
06/09/2025
একটা দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিয়েছে গাজীপুর শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের দরিদ্র শ্রমিক জমির হোসেনের জীবন।
কখনো ভোরে-সন্ধ্যায় অটোরিকশা চালিয়ে, আবার কারখানায় কাজ করে সংসার চালাতেন তিনি। মা, স্ত্রী আর ছোট্ট মেয়েকে নিয়ে ছিলো তার হাসি-খুশির সংসার।
কিন্তু ২০২২ সালের শেষ দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তার দুই পায়ের শক্তি। হুইলচেয়ারে বন্দি হয়ে যায় তার জীবন। সংসারের একমাত্র ভরসা যিনি ছিলেন, সেই স্ত্রীও তিন মাসের মাথায় শিশুসন্তানকে ফেলে রেখে অন্যত্র ঘর বেঁধে চলে যান।
অসহায় জমির তখন ভেবেছিলেন—মা আছেন, তিনিই ভরসা। কিন্তু নিয়তির নির্মম খেলায় আজ সেই মা-ও ক্যান্সারে আক্রান্ত।
একদিকে অচল ছেলে, অন্যদিকে মৃত্যুর সাথে লড়াই করা মা—সাথে মাত্র পাঁচ বছরের ছোট্ট মেয়ে। সংসারের হাল ধরার মতো আর কেউ নেই।
জমির হোসেন কান্নাভেজা কণ্ঠে বলেন—
“আগে আমি কামাই করতাম, সংসার চালাতাম। এখন আমি অচল হয়ে গেছি। আমার আম্মু অসুস্থ, আমি অসুস্থ, ছোট মেয়ে আছে… আমাদের দেখার মতো কেউ নাই। সরকার বা কোনো জায়গা থেকে আমি একটুও সাহায্য পাই নাই। আমি শুধু চাই আমার আম্মুর চিকিৎসা হোক, যাতে অন্তত আমি বেঁচে থাকলে মেয়েকে মানুষ করতে পারি।”
প্রতিবেশীরা সামান্য সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় অতি অপ্রতুল। দিন দিন চিকিৎসা ব্যয় বাড়ছে, অথচ সংসারে নেই কোনো আয়ের উৎস।
আজ জমিরের অসহায় পরিবারের একটাই আর্তি—
👉 সরকার ও সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, হয়তো চিকিৎসার মাধ্যমে আবারো দাঁড়াতে পারবেন জমির। মা ফিরে পাবেন নতুন জীবন, ছোট্ট মেয়েটি ফিরে পাবে বাবার শক্ত হাতের ভরসা।
প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ—
দয়া করে এ অসহায় পরিবারটির পাশে দাঁড়ান।
আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে তাদের জন্য নতুন জীবনের আলো।