Md. Liton mia

Md. Liton mia Work for entertainment

20/10/2024

শুভ সকাল ✌️✍️

19/10/2024

Assalamualaikum

20/09/2024

Time and tide wait for none.

07/05/2024

“পাকিস্তানে ৩৫ উর্দ্ধ এক কোটি নারী বিয়ের জন্য অপেক্ষা করছে” সূত্রঃ UN

সোজা বাংলায় বললে ৩৫ উর্দ্ধ এক কোটি নারীর বিয়ে হচ্ছেনা!

এই আপুমনিদের বিয়ে হচ্ছেনা ক্যান বলতে পারেন?অন্যতম একটা কারণ - উচ্চ শিক্ষা/ক্যরিয়ার বা সো কল্ড নিজের পায়ে দাঁড়াইতে গিয়ে নিজেকেই বলি দিয়ে দিলেন!

২৫ এর পর তো এমনিতেই ফার্টিলিটি কমতে থাকে আর যখন বয়স ৩০ এ গিয়ে পৌছায় তখন আর বাচ্চা হওয়ার সম্ভাবনা কই?

৩০ বছর পুরুষের সাথে টেক্কা দিতে গিয়ে মানসিকভাবে নিজেই একজন পুরুষ হয়ে যায়। নারী আর নারী থাকেনা!

তখন আর বিয়ে করবে কে? আমার ধারণা এমন নারীর সংখ্যা বাংলাদেশে অন্তত ৫০ লাখের বেশি!

— Ibn Fahad

04/05/2024

যারা স্টুডেন্ট আছেন, অনুরোধ থাকবে ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ লেখাটা পড়া শেষ করবেন...

আজকাল বেশির ভাগ স্টুডেন্টদেরই একটা সমস্যা আছে। আর সেটা হলো, এরা সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যি কারের প্রেম হয়ে গেছে?
তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবিতে প্রেম- ভালোবাসা বলে কিছু হয় না। আর যদিও সেটা হয় তবে তার সংখ্যাটা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবল মাত্র "এট্রাকশন"।

"এট্রাকশন" প্রাকৃতিক একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই "এট্রাকশনকে" আমরা ভালোবাসা নাম দিয়ে দেই।

সত্যি বলতে আপনার কোনো লাভ হয় নি কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে। তবে সেটা পরিক্ষা করে দেখুন...

যেমনঃ আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না। দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে । কিন্তু একই কথা আপনি আপনার বাবা মা কে বলে দেখুন, দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নিবে। আর যদি প্রয়োজন হয় এরা আপনার জন্য নিজেদের বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ।

আর আজ লোক "এট্রাকশনকে" লাভ মনে করছে। আর এর জন্য নিজের জীবনকেও নষ্ট করে দিচ্ছে। আর এই সব কিছু আপনি ভূল করছেন। আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি এই সবকিছু করেন তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন আপনার স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে এসব সম্পর্ক পারমানেন্ট সম্পর্ক হতে পারে না।

আপনি যদি আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কে বিয়ে করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট ছেলে, মেয়ে হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য ইউনিক হবে। যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি নাম্বার ওয়ান হবেন, আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি (You will only one) ইউ উইল ওয়ানলি ওয়ান হবেন।
তাই আপনার যদি ভালোবাসতেই হয়, তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন।
কারণ, এরা আপনাকে কখনোই ধোকাঁ দিবে নাহ, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে।

দিন সবার জন্যই ২৪ ঘন্টার হয়। এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই ২৪ ঘন্টায়ই কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোরো পতি হতে চায়। এখন আপনিই ভেবে দেখুন, আপনি কি হতে চান?

লোক কিছু বছর পর যখন আপনার সঙ্গে দেখা করবে তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে, আপনার কয়টা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে। তারা এটাই জিজ্ঞেস করবে

05/10/2019

Address

Sherpur
Sherpur
2130

Telephone

+8801880414574

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Liton mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share