Work for Bangladesh

  • Home
  • Work for Bangladesh

Work for Bangladesh We work in the interest of All Bangladeshis for the sake of the Bangladesh. We don't hesitate to speak about the rights of Bangladeshi citizens.

14/08/2025

❝রা'স্তার মো'ড়ে মো'ড়ে ভা'স্ক'র্য্য তৈরী না করে একটি যাত্রী ছাউনী, একটি ওয়া'স'রুম ও পানির ট্যাপ বসানো হোক❞
(ভাস্কর্যের মাথা ভেঙে গুড়িয়ে দে)

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়। মুসলিমরা বিশেষভাবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম উদযাপন করে একে অপর...
14/08/2025

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়। মুসলিমরা বিশেষভাবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম উদযাপন করে একে অপরকে “আজাদী মোবারক” বলে শুভেচ্ছা জানায়। স্বাধীনতার আনন্দের সঙ্গে তিক্ত স্মৃতিও জড়িত ছিল, কারণ স্বাধীনতার আগে প্রায় ২০০ বছরের সময়ে মুসলিমরা ব্রিটিশ শাসনের অধীনে নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছিল।

মুসলিমরা প্রশাসনিক ক্ষমতা হারিয়েছিল, জমি ও কর ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং স্থানীয় শিল্প ও ব্যবসা ধ্বংসের ফলে অর্থনৈতিক দুর্ভোগের মুখে পড়েছিল। শিক্ষা ও সরকারি চাকরিতে বৈষম্য তাদের সামাজিক অবস্থার অবনতি ঘটায়। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর বিদ্রোহ দমন ও সেনাবাহিনীতে সীমিত অংশগ্রহণ তাদের সামরিক শক্তি কমিয়ে দেয়।

এই দীর্ঘকালীন নিপীড়ন মুসলিম সমাজকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করে তোলে। স্বাধীনতা আন্দোলনের সময় এই দুর্বলতা ও বৈষম্য মুসলিমদের স্বতন্ত্র রাষ্ট্রের দাবিকে শক্তিশালী করে এবং পাকিস্তান রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “আজাদী মোবারক” তাই শুধু আনন্দের প্রকাশ নয়, বরং দীর্ঘকালীন সংগ্রাম ও ইতিহাসের ফলাফলের প্রতীকও বটে।

11/07/2025

মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় সোহাগ নামক এক ভাঙারি ব্যবসায়ীকে হ*ত্যা করেছে যুবদল কর্মীরা।

খুলনায় কুয়েট শিক্ষার্থীদের ওপর রামদা নিয়ে হা'ম'লা করা বিএনপির স'ন্ত্রাসী মাহবুবুর রহমান আজ নিজ দলীয় সন্ত্রাসীদের গুলিতে ...
11/07/2025

খুলনায় কুয়েট শিক্ষার্থীদের ওপর রামদা নিয়ে হা'ম'লা করা বিএনপির স'ন্ত্রাসী মাহবুবুর রহমান আজ নিজ দলীয় সন্ত্রাসীদের গুলিতে খু'ন য়েছে।
আলহামদুলিল্লাহ বল্লে কি এখন অপরাধ হবে?

৩০ বছর ধরে পরেন একটা শার্ট, ওপরের বোতাম তার ছেঁড়া। কেউ একজন জিজ্ঞাসা করতে বলেছিলেন, "নষ্ট না হলে আমি কি করব,ফেলে তো দিতে...
11/07/2025

৩০ বছর ধরে পরেন একটা শার্ট, ওপরের বোতাম তার ছেঁড়া। কেউ একজন জিজ্ঞাসা করতে বলেছিলেন, "নষ্ট না হলে আমি কি করব,ফেলে তো দিতে পারি না !"

