16/11/2025
চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের কসাই এলাকায় মোবাইল ফোন মেরামতের দোকান চালাতেন আকাশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবক সানির কাছে ডিসপ্লে মেরামতের বকেয়া ১২০০ টাকা দাবি করলে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে সানি। ঘটনাস্থলেই মারা যান আকাশ। শনিবার চান্দনাইশ থেকে সানিকে গ্রেপ্তার করে র্যাব। তার দেয়া তথ্যে আরও দুজনকে আটক করা হয়। রিয়াজুদ্দিন বাজারের উকিলবাড়ি জামে মসজিদের সামনের নালা থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। র্যাব জানায়—সানি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবেই আকাশকে জখম করে পালিয়ে যায়।
এদিকে শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি ফ্ল্যাট থেকে গলাকাটা অবস্থায় দম্পতি ইমরান ও রহিমাকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই মারা যান স্ত্রী রহিমা, আর গুরুতর আহত ইমরানকে নেওয়া হয় হাসপাতালে। আটক করা হয়েছে রহিমার প্রথম ঘরের ১৬ বছরের মেয়েকে। পুলিশ জানায়, টিকটকে আসক্ত ছিল কিশোরীটি এবং ঘটনার রাতে তার কক্ষে উপস্থিত ছিল তিন টিকটকার।
ঘটনাদুটি নিয়ে সিআইডি ও পিবিআই তদন্ত শুরু করেছে। তদন্ত কর্মকর্তারা জানান—মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের সত্য উদঘাটনে সময় লাগবে। সম্প্রতি ভাড়া বাসায় উঠেছিলেন ইমরান–রহিমা দম্পতি। দেশজুড়ে আলোচিত এই দুই নৃশংস ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে জনমনে ক্ষোভ বাড়ছে।