড়িতে। কিন্তু মামার ছোট্ট পান দোকানের আয়ে তাদের নিজেদের সংসারই চলে কষ্টে। তাও আট–নয় মাস ধরে ভাগ্নের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করে ক্লান্ত তিনি।

তানভীরের মা বলেন, “ওর বাবা প্রতিবন্ধী, কোনো আয় নেই। আমার খুব কষ্ট হইতেছে ছেলে লইয়া। আমি শুধু চাই আমার ছেলেটা সুস্থ হোক, খেলাধুলা করুক, ভালো হয়ে যাক।”

মামা জানালেন, “আমরা যা পারছিলাম আট–নয় মাস ধরে করছি। চট্টগ্রাম, ঢাকা দেখাইছি। ডাক্তার বলছে বড় রোগ হইছে—দেশের বাইরে নিতে হবে। কিন্তু আমরা আর পারছি না। কিছু করার নাই এখন। দেশবাসীর কাছে সাহায্য চাই।”

চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় ব্যথায় রাতেও ঘুমাতে পারে না তানভীর। বিছানায় কাতরাতে থাকা সন্তানের দিকে তাকিয়ে মায়ের চোখের পানি থামে না। কপালে গভীর দুশ্চিন্তার রেখা—এত টাকা কোথায় পাবে তিনি?

তানভীরের উন্নত চিকিৎসার জন্য এখন প্রয়োজন বিপুল অর্থ, যা এই ভাঙা পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।

অসহায় মা তাই সরকারের কাছে, সমাজের বিত্তবানদের কাছে এবং সকল মানবিক হৃদয়ের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

এক বুক আশা নিয়ে তিনি শুধু একটি কথাই বলেন—
“আমার ছেলেটা যেন বাঁচে।”

তানভিরের সাথে যোগাযোগ করুন- 01642767722

রাজধানীর মিরপুরে কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় স্থানীয়দের ধাওয়ায় পানিতে ডুবে মারা গেছে এক কলেজ শিক্ষা...
15/11/2025

রাজধানীর মিরপুরে কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় স্থানীয়দের ধাওয়ায় পানিতে ডুবে মারা গেছে এক কলেজ শিক্ষার্থী। এ ঘটনায় আরেকজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, টাকার প্রলোভন দেখিয়ে দু’জনকে আগুন দিতে পাঠানো হয়েছিল।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় হঠাৎ একটি বাসে আগুন ধরে যায়। আগুন দেখে এলাকাবাসী এগিয়ে গেলে দু’জন দৌড়ে নদীর দিকে পালানোর চেষ্টা করে। একজন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়, পরে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্যজনকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে—আব্দুল্লাহ সাইয়াফ, মিরপুর নেভাল একাডেমি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আটক রুদ্র মোহাম্মদ নাহিয়ান রাজধানীর একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

মর্মান্তিক এই মৃত্যুর খবর এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছেন না সাইয়াফের বাবা। হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিভ্রান্ত ও শোকাহত বাবা বারবার বলছিলেন—সন্ধ্যায় যার সঙ্গে কথা বলে এসেছেন, কীভাবে সেই ছেলেটি এমন মৃত্যুর শিকার হলেন তিনি কিছুই বুঝতে পারছেন না। ছোট ভাইটিও বড় ভাইয়ের প্রকৃত মৃত্যুর কারণ বাবাকে জানানোর চেষ্টা করেও থমকে আছে।

পোড়া বাসটির মালিক জানান, আগুনে তার গাড়ি, কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। তিনি শাহ আলী থানায় মামলা করেছেন।

পুলিশ বলছে, আটক নাহিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কারা টাকার বিনিময়ে তাদের এই ঘটনায় যুক্ত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া ব্যবসায়ী আশরাফুল হকের মৃত্যুতে রংপুরের বদরগঞ্জের গোপালপুর...
14/11/2025

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া ব্যবসায়ী আশরাফুল হকের মৃত্যুতে রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। পরিবার–পরিজন থেকে শুরু করে এলাকাবাসী সবাই বাকরুদ্ধ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদগাহের পাশের সড়কে দুটি নীল রঙের বাক্স থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় জানা যায়, তিনি কাঁচামাল আমদানিকারক আশরাফুল হক।

