জনসচেতনতা টিভি

জনসচেতনতা টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জনসচেতনতা টিভি, Digital creator, Bango Bazar Ful Baria, Dhaka, Sherpur.

25/08/2024

আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য । কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে । সে জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ -
ড. মুহাম্মদ ইউনুস

20/08/2024

Please 🙏 shear this..

Dear Sir,
ভুল হলে ক্ষমা করবেন।
দুর্নীতি তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিখছি,তো বড়ো হয়ে দুর্নীতি করবো না? যেমন ধরুন : ১. প্রশংসা পত্র তুলতে ২০০/৩০০ টাকা ২.মার্কশীট তুলতে ২০০/৩০০ টাকা ৩. অর্জিত সার্টিফিকেট তুলতে ৫০০ টাকা ৪. ফর্ম ফিলআপ বোর্ড ফির চেয়ে ডাবল নেওয়া ৫.ভর্তি ফি বেশি নেওয়া হয় ৬. রেফারেন্স অনুযায়ী উপবৃত্তি দেওয়া ৭. রেজিষ্ট্রেশন ফি বেশি নেওয়া ৮. পরীক্ষার ফি বেশি করে নেওয়া।
এই ছোটখাটো দুর্নীতি ই তো আমাদের বড় বড় দুর্নীতি করতে শেখায় স্যার। আপনাদের লেকচার এবং কর্মের মধ্যে বিশাল পার্থক্য । স্যার এটা কি জানতে পারি এগুলো বাংলাদেশের সংবিধানের কত নং অধ্যায়, ধারা ও অনুচ্ছেদে উল্লেখ আছে? সুশীল শিক্ষা!
এটা কি পরিবর্তন করা উচিত নয়?
C.P

একটা চুরে যদি এত টাকা চুরি করে তাহলে বাকি চুর গুলা বুঝেন কত টাকা চুরি করছে। চুরি করতে করতে দেশের সব ব্যাংকগুলো খালি করে ...
15/08/2024

একটা চুরে যদি এত টাকা চুরি করে তাহলে বাকি চুর গুলা বুঝেন কত টাকা চুরি করছে। চুরি করতে করতে দেশের সব ব্যাংকগুলো খালি করে ফেলেছে।

12/08/2024

যেখানে মিষ্টান্ন ভান্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি,রসগোল্লা কিনে মসজিদে মিলাদ পড়ানো হয়। কোন মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নিশ্চিন্তে মিলাদ শেষে জিলাপি খেতে খেতে বাড়ি যায়।

*চা দোকানে একই কাপে হিন্দু মুসলিম চা খেয়ে যুগের পর যুগ বসবাস করছে। কারো মাথায় এটা নিয়ে ব্যথা বেদনা নেই।

*হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী, বন্ধুবান্ধব মুসলিমদের দাওয়াতেও খুব স্বাভাবিকভাবে হিন্দুরা অংশ নেয়। এতে কেউই কিছু মনে করে না।

*সামাজিক কোন অনুষ্ঠানে একই টেবিলে একই প্লেটে হিন্দু -মুসলিম পাশাপাশি বসে খাবার খাচ্ছে। মুসলিম লোকটি গরু মাংশ খাচ্ছে না, কারন তার বন্ধুটির জন্য।

* বর্তমানে সামাজিক অনেক অনুষ্ঠানে গরু রাখা হয় না শুধু সবার কথা ভেবে।

*অনেক হিন্দুদের বিয়েতে কাচ্চি করা হয় এবং মুসলমানদের জন্য জবাই আলাদা ভাবে করা হয়।

*পাবলিক বাসে, রিক্সায়, ক্লাসের বেঞ্চে পাশাপাশি বসে দিব্যি চলাফেরা করে হিন্দু- মুসলিম। কারো কোন সমস্যা নেই।

*মসজিদ আর মন্দির একই এলাকায় আছে অনেক জায়গায়। দুই পক্ষই ইবাদত করছে। কারোরই কোন অসুবিধা হয়না যুগ যুগ ধরে।

বিশ্বের আর কোন দেশে এরকম সুন্দর দৃষ্টান্ত দেখাতে পারবেন??

এত সুন্দর সম্প্রীতি আমার জানামতে আর কোথাও নেই। ভারতে তো তা কল্পনাও করা যায়না। তবুও এত কথা কেন? এত মিথ্যা কেন ছড়ানো হচ্ছে? কিছু মানুষ এর জন্য দায়ী। এরা গভীর ষড়যন্ত্র করছে বছরের পর বছর। কিন্তু এরা সফল হয়নি, সফল হতে পারবেনা ইনশা আল্লাহ। কারন আমাদের দেশের মানুষ সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক, আমরা হিন্দু মুসলিম বিভেদ করি না। আমার মতে বিশ্বে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ রোল মডেল।

এদেশের প্রতিটি ধর্মেই কিছু ধর্মান্ধ মানুষ রয়েছে। তবে অধিকাংশ মানুষই ধর্মবান্ধব, ধর্মান্ধ নয়।

জন্মের পর এইবার প্রথম পুরুষ সরকার দেখলাম।
10/08/2024

জন্মের পর এইবার প্রথম পুরুষ সরকার দেখলাম।

Hazrat Sheikh Hasina......?😂🥲
08/11/2023

Hazrat Sheikh Hasina......?😂🥲

13/08/2022

🙏Please support my new page . Please follow this page,Like comments & Share...👍

Address

Bango Bazar Ful Baria, Dhaka
Sherpur
2100

Telephone

+8801969143845

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনসচেতনতা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share