Ashiqur Rahman

Ashiqur Rahman ভালোবাসার মানুষ কখনো কষ্ট দেয় না
যে কষ্ট দেয় সে কখনো ভালবাসতে জানে না
(1)

প্রকৃতি সব সময় সুন্দর।
30/08/2025

প্রকৃতি সব সময় সুন্দর।

29/08/2025

পদ্মাসেতু।।

দূর থেকে পদ্মাসেতু।
29/08/2025

দূর থেকে পদ্মাসেতু।

মানুষের জীবনে ঘুম ঠিক কতটা  প্রয়োজনীয় সেটা যখন পায় না তখন বুঝতে পারে।৩২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক অলিভার অ্যালভিসের জীব...
28/08/2025

মানুষের জীবনে ঘুম ঠিক কতটা প্রয়োজনীয় সেটা যখন পায় না তখন বুঝতে পারে।

৩২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক অলিভার অ্যালভিসের জীবন দুই বছরের মধ্যে পুরোপুরি ওলটপালট হয়ে গেছে, কারণ তিনি ঘুমাতে পারেন না!

অলিভার একসময় বেশ পরিশ্রমী, দায়িত্বশীল, সুস্থ এক ট্রেনচালক ছিলেন। বাড়ির ঋণ শোধ করে দিয়েছিলেন, প্রাইভেট পাইলট লাইসেন্স নিয়েছিলেন, নিজের প্লেনও কিনেছিলেন। প্রেমিকার সঙ্গে সুখী ভবিষ্যতের স্বপ্ন বুনছিলেন তিনি।

কিন্তু হঠাৎ এক রহস্যময় অসুস্থতা সবকিছু কেড়ে নেয়। ঠিক অনিদ্রা নয়, বরং প্রায় পুরোপুরি 'ঘুম'ই হারিয়ে ফেললেন তিনি। ঘুমাতে পারেন না তিনি, চোখ বন্ধ করলেও ঘুম আসে না। যেন একটানা জেগে থাকছেন সারাক্ষণ।

দিন গড়িয়ে রাত, আর রাত পেরিয়ে দিন- ঘুম না আসায় জীবনটা তার কাছে যন্ত্রণার নামান্তর। ঘুমের অভাব তাকে শারীরিক-মানসিক উভয়ভাবেই ভেঙে দিয়েছে। জীবনের নানা অর্জনের প্রায় সবকিছু হারিয়েছেন তিনি।

অলিভারের শরীর এখন এমন পর্যায়ে গেছে যে অ্যানেসথেসিয়া দেওয়ার পরও তিনি জেগে থাকেন। মাথায় অসহ্য চাপ, শরীরে আগুন জ্বলার মতো অনুভূতি, হাড়-মাংসে ব্যথা, চোখ গলে পড়ার মতো যন্ত্রণা- এসব সহ্য করেছেন টানা ২১ মাস।

ডাক্তাররা তার এই অবস্থার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলেন, একেবারে ঘুমের অনুপস্থিতি প্রাণঘাতী হতে পারে। প্রাণীর ওপর পরীক্ষা থেকে দেখা যায়, কুকুর ১৭ দিন আর ইঁদুর ৩২ দিন ঘুম ছাড়া টিকে থাকতে পারে। অথচ অলিভার প্রায় দুই বছর ধরে মোটামুটি ঘুম ছাড়াই বেঁচে আছেন!

তিনি ঘুম আনার জন্য সবকিছু চেষ্টা করেছেন- ওষুধ, থেরাপি, দেশ-বিদেশের ভেষজ গাছ; কিছুতেই কাজ হয়নি। বাধ্য হয়ে বাড়ি বিক্রি করেছেন, মায়ের কাছে ফিরে গেছেন, আর পৃথিবী ঘুরে চিকিৎসা খুঁজেছেন।

অলিভার আক্ষেপ করে বলেন, “রাতে আমি হাঁটতে বের হই, ফুটপাতে ঘুমিয়ে থাকা গৃহহীনদের দেখে হিংসে হয়। তাদের জায়গায় আমি থাকতে চাই- শুধু ঘুমানোর জন্য। আমি আমার সব সম্পদ দিয়ে দিতাম, যদি এক রাত শান্তিতে ঘুমোতে পারতাম।”

সংগৃহীত

নদীর পাড়ে সুন্দর সময়।
27/08/2025

নদীর পাড়ে সুন্দর সময়।

27/08/2025

হে আমার রব, তুমি জানো আমার মনের সব কথা।
আমি ক্লান্ত, ভারাক্রান্ত আর দুশ্চিন্তায় ভরা।
তুমি ছাড়া আর কেউ নেই যে আমার এই বোঝা লাঘব করবে।
হে দয়াময়, আমার চোখের অশ্রু থামিয়ে দাও,
আমার হৃদয়ের অস্থিরতা প্রশান্তিতে ভরে দাও।
তুমি চাইলে সব সহজ হয়ে যায়,
তুমি চাইলে অন্ধকার দূর হয়ে আলো এসে পড়ে।
হে আল্লাহ, আমাকে তুমি সকল চিন্তা থেকে মুক্ত করো,
শুধু তোমার পথে মনকে স্থির করো।

24/08/2025

মাওয়ার ইলিশ রান্নার কৌশল।

রইস ফেসবুকের ইনকামের টাকা দিয়ে গাড়ি কিনছে।
23/08/2025

রইস ফেসবুকের ইনকামের টাকা দিয়ে গাড়ি কিনছে।

23/08/2025

মধ্যরাতে ঝুম বৃষ্টির মাঝে।

21/08/2025

খরগোশ কথা শুনছে না।

এটা কি মাছ বলতে পারলে বুঝবো আপনি লিজেন্ড।
20/08/2025

এটা কি মাছ বলতে পারলে বুঝবো আপনি লিজেন্ড।

বেচারা রইস।। খাইতে বসলে পৃথিবীর আর কোন দিকে হুস থাকে না। আবার কে পাইছে কি না পাইছে সে দিকে ও খেয়াল থাকে না।
17/08/2025

বেচারা রইস।। খাইতে বসলে পৃথিবীর আর কোন দিকে হুস থাকে না। আবার কে পাইছে কি না পাইছে সে দিকে ও খেয়াল থাকে না।

Address

Sherpur

Telephone

+8801936117206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashiqur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashiqur Rahman:

Share