পরিবার জানায়, গত মঙ্গলবার রাত ৯টায় বন্ধু পাশের গ্রামের জরেজ মিয়াকে সঙ্গে নিয়ে ঢাকায় যান আশরাফুল। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে জরেজের কাছেই পাওয়া যায় আশরাফুলের মোবাইল। নিহতের বোনের সঙ্গে জরেজের কথোপকথনের একটি অডিওতে শোনা যায় তার অসংলগ্ন কথা—একবার বলছেন আশরাফুল কোথায় জানেন না, আবার বলছেন চট্টগ্রামে আছে কিংবা কাল কথা হয়েছে।

জানা যায়, মালয়েশিয়া প্রবাসী জরেজ সম্প্রতি দেশে ফিরে জাপান যাওয়ার জন্য আশরাফুলের কাছে ২০ লাখ টাকা ধার চান। সেই টাকা দিতেই ঢাকায় যান আশরাফুল। তার মৃত্যুতে দায়ী হিসেবে জরেজকেই সন্দেহ করছে পরিবার।

এলাকাবাসীর দাবি—যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দানশীল ও মানবিক মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন আশরাফুল। মসজিদ–মাদ্রাসা নির্মাণে ৪০ শতক জমি ও ৫০০ ইট দান করেছিলেন তিনি।

ঘটনার পর বদরগঞ্জ থানা পুলিশ শাহবাগ থানা পুলিশের সঙ্গে তথ্য আদান–প্রদান করছে। দুটি নাম সামনে এসেছে বলে জানিয়েছে পুলিশ। পরিবার ঢাকায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

সরকার মাজহারুল মান্নান
যমুনা নিউজ, রংপুর

রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার নবম শ্রেণির ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা...
14/11/2025

রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার নবম শ্রেণির ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। হামলার পর আহত অবস্থায় ঘটনাস্থল থেকেই একজন যুবককে আটক করেছে পুলিশ। তিনি বিচারকের পরিবারের পূর্বপরিচিত লিমন মিয়া বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ১৩ খাদিয়া ডাপতলা এলাকার পার্ক ভিউ ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। ভবনের নিরাপত্তারক্ষীর ভাষ্য অনুযায়ী, লিমন মিয়া পূর্বপরিচিত হওয়ায় কোনো সন্দেহ ছাড়াই তাকে বাসায় উঠতে দেওয়া হয়।

বিকেল সাড়ে তিনটার দিকে ফ্ল্যাট থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে গিয়ে দেখতে পান—ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাওসিফ রহমান ও তার মা তাসমিন নাহার। পাশে আহত লিমন মিয়াকেও পাওয়া যায়। দ্রুত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। বিচারকের স্ত্রীকে গুরুতর অবস্থায় সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত লিমন মিয়াও পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্র জানায়, তাসমিন নাহারের বয়স ৪৪ বছর। তাকে আঘাতের মাত্রা বিবেচনায় জরুরি ভিত্তিতে সার্জারি ইমারজেন্সিতে নেওয়া হয়েছে।

পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লিমন মিয়া দীর্ঘদিন ধরে বিচারকের পরিবারের কাছে আর্থিক সহায়তা চাইতেন। বিচারকের স্ত্রী মাঝে মধ্যে তাকে সাহায্য করলেও সম্প্রতি দাবি বাড়িয়ে দেওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত সপ্তাহে বিচারকের স্ত্রী সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে একটি জিডি করেছিলেন।

পুলিশ জানায়, লিমন কেন হঠাৎ বিচারকের বাসায় আসে এবং কীভাবে এই হামলা সংঘটিত হয় তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত রক্তাক্ত ছুরি ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে পিবিআই।

সম্প্রতি সিলেট থেকে বদলি হয়ে বিচারক আব্দুর রহমান পরিবারসহ রাজশাহীর এই ভাড়া বাসায় উঠেছিলেন।

14/11/2025

জুম্মার নামাজের সময় হয়েছে। প্রিয় মুসলিম ভাইএরা, নামাজের জন্য মাসজিদে চলে আসুন।❤️❤️

