ᴊɪʙᴏɴ ᴄʜᴏʙɪ -

ᴊɪʙᴏɴ ᴄʜᴏʙɪ - জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা � ᴊɪʙᴏɴ ᴄʜᴏʙɪ - জীবন ছবি

চাইলেও সবসময় সব প্রিয় কিছু ধরে রাখা যায় না। সময়ের ফেরে জীবনের কিছু প্রিয় জিনিস হারিয়ে যায় আর কিছু প্রিয় জিনিস আমাদেরকেই ...
28/10/2024

চাইলেও সবসময় সব প্রিয় কিছু ধরে রাখা যায় না। সময়ের ফেরে জীবনের কিছু প্রিয় জিনিস হারিয়ে যায় আর কিছু প্রিয় জিনিস আমাদেরকেই ছেড়ে আসতে হয়। আমাদের জীবনটা তো এমনই বহিয়মান। তাই না?

প্রিয় কবিতাও একসময় রঙ হারায়।
প্রিয় উপন্যাসের শেষ লাইনে এসে একদিন থেমে যেতে হয়।
প্রিয় স্টেশন একসময় ফেলে আসতে হয়।
প্রিয় মানুষের থেকেও দূরে যেতে হয়।
প্রিয় শৈশব হারিয়ে যায় বড় হওয়ার ফাঁকে।
বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকা স্কুলের বারান্দা, খুনসুটির লাস্ট বেঞ্চের গল্প ছেড়ে একদিন দূরে আসতে হয়। সবচেয়ে সুন্দর সময়ের সমাপ্তিতেও একদিন
আমাদের এসে থেমে যেতে হয়।🌼😔

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয় ❤️- আল হাদিস
11/03/2024

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয় ❤️
- আল হাদিস

25/11/2023

📛সংগৃহীত 📛

সফলতা VS সমাজ..!

⚫সফলতাঃ-
আমি SSC তে GPA 4.89 পেয়েছি।
🔴সমাজঃ-
ভালো, তবে এ আর এমন কিছু-না। আমার অমুক ভাইয়ের ছেলে, আমার অমুকের
মেয়েও তো গোল্ডেন +পাইছে। ভালো একটা কলেজে চান্স পেয়ে দেখাও।

⚫সফলতাঃ-
আমি বাংলাদেশের নামকরা কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ
চান্স পেয়েছি।
🔴সমাজঃ-
কত জনকে-ই তো দেখলাম কুড়িগ্রাম গিয়ে নষ্ট হয়ে গেছে।

⚫সফলতাঃ-
আমি ডিপ্লোমা তে CGPA 3.50+ পেয়েছি।
🔴সমাজঃ-
তাতে এমন কি ? এবার ডুয়েট বা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ এ চান্স পাও কি-না দেখ। কত দেখলাম CGPA 3.50+ পাওয়া ছাত্র কোথাও চান্স পায়-না।

⚫সফলতাঃ-
আমি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ এ চান্স পেয়েছি, EEE তে।
🔴সমাজঃ-
ডুয়েটে তো আর পাইলা না। আমার অমুকের ছেলে অমুক বুয়েটে পড়ে, তমুকের মেয়ে ডুয়েটে পড়ে। EEE আবার এমন কি সাবজেক্ট? কত ছেলে চান্স পেয়ে পাশ করতে পারে-না। আগে পাস কর তারপর কথা বল।

⚫সফলতাঃ-
আমি প্রথম শ্রেণীতে সম্মানের সাথে পাশ
করেছি।
🔴সমাজঃ-
CGPA কত ? ফার্স্ট তো আর হও নি। আমার
অমুকের ছেলে অমুক কলেজ থেকে পড়ে CGPA 3.70
পেয়েছে, আর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ থেকে পড়ে তোমার এই অবস্থা।
পাশ করে কি করেছ, চাকরি তো আর পাও নি। কত দেখলাম ডুয়েট থেকে পড়ে বেকার ঘুরছে।

⚫সফলতাঃ-
আমি চাকরি পেয়েছি।
🔴সমাজঃ-
BSC ক্যাডার তো আর হওনি। যে বেতনের চাকরি, তার থেকে গার্মেন্ট্সে কাজ করা ভালো ।

⚫সফলতাঃ-
আমি BCS ক্যাডার হয়েছি।
🔴সমাজঃ-
তাতে কি হয়েছে ? পুলিশ/প্রশাসন তো আর পাও নাই, সাধারণ ইঞ্জিনিয়ারই তো হইছো।

⚫সফলতাঃ-
আমি কারিগরি ক্যাডার পেয়েছি।
🔴সমাজঃ-
প্রশাসন ক্যাডার এর কাছে তো তুমি কিছুই না, তো লাভ নাই! সো তোমার দ্বারা কিছু হবে না

অবশেষে একদিন আমি মারা গেলেও সমাজ
বলবেঃ "মরেছে তো কি হয়েছে ? প্রতিদিনই তো কতো মানুষ মারা যাচ্ছে....!"

হুম, এটাই আমাদের সমাজ। প্রতিযোগীতামূলক সমাজ। তাই সমাজের মানুষের কথায় কান না দিয়ে নিজেকে সফলতার শীর্ষে তুলুন।❤️

07/06/2023

হে প্রশান্ত আত্মা!
তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে !
অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।
( আল-ফাজর : ২৭,২৮,২৯ )

Address

Sherpur

Telephone

+8801909424975

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴊɪʙᴏɴ ᴄʜᴏʙɪ - posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share