ডেইলি নকলার খবর

ডেইলি নকলার খবর নিউজ মিডিয়া

14/11/2025

প্রতিদিন চোখ রাখতে হবে ইনশাআল্লাহ

14/11/2025

গতকাল একটি ভিডিও আপলোড হয়েছিলো মেয়েটির বক্তব্য ছিলো উজ্জল নামের ছেলেটি তাকে সাত মাস ধরে কাবিন ছাড়া, আজ সেই মেয়েটি তার বিরুদ্ধে অভিযোগ পরিবর্তন করেছেন। তিনি বলেছেন সেই ছেলেটি বলেছে যদি অভিযোগ অস্বীকার করে তাঁকে বিয়ে করবে। বাকিটা ভিডিওতে শুনুন

নকলা উপজেলা যুবলীগ নেতা রাসেলকে গ্রে'ফতার করেছে আইনশৃঙ্খলা র'ক্ষাকারী বাহিনী।
13/11/2025

নকলা উপজেলা যুবলীগ নেতা রাসেলকে গ্রে'ফতার করেছে আইনশৃঙ্খলা র'ক্ষাকারী বাহিনী।

রাসুল স: এর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শ দিয়ে সুনাগরিক গড়ে তোলা সম্ভব নয়"-- ফখরুদ্দিন মানিক ফেনী প্রতিনিধি: শিবিরের সাবেক ...
13/11/2025

রাসুল স: এর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শ দিয়ে সুনাগরিক গড়ে তোলা সম্ভব নয়"-- ফখরুদ্দিন মানিক

ফেনী প্রতিনিধি: শিবিরের
সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩((দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেছেন,বিশ্ব নবী মোহাম্মদ স: শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না। তিনি ছিলেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব। সকল ধর্ম মতের জন্য অনুকরনীয়, অনুসরনীয় আদর্শ।আল্লাহ সোবানাহু তায়লা রাসুল স: কে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি ছিলেন নারী,পুরুষ, যুবক ,তরুন,ছাত্র,শ্রমিক,পেশাজীবি সকলের জন্য আদর্শ। আমাদের প্রিয় জন্মভূমিকে কল্যানময় এবং নিরাপদ করার জন্য দরকার সুনাগরিক। আজকের ছাত্ররা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ছাত্রদের মধ্য থেকে গড়ে উঠবে আগামীর কান্ডারী। সুতারাং ছাত্র-ছাত্র-ছাত্রীদের একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি নৈতিক মূল্যবোধ তৈরির জন্য রাসুল স: এর আদর্শের শিক্ষার বিকল্প নেই। রাসুল স: এর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শের মাধ্যমে গড়ে তোলা সময় সম্ভব নয়। তাই আসুন আমাদের আগামী প্রজন্মকে রাসুল স: আদর্শে গড়ে তোলার চেষ্টা করি।

তিনি ফেনীর দাগনভূঞায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে(১৩ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সিরাতুন্নবী (স:) কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।

ডা: মানিক ছাত্রদের উদ্দেশ্যে বলেন,"কেবল মাত্র একটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে রাসুল স: এর জীবনের বিস্তৃত দিক জানা সম্ভব নয়। এজন্য দরকার সুনিদ্দিষ্ট পরিকল্পনা, গভীর অধ্যয়ন এবং সেই আদর্শের অনুসরন। যে সকল সংগঠন তোমার মেধা এবং নৈতিকতার সমন্নয়ে জীবনকে সফল করার ক্ষেত্রে ভুমিকা রাখবে তাদেরকেই তোমাদের গাইড হিসেবে গ্রহন করবে। সাময়িক আবেগের বশবর্তী হয়ে এমন কাউকে গ্রহন করে যারা তোমার ভবিষ্যৎ জীবনকে হুমকির মধ্যে ফেলে দিবে।তোমাদেরকে হতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ভাল ছাত্র, পিতা মাতার কাছে ভাল সন্তান, সমাজের কাছে ভাল ছেলে এবং রাস্ট্রের কাছ ভাল নাগরিক।তিনি ছাত্রদেরকে রাসুল স: এর আদর্শ পুর্নাঙ্গ অনুসরন করার আহবান জানান।

দাগনভূঞা মডেল শাখার সভাপতি আবু ওসামার সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শিবিরের ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক,জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী ইমাম হোসেন আরমান , উপজেলা জামায়াতের আমীর মাও গাজী সালেহ উদ্

সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ:র‌্যাবের জালে ৬ প্রতারকশামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জে ব্যবসায়ীদের ক...
13/11/2025

সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ:
র‌্যাবের জালে ৬ প্রতারক

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারকচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীবর্দীপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন।

তিনি জানান, প্রায় ৫-৬ মাস আগে প্রতারণার উদ্দেশ্যে চক্রটি পরিবারসহ সুনামগঞ্জ শহরে ভাড়া বাসা নেয়। এবং ‘মেসার্স আব্দুল্লাহ বানিজ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করে। তারা বাজার দরের চেয়ে কম মূল্যে পেয়াজ, রসুনসহ নিত্যপণ্য বিক্রি করে স্থানীয় ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে আস্থা অর্জন করে। পরবর্তীতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে পাইকারি অর্ডারের নামে কোটি টাকার বেশি নগদ টাকা সংগ্রহ করে তারা উধাও হয়। টাকা আত্মসাতের কয়েক ঘণ্টা পরই দোকানে তালা ঝুলিয়ে মোবাইল ফোন বন্ধ করে অন্যত্র পালিয়ে যায় চক্রের সদস্যরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এক ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় প্রতারণা মামলা দায়ের করেছেন। পরে র‍্যাব- ৯, সিপিসি- ৩, সুনামগঞ্জের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাইবান্ধায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), মোছা. শাহানা পারভীন (৪৩), মো. মশিউর রহমান ওরফে মাসুক (৩০), মো. শফিউর রহমান (২৬), রিনা আক্তার (২০) ও নারগিস আক্তার (৩৪)। তারা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি এর আগেও দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা করেছে। এবং সম্প্রতি গাইবান্ধা জেলাকে নতুন টার্গেট হিসেবে বেছে নেয়।

ফেনীতে এনসিপির লাঠি শোডাউন ফেনী প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ও লকডাউন প্রতিহতের লক্ষ্যে ফেনীতে...
13/11/2025

ফেনীতে এনসিপির লাঠি শোডাউন

ফেনী প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ও লকডাউন প্রতিহতের লক্ষ্যে ফেনীতে লাঠি শোডাউন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখা। বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত লাঠি শোডাউন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এ সময় এনসিপি নেতৃবৃন্দ বলেন,দেশে চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনা দায়ী। তারই নির্দেশে তার সাঙ্গ-পাঙ্গরা দেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা হুশিয়ার উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগের পূর্ণবাসন এ বাংলার জমিনে আর হবেনা। যারা আওয়ামী লীগকে পূর্ণবাসন করতে চেষ্টা করবেন তাদের কে প্রতিহতের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত,সংগঠক আবদুল্লাহ আল যোবায়ের, শাহ ওয়ালী উল্লাহ মানিক,মুহায়মিন তাজিম, যুব শক্তি কেন্দ্রীয় সদস্য পারভেজ আহমেদ,এনসিপির ফেনী জেলা শাখার সদস্য সদস্য ওমর ফারুক, বদরুদ্দোজা নোবেল ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক ওমর ফারুক শুভ প্রমুখ।

13/11/2025

জামাতের আমির নকলা উপজেলা

13/11/2025

নকলায় আজ মিছিলের ডাক দিয়েছেন বিএনপি।

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’, যা স্থানীয়ভাবে ‘দা...
12/11/2025

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’, যা স্থানীয়ভাবে ‘দাঁতিনা’ বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত। মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিলামে বিক্রি হয় ১ লাখ ১১ হাজার টাকায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর বৈজ্ঞানিক নাম Protonibea diacanthus — যা ‘ভোলা মাছ’ বা ‘ব্ল্যাক জুয়েলফিশ’ নামেও পরিচিত। সাধারণত ২০–৫০ কেজি ওজনের হলেও কিছু মাছ ৭০ কেজিরও বেশি বড় হয়। এর সবচেয়ে মূল্যবান অংশ মাছের ‘থলি’, যা ঔষধ ও কসমেটিক শিল্পে ব্যবহৃত হয় এবং বিদেশে চড়া দামে বিক্রি হয়। স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, এমন মাছ সচরাচর ধরা পড়ে না — এটি জেলেদের জন্য সৌভাগ্যের নিদর্শন।

—শংকর লাল দাস, পটুয়াখালী

গ্রেফতার
12/11/2025

গ্রেফতার

Address

Mymensingh
Sherpur
2150

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডেইলি নকলার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share