13/11/2025

আজ ১৩ নভেম্বর। আমার বাসায় লাকড়ি ঘরে কিছু অমানুষ ডিজেল দিয়ে আগুন জালিয়ে দেয়ার চেষ্টা করেছে৷ কী কারনে করা হলো বলতে পারছি না৷ আল্লাহ আমাদের হেফাজত করুন৷

যশোরের বেনাপল সীমান্তের বড় আছড়া গ্রামে এক হৃদয়স্পর্শী ঘটনা। মানসিক ভারসাম্যহীন এক মা বাঁশবাগানে সন্তান প্রসব করে রক্ত...
13/11/2025

যশোরের বেনাপল সীমান্তের বড় আছড়া গ্রামে এক হৃদয়স্পর্শী ঘটনা। মানসিক ভারসাম্যহীন এক মা বাঁশবাগানে সন্তান প্রসব করে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। নবজাতকের কান্নার শব্দে গ্রামবাসীরা টের পান ঘটনাটি।

স্থানীয় নূরজাহান বেগম জানান, মঙ্গলবার মধ্যরাতে তিনি বিড়ালের বাচ্চার মতো শব্দ শুনে বাইরে বের হন। কাছে গিয়ে দেখেন মাটিতে পড়ে আছে এক ফুটফুটে নবজাতক। তাঁকে দেখে ওই মানসিক ভারসাম্যহীন মা সেখান থেকে পালিয়ে যান। পরে নূরজাহান বেগম শিশুটিকে উদ্ধার করে নিজের হেফাজতে নেন।

তিনি বলেন, “বাচ্চাটা আমরা মানুষ, আল্লাহ যদি হায়াত দেন, বেঁচে থাকলে আমাদের কাছেই থাকবে। আমরা ডাক্তার দেখাচ্ছি, সুস্থ করছি।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে নূরজাহান বেগমের বাড়িতে ভিড় জমান উৎসুক মানুষ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি নবজাতকের চিকিৎসা ও কল্যাণে প্রয়োজনীয় অর্থসহায়তার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শিশু কল্যাণ কমিটির মাধ্যমে শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে শিশুটির নাম রাখা হয়েছে ‘বিল্লাল হোসেন’।
👉 সময় সংবাদ, বেনাপল।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমির খাকুড়া গ্রামে শ্বশুরবাড়িতে এক গার্মেন্টস কর্মী রতন মিয়া (৩৫) এবং তার সাত বছরের কন...
13/11/2025

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমির খাকুড়া গ্রামে শ্বশুরবাড়িতে এক গার্মেন্টস কর্মী রতন মিয়া (৩৫) এবং তার সাত বছরের কন্যা নুরি আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে রতনের স্ত্রী জুলেখা বেগমকে (৩০)। ঘটনাটি আত্মহত্যা না হত্যা—এ নিয়ে চলছে তদন্ত। পুলিশ এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেনি, তবে জিজ্ঞাসাবাদের জন্য রতনের শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী শ্বশুরবাড়িতে রতন মিয়া ও তার মেয়ে নুরি আক্তারকে গলাকাটা অবস্থায় দেখতে পান। তারা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রতনের স্ত্রী জুলেখা বেগমকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জুলেখা বেগম বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র, খালি বিষের বোতল, রতন মিয়ার লেখা একটি সুইসাইড নোট এবং বিয়ের কাগজপত্র উদ্ধার করেছে। তবে স্থানীয়রা এবং নিহতের স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, "কেউ মারছে না। আগে মেয়েটা মারছে মেয়ে কয়ে দিব।" আরেকজন বলেন, "আমার ছোট ভাই তো কালকে রাত্রে এই জায়গায় আইছে। এখন আওয়ার পরে এখন হেরা যে কি করছে তো জানিনা।"