অথচ বাবা তার রাউজানের জমিদার। লন্ডনে পড়তে গিয়ে তার যে গাড়ি ছিল, দেশ থেকে বড়ো কেউ গেলে সে গাড়িই ধার দেয়া হতো তাদের। তিনি যে দর্জির কাছে কাপড় সেলাই করতেন, সে দর্জি ছিলেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লসের ব্যক্তিগত দর্জি৷ দেশে ফিরে দেশের মানুষের জীবদ্দশা দেখে সেই বিলাসী জীবন ত্যাগের প্রতিজ্ঞা করেছিলেন জাফরুল্লাহ, আমৃত্যু তাই পালন করেছেন।

লন্ডনের প্রকাশ্য রাস্তায় নিজেদের পাসপোর্টে আ'গুন ধরিয়ে দিলো কয়েকজন বন্ধু। এরা সবাই এবারের এফআরসিএস পরীক্ষার্থী৷ পরীক্ষা আর দেয়া হলো না, রাষ্ট্রহীন নাগরিক হিসেবে লন্ডন থেকে ফেরত পাঠানো হলো ভারতে৷ দেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে পাকিস্তানের পাসপোর্ট পোড়ানো সে বন্ধুদের নেতৃত্ব দিচ্ছিলেন ডা.জাফরুল্লাহ চৌধুরী।

ভারতে এসে আগরতলা ক্যাম্পের একপাশে চট-বেড়া দিয়ে গড়ে তুললেন ৪৮০ শয্যার ফিল্ড হাসপাতাল। দিনরাত এক করে হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর কাজ চলল তাতে। যুদ্ধ শেষ হলে এ হাসপাতালই হয়ে উঠল গরিবের গণস্বাস্থ্য কেন্দ্র৷ আজ ৫০ বছর পরেও, গণস্বাস্থ্য কেন্দ্রের নর্মাল ডেলিভারি বা ডায়ালাইসিস খরচ ২৫০০ টাকা৷ করোনায় আক্রান্ত হওয়ার পর ভদ্রলোকের জন্য ভিআইপি কেবিনের ব্যবস্থা করা হয়েছিল, আনা হচ্ছিল দামী ওষুধ৷ দুটোকেই 'না' করে জাফরুল্লাহ বললেন, ' নিজের হাসপাতালের ওপর নিজে ভরসা না রাখলে মানুষ কি করে রাখবে? যে ওষুধ গরীবে কিনে খেতে পারবে না, সে ওষুধ আমি নেব না।'

১৯৮২ সালে জাতীয় ওষুধ নীতির নেতৃত্ব দিয়েছেন জাফরুল্লাহ। স্বপ্নবাজ এ লোকটির হাত ধরেই ৯০ শতাংশ ওষুধ আজ দেশেই তৈরি হয়। বিনামূল্যে বিলি হয় গণস্বাস্থ্যের ওষুধ। গণস্বাস্থ্য কেন্দ্রই আবিষ্কার করেছিল বাংলাদেশের করোনা টিকা বঙ্গভ্যাক্স, বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছিল যে টিকা, পায়নি কেবল বাংলাদেশে।

গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরির কয়েকটা বাঁধাধরা নিয়ম তিনি করেছিলেন। কর্মরতদের ধূ'মপান নিষিদ্ধ । প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিঞার চাকরির ব্যাপারে ১৯৯৬ সালে নেত্রী নিজেই ফোন করেন জাফরুল্লাহকে। তিনি শেখ হাসিনাকে তখনই সাফ জানিয়েছিলেন, ' ধূ'মপান ছাড়তে না পারলে চাকরি হবে না। ' বাধ্য হয়ে একমাসেই ধূ'মপান ছাড়েন ডা. ওয়াজেদ।

দোর্দণ্ড প্রতাপে যখন ক্ষমতায় এসেছেন জিয়াউর রহমান, জাফরুল্লাহকে মেজর জিয়া হাতে একটা ফাঁকা চেক ধরিয়ে আদেশ দিলেন, মন্ত্রী হও৷ সেদিন গরিবের ডাক্তার ৪ পৃষ্ঠার চিঠি লিখে জবাব দিয়েছিলেন, একজনও স্বাধীনতাবিরোধী থাকলে সে মন্ত্রীসভায় তিনি যাবেন না৷ ৮-১৮'র তরুণরা যখন নির্লিপ্ত, তখন ৮০ বছর বয়সেও হুইল চেয়ারে রাজপথ দাপিয়ে বেড়িয়েছেন এই মানুষটি৷ দাঁড়িয়েছেন বিচারের কাঠগড়ায়,পেয়েছেন অর্থদন্ডও।

নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের সম্পদ আছে কয়েক হাজার কোটি টাকার।পেয়েছেন ম্যাগসেসে পদকের মতো অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা। অথচ সমস্ত জীবন দেশের জন্য উৎসর্গ করে কপর্দকহীন হয়ে চলে গেলেন একগুঁয়ে মানুষটি। একেকটা হাসপাতাল যখন হয়ে উঠছে মানুষ মারার কল, তখন গরিব যাতে কম খরচে ক্যানসার চিকিৎসা পায়, ওষুধ পায়, তার বন্দোবস্ত করে গণস্বাস্থ্য হাসপাতাল গড়েছেন মানুষটি।

জীবন-মরণের মাঝখানে দাঁড়িয়ে শেষবার জাফরুল্লাহ বলেছিলেন, কিছু হলে দেশেই হোক, বিদেশে চিকিৎসা তিনি কিছুতেই নেবেন না।
সারাজীবনের মতো একবারই এই মৃত্যু সাজ,
এতদিন প্রাণ ছিলো, অমরত্ব শুরু হলো আজ..

এই জেদ, এই উদ্যম,এই দেশপ্রেমকে কুর্নিশ। আপনি জিতে গেছেন ১৬ কোটি হৃদয়৷ অভিবাদন, মহামানব জাফরুল্লাহ চৌধুরী!

05/07/2025
বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার ভাতিজি টিউলিপ সিদ্দীক যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে যাবতীয় কার্যকলাপ ও...
05/07/2025

বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার ভাতিজি টিউলিপ সিদ্দীক যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে যাবতীয় কার্যকলাপ ও কর্মসূচি বন্ধে যুক্তরাজ্য সরকারের পার্লামেন্টে ভোট প্রদান করেছেন।

আমাদের দেশের জুলাই - আগস্টের আন্দোলনের মূল খেলোয়াড় সেটা আপনি মেসি রোনালদো বলেন কিংবা নম্বর ৯ এর আপনার ফেভারিট যে কোন স্ট...
01/07/2025

আমাদের দেশের জুলাই - আগস্টের আন্দোলনের মূল খেলোয়াড় সেটা আপনি মেসি রোনালদো বলেন কিংবা নম্বর ৯ এর আপনার ফেভারিট যে কোন স্ট্রাইকার এর কথা বলেন সেটার ভূমিকায় ছিলো

"বেসরকারি বিশ্ববিদ্যালয়ের" ছাত্র ছাত্রীরা তারা গোল দিয়ে নিরবে মাঠ থেকে চলে গেছে আবারও বই খাতা নিয়ে পড়াশোনায় বিজি হয়ে গেছে যার যার ক্যারিয়ার নিয়ে বিজি হয়ে গেছে। ❤️

তাদের জন্য আজীবন অসীম ভালোবাসা থাকবে। ❤️

আমি বিশ্বাস করি "Sometimes the most silent heroes are the ones who make the biggest impact." এবং এটার বাস্তব উদাহরণ ও দেখলাম। ❤️

যাইহোক ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা দিয়েছে PUSAB আমি এই দিবসকে পূর্ণ সমর্থন দিচ্ছি।

হাসিনা cdiBAL cdiফ্যাসিস্ট বাকশালী মুজিব cdi
01/07/2025

হাসিনা cdi
BAL cdi
ফ্যাসিস্ট বাকশালী মুজিব cdi

Address


Telephone

+8801717333008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Work for Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Work for Bangladesh:

  • Want your business to be the top-listed Media Company?

Share