পুলিশ সূত্রে জানা গেছে, জুলেখা বেগম প্রায় দুই বছর ধরে দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে দেশে ফিরেছেন এবং আজকের ফ্লাইটেই তার দুবাই ফেরার কথা ছিল। তবে রতন মিয়া স্ত্রীর দুবাই যাওয়ার বিষয়ে রাজি ছিলেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশের এক কর্মকর্তা বলেন, "পারিবারিক বিরোধের কারণে ঘটনা ঘটে থাকতে পারে বলে আমাদের ধারণা। আমরা আনুষঙ্গিক বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করছি। আমরা খুব শীঘ্রই বের করে ফেলব কারা ঘটনার সাথে জড়িত।"

জেলা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তকারীরা বলছেন, তদন্ত শেষ হলে জানা যাবে এটি হত্যা, আত্মহত্যা না কোনো পরিকল্পিত ঘটনা।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা দাবি করছেন, পুলিশ যেন দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনে।

**রাহিম সারোয়ার, যমুনা নিউজ।**

ঢাকার এক ছোট ঘরে যন্ত্রণা আর নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন কিশোরগঞ্জের করিমগঞ্জের মোহাম্মদ ইসলাম। একসময় ভ্যান চালিয়ে সংসার...
12/11/2025

ঢাকার এক ছোট ঘরে যন্ত্রণা আর নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন কিশোরগঞ্জের করিমগঞ্জের মোহাম্মদ ইসলাম। একসময় ভ্যান চালিয়ে সংসার চলত মোটামুটি, মেয়েদের হাফেজা বানানোর স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু তিন বছর আগে এক দুর্ঘটনাই সবকিছু ওলটপালট করে দেয়।

বাসাবাড়িতে কাজ করতে গিয়ে গ্লাসের টুকরো পায়ে ঢুকে তিনটি রগ কেটে যায়। চিকিৎসা নিলেও সেই ক্ষত আর ভালো হয়নি। এর কিছুদিন পরেই শুরু হয় বুকে ব্যথা— পরে জানা যায় খাদ্যনালীতে পাথর ও পানি জমেছে। অপারেশনের টাকাও ছিল না, তাই ফিরে আসতে হয় বাড়িতে।

তারপর শুরু হয় একের পর এক বিপর্যয়। ডান হাতে বিষফোঁড়া, ডায়াবেটিস আর সংক্রমণ ছড়িয়ে পচে যায় পুরো হাত। শেষমেশ কেটে ফেলতে হয় কনুই পর্যন্ত। 😔 এখন শরীরজুড়ে ঘা, চর্মরোগ, যন্ত্রণায় দিন-রাত কাতর তিনি।

স্ত্রী মদিনা বেগম সেলাইয়ের কাজ করে মাসে আয় করেন মাত্র ৬–৭০০ টাকা। বড় মেয়ে হাফেজি পড়া ছেড়ে গেঞ্জির কারখানায় কাজ নেয় বাবার ওষুধ আর সংসারের জন্য— মাসে মাত্র ৬০০০ টাকা। অথচ সেই টাকা দিয়েও একবেলা খাবার জোটে না তাদের।

👉 অসুস্থ বাবার মুখের দিকে তাকিয়ে মেয়েটি এখনো আশা করে— “আল্লাহ চাইলে আমার আব্বা ভালো হয়ে উঠবে।”
👉 স্ত্রী বলেন, “লোকজন একটু সাহায্য করলে হয়তো ওষুধটা কিনে দিতে পারতাম। আল্লাহ যদি কারও হৃদয় নরম করেন…”

💔 একসময় যারা অন্যের ঘরে মালপত্র টানতেন, আজ তারা নিজেরাই টানছেন যন্ত্রণার বোঝা।
এই পরিবারটি আজ শুধু সাহায্যের নয়— সহানুভূতির অপেক্ষায় আছে।

যোগাযোগ করুন তার সাথে - 01936271784

📿 আসুন, আমরা সবাই মিলে এগিয়ে আসি মোহাম্মদ ইসলামের পাশে—
একটি সাহায্য, একটি জীবন বাঁচাতে পারে। 🕊️

সবাই বেশি বেশি শেয়ার করুন৷ 😭😭
12/11/2025

সবাই বেশি বেশি শেয়ার করুন৷ 😭😭

Address

Shariatpur
Shariatpur

Alerts

Be the first to know and let us send you an email when Shaon Sikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaon Sikder:

Share